বৃষ্টি পড়ছে শহরে
ভেসে যাচ্ছে রাস্তা মাঠ পথ ঘাট ঘুপচি লেন
রিকশাওয়ালা ভিজে ঝড়ো কাক
খালি রাস্তায় বেল দেয় পাগলের মত
চিৎকার করে উল্লাসে
কলেজের মোড়ে ছেলে মেয়ে কিছু বেরিয়ে,
তাদের হুল্লোড়ে কানপাতা দায়
ঠোটের কোনে ঝুলিয়ে হাসি
দেখছে পৌঢ়, কোন বাসস্ট্যান্ডে বসে
বৃষ্টি পড়ছে শহরতলীর গাছপালা নুইয়ে
নিচে ছাড়া ছাড়া মিষ্টির দোকানে ভিড় অনেক
চায়ের কদর বেড়ে গেছে আজ বেশী
টিং টিং সাইকেল
পিছে পাট করা ব্যাগ
গঞ্জে যাবে, আজকে হাট
বাশ সাঁকো পিছলে ডোবা
ন্যাড়া খোকা ফোকলা হাসে
পানার কোলাব্যাঙ্গের কোরাসে
বৃষ্টি পড়ছে গ্রামের উঠোনে
আছাড় খেতে খেতে দম যায় বিচ্ছুদের
তবু হাসি যায় না
জংলার ধারে বুড়ির চাল চুইয়ে পড়ে জল
তবু হাসে বুড়ি
ক্ষেতে কাজ করে যায় বিমল বাড়ই
চোখ খোলা রাখা দায়
তাকিয়ে ইতিউতি মেলে দেয় জিভ শেষে
বই খাতা ফেলে দৌড় দৌড় কিশোরী
বড় পুকুরে বউ ঝি পড়িমড়ি
দাও ঝাঁপ, মেলো চোখ জলে ডুবে
উপরে তখন সুই ফুঁটে বড় বড়!
বৃষ্টি.. কি সুন্দর!
মন্তব্য
আপনার কবিতা পড়ে আমিও যেন বৃষ্টিতে ভিজলাম।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
আমি যাদের কবিতা বুঝতে পারি তাদের কেই কবি বলে মনে করি । আজকে থেকে আপনাকেও কবি বলে মনে করব
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
কেউ কেউ কবি নয়। সকলেই কবি।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
বই খাতা ফেলে দৌড় দৌড় কিশোরী
বড় পুকুরে বউ ঝি পড়িমড়ি
দাও ঝাঁপ, মেলো চোখ জলে ডুবে
উপরে তখন সুই ফুঁটে বড় বড়...
এই দৃশ্যগুলোই কি সুন্দর, না?
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
সুন্দর ছবি।
বানানগুলো যদি একটু............
হ
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
হগলরে ধন্যবাদ
------------------------------
'..দ্রিমু য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
বেবুঝ পাঠকের প্রশ্নঃ
এমনতর বৃষ্টিতে কলেজের ছেলেপেলের হুল্লোড়ে কানপাতা দায় কেন, কবি?
হাহাহা কেন বৃষ্টিতে কোনদিন চিল্লাফাল্লা করেন নাই গ্রুপ বাইন্ধা? আমরা করতাম ঝুম বৃষ্টিতে স্কুল ছুটি পাইলে, চিল্লাইয়া মিছিল কইরা সব আহসান মঞ্জিল যাইতাম, রাস্তার সব আমাগো দেখতো যে এডি করে কি!
------------------------------
'..দ্রিমু য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
"রেইনড্রপস কিপ ফলিং অন মা' হেড!"
সুন্দর ঝরাইছেন খেকশিয়াল।
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
অসাধারন কৌশিক। অসাধারন।
___________________________________
স্বপ্ন নয়, - শান্তি নয়, - কোন এক বোধ কাজ করে মাথার ভিতরে!
___________________________________
অন্তর্জালিক ঠিকানা
নতুন মন্তব্য করুন