আমিও পোস্টার বানাইতে পারি না, চেষ্টা করলাম। আমার এক বন্ধু আছে ফারুক সে আমাদের নিয়া এরকম সিনেমার পোস্টার বানায়, ভাবলাম সচলগো নিয়া একটা বানাই! যাই হোক, রাগ করলে কইলাম খেলুম না!
(পাব্লিক খেপার আগেই আপ কইরা কাইটা পড়ি! ছবির আসল সাইজ দেখতে চাইলে ছবিতেই ক্লিকান)
মন্তব্য
অসাধারণ !!!!!
পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।
পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।
হা হা হা
নায়িকা মোডে একজন! কোনো বালিকাও নাই। খেলুম না!
পান্থ নায়িকা পাইলা কই? আমি তো একটা মহিলা ভিলেন দেখতে পাইতেছি। তার যেই ভিলেনী হাসি তাতেই বুকে কাঁপন, হাঁটুতে ঠোকাঠুকি শুরু হয়া যাবে।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
দুর্দান্ত হয়েছে!!
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
এই পোস্টারের মধ্যে এক গৌতমদা ছাড়া তো আর কাউকে দেইখা নায়ক মনে হইতেছে না। বেবাক-ই ভিলেন
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
কি??? চউখে কি বালু পড়ছে?
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
সবজান্তা স্ক্রীপ্ট পড়ে নাই, ক্ষমা ঘিন্না কইরা দেন
------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
পুরাই
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
লেলেন এর ফটুক কয়টা দেয়া হইছে? ঘটনাটা কি? এইরাম হইলে খেলুম না।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
এই সিনেমায় তিন নায়ক তিন ভিলেন। লীলেন ভাইয়ের তিনটা পার্ট, আপনেও তো একটা নায়ক, চেতেন কেন? খেলেন .. খেলেন..
------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
চ্রম হৈছে কস্কী মমিন! এক্কেরে খাইছি তোরে হৈছে!
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
পুরাই গ্যাংস অফ কস্কি মমিন!
পোস্টারে অপুভাইরে লীলেনভাই কি অফার কর্তাছে
সিমন চক্ষুস্মান হও।
লীলেন ভাই অফার করছে না। সে বরং কিছু একটা চাইতেছে।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
অগ্রীম টিকিটের ব্যবস্থা নাই? পরে তো ব্ল্যাকেও মিলবেনা।
...........................
Every Picture Tells a Story
হা রে
কার কাছে আমি কীয়ের লাইগা হাত পাতলাম আর সেই হাত নিয়া ফালাইল কার কাছে....
চক্রান্ত চক্রান্ত
উত্তম জাঝা!
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
জুশ !! জুশ হয়েসে !!!
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!
এই সিনেমার হিরো তো মনে হইতেছে আমারেই
কিন্তু নায়িকা কই?
নায়িকার মা এইভাবে আমার দিকে পিঠ দিয়া দাঁত বাইর কইরা হাস্তেছে ক্যান?
ঐ খেকু... নায়িকা না থাকলে খেলুম না...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আপনে একটা হিরো, ঠিকাছে
নায়িকা তো আপনে দিবেন কইছেন! হই মিয়া, মজা লন?!
------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
এইখানে জোশিলা হইল গিয়া এনকিদু।
আর মুস্তাফিজ ভাইয়ের কি ঝাল লাগসে?
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
এনকিদু হচ্ছে ভিলেনদের হেড সবাইরে ফাপড় দিয়া বেড়ায়।
মুস্তাফিজ ভাইয়ের ঝাল লাগেনাই এটা নিশ্চিত। জিহ্বা বের করার কারন ঝাতি ঝানতে চায়।
মজার হইসে !
সবাই তো পছন্দ করসে আপনি আর ঢং কইরেন না।
আমার তো হাসতে হাসতে অবস্থা খারাপ !
--------------------------------------------------------
--------------------------------------------------------
কি দিলেন খেকশিয়ালজী!
---------------------------------
তবে যে ভারি ল্যাজ উঁচিয়ে পুটুস্ পাটুস্ চাও?!
---------------------------------
বাঁইচ্যা আছি
এইহানে সবাই ভিলেন। নায়ক হইতাছে মমিন ভাই। কিন্তু্ক মমিন ভাইয়ের ছবি নাই কেনু কেনু কেনু???? নায়ক কি আলিমুল গায়েব?? ভিলেন দেইখ্যা ডর খাইচে???
#ওসিরিস
পোস্টারে একটা বেসিক ত্রুটি আছে।
ছিনেমার ইংরাজী নাম দেয়া হয় নাই।
কস্কী মমিন এর ইংরেজী নাম হইবে The mad tiger.
আরিফ ভাইয়ের দেয়া ইংরেজি নাম পড়ে হেঁচকি উঠে গেলো। হা হা হা।
আমিও একটা পোস্টার বানাবো। কে কে পোস্টারে থাকতে চান হাত তোলেন।
খেকশিয়াল, পোস্টার কিন্তু দেখতে পাই না। অন্য কোথাও আপলোড করছিলা মনে হয়? সচলে দিলে দেখতে পাইতাম।
ওয়েবসাইট | ব্লগস্পট | ফ্লিকার | ইমেইল
আমি কোন ছবি দেখতে পাচ্ছি না কেনো? আমি কি তাহলে কানা হয়ে গেলাম? খেকু, কোথায় ???? খেকু ?????? আবার আমার মাথায় লাঠির বারি দে, আমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দে বাবা আআআআআআআআআআ
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
হিহি এইবার সচলেই আপ করলাম, এখন দেখেন
------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
ফাটাফাটি হইসে!
হাহাপগে
------------
উদ্ভ্রান্ত পথিক
নতুন মন্তব্য করুন