ভাল থেকো

খেকশিয়াল এর ছবি
লিখেছেন খেকশিয়াল (তারিখ: মঙ্গল, ১৪/০৭/২০০৯ - ২:৪২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

(কোলকাতার ব্যান্ড-এর গানগুলোতে সব সময়ই কেমন যেন একটা জীবনমুখী একটা ভাব চলে আসতো, হয়ত এটা শুধু মাত্র আমার সমস্যা। তবু সুমন-নচিকেতার প্রভাব তো অস্বীকারও করা যায় না। ক্যাকটাসের 'তুচ্ছ' এল্বামের গানগুলো শুনলাম, অবাক হয়ে গেলাম! এরা তো রকিয়ে দিয়েছে! যদিও কিছু ছোট খাট গায়কী খুত কানে লাগল, তবু সেগুলো একদমই ক্ষমা করে দিলাম, গানগুলোর সুর, কথা, বাজানো, রক-সেন্স, কম্পোজিশন এর জন্য। রেকর্ডিং ফাটাফাটি! )

Get this widget | Track details | eSnips Social DNA

ভাল থেকো

ছেঁড়া ছেঁড়া রোদ্দুর ডাকে চলে আয়
শিশির-ভেজা ঘাস যাব খালি পায়
দু হাতে কুয়াশা শুইয়ে
যাব সীমানা পেরিয়ে
না যাওয়া যত পথ ভাল থেকো
গভীর এ ক্ষত ভাল থেকো
ভেঙ্গে যাওয়া শপথ ভাল থেকো
ব্যর্থ অভিমান ভাল থেকো
ঠিক ভুল ব্যবধান ভাল থেকো
নিয়মিত অভিধান ভাল থেকো

মেঘে ঢাকা পাহাড়, ঘুম ঘুম ঝাউ পাতা
অচেনা ফুলের ঘ্রাণ, হাওয়ার কথকতা
ঘরে ফেরার গান ভুলে গিয়ে
যাব সীমানা পেরিয়ে
না পাওয়া যত ধন্ধের সমাধান..
হিসেব নিকেশ দান প্রতিদান..
নিষ্প্রাণ অনুষ্ঠান ভাল থেকো
ক্ষণিকের আহবান ভাল থেকো
ঝরা পাতার পিছুটান ভাল থেকো
জীবনের কলতান ভাল থেকো

Get this widget | Track details | eSnips Social DNA

সাবধানে রাস্তা পেরিয়ো


মন্তব্য

সাইফ তাহসিন এর ছবি

পুরাই গুল্লি লাগল

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

পান্থ রহমান রেজা এর ছবি

ইহা আমার নিত্যদিনকার শোনা একটি গান। ওরা পুরাই পাঙ্খা গায়।

খেকশিয়াল এর ছবি

ওদের আগের গানগুলা শুনতাম, এইটাও অনেকদিন আগে পাইছি, এত শুনি তবু পঁচে না

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।