দুবাই যামু

খেকশিয়াল এর ছবি
লিখেছেন খেকশিয়াল (তারিখ: মঙ্গল, ২৫/০৮/২০০৯ - ১:০৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

(উৎসর্গঃ বর্তমানে শুকনা কাঁথার দোকানদার প্রাক্তন এক জলদস্যুর জন্মদিনে)

টোনা কহিল টুনি পিঠা কর। টুনি কইলো না পিঠা কত্তাম না, আম্নে আমারে বেড়াইতে নিয়া যান না, বিয়ার পরের ত্থে খালি ফরমাইশ করেন।
টোনা আবারো কাঁই কুঁই করিয়া বলিতে গেল, কিন্তু টুনি.. খিদে যে..
টুনি দুই পাটি দাঁত বাইরা কইরা কইলো, চলেন বাইরের ত্থে ঘুইড়া একলগে খাইয়াও আমু নে!
টোনা নির্বাক্যে তৈয়ার হইতে গেল, বুঝিল বেড়াইতেই হবে। সত্যিই তো বিয়ের পর হইতে আর বেড়ানো হয় নাই। সেই টুনির পিছনে কতদিন ঘুরিয়া, তাহার জন্য বাসা বানাইয়া, তাও সে আবার পছন্দ হয় না, কতভাবে ভুলাইয়া শান্ত করিয়া তবে বৌ করিয়া আনিয়াছে।

টোনা মাফলারটা গলায় দিয়া বউকে ডাক দিয়া দুইজনে বনে হইতে একটু দূরে এক সাগরের এক ঝাউগাছে গিয়া বসিল। সেই স্থলে বাস করিত এক দস্যু। সে সেইখানে ভাসিয়া আসিয়াছিল, তাহার জাহাজ বিস্ফোরণে চূর্ন বিচূর্ণ হইয়া সাগরে বিলীন হইয়া গিয়াছিল। সে কিভাবে ভাসিয়া এই চরে উপস্থিত হইয়াছে সে নিজেও জানে না। সে ওই সাগর তীরেই বাস করিত, আর অপেক্ষা করিত কোন জাহাজের জন্য। যে কোন, যা ধরিয়া সে তাহার গন্তব্যে যাইবে।

সে ছিল ঘোর কৃষ্ণবর্ণ কৃষ্ণাকার এক দৈত্য স্বরূপ। গোঁফ আর শশ্রু পৃথক করা যাইতো না। অপেক্ষা করিতে করিতে তার দিন যাইতো। মাঝে মাঝে রাতে আলেয়া দেখিলেও জাহাজের আলো ভ্রম করিয়া উঠিয়া বাহিরে আসিতো, দৌড়াইয়া হাঁটু পানি জলে গিয়া খুঁজিত, চেচাইতো মাঝে মাঝে, "কেউ আছ কি?"। সেইদিন ছিল এমনই এক রাত। দস্যু ঘুমাইতে না পারিয়া উঠিয়া আসিয়াছে সাগরতীরে। হঠাৎ শুনিতে পাইলো কে জানি খুব মিহি স্বরে বলিতেছে,
"টুনি এইতো এলাম সাগরতীরে, এইবারে পিঠা কর।"
এর উত্তরে কে জানি আরো মিহি স্বরে বলল, "আপনে তো বড়ই যন্ত্রণা করেন! একটু ঘুরতে আইসি! খামুই তো কইলাম! একটু জিরাই, এমন বেরসিক কেন আপ্নে?"
দস্যু লাফ দিউয়া উঠিয়া বসিল। এদিক ওদিক খুঁজিতে লাগিল এই অদ্ভুত কথোপকথনের উৎস। হঠাৎ থামিয়া গলা উঁচা করিয়া ঝাউডালে কীয়ৎক্ষণ অবলোকন করিয়া দেখিল, দুটা পাখি! তাহারাই এই অদ্ভুত চিঁ চিঁ স্বরে কথা বলিতেছে। সে ভয় খাইয়া গেল। সে কি করিবে বুঝিতে না পারিয়া তাহাদের দেখিয়া নিজের পরিচয় দিয়া কহিল, "আমি দস্যুমোঢিমু ! এই তীর আমার রাজত্ব, তোরা কেরে?"
এইদিকে টোনা সাগর তীরের বাতাস খাইয়া খিদা বাড়াইয়া কাতর হইয়া ভাবিতেছিল যে কি করে.. একটু শুইয়া নিবে নাকি...হঠাৎ কানের পিছে বজ্রপাত হইতে শুনিয়া লাফ দিয়া বৌকে জড়াইয়া ধরিল। বৌ বেচারীও ভয় পাইয়াছিল, তবে নিশ্চয়ই স্বামীর আগে নহে। না হইলে সে তার স্বামীকে বলিতে গেলে গ্যাদা শিশুর ন্যায় নিজের কাঁখে ধারণ করিতো না।
ওই অবস্থায় দাঁড়াইয়াই দুইজনে কাঁপিতে কাঁপিতে দস্যু কে বলিল, "ভাই, কি বললেন আবার বলেন!"
দস্যু তখন ভ্যাবাচ্যাকা খাইয়া মাথা নষ্ট করিয়া বলিল, " দুবাই যামু দুবাই!!! দে ট্যাকা দে!!!"


মন্তব্য

বর্ষা [অতিথি] এর ছবি

নতুন পাঠক হিসেবে কিছুই বুঝিনাই রূপক গুলো। কিন্তু মনে হয় ভালা হইছে।

জি.এম.তানিম এর ছবি

হা হা হা! এই তাহলে কাহিনী?
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

উদ্ভ্রান্ত পথিক এর ছবি

অ এইডা তাইলে কাহিনী!!
শুভ জন্মদিন হিমু ভাই!!
আবারও কেক-এর দাবী জানাইতেছি!!
-----------------------------
আমার ফ্লিকার

---------------------
আমার ফ্লিকার

অনিকেত এর ছবি

শুভ জন্মদিন হিমু----
আর শিয়াল'দা---দুর্দান্ত লেখা!!!

সবজান্তা এর ছবি

শুভ জন্মদিন হাঁটুপানির জলদস্যু, যিনি কিনা একই সাথে হাঁটুপানির সাঁতারশিক্ষকও বটে।

কী আশ্চর্য যোগাযোগ, পাইরেটস অভ দ্য ক্যারিবিয়ানের তৃতীয় পার্ট তৃতীয় বারের মতো শেষ করে উঠেই জলদস্যুর পোস্ট !


অলমিতি বিস্তারেণ

হিমু এর ছবি

সবাই দস্যুর পচাইতেসে, আমি গ্যালারিতে বইসা কী দেখুম? একখান পুঁথিপাঠ ছাড়লাম।

puthipath_dossu.mp...



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

বর্ষা [অতিথি] এর ছবি

হা হা হা...। জোশ হইছে। তোমারেও সালাম

তানবীরা এর ছবি

লেখা ভালো হইছে।
বাড্ডে বয়কে শুভেচ্ছা
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

মামুন হক এর ছবি

জোশিলা লেখা রে খেঁকু!
হাঁটুপানির জলদস্যুকে গলা পানির শুভেচ্ছা!

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

চলুক

পান্থ রহমান রেজা এর ছবি

দস্যুকে শুভ জন্মদিন!
................................................................................................

আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

কীর্তিনাশা এর ছবি

শুভ জম্মদিম ! হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

শুভ জন্মদিন হিমু। মজার গল্প কে, ফক্স!



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

হাঁটুপানির জলদস্যুকে আজ কোমর-পানিতে নামানো হয়েছে। সামনে বার হয়তো গলা পানিতে..

পেন্সিলে আঁকা পরী এর ছবি

মজা হইছে তো বেশ! দেঁতো হাসি
দস্যু এই জন্যেই এই কয়দিন থেকে টোনা টুনি আর পিঠা পিঠা করতেছে,। দেঁতো হাসি

-------------------------------------------------------
আমি সেই অবহেলা, আমি সেই নতমুখ, নীরবে ফিরে চাওয়া, অভিমানী ভেজা চোখ।

সাইফুল আকবর খান এর ছবি

দস্যুমোঢিমু!
হো হো হো

জট্টিলেশ্বর হৈছে গপ্পো!
চলুক
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

চশমাওয়ালি এর ছবি

ঘটনার ভিতরের ঘটনা ধরতে পারি নাই।
তাও এমনেতেই ভাল লাগছে।

---------------------------------------------
ল্যাসিক করাতে ভয় পাই আর লেন্স ভাল লাগে না।

---------------------------------------------
ল্যাসিক করাতে ভয় পাই আর লেন্স ভাল লাগে না।

দুষ্ট বালিকা এর ছবি

বাড্ডে বয়কে হেফী বাড্ডে!

---------------------
নামে কি'বা আসে যায়...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

অনীক আন্দালিব এর ছবি

শুভ জন্মদিন হিমু ভাই!

টোনাটুনির মাজেজা ধরতে পারি নাই, তবে গল্পটা পড়তে মজাদার!

এই মাত্র পুঁথিপাঠও শুনলাম, বড়ো করুণ গজফিতা-ধারীর আখ্যান। চমৎকার লাগলো!

সুলতানা পারভীন শিমুল এর ছবি

চিন্তিত

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

সুহান রিজওয়ান এর ছবি

কোপা কোপাইসেন বস। বাড্ডে বয়রে শুবেচ্ছা দিসি- আর দিমু না।
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

নজমুল আলবাব এর ছবি

খেকু গ্রেট করেছে।

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

এনকিদু এর ছবি

লেখা ভালৈছে ।

শুভ জন্মদিন হিমু ভাই ( দ্বীতিয়বার কইলাম ) ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

ধুসর গোধূলি এর ছবি

- এই ব্যাটা বাড্ডে বয় পিঠা খাইতে চাওয়ার অপরাধে বেচারা টোনারে টুনির মুখে যে পরিমান গাইল খাওয়াইছে, এখন টুনি স্বেচ্ছায় পিঠা বানায়া খাওয়াইলেও সেইটা শোধবোধ হবে না।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সৌরভ এর ছবি

মিস কর্সিলাম। চ্রম হইসে। মোঢিমুরেও পচানোর মতোন লোক আছে তাইলে।


আবার লিখবো হয়তো কোন দিন

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।