বিলাই টু

খেকশিয়াল এর ছবি
লিখেছেন খেকশিয়াল (তারিখ: রবি, ১৫/০৩/২০০৯ - ১:৩৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

জেবতিক ভাই অলরেডি লিখা ফেলসে, তাই আমার লেখাটা বিলাই টু নামে ছাড়লাম। সচলায়তনের এই পশু দিবসে কাহিনী দুইটা সবাইরে জানাইতে ইচ্ছা করল।

কাহিনী এক
------------

আমাগো মহল্লায় বিলাইয়ের কমতি নাই। সারাদিন তারা ছানাপোনা সহ এইখানে ঐখানে বাসাবাড়ি গাড়ে। একবার অনেক আল্লাদ কইরা এমন এক বিলাই মা আর তার কতিপয় সন্তানদের আশ্রয় দিছিলাম আমরা বাড়ীতে। সেই ফ্যামিলি কি জানি এক পোকাসহ আসছিল, ছোট ছোট পোকা। ঐগুলার কামড়ে আমাগো ত্রাহি ত্রাহি অবস্থা। এত শক্ত পোকা আমি জীবনে দেখি নাই, উকুনের মত টিপলেও মরে না! কিছুক্ষণ পরে আবার নড়াচড়া করতে থাকে! অনেক কষ্ট কইরা মারতে হয়। তো সেই ফ্যামিলির হৃদয়বিদারক উচ্ছেদের পর কেউ আর আল্লাদ দেখায় না। আমার দিদি দেখাইলেও মা দাবড়ানি দেয়। তো যে কাহিনী কমু ঐটাও এক বিলাইরে নিয়া। সেই মাদী বিলাই একটা বস্তু! তারে আমি মনে হয় তিন মাস পর পরই মুখে কামড়াইয়া ছানা পোনা নিয়া মুভ করতে দেখি! কাহিনী বুঝি না! যাই হোক হুলাদের মাঝে তার অনেক ক্রেজ বুঝাই যায়। কিন্তু মহল্লাবাসী তো এইসব বেলাল্লাপনা সহ্য করবে না। এই বিলাই এইখানে বাচ্চা দেয়, ওইখানে বাচ্চা দেয়, আবার বাচ্চাসহ সরাইতেও খারাপ লাগে। একদিন বিছানায় শুইয়া আছি, শুনি মা কার সাথে জানি কথা বলতাছে। পাশের বাড়ীর এক মহিলা। কথা শুইনা হাসাহাসি শুইনা আমারো পেট চাইপা হাসির দশা। শুনি মহল্লার মা মাসিরা মিল্লা নাকি ঐ বিলাইয়ের জ্বালায় অতিষ্ঠ হইয়া খাবারের সাথে ওভাকন না কোন জন্ম নিয়ন্ত্রন পিল গুড়া কইরা খাওয়াইছে!

কাহিনী দুই
------------
এই কাহিনী শুইনা আমি হাসুম নাকি কান্দুম বুঝি না। কাহিনীটা হয় অনেকেই জানেন, পেপারে উঠছিল মনে হয়। কাহিনীটা আসলে একটু কস্কি মমিন টাইপের কাহিনী। অনেক আগে কোন টিভিতে জানি এইডস নিয়া একটা অ্যাড দেখাইতো। আপনাদের মনে আছে নাকি জানি না, ঐটায় দেখাইতো একটা কালো বিলাই ঘরে ঢুকতাছে। অনেকটা রূপকার্থে আর কি। তো কোন গ্রামে (মনে নাই) না জানি অনেক জায়গাতেই লোকজন কালা বিলাই মারা শুরু করছিল। তাদের ধারণা কালা বিলাই দিয়াই এইডস ছড়ায়।


মন্তব্য

সবজান্তা এর ছবি

শুনি মহল্লার মা মাসিরা মিল্লা নাকি ঐ বিলাই্যের জ্বালায় অতিষ্ঠ হইয়া খাবারের সাথে ওভাকন না কোন জন্ম নিয়ন্ত্রন পিল গুড়া কইরা খাওয়াইছে!

এই মাঝ রাতে সত্যি সত্যি হাসতে হাসতে চেয়ার থিকা পইড়া গেসি... এইডা কী লেখলেন ভাই !!


অলমিতি বিস্তারেণ

খেকশিয়াল এর ছবি

এই যে আমার মনে পড়ল লেখতে গিয়া আমিও হাসতাসি আবার ।

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

প্রকৃতিপ্রেমিক এর ছবি

অনেকটা রূপকার্থে আর কি। তো কোন গ্রামে (মনে নাই) না জানি অনেক জায়গাতেই লোকজন কালা বিলাই মারা শুরু করছিল। তাদের ধারণা কালা বিলাই দিয়াই এইডস ছড়ায়।
হায় হায় বলেন কী?

মুশফিকা মুমু এর ছবি

জন্ম নিয়ন্ত্রন পিল গুড়া কইরা খাওয়াইছে

হো হো হো তা সেটা কি কাজ করেছিল?

ইসসনা জানি কত কত কালো বিড়াল শুধু শুধু মারল মন খারাপ
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

খেকশিয়াল এর ছবি

কাজ করছিল নাকি মনে নাই, তবে বিলাইটারে কম দেখা যাইতো

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সুহান রিজওয়ান এর ছবি

বুইড়া আঙ্গুল... !!!

অতিথি লেখক এর ছবি

ঐ বিলাইয়ের জ্বালায় অতিষ্ঠ হইয়া খাবারের সাথে ওভাকন না কোন জন্ম নিয়ন্ত্রন পিল গুড়া কইরা খাওয়াইছে!

গড়াগড়ি দিয়া হাসি =)) গড়াগড়ি দিয়া হাসি =))
পইরা গেলাম চেয়ার থেইকা!!
-------------
উদ্ভ্রান্ত পথিক

ফারুক হাসান এর ছবি

কস্কি মমিন!
*********************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

পান্থ রহমান রেজা এর ছবি

বিলাইয়ের জ্বালায় অতিষ্ঠ হইয়া খাবারের সাথে ওভাকন না কোন জন্ম নিয়ন্ত্রন পিল গুড়া কইরা খাওয়াইছে!

ও রে, হাসতে হাসতে মইরা গেলাম।

ভূঁতের বাচ্চা এর ছবি

হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ
গড়াগড়ি দিয়া হাসি =)) গড়াগড়ি দিয়া হাসি =))
বিড়ালের বড়ি খাওয়ার কথা আগে শুনিনাই।
আর কালা বিলাইয়ের কথা শুনেও তো আমার অবস্থা খারাপ হাসতে হাসতে !
---------------------------

--------------------------------------------------------

অতন্দ্র প্রহরী এর ছবি

কাহিনী এক:
গড়াগড়ি দিয়া হাসি

কাহিনী দুই:
মন খারাপ

অবনীল এর ছবি

চ্রম মজা পাইলাম।

___________________________________
অন্তর্জালিক ঠিকানা

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

অনেক "পশুপ্রেমিক" পোষা জীবজন্তুকে যৌনতানাশক বা যৌনতা-হ্রাসকারী ট্যাবলেট খাইয়ে দেয়। আহা! কী মানবিক আচরণ!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

দেবোত্তম দাশ এর ছবি

হইছে বটে, কাম একখান করছে
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।