আমেরিকান লইয়ার কেইট, ফার্মের হয়ে আসে ফ্রান্সের এক প্রত্যন্ত শহরে, একটা খেলনার ফ্যাক্টরীর শর্তসাপেক্ষ বিকিকিনি শেষ করতে। জানতে পায়, ফ্যাক্টরীর মালিক বৃদ্ধা অ্যানা কদিন হলো মারা গেছেন। তার এক ভাই আছে, হ্যান্স। সবাই জানতো মারা গেছে; আর ঘুমিয়ে আছে এই শহরেরই কবরস্থানে। অ্যানা তার নোটারীতে বলে যায় সেই ভাই এখনো জীবিত। সে এখান থেকে আরো উত্তর-পূর্বে কোথাও এখনো বেঁচে আছে। এখন হ্যান্সই মালিক। তার অনুমতি ছাড়া ফ্যাক্টরী বিক্রী করা যাবে না।
ঘটনা যখন আরো গড়াতে থাকে, কেইট মৃতা অ্যানার বাড়িতে গিয়ে আবিষ্কার করে এক অদ্ভুত গল্পের। সে এখন থেকে ষাট বছর আগের কথা। দুই ভাই বোনের গল্প। পাহাড়ে ঘুরতে গিয়েছিলো সেদিন ওরা। হঠাৎ করে খেলতে খেলতে এক গুহায় ঢুকে পড়ে। ছেলেটা আবছা আলোয় দেখে অদ্ভুত কি একটা খেলনা মত, দেখতে যেন ঠিক হাতি। ছেলের গো চেপে যায়। ওটা ওর চাইই। পাড়তে উঠে সে উপরে। বোনের নানা আপত্তিসত্ত্বেও এক সময় উপরে উঠে যায়, খেলনাও ধরে ফেলে, কিন্তু তাল রাখতে পারে না। পড়ে যায় উপর থেকে। মাথায় চোট পায় ভীষণ। জ্ঞান ফিরলে সে আর আগের মত থাকে না। আগের মত চলে না, কথা বলে না। কেমন যেন সাধারণ সব কাজে জবুথবু হয়ে থাকে। ডাক্তার বলেন এটা মাথা চোটেরই ফল।
ছেলে আস্তে আস্তে বড় হয়। কিন্তু মন জুড়ে থাকে তার হাতি পুতুল। একদিন জানতে পারে তার হাতি পুতুলের গল্প। এরা নাকি হাজার হাজার বছর আগের বিলুপ্ত প্রাচীন জীবকুল। তারা ছিল হাতির মতই কিন্তু প্রকাণ্ড সব লোমশ ম্যামথ। কেউ কেউ বলে, সাইবেরিয়া যাও, হয়তো পেয়েও যেতে পারো ওদের।
একদিন বাবা তাকে ঢুকিয়ে দেন তার নিজের ফ্যাক্টরীর কাজে। আস্তে আস্তে তার অদ্ভুত একটা দিক পরিচয় পায়। সবাই জানতে পারে, সে এই কলের খেলনাগুলো নিয়ে যাদু দেখাতে পারে। ...
গল্পের এইখানে শেষ করলাম। অনেক বলে ফেলেছি মনে হলে আসলে কথাটা ভুল বলা হবে। গল্পের এখনো কিছুই শুরু হয়নি। এটা একটা অ্যাডভেঞ্চার ধর্মী পিসি গেইমের গল্প। বেলজিয়ান কমিক আর্টিস্ট কাম গেইম ডেভেলপার বেনোয়া সকালের সাইবেরিয়া। গেইমটি খেলেছিলাম ভার্সিটিতে পড়ার সময়। খেলার সময়ই আমার ঘুরে বেড়ানোর লিস্টে আর একটা জায়গা যুক্ত হয়।
সাইবেরিয়া একবার যেতেই হবে।
মন্তব্য
মন্ত্রমুগ্ধের মতো খেলেছি এই গেম। পার্ট ওয়ান আরামেই ওভার দিয়েছি তবে পার্ট টু তে খানিকটা ওয়াকথ্রু লেগেছে। অসাধারণ আর্টওয়ার্ক, কাহিনী এবং ঝিম ধরানো সুর। নাহ, আবার খেলতে হবে, সিডি পাই কোথায়??
____________________________________
বিধিবদ্ধ পঙ্কিলতা।
জীবন বাবু,তাঁর কবিতা।
তৃপ্তিদায়ী আত্মশ্লাঘা।
এবং এ রাতজাগা।
************************************
আমি একজন আপাদমস্তক গেইম-কানা মানুষ, কিন্তু আমি এই গেইমটা খেলসি, এবং ব্যাপক মজাও পাইসি। সাইবেরিয়া-ওয়ান শেষ করতে পারসিলাম। দ্বিতীয়টা মাঝপথে গিয়ে আটকে গিয়ে আর শেষ করা হয়নি। বেশ মজার গেইমটা। আর অটোমেটনের কনসেপ্টটাও দারুণ লাগসে। আর হ্যাঁ, সাইবেরিয়া যাওয়া জরুরী মনে হইসে খেলার পরে।
নামটার উচ্চারণ মনে হয় বেনোয়া হবে।
বেনোয়া করে দিলাম
------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
"ঘটনা যখন আরো গড়াতে থাকে, কেইট মৃতা কেইটের বাড়িতে গিয়ে আবিষ্কার করে এক অদ্ভুত গল্পের।"
??
খেক খেক.. ভেম হইয়া গেছে, ঠিক কইত্তেসি
-----------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
এটা বেশ আগের গেম হলেও খুব মজার ছিল, আর সেসময়ের তুলনায় চোখ ধাঁধানো গ্রাফিক্স ছিল যেটা চালাতে খুব একটা আহামরি গ্রাফিক্স কার্ড লাগতো না। তবে সাইবেরিয়া ভালো লেগে থাকলে অন্যান্য গেম গুলাও খেলে দেখতে পারেন, বিশেষ করে রোড টু ইন্ডিয়া, পোস্ট মর্টেম, স্টিল লাইফ। রোড টু ইন্ডিয়াতে তাজমহলের বেশ ডিটেল আছে, ৬০০ মেগাবাইটের গেম হিসাবে। তবে লঙ্গেস্ট জার্নি বা এর ২য় পর্ব ড্রিমফলও খেলে দেখতে পারেন, যেমন গ্রাফিক্স, তেমন গল্প আর অযথা ত্যানা প্যাচানি নাই, যে কারনে টুম্ব রেইডার খেলিনি।
অনেক দিন আগে খেলা (সম্ভবত ২০০০-০১) এই গেমটা নিয়ে লেখা দিলেন, বড় ভালু পাইলাম।
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
লঙ্গেস্ট জার্নি আমার খেলা আরেকটা অসাধারণ গেইম, ড্রিমফলটা কিনে বসে আছি, কার্ড নেই। খেলবো নিশ্চিত। স্টিল লাইফ দারুণ লেগেছে। বাকি গুলোর নাম শুনেছি কিন্তু খেলা হয় নি। আপনি রান অ্যাওয়ে না খেললে, খেলতে পারেন। দুটো পার্ট।
------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
টরেন্টে ঝুলাইলাম। অনেক ধন্যবাদ। ৩য় পর্ব বের হয়েছে, যদিও ওয়েবে বলতেছে মে ১৮, ২০১০, কিন্তু আসলে মনে হয় ২০০৯ এ বের হয়েছে। দেখা যাক, শুরু করি এক ধার থেকে।
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
longest journey 2 যে কত খুঁজেছি এক সময়! খেঁকশিয়ালদা মনে রেখ এইটা তোমার কাছ থেকে নেবার কথা আমার। নামাতে দিচ্ছি না ঐ জন্যেই।
পোস্ট মর্টেম-এর মজাটাই ছিল মনে হয় খেলাটার শেষ নিয়ে, যেভাবে খেলা হবে, সেই অনুসারে শেষ হবে। এইটা ব্যাপারটা নতুনত্ব ছিল। গ্রাফিক্স যদিও ভাল লাগে নাই।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
এইটা কি পয়েন্ট-&-ক্লিক গেম নাকি? তাইলে খেলুম না। ধাঁধা মিলাইতে পারিনা, তাই ধাঁধার গেম ভালু পাইনা
স্টিল-লাইফ খেলে শেষ করসি ওয়াকথ্রু পড়ে পড়ে, স্রেফ কাহিনীটা জানার জন্য। এত সুন্দর কাহিনী বানাইল, শেষে গিয়ে শেষ করল না। স্টিল-লাইফ ২ বের হইসে যদ্দুর জানি।
এইটা কি পয়েন্ট-&-ক্লিক গেম নাকি? তাইলে খেলুম না। ধাঁধা মিলাইতে পারিনা, তাই ধাঁধার গেম ভালু পাইনা
স্টিল-লাইফ খেলে শেষ করসি ওয়াকথ্রু পড়ে পড়ে, স্রেফ কাহিনীটা জানার জন্য। এত সুন্দর কাহিনী বানাইল, শেষে গিয়ে শেষ করল না। স্টিল-লাইফ ২ বের হইসে যদ্দুর জানি।
===========
আশাহত
আর খেলা... ইলেকট্রিসিটির ভ্যাজালে সারাদিন কম্পিউটারেই বসতে পারি না
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
সাইবেরিয়া টু-এর শেষ, মানে কাহিনির শেষট বেশ হতাশ করেছিল। পুরো গেমটাই মানে দুই নাম্বারটা এক-এর মতো অত আকর্ষণীয় লাগে নাই। কিন্তু দেখতে এত ভাল ছিল!! মনে আছে সাইবেরিয়া এক রীতিমত ঘন্টা কয়েকের মধ্যে খেলে শেষ করতে পারতাম একসময়! রিভাইস দিয়েছিলাম আর কি!
একটা খুউব মারাত্মক গেম ছিল অ্যাডভেঞ্চারের - গ্রিম ফান্দাঙ্গো!
কেউ কি এইটা খেলেছেন? খেঁকশিয়ালদা খেলেছ?? এটা অ্যাডভেঞ্চার গেমগুলোর শুরুর দিকেকার মনে হয়। গ্রাফিক্স দেখে টাশকি লাগে না। কিন্তু এইটার শুধু যে পাজল গুলো মজার ছিল তাই না, কাহিনিটা অসাধারণ লেগেছিল নতুনত্ব আর টুইস্টের কারণে। আর সবচেয়ে যা ছিল মারাত্মক তা হল শেষটা!!
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
গ্রিম ফান্দাঙ্গো! খেলি নাই, খেলতে হইবো তো!
------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
নতুন মন্তব্য করুন