ঘোড়া ঘোড়া খেলা

খেকশিয়াল এর ছবি
লিখেছেন খেকশিয়াল (তারিখ: শনি, ২৩/০৫/২০০৯ - ৪:৫২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

দেখো খেলি আম পাতা জোড়া
দেখো চাবকে চালাই ঘোড়া
সরে দাঁড়াও!
সরে যাও!
চা বিস্কুট হাতে মেম, সাহেব সরে যাও
যত প্রাচীন শৈশব
মাটির হাতি ঘোড়ার ভুত সরে যাও
মায়াময় বুবু সরে যাও
নোটন নোটন পায়রারা সরে যাও
আমার মায়ের সোনার নোলক
সবাই সরে যাও সরে দাঁড়াও।
অথবা থাক ছবি হয়ে
ছোটবেলার সেই ছড়ার বইয়ে
আর দেখো আমাকে
উঠে এসেছি বই থেকে সেই কবে
চাবকে চালাচ্ছি এখনো নিজেকে
খেলছি এখনো দেখো নিজে নিজে

এখন আমিই পাগলা ঘোড়া
এখন আমিই ঘোড়া সওয়ার ।


মন্তব্য

আলাভোলা এর ছবি

এখন আমিই পাগলা ঘোড়া
এখন আমিই ঘোড়া সওয়ার।

বাহ!

মুজিব মেহদী এর ছবি

এ তো দেখি ঘোড়ার ওপরে ঘোড়া!
..................................................................................
সত্যকথন-স্বভাব
যুদ্ধঘোষণার মতো একটা ব্যাপার প্রায় কথাসভ্যতায়

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

খেকশিয়াল এর ছবি

হো হো হো

------------------------------
'..দ্রিমু য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

চলুক

সাইফুল আকবর খান এর ছবি

সুন্দর।
তবে, "ঘোড়া সওয়ার" না হয়ে "ঘোড়সওয়ার"-ই ভালো হতো না কি?___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

অবনীল এর ছবি

চলুক
___________________________________
স্বপ্ন নয়, - শান্তি নয়, - কোন এক বোধ কাজ করে মাথার ভিতরে!

___________________________________
অন্তর্জালিক ঠিকানা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।