পুরাণ পেজগী

খেকশিয়াল এর ছবি
লিখেছেন খেকশিয়াল (তারিখ: বিষ্যুদ, ০৮/১০/২০০৯ - ৯:১৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

ঈশ্বর কইলো, 'হও' আর সব হইতে শুরু করলো, আলো হইলো, মহাবিশ্ব হইলো, স্বর্গ হইলো, নরক হইলো, পিথিমী হইলো, পিথিমীতে আদম হইলো, লিলিথ হইলো, আদম আর লিলিথ উইঠাই বেক্কল হইয়া দেখলো সব হইতাছে। আদম কইলো, 'বাহ মজা তো! আমিও কমু!'
আদম তখন হেভি ভাব নিয়া গুরুগম্ভীর গলায় লিলিথরে কইলো, 'শোও..'
লিলিথ কইলো, 'কুথায়?'
আদমের মেজাজ খারাপ হইলো, ভ্রু কুঁচকাইয়া কইলো, 'নিচে!'
লিলিথ কইলো, 'এহ!'

নিশি কালা রাইত। চাইরদিকে পানি। কিচ্ছু দেখা যায় না। ঝড় একটু কমলে নাওয়ের থিকা মাথা বাইর কইরা নোয়া কয়, 'মনু হে-এ-এ-এ, মাছ কিবা?'
মনুর নাওয়ের আগায় বান্ধা মৎস্যাবতারের বুক ছ্যাৎ কইরা উঠে। মনু দাঁত সব ভেটকাইয়া তারে দেইখা আবার চিল্লায়, 'মাছ জব-অ-অ-অ-অ-র!'

হনুমানে লাফ দিয়া আইসা পড়ল আব্রাহামের ঘাড়ের উপরে। আব্রাহাম তো, 'কিরে!! কিরে!!' কইরা লাফ, হাতের থিকা চাকু পইড়া গেসে, আইজাক তো দৌড়! হনুমানে একপাশে গন্ধমাদন ধারাম কইরা রাইখা একটা শ্বাস নিলো। আব্রাহামে দেখল পাহাড়ের চাপে একলগে সডম আর গোমোরাহ্‌ একদম ভর্তা! আব্রাহাম ঢোক গিল্লা কয়, 'করলি কি মমিন? তুই কি ফেরেশতা?' হনুমান কয় 'হেইডা আবার কি?' আব্রাহাম কয়, 'বাদ দে... কিন্তু তোর বগলে কি?' হনুমান কয়, 'কোন বগলে? দুই বগলে দুই জিনিস। এইখানে আইলাম একটু দম নিতে। আবার যামুগা, বিয়ানের আগে যাইতে হইবো, লক্ষণে আবারো কাইত। তাই বাম বগলে সূর্যমামারে চাপ দিয়া রাখসি।' কইয়া হনুমানে একটু ফাঁক কইরা দেখাইলো বাম বগল আর ভিতর থিকা করুণ আর্তনাদ শুনা গেল, 'আরে ব্যাটা তখন থিকা কইতাসি আমি অ্যাপোলো! ব্যাটা তুই হুনসই না...!'
'হে হে ব্যাটা তখন থিকা চিল্লাইতাসে' হনুমান কইলো।
'আর ডাইন বগলে?' আব্রাহাম টাস্কি খাইয়া কয়।
'হেহে সে আরেক জন্তু, উইড়া যাইতে যাইতে দেখি কি একলা পাইয়া বনের পরীডির লগে ফস্টি নস্টি কইরা, ভয়া পাওয়াইয়া বেড়াইতাসে, সব দেখলাম ভয়ে প্যানিকড, ধরলাম ব্যাটার খুর পেচাইয়া, ভরলাম বগলে! সূর্যতো এহন বগলে, একটু খানাপিনা কইরা লই। এইডারেই স্যাক্রিফাইস কর, আমিও খাই তুইও খা।'


মন্তব্য

ধুসর গোধূলি এর ছবি

- সবই বুঝলাম মাগার দ্বিতীয় বগলে কী লৈয়া হনুমানু রওনা হৈছে সেটাই বুঝতার্লাম না।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

খেকশিয়াল এর ছবি

হিহি একটু হিন্ট দিসিলাম, প্যানিকড কইয়া, আধা ভেড়া আধা নর প্যান রে নিয়া যাইতাসিলো

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

অতিথি লেখক এর ছবি

অসাধারণ!! প্যানরে রিতিমত মাটন চাপ বানায় ফেললেন!!
দূর্দান্ত লেগেছে!!!

সংসপ্তক

খেকশিয়াল এর ছবি

দেঁতো হাসি

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সুহান রিজওয়ান এর ছবি

আমি তো সকল পুরাণ পুরাই ভুইলা গেসিলাম...
আপনি আরেক পেজগী লাগায়া দিলেন- অহন মাথা চুল্কাই !!!

---------------------------------------------------------------------------

মধ্যরাতের কী-বোর্ড চালক

খেকশিয়াল এর ছবি

দেঁতো হাসি

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

মধ্যসমুদ্রের কোলে এর ছবি

পুরান পুরাণ !!

খেকশিয়াল এর ছবি

পেজগী! পেজগী!!

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

এনকিদু এর ছবি

অনেক দিন পর লিলিথের নাম দেখলাম । আমি লিলিথরে ভালু পাই । যাউক গা সেটা অবশ্য আমার ব্যক্তিগত ব্যাপার ।

প্যানরেই তাইলে জবাই দিছিল কইতাছেন ? শালার শইলে তো মনে হয় অনেক চর্বি আছিল । জবাই দিয়া কি তারপর সোয়াইন হাস্কে বানাইয়া খাইছে ?


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

খেকশিয়াল এর ছবি

খা মোষ!! লিলিথ আমার!!

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

শাহেনশাহ সিমন এর ছবি

নয়া পুরাণ পইরা জব্বর হাসলাম

_________________
ঝাউবনে লুকোনো যায় না

খেকশিয়াল এর ছবি

দেঁতো হাসি

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

জি.এম.তানিম এর ছবি

প্যানরে চিন্তাম না। বাকিগণ পূর্বপরিচিত।
খেকজ!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

খেকশিয়াল এর ছবি

খেকজ!

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সৌরভ এর ছবি

চরম।


আবার লিখবো হয়তো কোন দিন

খেকশিয়াল এর ছবি

থেঙ্কু

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

মূলত পাঠক এর ছবি

খুব উৎকৃষ্ট, ফক্সিয়াল ভাই লিখেছেন খাসা, তবে প্যানটা কী বস্তু বুঝলাম না। মন খারাপ

তুলিরেখা এর ছবি

আরে প্যান তো গ্রীক উপকথার সেই বনদেবতা, আধা মানুষ আধা ছাগের(উপরের দিক মানুষের মতন, দুখানা হাতও আছে, শুধু পা ছাগলের মতন, খুরওয়ালা) মতন দেখতে, পাতার বাঁশি বাজায়!

-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

মূলত পাঠক এর ছবি

ও এইটা?
http://en.wikipedia.org/wiki/Pan_(god)

লিঙ্কটা কপি-পেস্ট করতে হবে, ক্লিকালে ব্র্াকেটাংশ বাদ চলে যাচ্ছে।

তবে ব্যাটা কিন্তু একটু অসভ্যকাটিং আছে, উইকি লিখেছে।

খেকশিয়াল এর ছবি

থেঙ্কু, উরপে তুলিদি কইয়া দিলো তো

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

মাহবুব লীলেন এর ছবি

হনুমানের বগলে কি গন্ধ হয়?

আবার আমি এর ছবি

এটা একটা উত্তরাধুনিক কবিতার নাম হতে পারে

অতিথি লেখক এর ছবি

বাহে, আপনার জন্য একটি উত্তোরাধুনিক কবিতা দিলাম। কবিতাটি অধমের স্বরচিত।

হনুমানের বগলে কি গন্ধ হয়?
-- কবি কানা বাবা

হনুমানের বগলে কি গন্ধ হয়?
হয়নি জানা সে কথা।
হয়তোবা হয়, সে সময়তো আর
ছিল না ফরাসি সৌরভ শ্যানেল বা ডিওর,
কিংবা নিদেনপক্ষে মেশকে আম্বর আতর।

হনুমানের বগলে কি গন্ধ হয়?
হয়নি জানা সে কথা।
হয়তোবা হয়, সে সময়তো আর
ছিল না আ্যারোমেটিক ১০০% হালাল সাবান।
ছিল না ইউনিলিভার, আর তাই হলপ করেই
বলা যায় ছিল না রেক্সোনার ডিওডোরেন্টও।

হনুমানের বগলে কি গন্ধ হয়?
হয়তোবা হয়, হয়তোবা হয় না।
প্রিয়ার বাহুমূল কিংবা হনুমানের বগল
কোনটিই শুকে দেখার সৌভাগ্য হয়নি।
কত কিছুই না আমাদের রয়ে যায় অজানা
এক জীবনে!

কানা বাবা

খেকশিয়াল এর ছবি

ওরে এ এ ! হো হো হো

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

অতিথি লেখক এর ছবি

এই কথায় অনুপ্রানিত হয়ে একজন একটি পোস্ট দিয়েছে। সেখানে একটি পদ রচনা করে দিয়েছি। ইচ্ছা হলে দেখতে পারেন।

কানা বাবা

মূলত পাঠক এর ছবি

অতিথির মন্তব্য বলেই দেরিতে পোস্ট হলো, তাই আমার আগের মন্তব্য প্রাসঙ্গিকতা হারিয়েছে, মুছে দিলাম।

খেকশিয়াল এর ছবি

অ্যাপোলো কইতে পারবো মনে হয়

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সাইফ তাহসিন এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি
চলুক চলুক চলুক

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

খেকশিয়াল এর ছবি

দেঁতো হাসি

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

অতিথি লেখক এর ছবি

মূলত পাঠক লিখেছেন:
যদি ঐ অনুপ্রাণিত ব্যক্তিটি আমি হই (একজন বললে বোঝা দুষ্কর হয়, আর নাম নিতে তো কোনো বাধা নেই) তবে তো ভারি মুশকিল। ওখানে তো কোনো হস্তপদ কিছুই দেখলাম না শুধু একটা মন্তব্য ছাড়া ('হনুমানের বগল বিষয়ক একটি কবিতা আমি আরেকটি পোস্টে লিখিয়াছি'), আর যথারীতি সে পোস্ট যে কোন পোস্ট তাও বুঝলাম না। একটু খোলসা করলে ভালো হতো।

উপরেইতো কবিতা ছাপা হয়েছে। দেইখা লন কেমুন একখান পুস্ট মডার্ন কবিতা লিখছি।

মাহবুবুল হক এর ছবি

এত প্রতিভা দেশ কি করে ধারণ করবে ?
--------------------------------------------------------
দেয়ালে দেয়ালে মনের খেয়ালে লিখি কথা
আমি তো বেকার পেয়েছি লেখার স্বাধীনতা

--------------------------------------------------------
দেয়ালে দেয়ালে মনের খেয়ালে/ লিখি কথা ।
আমি যে বেকার, পেয়েছি লেখার/ স্বাধীনতা ।।

খেকশিয়াল এর ছবি

কঙ্কী মমিন!

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

অতিথি লেখক এর ছবি

মাহবুবুল হক লিখেছেন:
এত প্রতিভা দেশ কি করে ধারণ করবে ?
--------------------------------------------------------
দেয়ালে দেয়ালে মনের খেয়ালে লিখি কথা
আমি তো বেকার পেয়েছি লেখার স্বাধীনতা

আমার পোস্ট-মডার্ন কবিতাটি দেখেছেন ভাই? দেখে মনে হয় না যে প্রতিভা চুইয়ে চুইয়ে পড়ছে। দেশের ধারন করার ক্ষমতা নাই, তাইতো দেশের বাইরে থাকি।

কানা বাবা

কানাবাবা@হটমেইলডটকম

মৃত্তিকা এর ছবি

বাপরে! আপনাদের এতো পেতিভা!
চলুক

খেকশিয়াল এর ছবি

প্রতিভা বসু

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সবজান্তা এর ছবি

প্রথম গল্পটা পইড়া হাসতে হাসতে চেয়ার থেইকা পইড়া যাওনের মতো অবস্থা... হো হো হো


অলমিতি বিস্তারেণ

খেকশিয়াল এর ছবি

দেঁতো হাসি

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

ষষ্ঠ পাণ্ডব এর ছবি




তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।