মামুরো ওশি'র 'ঘোস্ট ইন দ্য শেল' আমার দেখা সেরা এনিমিগুলোর মধ্যে একটা। এই বৃষ্টি বাদলার দিনে অনেকদিন পরে শুনলাম মুভিটার ইন্ট্রো সাউন্ডট্র্যাকটা। এটা মূলতঃ একটা স্তোত্র, শিন্তো প্রার্থনার অংশবিশেষ। তাইকো ড্রামের সাথে যার কথাগুলো এরকম,
আ গা মায়েবা, কয়াশে ইয়োনিকেরি
আ গা মায়েবা, তেরুতস্কি তয়মুনারি
নেচেছিলাম, তাই মুগ্ধ হয়েছিল সেই সুন্দরী
নেচেছিলাম, তাই প্রতিধ্বনিত হয়েছিল রূপালী চাঁদ
ইয়োবাই নি, কামি আমাকুদারিতে
ইয়ো ওয়া আকে, নুয়েদোরি নাকু
এই পরিণয় ঈশ্বরের আশীর্বাদ, নেমে আসছেন তিনি দেখো
কেটে যাবে এই রাত আর গেয়ে উঠবে সব কিমেরা'রা
মন্তব্য
আপনার ব্লগ পড়ার পর হায়াও মিয়াজাকির স্পিরিটেড অ্যাওয়ে দেখেছিলাম, ডাউনলোড করে। খুব ভাল লেগেছিল। কিন্তু এর পরে আর কোনটা দেখা হয়নি। এনিমি মুভি দেখা শুরু করতে হবে। ভাবছি এই গোস্ট ইন দ্য শেলই ডাউনলোড করে ফেলব।
এনিমি আসলে খুব বেশী দেখি নাই। অনেকদিন আগে ডেথ নোট দেখে মুগ্ধ হয়েছিলাম। এর অনেক পরে স্পিরিটেড অ্যাওয়ে। স্পিরিটেড অ্যাওয়ের তুলনা হয় না।
অন্ধকারের উপর লাঠিপেটা করে লাভ নেই, আলোক জ্বালালেই অন্ধকার দূর হবে
— বিদ্যাকল্পদ্রুম
একটা অদ্ভুত এনিমি সিরিজ আছে, আমি সবাইকেই দেখতে বলি, 'ফুল মেটাল এলকেমিস্ট'
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
খাড়ান, আগে ডাউনলোডায়া দেইখা লই, তারপর কমেন্ট দিমুনে..........
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
কয়েকটা এনিমির নাম দেই দেইখেন
কাতসুহিরো ওতোমো'র আকিরা
মামুরো ওশি'র ঘোস্ট ইন দ্য শেল ১, ২, ব্লাড
কাওজিরি'র নিনজা স্ক্রল
তারপর আগিতো, সাতোশি কোন এর মিলিনিয়াম এক্ট্রেস, পাপ্রিকা
আরো আছে পরে কমু নে
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
আমিও কিছু যোগ করি
ডেথনোট
কোড গিয়াস
সামুরাই এক্স
সামুরাই চ্যাম্পলু
লাস্ট এক্সাইল
সব কটি দুর্দান্ত
-----------
উদ্ভ্রান্ত পথিক
ট্র্যাক টাতো দুর্দান্ত
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
হিমেকামির গানগুলো আসলেই দুর্দান্ত ... শ্রোতাকে অদ্ভুত একটা জগতে নিয়ে যায় ...
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
আবার জিজ্ঞেস! এইটার সেকেন্ড পার্টে আরেকটা ট্র্যাক আছে অইটাও দিলাম
02 Kugutsuuta ura mite chiru - Kenji Kawai
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
শুনেই বুঝলাম হিমেকামির গান
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
হিমেকামির সব ডাউনলোড করতে পাওয়া যায়? থাকলে আওয়াজ দিয়েন তো
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
আচ্ছা অজ্ঞ পাঠকের প্রশ্ন, এই এনিমি'টা কি বস্তু? অ্যানিমেশনের সংক্ষেপ, নাকি অন্য কিছু?
"ঘোস্ট ইন দ্য শেল" আমার কেন যেন বেশি ভাল্লাগে নাই :-p
অ্যানিমি দেখার অনভ্যাস এর মূল কারণ হইতে পারে।
কেউ কাউবয় বিবপ ের কথা কইলেন না। যেমন গল্প তেমন একশন। আর এর পাশাপাশি afro samurai আর afro samurai resurrection , এই টা না দেখা পর্যন্ত এনিমি দেখা পরিপুর্ন হয় না। এক্কেবারে কোপা সামশু। আর হেন্তাই এর কথা তো বাদ ই দিলাম।
নতুন মন্তব্য করুন