এট্টা হরিম খাউক্কা বাঘ আর এট্টা পিচাশ মাছি

খেকশিয়াল এর ছবি
লিখেছেন খেকশিয়াল (তারিখ: রবি, ২৮/১১/২০১০ - ২:১৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

একদিন এট্টা মাছি উইড়া উইড়া খালি বসপার নাগছিলো এক হরিম খাউক্কা বাঘের নাকে
বাঘে যত থামথুম দ্যায়, ওডা তো মানেই না
বাঘে একসময় বিরক্ত হয়া কয়- 'কিরে? তোর সীন কী?'
মাছি পুনপুনাইয়া কয়- 'মামু, আমি এট্টু রক্ত খাইপার চাই, আমারে এট্টু রক্ত খাইতে দ্যান'
বাঘে কয়, 'ক্যারে- তুই না দুদের মাছি? রক্ত খাবার চাস ক্যা? তুই কি পিচাশ নিহি?'
মাছি কয়, 'হুরো! রক্ত খাইতে হইলে পিচাশ হওন লাগে নিহি? রক্তের টেশ-ই আলাদা! দ্যান না এট্টু'
বাঘে কয়, 'ক্যারে? তুই না বলে দুদ ছাড়া কিছু খাস-ই না...
তুই-ই না কস - দুদ না খেলে হপে না ভালো ছেলে?'
মাছি এইবার ভুনভুন কইরা হাসে, কয়, 'মামা, আপনে যে কি কন না! দুদ খাওনের দিন আছে না বড়? এই রক্তের দিন দুদ খাইলে চলপো? দ্যান এট্টু রক্ত খাইতে দ্যান'

বাঘে কিছু কয় না, খালি হাক-কইরা মাছিরে দ্যাহে
মাছি এহন আর পুন পুন করে না
বাঘের নাকের উপর লাইগা থাকা কোন নমঃশূদ্র হরিমের রক্ত সে তার ছোট জিব্বা দিয়া চাটতে থাকে
চরম আনন্দে, পরম আয়েশে

(এট্টা সবুজ বাঘের নামে উৎসর্গীকৃত)


মন্তব্য

তারাপ কোয়াস এর ছবি

জটিল!


আমার বিলুপ্ত হৃদয়, আমার মৃত চোখ, আমার বিলীন স্বপ্ন আকাঙ্ক্ষা


love the life you live. live the life you love.

অতিথি লেখক এর ছবি

হ। বাঘেরে তো চেনা চেনা লাগে, তয় দুদের মাছিডা কেডা?

-কুটুমবাড়ি

কৌস্তুভ এর ছবি

!

দিগন্ত বাহার [অতিথি] এর ছবি

হে হে...সুময় আইতাছে তাইলে আবার! খাইছে

অনিকেত এর ছবি

চমৎকার

অনিন্দ্য রহমান এর ছবি

হরিমেরাও কিসু কইত ... নাকি তাগো কিসু কওনের নাই?


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

খেকশিয়াল এর ছবি

এইখানে নাই, এইখানে মইরা ভূত, পরে কইবো নি আবার

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

অতিথি লেখক এর ছবি

সেইরাম হইছে।

অনন্ত

শুভাশীষ দাশ এর ছবি

সবুজবাঘীয়।

-----------------------------------------------------------
অভ্র আমার ওংকার

খেকশিয়াল এর ছবি

দেঁতো হাসি

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

নীলকান্ত এর ছবি

জব্বর হইছে মামু।

আমি মেঘের দলে আছি, আমি ঘাসের দলে আছি


অলস সময়

সুহান রিজওয়ান এর ছবি

হাহাহাহা...

আমি ভাবসিলাম এইটা বাগাদার পুস্ট। শিষ নাইলটা দেইখ্যা বুল বুজবার পারলাম...

এইবার বাগটা হরিম মাললো ক্যামতে, সিডা নিয়া লেকেন।

_________________________________________

সেরিওজা

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

ফাটাইন্না হইছে!

অতিথি লেখক এর ছবি

উরিব্বাপ্স !!

"চৈত্রী"

রোমেল চৌধুরী এর ছবি

আঞ্চলিক ভাষার এতো সাবলীল স্বচ্ছতোয়া স্রোত খুব কম চোখে পড়েছে। দৃশ্যকল্পখানাও জবাবছাড়া, তবে স্যাটায়ারখানা ধরতে পারিনি, শুকনা মগজে 'হাক-কইরা' বসে আছি 'হরিম খাউক্কা বাঘ'-এর লাহান।
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

দুর্দান্ত এর ছবি

চখে তামাম কিছু সবুজ দেখবার লাগছি কেলা?

খেকশিয়াল এর ছবি

হগলরে ধন্যবাদ

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

শাহেনশাহ সিমন এর ছবি

ফক্সিয়াল বাঘা হইলো কেম্নে চিন্তিত
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

অতিথি লেখক এর ছবি

ভাল হয়েছে।

কীর্তিনাশা এর ছবি

চ্রম !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

ওডিন এর ছবি

এই রক্তের দিন দুদ খাইলে চলপো?

ভাল্লাগলো হে কমরেড! হাসি

______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না

নিবিড় এর ছবি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।