কালো পিচ ধরে ছুটে চলা রিকশা কেন দোলে নৌকার মত ?
ও রিকশাওয়ালা তুমি বুঝি খেয়া নৌকার মাঝি ছিলে ভাই?
তুমি কি হলিউডের মুভি ট্রান্সফর্মার দেখেছ?
মানুষ রবোট হয়ে যায়,
রবোটগুলো গাড়ি,
গাড়ি উড়োজাহাজ।
বেঁচে থাকা, টিকে থাকার অমোঘ ফর্মুলা।
বদলাও, নিজেকে বদলাও, কিছুটা বদলে যাও।
তুমি ভূমিপুত্র ছিলে,
তুমি কৃষকসন্তান ছিলে-
তুমি ভূমি হারিয়ে খেয়া নৌকার মাঝি হয়েছিলে,
ইঞ্জিন নৌকা এসে আবার বদলেছে তোমাকে,
তুমি শহরবাসী হয়েছ,
হয়েছ রিকশাওয়ালা।
৩৫ টাকা চালের কেজি।
কয় কেজি চাল কিনতে পারো রোজ?
শহরের শোভাবর্ধনের নামে তোমাকে রিকশা চালাতে দেয়া হবে না,
তোমাকে বদলাতে হবে আবার।
ওহে ট্রান্সফর্মার, ওহে নৌকার মাঝি-
এত দোলাও কেন ভাই ?
( হাসান মোরশেদ'এর শমন শেকল ডানা পড়লাম, অসাধারণ একটা বই! পুরো বই জুড়ে ছড়িয়ে আছে এরকম অনেক কবিতা বা কবিতার গল্প। একটা শেয়ার করলাম। পড়ার সময় এই লাইনগুলো আমার কাছে কবিতাই লাগলো, নাম দিলাম "ট্রান্সফর্মার"। )
মন্তব্য
জটিল লাগল !!
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
সত্যিই যদি দোলা দিতো!
বইটা কবে যে পড়তে পারব!
শেয়ালের
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
অসাধারণ!!!!!!
এই যে ক'লাইন নিরেট গদ্য কবিতা হয়ে ধরা দিলো আপনার কাছে, সেটা কিন্তু আপনারই সৃষ্টি। কোন লেখার এই পাঠকীয় বিনির্মানটা দারুন।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
নতুন কী লিখছেন ?
------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
এই মুহুর্তে আউটসাইডারের অনুবাদ। আর নিজের একটা বড় গল্প। দুটোর কোনটাই শেষ করতে পারছিনা :(
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
শমন শেকল ডানা, পড়িনি; বইয়ের নামটা একটু জটিল লাগছে। বইটা পড়ার ইচ্ছে আছে। উদ্ধৃত কিয়দংশে যেমন একটা অর্থ প্রকাশ পেয়েছে তাতে এটাকে কবিতা বলা যায়। যদিও লেখক বলছেন নিরেট গদ্য। ভাল লেগেছে উদ্ধৃতিটুকু।
লেখকের লেখা বিচার করা খুবই কঠিন মনে হয় আমার কাছে। কারণ এক এক সাহিত্য আলোচক একেকভাবে অ্যাপ্রিশিয়েট করেন বইকে। খেকশিয়ালের অ্যাপ্রিসিয়েশন দারুন লাগল।
___________________
সহজ কথা যায়না বলা সহজে
(চলুক)
একদিন দুনিয়ার সব ট্রান্সফর্মার জ্বালিয়ে দেবার স্বপ্ন দেখি।
জটিল।
সাধে কী আর আমি শিয়াল পন্ডিতের পাঙ্খা ! (হাসি)
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
পোস্টে উত্তম (জাঝা)
চমৎকার!
শমন শেকল ডানার কিছু কিছু অংশ পুরা বারুদ।
নতুন মন্তব্য করুন