কিছু মুভি আছে দেখলেই শেষ হয় না, দিন রাত মাস বছর ধরে জ্বালাতন করে। ওল্ড বয় মুভিটা দেখে আমার এমনই অবস্থা। ছবির প্রথমেই দেখা যায় এক মাতালকে। ব্যবসায়ী মানুষ মনের ফুর্তিতে কাজ শেষে মাতলামী করছিলেন তিনি। মাত্রা বেড়ে গেলে ধরে পুলিশে। জামিনে ছাড়িয়েও আনে এক বন্ধু। রাস্তায় বেড়িয়ে মাতাল ও দেসু ফোনে কথা বলে তার পিচ্চি মেয়ের সাথে। ঠিক পরপরি বন্ধুটিও আশস্ত করতে যায় দেসুর বউকে। ফোন রেখে নামিয়ে দেখে দোস্ত নেই।
স্বাভাবিক হলে দেসু নিজেকে আবিষ্কার করে এক হোটেল রুমে। তারও কিছুক্ষন পরে বুঝে সে বন্দী। সে চেঁচায় কেউ তার কথা শুনে না। তাকে কেউ দেখতে আসে না, শত চেষ্টা করেও সে বেরুতে পারে না। দিন যায়, মাস যায়.. আর যায় বছর। মাঝেমাঝে সে হিস্টিরিয়াগ্রস্ত হয়ে পড়ে, তার হ্যালুসিনেশন হয়। এইভাবে সে যখন পাগল হয়ে যেতে থাকে, সে আত্মহত্যার চেষ্টা করে। কিন্তু পারে না কোনবারই। রুমে গ্যাস দিয়ে তাকে অবচেতন করে ফেলা হয়। তার এই জঘন্য জীবনের একমাত্র ছিল শুধুই একটা টিভি। সে টিভি দেখে। টিভি থেকেই শেখে অনেককিছু। মারামারি করে ছায়ার সাথে। শিখতে থাকে অনেককিছু। আর একদিন টিভিতে দেখে তার বউকে, কেউ খুন করে রেখে গেছে, তার মেয়েকে পালক নিয়েছে এক দম্পতি, পুলিশের ধারনা সেই খুন করেছে তার বউকে। সে টিকতে পারে না আর, প্ল্যান করতে থাকে পালানোর। দেয়াল খুড়তে থাকে সে রোজ। কিন্তু সবই দেখে বাইরে থেকে কেউ বা কারা। আর একদিন ছেড়েও দেয় তাকে। দেসু'র হিসেবে ঠিক পনেরো বছর পর। আশেপাশে কেউ নেই, কিচ্ছু নেই। একবুক জিঘাংসা নিয়ে বেড়িয়ে আসে দেসু। খুঁজতে শুরু করে সেই লোক বা লোকগুলোকে যারা তাকে বন্দী করে রেখেছিল।
অনেক বলে দিলাম, এটুকু বলার দরকার ছিল, যাদের ইচ্ছা হয় বাকিটা দেখে নিবেন। তবে এইখানে কিছু কথা আছে। মুভিটার কেন্দ্রবস্তুই হল প্রতিহিংসা। কোরিয়ার পরিচালক পার্ক চান উকের ভেঞ্জেন্স চলচ্চিত্রত্রয়ের দুই নাম্বার মুভি এইটা। তবে এর আগের পরের পার্টের সাথে এর কোন সম্পর্ক নেই, সব কাহিনীই আলাদা। মুভিটার কাহিনী নকল করে হিন্দী একটা মুভি বের হয়েছিল জিন্দা(নকল কারন ওই ডিরেকটর নাকি পার্কের পারমিশন কিছু না নিয়েই সত্ত্ব না নিয়েই মুভিটা করেছিল, পার্ক নাকি কেইস করবে শুনেছিলাম), সঞ্জয় আর জন আব্রাহামো ছিল। হিন্দীটা আমার দেখা হয়নি তবে শুনে যা বুঝলাম, হিন্দী মুভির শেষে ওল্ডবয়ের মত কাহিনী দেখাতে পারেনি, সম্ভব নয় (কাহিনীরই কারনে)। মুভিটিতে তেমন রক্তারক্তি নেই, তবে অনেক মানসিক পীড়ার কারন আছে। মুভিটা এখনো আমার মাথা থেকে যায় নি। মুভিটা আমি চোরের মত এত কষ্ট করে আমাদের দেশের গরীব ব্যান্ডউইডথে ডাউনলোড করেও ডিলিট করে দিয়েছিলাম। করেই আবার হায় হায় করেছিলাম। আমি সবাইকেই বলি, 'ওল্ডবয় দেখিস!.. নাহ দেখিস না থাক..' আবার হয়ত থেমে বলি, 'নাহ দেখিস..'
ছবিটা হয়ত আমি দেখতে বলি অদ্ভুত কাহিনীটার জন্য, মানাও করি ঠিক একই কারনে.. আবার দেখতেও বলি না, না দেখতেও বলি না।
মন্তব্য
এই ছবিটার কথা বহুকাল আগে আপনার কাছে শুনছিলাম, প্লটটা সেই রকম লাগছিলো আমার কাছে...
আজকেই ডাউনলোড দিতেছি...
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
লেখা এডিট করসি, হিহি, দেখিস না।
------------------------------
'..দ্রিমু য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
আমিও দেখতে প্রলুব্ধ হলুম
দেইখেন না, আমারে গালি দিবেন পরে
------------------------------
'..দ্রিমু য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
দেখবানেতো!
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
নিজ দায়িত্বে ভাই..
------------------------------
'..দ্রিমু য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
"জিন্দা" নিয়ে এই লেখাটা পড়তে পারে, মজার আছে।
লিখতে থাকুন, ফক্সিয়াল।
পড়ছি, হাহা ফক্সিয়াল! ভাল নাম দিসেন তো!
------------------------------
'..দ্রিমু য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
দেখতে হবে তো...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
দেখবেনই? খবরদার আমারে গালি দিতে পারবেন না দেইখা!
------------------------------
'..দ্রিমু য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
লিখসেন তো ভালাই, তয় দেইখ্যা মেজাজ খারাপ, শরীল চিড়বিড়ানি এই সব নিয়া বিস্তারে লিখলে পার্তেন। তাইলে আর দায়িত্ব নিতে হইতো না
The constant gardner এর মতো আফ্রিকায় চিত্রায়িত এবং অনলাইনে দেখা যায় এরকম কিছু ছবির নাম দিয়েন তো ।
ব্লাড ডায়মন্ড, সাহারা, লাষ্ট কিং অফ স্কটল্যান্ড, আসান্তি- এগুলো বাদে । আফ্রিকান দেশগুলোতে ছবি দেখতে ভাল্লাগে ।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
The constant gardner মুভিটাও আমাকে জ্বালিয়েছিল বেশ। অন্য যেগুলো বললেন সবই দারুন ছবি, আসান্তিটা এখনো দেখা হয় নি। আফ্রিকায় চিত্রায়িত অন্য যে মুভিগুলো দেখতে পারেন -
Tsotsi (2005)
Hotel Rwanda (2004)
আমার দেখার ইচ্ছা আছে যেসব ছবি
Out of Africa (1985)
Cry Freetown (1999)
Cry Freedom (1987)
Nowhere in Africa
------------------------------
'..দ্রিমু য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
Hotel Rwanda (2004) আমার ফেভারিট ১০০'র একটি
বাকীগুলো দেখে নেবো । ধন্যবাদ ।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
যে ইচ্ছা ডাউনলোড দেন, আমারে লাস্টে এভিআইটা হাতে পৌঁছায়া দিলেই হইল...
আমি দেখতে চাই! এই ধরনের ছবি আমার ভারী পছন্দ!
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
ভাই এইটা তো ডিলিট দিয়া ফেলসি, আপ্নেরা কেউ ডাউনলোড করলে আবার আমারে দিয়েন।
------------------------------
'..দ্রিমু য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
আমি অখনই ডাইনলোড দিতাসি.......
টরেন্টের লিঙ্ক তো পাচ্ছি না। লিঙ্কটা দিয়া দেন না পন্ডিত মশাই !!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
http://www.mininova.org/tor/1696951
------------------------------
'..দ্রিমু য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
ধইন্যা পাতা জনাব
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
ওফ্, দিলি ত ডিলিট করে, দেখস আর ডিলিট করস, আমাদের কথা ত মনে রাখবি। জোস রিভিও। মারাত্মক একটা থট এক্সপেরিমেন্ট মনে হচ্ছে মুভিটা। দেখার আশায় থাকলাম।
___________________________________
স্বপ্ন নয়, - শান্তি নয়, - কোন এক বোধ কাজ করে মাথার ভিতরে!
___________________________________
অন্তর্জালিক ঠিকানা
নতুন মন্তব্য করুন