মুভিটা শুরু একটা মুভির গল্প দিয়ে। হরর মুভি বানিয়েছেন এক ডিরেক্টর। এখনো ফাইনাল হয়নি, এডিটিং চলছে। প্রোডাকশন হাউজের ছোট হলে তাই দেখছিল এডিটর গোছের কোন মহিলা। মুভিটা এক মহিলাকে নিয়ে। এক দুর্ঘটনায় তার বাচ্চারা মারা যায়। এরপর পাগল হয়ে যায় সেই মহিলা। বাচ্চাদের ধরে এনে তাদের অন্ধ করে নিজের বাচ্চার মতই দেখে রাখে সে। একসময় যখন হারানো বাচ্চাদের মা বাবারা খুঁজে বের করে মহিলাকে, ফাঁসিতে ঝুলিয়ে দেয় তাকে। এটুকু পর্যন্তই দেখেছিল সেই এডিটর মহিলা। তারপরই ঘটতে থাকে ভয়াবহ সব ঘটনা। যারাই দেখে মুভিটা তাদেরই তাড়া করে ফেরে ফাঁসিতে ঝুলন্ত সেই মহিলা, উধাও হতে থাকে তারা সবাই। ঘটনা মোড় নেয় যখন পাইরেসি করতে গিয়ে এই ডিরেক্টর কাট ভার্সন হাতে পায় এক থিয়েটারের প্রোজেকশনিস্ট, আমাদের গল্পের নায়ক।
এখানে বলে রাখি মুভিটা থাই মুভি, শাটারের পর থেকে আমি থাই হরর মুভির ভক্ত হয়ে গেছি। তবে প্রথমদিকে এই মুভির গল্পটা খুবই সাদামাটা মনে হবে। বলতে গেলে প্রথমদিকে আমার বিরক্তই লেগেছিল যে, কথা নাই বার্তা নাই মুভি থেকে ভুত উঠে আসবে.. তার মানে কি?! কিন্তু গল্পের চমকটা আসলেই ভয়াবহ। অতটা ভাল ডিরেকশন না হলেও আমি বলবো বেশ ভাল কাহিনী, হয়ত এডিটিং, ডিরেকশন আরো ভাল করা যেত।
ওহ! মুভির নাম বলিনি? মুভির নামই "কামিং সুন"!
মন্তব্য
টরেন্টে আসে নাকি শেয়াল মামা? দেখটে মন চায়
![অ্যাঁ অ্যাঁ](http://www.sachalayatan.com/files/smileys/13.gif)
টরেন্টেও পেয়েছি, এখানে কপিরাইটের লঙ্ঘন করে সচল দূষিত হবে বলে দিলাম না, এমনিতেই অনেক দূষিত করে ফেলেছি সচল।
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
এখান থেকে নামানো যেতে পারে হয়ত... আমি মাত্র আরম্ভ করলাম।
http://warezmovie.com/?p=154#more-154
...রিভিউ এর জন্য ধন্যবাদ খেকশিয়াল।
সাল কত দাদা? imdb-তে দেখাচ্ছে ১৯৮২, ১৯৯৯, ২০০৬ ও ২০০৮ - কোনটা?
২০০৮
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
ডরাইছি!!!!!!!!!!!!!!
দেখসেন??![দেঁতো হাসি দেঁতো হাসি](http://www.sachalayatan.com/files/smileys/4.gif)
------------------------------
'..দ্রিমু য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
আমি তো কাহিনী পড়েই ভয় পেয়েছি....
মুভি দেখব কিভাবে........
( জয়িতা )
দেইখা ফালান ভয় কম লাগব,
আপনের ইমেইল অ্যাডটা পছন্দ হইছে, musicforlife \m/
------------------------------
'..দ্রিমু য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
শেয়ালমামা, এইমাত্র ছবিটা দেখে শেষ করলাম, মারাত্মক, থাইল্যান্ডে এত ভালো ছবি হয় জানতাম না, প্রিভিউ দিয়ে ছবিটির কথা জানানোর জন্যে ধন্যবাদ।
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
কন কি! দেইখা ফেলসেন এর মধ্যে! জটিল!
আপনি তাইলে শাটার আর অ্যালোন ও দেইখা ফালান, আশা করি ভাল লাগব।
------------------------------
'..দ্রিমু য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
মামা, কি আর কমু, শাটার (২০০৮ এর ইংরেজি ভার্সন) দেইখা ফেলসি আজকে টরেন্টের কল্যানে, অ্যালোন নামানো ছিল দেখা হয় নাই, কালকে দেখুম, সেই সাথে ফোবিয়া ওরফে 4bia এইটাও নামানো ছিল দেখা হয় নাই, এই ২ টা হররফেস্টের ঐ ৮ টার অন্তর্ভুক্ত
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
হায় হায় মামা ইংলিশটা দেখতে গেছেন কেন? থাইটাই তো আসল, ওইটা দেখবেন আগে! থাইটা দেইখা ইংলিশ শাটারটা দেখলে কইবেন, হালায় ভুয়া!
------------------------------
'..দ্রিমু য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
ডাউনলোড শেষ কর ফেলছি গত রাতেই। সমস্যা হইলো প্রবল ডকুমেন্টারি ঝড়ে আক্রান্ত হয়ে বহুদিন সিনেমা দেখতে পারতেসি না। ডকু শেষ হইলেই দেইখা ফেলবো।
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
ডকুগুলা দিস, আর পারলে 4bia তা নামাইস তো, আমিও নিমু।
------------------------------
'..দ্রিমু য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
ভূতের ছবি আমার বেশ মজা লাগে দেখতে , কিন্তু বেশ অনেক দিন ভূতুরে ছবি দেখে আরাম পাচ্ছিলাম না । আজকে কামিং সুন আর সাটার দেখলাম , দুটোই চমৎকার লাগলো , তবে সাটার টা বেশী ভাল লেগেছে ।
ধন্যবাদ ছবিগুলোর তথ্য দেয়ার জন্য ।
শাটারের তুলনা নাই, কোরিয়ান বেশ কিছু ভাল হরর আছে যেমন এ টেল অফ টু সিস্টারস, আরো আছে বেশ কিছু।
------------------------------
'..দ্রিমু য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
হুমম...![মন খারাপ মন খারাপ](http://www.sachalayatan.com/files/smileys/2.gif)
সিনেমা তো দেখতে ইচ্ছা করতেছে, পন্ডিতজী। কিন্তু সিনেমা দেখার সময় আমি আর্দ্ধেক আংরেজিই বুঝি না।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
শিমুলাপু, ইংরেজি না জানলেও চলবে, কামিং সুন থাই ভাষায়![চোখ টিপি চোখ টিপি](http://www.sachalayatan.com/files/smileys/3.gif)
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
হিহি এডি সব থাই মুভি, ইংরাজি সাবটাইটেল দিয়া দেখবেন
------------------------------
'..দ্রিমু য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
সাবটাইটেল বানান করে পড়বো কখন, আর সিনেমা দেখবো কখন?
![ইয়ে, মানে... ইয়ে, মানে...](http://www.sachalayatan.com/files/smileys/17.gif)
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
অন্য মুভির তুলনায় হরর মুভি আমার কম দেখা হয়। সমস্যা তেমন বিশাল কিছু না, খালি রাইতে লাইট অফ করে বিছানায় উঠতে গেলে মনে হয়, খাটের নিচ থেইকা একটা হাত বের হইয়া বুঝি পা-টা টান দিয়া ধরবো। এই ডরের কারণে সব হরর মুভিই মিস্ যাইতাছে। এই মুভিটা দেখতে মঞ্চায় কিন্তু ডর করে...
_________________________________________________________
খাতার দিকে তাকিয়ে দেখি,এক পৃথিবী লিখবো বলে-একটা পাতাও শেষ করিনি।
_________________________________________________________
খাতার দিকে তাকিয়ে দেখি,এক পৃথিবী লিখবো বলে-একটা পাতাও শেষ করিনি। ( জয় গোস্মামী)
এইটা দেখলে তো আপনে ফাঁসির দড়িতে ঝুলা ওই মহিলারে দেখবেন খালি! খবর আছে হাহাহা!
------------------------------
'..দ্রিমু য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
আমি থাই ভাষা বুঝি । দেখবো ঃ)
হাহা জটিল!!
------------------------------
'..দ্রিমু য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
নতুন মন্তব্য করুন