গাছ

খেকশিয়াল এর ছবি
লিখেছেন খেকশিয়াল (তারিখ: শুক্র, ২৪/০৭/২০০৯ - ১১:১১অপরাহ্ন)
ক্যাটেগরি:

বড় রাস্তার মোড়ে একটা কাণ্ডল গাছ আছিলো
গাছের নিচে বইসা থাকত নিতুন পাগল
পাগলায় অই গাছের কাণ্ডল কাউরে খাইতে দিত না
নিজেও খাইতো না
যদিও গাছটা হে নিজেই বুনছিল..
গাছটা বড় হইছিল অনেক
একদিন মিউনিসিপাল্টির লোক আইসা টাল্টিবাল্টি শুরু করল
গাছ পথের মধ্যে আইসা পড়ছে..
এইডা কাটনই লাগব..
নিতুন কইল, 'গাছে হাত দিসস ত গেসস!'
সব মিল্লা নিতুইন্নারে বানলো, পিডাইল রাস্তায় ফালিয়া
ঘোল ঢালল মাথাত,
কফিল ব্যাপারী, যারে দেখলেই ছ্যাপ মারত নিতুন,
আইসা গজারীর ডাইল দিয়া বাইরাইয়া নিতুনের এক ঠ্যাং লুজ আতুর কইরা দিল
নিতুন একটু কুউ-ও করল না

তখনও দুপুর হয় নাই
কাঠফাটা রোইদে সবতে আইসা মজা দেখতাছিল
গাছে যখন করাত পড়ল,
নিতুন ডুকরাইয়া উঠল, 'মা-রে!'
ওই একবারই..
নিতুন মরছিল ওর গাছ মরার আগেই
একদিন আমরাও মরুম ..
আমাগো সব গাছকাটার আগেই।


মন্তব্য

মামুন হক এর ছবি

একদিন আমরাও মরুম ..
আমাগো সব গাছকাটার আগেই।

---দুর্দান্ত !!

সাইফ তাহসিন এর ছবি

হেভি, খুব ভালো হইসে

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

মৃদুল আহমেদ এর ছবি

কবিতার খেঁকশিয়াল দেখি কাঁঠাল গাছেও ওঠে... হো হো হো
--------------------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

খেকশিয়াল এর ছবি

কেন শিয়াল বইলা কি আমি মানুষ না? আমার শখ আল্লাদ নাই?

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

মূলত পাঠক এর ছবি

ভালো লাগলো ফক্সিয়ালভাই। হাসি

জাহিদ হোসেন এর ছবি

লেখাটি ভালো লেগেছে। ভাবলাম কাডোল গাছ নিয়া যদি কবিতা হয়, তাইলে কাডোল গাছ নিয়া গল্পও হয়। কি কন, হয়না?
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

তুলিরেখা এর ছবি

ভালো লাগলো।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

স্নিগ্ধা এর ছবি

আরে! আগে পড়া হয় নি এই দারুণ কবিতাটা!

প্রকৃতিপ্রেমিক এর ছবি

মারাত্মক কবিতা।

স্বপ্নহারা এর ছবি

মারাত্মক...অসাধারণ!
----------------------------
হতাশাবাদীর হতাশাব্যঞ্জক হতশ্বাস!

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

অতিথি লেখক এর ছবি

শুরুর দিকটাতে কিছুটা আশা দেখতে পাচ্ছিলাম, পাগলের মধ্যে কোন আশার সঞ্চার হলো কিনা গাছটাকে নিয়ে
শেষে এসে হতাশ হলাম, অবশ্য বাস্তবতা সেটাই বলে

প্রচেত্য

সুলতানা পারভীন শিমুল এর ছবি

ভালো বলছেন।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

সচল জাহিদ এর ছবি

কবিতা বুঝিনা বলে পড়িনা। আজ ভাল লাগল।

-----------------------------------------------------------------------------
আমি বৃষ্টি চাই অবিরত মেঘ, তবুও সমূদ্র ছোবনা
মরুর আকাশে রোদ হব শুধু ছায়া হবনা ।।


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

খেকশিয়াল এর ছবি

হগলরে নমস্কার

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

তুলিরেখা এর ছবি

শুধু নমস্কার? আরো একটা এরকম কবিতা লিখুন।
ভালো থাকবেন।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

খেকশিয়াল এর ছবি

হাহা ওকে উপদেবী, আপনিও ভাল থাকবেন

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

তুলিরেখা এর ছবি

আর ভালো! উপকথাগুলি পালাইলো গিলগামেশ আর এনকিদুর লগে। মন খারাপ
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

খেকশিয়াল এর ছবি

হায় হায়! পলাইবো কেন! বান্ধেন শিজ্ঞির! অনেকদিন হইল চীনা বা রেড ইন্ডিয়ান কোন উপকথা পড়ি না, লিখেন না একটা

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সাইফুল আকবর খান এর ছবি

হেব্বি ফাডাইছেন আরো একবার। মারাত্নক!
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।