হে পাষাণ

খেকশিয়াল এর ছবি
লিখেছেন খেকশিয়াল (তারিখ: সোম, ২৫/০৬/২০১২ - ৫:৪৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

প্রতিদিন লিখো তুমি করে এত কষ্ট,
খটাখট টিপে কর চাবিগুলা নষ্ট
আদাজল খেয়ে লাগো পদে পদে জুড়তে,
ভাবে ভাবে গিট মারি পারো ল্যাসো ছুড়তে

সেই ফাঁসে পড়ি আর করি 'উহু' 'আহা' রে
কাজ, কাম ছুড়ে ফেলে, বাদ দিয়া আহারে
ভাবঘোরে ঘোরে মাথা কী-বা-কী-যে খেয়ালে
মন চায় ঠুকি তাই এ-দেয়াল ও-দেয়ালে
তবু তুমি থামো নাতো সংগ্রামী নিষ্ঠুর!
নব শত পদবাণ ছাড়ো তুমি অতি ক্রুর!
পড়ে ছুটি পড়িমরি দিশাহারা আমি রে
ফোৎ ফোৎ কাঁদি আর কোথ দিয়া ঘামি রে
তাই বলি, 'হে পাষাণ, আর কেন, থাক না
কিবোর্ডখানিতে আজ দিয়া রাখো ঢাকনা।


মন্তব্য

নজমুল আলবাব এর ছবি

ঐ গেলি?

খেকশিয়াল এর ছবি

চৌধুরী সাহেব, আপনি এভাবে আমাকে তাড়িয়ে দিতে পারেন না!

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

নজমুল আলবাব এর ছবি

আবার কথা কয় রেগে টং

প্রদীপ্তময় সাহা এর ছবি

ঢাকনা দিলে মন্তব্য কেমনে করুম? অ্যাঁ

ছড়া ভালো লাগছে। হাসি

অনার্য সঙ্গীত এর ছবি

(পোয়েটিক) ঐ গেলি? দেঁতো হাসি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

নজমুল আলবাব এর ছবি

বুড়া হওয়ার এইটা একটা সুবিধা। ব্র্যাকেটে পোয়েটিক টাইপ শব্দ না লিখলেও চলে। দেঁতো হাসি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হাজি সাবে চেতলো ক্য?

______________________________________
পথই আমার পথের আড়াল

হিমু এর ছবি

তোমার ছেলে থামলে মা গো রাত পোহাবে তবে

খেকশিয়াল এর ছবি

ওঁয়া ওঁয়া

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

হিমু এর ছবি

গুপী গায়েনের সুপারপাওয়ারটা দরকার

খেকশিয়াল এর ছবি

হো হো হো

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

চরম উদাস এর ছবি

দেঁতো হাসি

খেকশিয়াল এর ছবি

দেঁতো হাসি

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

অরফিয়াস এর ছবি

হুমমম, দৈনিক কবিদের জন্য নাকি !! দেঁতো হাসি

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

খেকশিয়াল এর ছবি

দেঁতো হাসি

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

ক্রেসিডা এর ছবি

সুন্দর হইছে হাততালি

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

খেকশিয়াল এর ছবি

হাসি

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সুরঞ্জনা এর ছবি

আরেহ! শ্যামলাল দেখছি! চাল্লু

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

খেকশিয়াল এর ছবি

শয়তানী হাসি

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

তারানা_শব্দ এর ছবি

ছড়া ভালুইছে।।। কিন্তুক ক্যাটাগরি ঠিক হয় নাই। বছর দু'এক দিলে ঠিক হৈত শয়তানী হাসি

"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"

খেকশিয়াল এর ছবি

দেঁতো হাসি

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

দুর্দান্ত এর ছবি

প্রাপক বুঝবে তো?

অরফিয়াস এর ছবি

চলুক

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

খেকশিয়াল এর ছবি

চিন্তিত

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

কৌস্তুভ এর ছবি

চলুক

খেকশিয়াল এর ছবি

দেঁতো হাসি

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সুহান রিজওয়ান এর ছবি

বুঝছি দেঁতো হাসি

অন্ধকারে চৌরাশিটা নরকের কুন্ড কেইস !!

খেকশিয়াল এর ছবি

আহা যদি থাকতো তোমার ল্যাজ এবং ডানা
উড়ে গেলেই আপদ যেত, করতো না কেউ মানা

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

অতিথি লেখক এর ছবি

ইয়ে, মানে...

দেব মুখার্জি
[db.dev.m@gmail.com]
--------------------------------------------------------------
দেব এর উঠোন  ॥   ফেইসবুক   ॥   গুগলপ্লাস

খেকশিয়াল এর ছবি

হাসি

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

তারেক অণু এর ছবি

হিট‍!
শালা ডিপ্লোম্যাট হয়ছ, ঝিকে মেরে বৌকে শেখাও?

নিটোল এর ছবি

হো হো হো হো হো হো মনে হলো, এমনভাবে মেরে দিলেন যে যাকে মারলেন সে বুঝলই না! চোখ টিপি

_________________
[খোমাখাতা]

হিমু এর ছবি

রব শ্নাইডার দুয়েক বছর পর পর কাতুকুতুমার্কা হাসির সিনামা বানায়। একটা দেখেছিলাম, বিগ স্ট্যান। সেখানে ঘটনাচক্রে শ্নাইডার মার্শাল আর্ট শিখছে এক রহস্যময় গুরু, দ্য মাস্টারের কাছে। দ্য মাস্টার তাকে ময়দানে দাড়া করিয়ে বলছে, আই ক্যান কিক ইয়োর অ্যাস সো ফ্যাস্ট ইউ উয়োন্ট ফিল ইট। শ্নাইডার চ্যালেঞ্জ গ্রহণ করার পর দেখা গেলো সটাসট শব্দ হলো শুধু, কোনো কিছু নড়তেচড়তে দেখা গেলো না। শ্নাইডার বোকা বনে বললো, আই ডিডন্ট ফিল এনিথিং! দ্য মাস্টার তখন প্রমাণ হিসেবে তার পায়ের বুড়ো আঙুল শুঁকতে দেয় শ্নাইডারকে।

নিটোল এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

_________________
[খোমাখাতা]

তাপস শর্মা এর ছবি

পুরাই গুল্লিদেঁতো হাসি

মণিকা রশিদ এর ছবি

হো হো হো

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

অনুপম ত্রিবেদি এর ছবি

এভাবে মেরে দিলেন, দাদা অ্যাঁ ???

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

দুঃখবিলাসী এর ছবি

মজা পাইচি,মজা পাইচি। ৮ এ পা দিসি। দেঁতো হাসি

নীড় সন্ধানী এর ছবি

ওঁয়া ওঁয়া

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

মরুদ্যান এর ছবি

দেঁতো হাসি

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

হ!

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

কীর্তিনাশা এর ছবি

ছি ছি ছি আপনে এতো খ্রাপ দেঁতো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

আশালতা এর ছবি

খাইছে

----------------
স্বপ্ন হোক শক্তি

ধৈবত এর ছবি

চলেন আমি আর আপনি একটা ছড়াছড়ির কন্টেস্টে নামি।

মৃত্যুময় ঈষৎ এর ছবি

যার জন্য লেখা তার সুন্দর লাগছে। ইয়ে, মানে...


_____________________
Give Her Freedom!

ক্রেসিডা এর ছবি

সুন্দর লেখা সুন্দর বললে কেউ তো ছোট হয় না ভাই হাসি বরং আপনার কৌতুহুল কি আপনাকে খুব বেশি বড় করছে? হাসি

যাক, প্রাপক বুঝবে কিনা, বা আপনার যার জন্যে লেখা তারো ভালো লাগলো, এইসব কৌতুহুল তো মিটলো আপনাদের; আনন্দ পেলেন। তাই বা কম কিসে? তাই না? খুশি তো এবার? দেঁতো হাসি আহরে যার জন্যে লিখা, প্রপক না বুঝলে তাকে তো ছোট করা গেল না; তাকে ছোট করে আমি তো বড় হলাম না.. তো? প্রাপক বুঝে নিয়েছে.. আশা করি আনন্দ পেয়েছেন। চোখ টিপি

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

মৃত্যুময় ঈষৎ এর ছবি

না ভাই কোন কৌতুহল নাই, যা বুঝলাম কবিতা পড়ে এবং অনেকের মন্তব্য পড়ে তাই বললাম। স্পেসিফিকালি আমার প্রতি আপনার অফেন্ডেড ফিল করার কারণ দেখি না।

কৌতুহল তো নাইই, সো বড় মনে করার কিছু নাই। আর লেখালেখির বিচারে আমি নিতান্তই মূর্খ-আকাঠ, এ আমি সর্বত্র অকপটে বলে থাকি-লিখে রাখি। তবে একটা জায়গায় লেখালেখি করতে যাবার আগে একটু সে জায়গার রুচি-অভিরুচি-প্র্যাকটিস-আচার-ব্যবহার-কোনটা গ্রহণযোগ্য-কোনটা নয়-কোনটা বিরক্তিকর-কোনটা আকাঙ্ক্ষিত এগুলো একটু পর্যবেক্ষণ করে নিই, তাতে অপমানিত হবার হাত থেকে, বিরক্তিকর কর্মকাণ্ড থেকে বেঁচে থাকা যায়। আপনার মনে হয় সচলের অভিরুচি সম্পর্কে একটু এনালাইসিস করা দরকার। তাতে এই ধরণের বিব্রতকর পরিস্থিতি একটু এড়াতে পারবেন বা আমরাও পারবো।

"তাই বা কম কিসে? তাই না? খুশি তো এবার? দেঁতো হাসি আহরে যার জন্যে লিখা, প্রপক না বুঝলে তাকে তো ছোট করা গেল না; তাকে ছোট করে আমি তো বড় হলাম না.. তো? " এ অংশটুকু খুব অপরিপক্ব-লেইম লাগলো ভাই। এরকম কিছু নাই। হয়তো অনেকে তাদের অপছন্দগুলো জানিয়েছে। আর কিছু নয়। যেন আপনি সচলের মূলসুরের সাথে দ্রুত খাপ খাইয়ে নেন।

সোজাসুজি কিছু কথা বলিঃ আমার আপনাকে নিয়ে ব্যক্তিগতভাবে কোন সমস্যা নাই, থাকবেই বা কেন। তবে যখন আপনাকে কিছু বিষয়ে(নারীদের পর্দাপ্রথা) প্রতিক্রিয়াশীল দেখি, ব্যাকরণ সিদ্ধ বানানরীতি মানেন না এবং খুবই উন্নাসিক দেখি, বাক্যগঠনরীতি নিয়েও তাই, পঙ্ক্তি অসংলগ্নতা দেখি তখন আমার ভালো লাগা-মন্দ লাগা জানাই, এটা আমি জানাতেই পারি। আপনাকে অপমানিত করার জন্য কখনি নয়। আর আপনার প্রথম ৩ টি কবিতা এই সাক্ষ্য দেয় যে আপনার প্রতিভা আছে, ভালো কিছু কবিতাসৃষ্টি করা আপনার পক্ষে সম্ভব, সো আপনাকে ছোট মনে করার সুযোগ নাই।

এ কয়দিনের সচলাভিজ্ঞতায় যতটুকু বুঝেছি সচল প্রতিদিন কোন লেখকের কাছ থেকে পোস্ট একদমি প্রত্যাশা করে না, বরং কেউ কেউ বিরক্তই হয়। আর কবিতা খুবই কম প্রকাশ পায়। এবং কবিদের বিশেষ গোষ্ঠী হিসেবে দেখে। এবং কবিদের প্রতি শতশত অভিযোগ রয়েছে।

তবে এই ছড়ায় আসলে আপনাকেই মিন করে লেখা এটা নিয়ে আমি নিশ্চিত নই। সমসাময়িকতার কারণে এবং কিছু মন্তব্য পড়ে আমার মনে হয়েছে তাই বলেছি। অর্থাৎ এ কবিতার প্রাপক আপনিই এটা ঠিক নাও হতে পারে। তবে আমি আপনাকে ধরেছিলাম, এবং সেই ভাবে মন্তব্য করেছি, এবং সেটা প্রীতিকর কিছু নয়, এজন্য দুঃখিত।

ভালো থাকুন। আরো আরো লিখুন তবে ধীরে ধীরে............


_____________________
Give Her Freedom!

ক্রেসিডা এর ছবি

নাহ। যার জন্যে লেখা তারো সুন্দর লাগলো .. এবং আপনার ইয়ে, মানে... সাইন কি তবে? লেইম না? শুধু আমার কমেন্টটা লেইম ভাই? কারো ভালো লাগছে লেখাটা, সেটাতেও আপনার ভাবনা? যাক সে কথা ..

ভাই, আপনাকে নিয়ে বা কাউকে নিয়ে আমার কোন সমস্যা নেই। ছিল না, থাকবেও না, এখানে পাঠক-লেখক তর্কের শেষে তো.. আমারা বন্ধু বা মানুষ। সেটাই বড়।

ভালো থাকেন আপনিও।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

খেকশিয়াল এর ছবি

প্রিয় ভাইয়েরা, আপনেরা মনে মনে মনকলা খাইয়েন না, আপনাদের কাউরে নিয়া এই ছড়া না, এইটা একটা আক্রান্ত সময়ের হাহাকার মাত্র ওঁয়া ওঁয়া

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

মৃত্যুময় ঈষৎ এর ছবি

আজ্ঞে তাও কথা!!! মনে মনে কলা খাওন ঠিক না।

তবে এই ছড়ায় আসলে আপনাকেই মিন করে লেখা এটা নিয়ে আমি নিশ্চিত নই। সমসাময়িকতার কারণে এবং কিছু মন্তব্য পড়ে আমার মনে হয়েছে তাই বলেছি। অর্থাৎ এ কবিতার প্রাপক আপনিই এটা ঠিক নাও হতে পারে

আমারো সন্দেহ ছিল। হুদাই বকবক করছি। অফ যাই।

ছড়া ভালু হৈছে!


_____________________
Give Her Freedom!

মৃত্যুময় ঈষৎ এর ছবি

হ ভাই ঠিকি। আমি স্বীকার করছি আমি আপনাকেই মিন করছিলাম, এবং দুঃখিতও বলছি। ঠিক হয় নাই। হুদাই আপ্নার সাথে প্যাচাইতাছি। আপ্নার যা ইচ্ছা আপনি লিখবেন, করবেন। এইডাই ডেডলাইন। ফোল্ড এভ্রিথিং।


_____________________
Give Her Freedom!

লোলা এর ছবি

ভাল্লাগলো না, এভাবে কাউকে ব্যক্তিগত আক্রমণ মোটেও সুরুচির পরিচয় দেয় না। সচলে গঠণমূলক সমালোচনা সবসময় দেখে আসছি, কিন্তু সস্তা ব্লগারের মত এরকম আচরণ আশা করিনি কখনও।

"তাই বা কম কিসে? তাই না? খুশি তো এবার? দেঁতো হাসি আহরে যার জন্যে লিখা, প্রপক না বুঝলে তাকে তো ছোট করা গেল না; তাকে ছোট করে আমি তো বড় হলাম না.. তো? " এ অংশটুকু খুব অপরিপক্ব-লেইম লাগলো ভাই।

অপরিপক্ব-লেইম মনে হওয়ার কারণগুলো ব্যাখ্যা করলে ভাল হত, কেননা আমরা যারা সাধারণ পাঠক তাদের কাছে এই কবিতার মর্মার্থ হল একজন নতুন কবির পেছনে সচলের একটি উন্নাসিক গোষ্ঠির সম্মিলিত "হুড়ো"।

খেকশিয়াল এর ছবি

ব্যক্তিগত আক্রমণ ?? নতুন কবি?? সম্মিলিত "হুড়ো"???

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

মৃত্যুময় ঈষৎ এর ছবি

আপনি দেখি ধরেই নিছেন এই কবিতা উনাকে নিয়েই লেখা। আসলে ঐ আশঙ্কা আমিই করেছিলাম। ভুল(ইফ এনি) আমারি। গোষ্ঠী বানানোর কাম নাই। আমার একার দল ভাই। আর কেউ নাই। হুদাই লাফায়েন না।

আর আমার অপরিপক্ব লেইম মনে হৈছে তাই কৈছি। রিজন আছে- কমু না।


_____________________
Give Her Freedom!

ক্রেসিডা এর ছবি

মৃত্যুময় ভাই@ আপনার উপরের একটি পোষ্টে দেখলাম "ফোল্ড এভরিথিং" । একম সেটাই। কোন ব্লগে কথার পিঠে কথা বা তর্ক, সেটা সেখানেই। তার ইনফ্লুয়েন্স বা ফলাফল বন্ধু বা মানুষ হিসেবে কখনো ব‌্যাক্তিগত হয়ে উঠবে না আমার কাছে। এতো কিছু বলা শুধু আপনার "যার জন্যে লেখা তারো ভালো লাগলো" এই কথাটার প্রেক্ষিতে। তবুও আমার কথাগুলো যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে, সেজন্য অবশ্যই ক্ষমাপ্রার্থি আপনার কাছে। আমার কখনোই কাম্য না যে, আমার কথায় কেই সামান্য কষ্ট পাক।

ভালো থাকবেন।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

খেকশিয়াল এর ছবি

অনেকে ধরেই নিয়েছেন ছড়াটা কোন ব্যাক্তি বিশেষকে উদ্দেশ্য করে লেখা। কিন্তু আসলে সেরকম ভেবে আমি লিখি নি, এটা শুধুই একটা ছড়া। কখনই কারো উদ্দেশ্যে কিছু বলা নয়। হ্যাঁ ব্যাক্তি বিশেষ সম্পর্কিত ঘটনা আর সুকুমার রায়ের একটা গল্পে অনুপ্রাণিত হয়ে লিখেছি এ কথা সত্যি। লেখা শেষ হবার পর একবার ভেবেছিও লেখাটা পোস্ট করা ঠিক হবে কিনা। সবাই হয়তো সব মজা নিতে পারে না, তবু পাপীমন মজা করার লোভটা সামলাতে পারে নি হাসি

যদি আমার লেখায় কেউ আহত হয়ে থাকেন, জানবেন আমার সেই উদ্দেশ্যটি ছিল না। সবাইকে ধন্যবাদ।

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

চরম উদাস এর ছবি

হ। আমি বড় দুক্ক পাইছি। আর লেখালেখি করবো না। আপনার কথামত আমার কীবোর্ড ঢাকনা দিয়া মুড়ায়ে ফেলছি। এই যে দেখেন আমার কীবোর্ড এর বর্তমান অবস্থা।

(এই মন্তব্য মাউস দিয়ে করা)

খেকশিয়াল এর ছবি

হো হো হো

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।