বনের রাজা

খেকশিয়াল এর ছবি
লিখেছেন খেকশিয়াল (তারিখ: শনি, ১৪/১১/২০০৯ - ১:২০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

auto

শীতের সাঁঝে কে যায় তেড়ে
বনের মাঝে ঘোড়ায় চড়ে?
ঘোড়ার পিঠে সওয়ার বাবা
জাপটে বুকে ছোট্ট থাবা
লেপ্টে আছে ওম গরমে
বাবার ছেলে ঘুম নরমে
হঠাৎ শোনে ফিসফিসানি
বরফ বাতাস হিসহিসানি..

- 'দেখছো বাবা, বনের রাজা!
মাথায় মুকুট, পাকিয়ে ন্যাজা!
আসছে দেখো সাথে সাথে,
ধরতে আমায় লম্বা হাতে!'
-'খোকন আমার তুই যে বোকা
এসব যে তোর চোখের ধোঁকা
পাসনে রে ভয় এই কুয়াশায়
পৌঁছে যাবো দেখিস বাসায়'

মিষ্টি খোকন, আয় এ বেলা
খেলবো মোরা মজার খেলা
গাঁথবো মালা রঙ্গীন ফুলে,
বুনবো জামা সোনার উলে,
ঘুরবি পরে নদীর ধারে
আয় চলে আয়, যাই এবারে

- 'শুনলে বাবা! শুনতে পেলে!
রাজা আমায় লোভ দেখালে!'
-'কান পেতে শোন বুদ্ধু ছেলে
শুকনো পাতায় বাতাস খেলে'..

আয় চলে আয় খোকন সোনা
মেয়েরা আমার গোমড়াপানা
তোকে পেলেই ঝলমলিয়ে
বলবে কথা খলবলিয়ে
দেখিস কেমন নাচ দেখাবে
গান শুনিয়ে ঘুম পাড়াবে

-'বাবা! বাবা! দেখলে এবার!
রাজার মেয়েরা মুখ করে ভার,
ওইখানে ওই গাছের ডালে
মুখ ফুলিয়ে গোমড়া গালে'
-'দেখছি আমি পষ্ট করে..
চোখ ঘষে ফের দেখ না ওরে
ছাইরঙা সব উইলো দাদা
অন্ধকারে ঘুমিয়ে কাদা'

খোকন তোকে ছাড়বো না আর!
কেড়ে নিয়ে ছুটবো এবার!
ছুটবো নিয়ে বনের মাঝে,
ছিনিয়ে তোরে এমন সাঁঝে..

‘বাবা! ও যে ধরলে আমায়!
বাবা! দেখো, কই নিতে চায়!
বাবা! আমায় লুকিয়ে রাখো!
শক্ত করে জড়িয়ে থাকো!

হঠাৎ তখন ঘোর কুয়াশায়
দমকা ঝড়ো বাতাস আসায়,
উঠলো কেঁপে ছেলের বাবা
ধরলো লাগাম বাগিয়ে থাবা
টানলো কষে শক্ত করে
খোকনরে তার বুক পাঁজরে

-'আরেকটু ক্ষণ! এইতো মানিক!
দম ধরে থাক একটু খানিক'..
আর সে খোকন দম ধরে হায়..
বাবার ফাঁসেই প্রাণটা হারায়।

(ইয়োহান ভোয়ল্ফগাং ফন গোয়েঠে 'এর 'দের এয়ার্লকোয়নিগ' অবলম্বনে। বেশ সাহস করেই লিখলাম, জানি না কেমন হলো। অবলম্বন কবিতাটা হলেও অনুপ্রেরণা আসলে রামস্টাইনের 'দালাইলামা' গানটা, যে গানটি ওরা 'দের এয়ার্লকোয়নিগ' অবলম্বনেই তৈরী করেছিল।)


মন্তব্য

যুধিষ্ঠির এর ছবি

'দের এয়ার্লকোয়নিগ' পড়িনি, আর 'দালাইলামা'-ও শুনিনি। তবে ছড়া চমৎকার লাগলো! শেষটা এমন "ডার্ক" হবে আশা করিনি যদিও।

খেকশিয়াল এর ছবি

ধন্যবাদ। গানটা শুনে দেখেন, অদ্ভুত সুন্দর একটা গান।

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

স্নিগ্ধা এর ছবি

ছড়া ভালো হয়েছে খুবই! শেষটা পড়ে খারাপ লাগলো যদিও। আর একটা কথা - অবশ্যই নিতান্তই ব্যক্তিগত মত - উইকিপিডিয়ার লিঙ্ক না দিয়ে, আপনিই যদি ছড়ার শেষে অল্প করে এটার পটভূমিকাটা লিখে দিতেন, ভালো লাগতো আরও হাসি

খেকশিয়াল এর ছবি

ধন্যবাদ। আইলসামি স্নিগ্ধাজি, আইলসামি দেঁতো হাসি

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

হিমু এর ছবি
খেকশিয়াল এর ছবি

দেঁতো হাসি

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

যুধিষ্ঠির এর ছবি

উইকিপিডিয়ার আর্টিক্যালটা পড়লাম। ওখানে ব্যাখ্যাতে যেমন বলা আছে, মূল কবিতাটার শুরু থেকেই ছেলেটার অসুস্থতার কথা বোঝা যায়, আপনার ছড়াটা পড়ে সে অনুভূতিটা হয়নি। সে কারণেই শেষের পরিণতিটা আচমকা আর অপ্রত্যাশিত মনে হয়েছে।

মূল জার্মানে এটা কেমন জানি না, তবে উইকিপিডিয়ায় যে ইংরেজীতে অনুবাদ আর ভাবানুবাদ দেয়া আছে, সে দুটোর কোনটা পড়েও অবশ্য শুরু থেকে ওই হিণ্টটা পাইনি।

তবে নতুন ছড়া হিসেবে ভালো লেগেছে, আবারো বললাম। হাসি

খেকশিয়াল এর ছবি

অসুস্থতাটা এড়িয়ে গেছি ইচ্ছা করেই। হয়তো উল্লেখ করলে ভালো হতো, তাও কেন জানি এটা ছাড়াই ভাল লাগলো।

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

কুবের [অতিথি] এর ছবি

গুরু গুরু

খেকশিয়াল এর ছবি

গুরু গুরু

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

নাজমুস সামস এর ছবি

দম ধরে থাক একটু খানিক'..
একটু খানিক কি আমি তো পুরোসময় ভালোদম নিয়েই ছড়াটা পড়লাম।
ব্রাভো!ব্রাভো!!

খেকশিয়াল এর ছবি

ধন্যবাদ! দেঁতো হাসি

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

ওডিন এর ছবি

দারুণ লিখেছেন! নীড়পাতায় ছবি দেখেই বুঝতে পেরেছিলাম আর্লকিং রিলেটেড কিছু একটা হবে-

আজকে সারাদিন রামস্টাইন শুনবো! দেঁতো হাসি

যারা গানটা শুনতে চান তাদের জন্য।
---------------------------------------------
ফুল ফোটে? তাই বল! আমি ভাবি পটকা। চিন্তিত

খেকশিয়াল এর ছবি

ধন্যবাদ। সবার জন্য ভালবাসা শুনেন সারাদিন, আর এই এলবামেই বোনাস ৫টা গান আছে ওইগুলা পাইছিলেন তো? না পাইলে আওয়াজ দিয়েন, লিঙ্ক আছে।

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

ভ্রম এর ছবি

কঠিন ছড়া!
গানটা চমৎকার।

খেকশিয়াল এর ছবি

ধন্যবাদ
আপনের প্রোফাইল পিকটাও বেশ!

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সুহান রিজওয়ান এর ছবি

উড়কি ছড়া হৈসে...

উইকি লিঙ্কটা পড়লাম না- কিন্তু যুধিষ্ঠির'দা যা বললেন- ছেলেটা প্রথম থেকেই অসুস্থ ছিলো... এই থিমে ও'হেনরির একটা গল্প আছে; নামটা মনে পড়ছে না এখন...

______________________________________________________

মধ্যরাতের কী-বোর্ড চালক

খেকশিয়াল এর ছবি

ধন্যবাদ
কোন গল্পটা ? একটু কও তো..

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

মূলত পাঠক এর ছবি

আচ্ছা এই রামস্টাইনদের নিয়ে কেউ একটা পোস্ট দ্যান না, কিছুই জানি না এদের নিয়ে। লিখলে একটু বুঝিয়ে দেবেন কেন ভালো লাগে। জর্মন জানি না বলে কথা বুঝি না, ওডিনের লিঙ্কে শুনে সুর তো ভালো লাগলো, কেমন ভীতিপ্রদ কিছু একটা নিয়ে গান হচ্ছে সেরকম মনে হলো, শেষের সেদিন ভয়ঙ্কর টাইপ কিছু বলছে নাকি? হাসি

ফক্সিয়ালভাই, ছড়া ভালো হয়েছে।

খেকশিয়াল এর ছবি

ধন্যবাদ পাঠকদা।
রামস্টাইন নিয়ে লেখবো ভাবছি। জার্মান আমিও জানি না, অল্প যা জানি তা রামস্টাইন শুনে শুনে, অর্থ বের করতে গিয়ে। রামস্টাইন শুনতাম প্রথমে ওদের দারুণ সব সুরগুলোর জন্যই, আস্তে আস্তে অর্থগুলো বের করে বুঝতে লাগলাম। প্রথমে আধা পাঙ্খা ছিলাম, বুঝে যখন শুনতে শুরু করলাম তখন পুরা পাঙ্খা হয়ে গেলাম!

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

দ্রোহী এর ছবি

দারুণ ছড়া!
শিয়ালদা! তোমারে সেলাম।

বুনবো জামা সোনার উলে,
ঘুরবি পড়ে নদীর ধারে
আয় চলে আয়, যাই এবারে

যদ্দূর জানি পড়ের জায়গায় পরে হবে।

খেকশিয়াল এর ছবি

এই জামাকাপড় 'পরা' এর র নিয়া কনফিউসড থাকি, ঠিক কইরা দিলাম
ধইনাপাতা দাদা
------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

রামস্টাইনের লিঙ্কগুলা দেন তো...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

খেকশিয়াল এর ছবি

কঙ্কী! অনেকতো! সব লিঙ্ক??

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

ওডিন এর ছবি

নজরুল ভাই, লিঙ্ক আসতে আসতে আপাতত এইটা শুনেন, আশা করি স্যাটায়ারটা ধরতে পারবেন।

অফটপিকে চলে যাওয়ার জন্য দুঃখিত খেকশিয়াল ভাই (চন্দ্রবিন্দু নাই কেন?)
---------------------------------------------
ফুল ফোটে? তাই বল! আমি ভাবি পটকা। চিন্তিত

খেকশিয়াল এর ছবি

মরিতে চাহি না তাই হাহা

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

ওডিন এর ছবি

তাহলে এইবেলা আরেকখান ছড়া লিখে ফেলেন, নাহলে জর্ম্মনদেশীয় সঙ্গীতবিষয়ক গবেষনাধর্মী একখান প্রবন্ধ।
---------------------------------------------
ফুল ফোটে? তাই বল! আমি ভাবি পটকা। চিন্তিত

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।