সব ঘুম যায়
তবু ঘুমায় না এই কিম্ভুত
খুট খাট কি টিপে এতো ওখানে?
চৌকোণা বাক্সে চোখ, বসে থাকে হাঁ..
আলোখোর নাকি!
আয় তো মেপে দেখি!
দেখি কতবারে হোস আমার কত জিহবা! ..
তেড়ে আসে বেরসিক
গজগজ করে উঠে যাই ফের
নীচে হিসহিসিয়ে উঠে বোকাটা..
সব ঘুম গেলে
বেরিয়ে আসে সে ধূসর
দেয়াল-হাঁটা সেই প্রাচীন ডাইনোসর,
হুপ হাপ করে ধরে পিঁপড়া-পাখি
আলোর ধারে পেতে ওঁত
আমি দেখি ..
আর কখনো বা নেমে এলে
বেয়াড়া থপথপে পা মেলে
তাড়াই হুশ হাশ
নড়বড়ে বর্তনীদ্বারে তার ঝুলে
মাড়িয়ে না দেয় বোকাটা..
মন্তব্য
হুম... বুঝলুম !!!
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
কালকে রাতে তাহলে এই হচ্ছিল ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
হা হা হা। মজা পেলাম।
----------------------------------------
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
----------------------------------------
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
খোমাখাতা
হুমম। আমিও তো ভাবসিলাম কাল রাতে খেকুদা গ্যাংটকে গন্ডগোল পাকানোর নীলনকশা তৈরীতে ব্যস্ত ছিলেন। সাথে সাথে দেখি কোবতেও নামছিলো।
______________________________________
আসলে কি ফেরা যায়?
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
জটিল!
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
নতুন মন্তব্য করুন