হাঁটছিলাম
খেলছিলাম ধুলা টেনে টেনে
বোবা ধরা শহর
বিকেলের ঘুমন্ত রাজপুরী যেন
হা করা এক দুঃস্বপ্ন চুপ চিৎকার-
হাতড়ে ফেরে আশ্বস্ত হাত
ঘর্মাক্ত কলেবরে
কান পাতি,
শুনি হিসহিসিয়ে উঠে ব্যধি-
'আহ! এসো এখন!..
দেখোনা দেই চিন্তায় বেড়িবাঁধ
হবে কল্পনার বৈদ্যুতিক আবাদ
বিকোবে সে দানব
কিনবে তুমি?
গাড়ল কোথাকার!..
দূর দূর!..
চুপ তাই আমি
হাঁটি মাথা হেঁট
ম্যাগিলান পৃথিবীর কোনে কোনে
পেরোই, মাড়াই
কবি কবিতার জড়াজড়ি লাশ যত
বৃত্ত বেলুন আরশোলা সমীকরণে
মন্তব্য
(তালিয়া) পড়তে ভালু লাগলো, বুঝি নাই সেইটা অবশ্য আলাদা বিষয়।
দৃশা
আরে বেটি আমিই নি বুঝসি পুরাটা!
------------------------------
'..দ্রিমু য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
দুই একটা শব্দ ছাড়া কিছুই বুঝি নাই, তবে কেমন একটা ছান্দসিক মজা আছে জিনিসটার মধ্যে।
___________________________
বাংলাদেশ আমার বাংলাদেশ
মজাই আসল ব্যাপার
------------------------------
'..দ্রিমু য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
ফক্সিয়ালভাই, এই জায়গাটা একটু বুঝাইয়া দ্যান: বৃত্ত বেলুন আরশোলা সমীকরণে
এর মানে অবশ্য এই নয় যে বাকিটা বুঝছি।
[সাইড-নোট: "হাতড়ে"তে আর "গাড়ল"-এ চন্দ্রবিন্দু লাগে না।]
দিলাম ঠিক করে
হুর মিয়া বৃত্ত বেলুন আর আরশোলা বুঝাইতে পারুম না, ছুডুকালে কি করছেন? আব্দুল্লাহ আল মুতীর বিজ্ঞানের বইগুলা পড়েন
------------------------------
'..দ্রিমু য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
কবিতার মতই সুখ পাইলাম পইড়া...
এবং কবিতার মতই বুঝি নাই !!!!
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!
এক্কেরে খাডি কথা!
------------------------------
'..দ্রিমু য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
পড়তে ভালো লেগেছে
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
অন্যরকম ফাডানি ঐছে।
ভালো।
সুন্দর।
"বোবা ধরা শহর"!
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
অদ্ভুত সুন্দর। আসলেই ছন্দরসটাই কবিতার মজা। তবে কবি যে আবেগে লেখাটা লিখেছেন সেই আবেগের রসে ভিজে আস্বাদন করতে পারা কবির এবং পাঠক দুজনেরি সার্থকতা। এদিক থেকে মনে হয় লেখার একাকিত্ব আর ভবঘুরে আমেজটা কিছুটা হলেও বুঝতে পেরেছি। জোস্।
___________________________________
স্বপ্ন নয়, - শান্তি নয়, - কোন এক বোধ কাজ করে মাথার ভিতরে!
___________________________________
অন্তর্জালিক ঠিকানা
নতুন মন্তব্য করুন