বাজি

খেকশিয়াল এর ছবি
লিখেছেন খেকশিয়াল (তারিখ: মঙ্গল, ২৯/০৯/২০০৯ - ১২:৫২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

জনির মুখে গল্পটা শুনলাম। ওর দুলাভাইয়ের গল্প। ব্যাটা নাকি ভয়ানক বিটল। কোন বন্ধুর সাথে কি নিয়ে জানি তর্ক লাগছে, একদম কাডাকাডি অবস্থা! এ কয় না আমি ঠিক ও কয় হইলে আমার কান কাইটা ফালামু! তো দুজনে বাজি লাগসে। সেও ভয়ানক বাজি, যেই হারবো সেই বাজারের রাস্তা দিয়া ন্যাংটু হইয়া বাড়ি ফিরবো। দুইজনেই রাজি। তো জনির দুলাভাইয়ের কপাল খারাপ, সে হাইরা গেল। কিন্তু বাজি তো বাজিই, কোন মাফ নাই। তাকে ন্যাংটা হইতেই হবে, নাহলে সে নাকি এক বাপের ব্যাটাই না, হেন তেন.. জনির দুলাভাই মাইনা নিলো, কিন্তু সেই বন্ধুর কাছে তার শর্ত হইলো আমি ঠিকই নেন্টুপুটু হমু কিন্তু তোরেও আমার সাথে যাইতে হবে। বন্ধু তখনো বুঝে নাই কি হইতে যাইতাছে, সেও রাজি। ঘটনার দিন জনির দুলাভাই খালিগায়ে লুঙ্গি পইড়া রাস্তায় নামলো। তার বাজিবন্ধু আর অন্যান্য বন্ধুরা কইলো, "হইলো না !হইলো না! ফেল ফেল!" সে কইলো, "আরে রাখ ব্যাটা, এখনি নেন্টু হইতাছি, নেন্টু হওয়া দিয়া কথা তো?" সে একটা রিকশা ঠিক করলো, বাজিবন্ধুরে বলল উঠ। বাজিবন্ধু উঠল, কিন্তু সে বুঝতাছে না.. রিকশা কেন? জনির দুলাভাই উঠল, উইঠা রিকশাওয়ালারে বাজারের রাস্তা দিয়া যাইতে বইলাই সে তার শেষ খেলা দেখাইল। সে একটানে পড়নের লুঙ্গি নিজের মাথায় উঠায়া উপরে গিট দিয়া দিল। দুইপাশে দিয়া হাত বাইর করার জায়গা রাখছিল, সেখান থিকা হাত দিয়া বন্ধুরে জড়াইয়া ধইরা রাখলো। বন্ধু তো এমনেই ভ্যাবাচ্যাকা খাইয়া গেছিলো, এখন এরকম কাকড়া বানে পইড়া সেতো ফাঁপরে। দোস্তের হাত ছাড়াইতেই পারে না! কোস্তাকুস্তি করে দুইটায়! রাস্তার মানুষ দেখলো সে এক অভিনব দৃশ্য। মাথা মুখ দেখা যায় না একটা কি জানি আধা ন্যাংটা রকম বস্তু একটা লোকরে জড়াইয়া হাচড়পাচড় করতাসে।

এরপরে ওই রাস্তা দিয়া জনির দুলাভাইয়ের আসা যাওয়ায় কোনই কষ্ট হয় নাই, তবে তার বন্ধুরে দেখলেই সবাই মুখ টিপ্পা হাসতো।


মন্তব্য

উদ্ভ্রান্ত পথিক এর ছবি

হাহাপগে গড়াগড়ি দিয়া হাসি

--------------------------
আমার ফ্লিকার

---------------------
আমার ফ্লিকার

মূলত পাঠক এর ছবি

জনির বইন আপনের বন্ধুরে বিয়া করে নাই তো? কেমন জানি মনে হয় আপনের নিজের গল্ফ?
হাসি

খেকশিয়াল এর ছবি

হাহাহাহা নারে ভাই, জনিই আমার বন্ধু

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সুহান রিজওয়ান এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি
চ্রম দিলেন- আসলেই...
অফটপিকঃ বস, একটা ভুতুড়ে লেখা দিতে চাইতেসি- কিন্তু উপায় পাইতেসি না... আপনে একটা পথ বাতলান...

---------------------------------------------------------------------------

মধ্যরাতের কী-বোর্ড চালক

হিমু এর ছবি
সৌরভ এর ছবি

চ্রম। হাহাহা। পুরা পুলাপাইনা বুদ্ধি।


আবার লিখবো হয়তো কোন দিন

অনার্য সঙ্গীত এর ছবি

আল্লারে... গড়াগড়ি দিয়া হাসি
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

বর্ষা এর ছবি

সিনটা দেখছে, এমুন কারো টেষ্টিমোনিয়াল নিতে পারলে ভালো লাগতো।

********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

শাহেনশাহ সিমন এর ছবি

হো হো হো জম্পেশ

_________________
ঝাউবনে লুকোনো যায় না

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

এই কাহিনী ঢাকার এক বড় ছড়াকার করছিলো অনেক বছর আগে। টিএসসি থেকে রোকেয়া হলের সামনে দিয়া হাঁইটা আসছিলো ৫০ টাকা বাজি জিততে...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

খেকশিয়াল এর ছবি

হো হো হো বোধহয় চিনতে পারসি

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

কীর্তিনাশা এর ছবি

হো হো হো

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অতিথি লেখক এর ছবি

বাজি না পাইজামি। কাহিনী ভালো হইছে।

ধন্যবাদ,

দলছুট।
===========বন্ধু হব যদি হাত বাড়াও।

ভুতুম এর ছবি

গেপহাহা!

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

অতন্দ্র প্রহরী এর ছবি

হো হো হো

সাফি [অতিথি] এর ছবি

মজা পাইলাম। আমিও এরকম একটা কৌতুক পড়েছিলাম কোথাও, দুজন লোক আদম পোষাকে গোসল করতে যেয়ে একদল মেয়ের সামনে পড়ে যায়। তাৎক্ষনিকভাবে একজন লজ্জ্বাস্থান ঢাকলেও আরেকজন ঢাকে মুখ

লুৎফুল আরেফীন এর ছবি

গুল্লি!!!!!!!!!!!! ঠা ঠা ঠা ঠা!!!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।