শাকাহার

খেকশিয়াল এর ছবি
লিখেছেন খেকশিয়াল (তারিখ: মঙ্গল, ১১/০৯/২০১২ - ১০:৩৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

হাঁটু বলে, 'ছাগু রে
কই গেলি কাগু রে?
আয় ব্যাটা পাতা খাই
আর করি হাগু রে'

ছাগু বলে, 'হাঁটুরে
তুই বড় ফাটু রে
অবশেষে খেলি পাতা
পাল্টালি মটো রে?'

অবশেষে দুটি ভাই
বলে, 'চল পাতা খাই'
খুঁজে খুঁড়ে ঝোপ ঝাড়
করে চলে শাকাহার।

পাদটীকা

  • ১.
    ১। লুৎফর রহমান রিটন ভাইয়ের 'আলু কয় বালুরে' ছড়া থেকে অনুপ্রাণিত হয়ে লেখা, এরকম আরেকটা লিখেছিলাম 'খচ্চর' নামে। মনে হয় ছড়াটা আমার একটু বেশিই প্রিয়।

    ২। অনুপ্রেরণা, The Inspiration 2 , হাসিব্বাই শেয়ার করছিল 'শাকাহারি জমায়েত' লেইক্ষা


মন্তব্য

মৃত্যুময় ঈষৎ এর ছবি

ভয়াবহ উত্তম জাঝা! চলুক


_____________________
Give Her Freedom!

খেকশিয়াল এর ছবি

হাসি

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

অনার্য সঙ্গীত এর ছবি

শালার হাঁটু ছাগু যমজভাই!

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

খেকশিয়াল এর ছবি

দেঁতো হাসি

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

স্যাম এর ছবি

হাহাহাহাহাঁটু দেঁতো হাসি

খেকশিয়াল এর ছবি

ছাগুরাম সুলভ আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- ছাগুরাম সুলভ = কোলাকুলি

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

হিমু এর ছবি

মুখফোড়ের সামুযুগের ক্লাসিক ছড়পেডো শাকাহারী জমায়েৎ

খেকশিয়াল এর ছবি

ওরে ওরে!! এইটা আগে দেখি নাই ক্যা? হো হো হো

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

অতিথি লেখক এর ছবি

অতি উত্তম জাঝা!

--বেচারাথেরিয়াম

খেকশিয়াল এর ছবি

হাসি

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

অতিথি লেখক এর ছবি

মারাত্মক ভালো হয়েছে। উত্তম জাঝা!

চরম উদাস এর ছবি

দেঁতো হাসি

মেঘা এর ছবি

উত্তম জাঝা! গুল্লি

--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি

তারেক অণু এর ছবি

গুল্লি

মানীর মান রাখছস, মানে ছাগুদের!

কড়িকাঠুরে এর ছবি

চলুক

শাকাহারে
খোমা ভরে ল্যাদা বাহারে...

তাসনীম এর ছবি

গুরু গুরু

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

সবজান্তা এর ছবি

হা হা হা হা... কঠিন লেখসেন কম্রেড !

ব্যাঙের ছাতা এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি
হাটুঁ আর ছাগু দুই ভাই।

সবুজ পাহাড়ের রাজা এর ছবি
তানিম এহসান এর ছবি

জটিল দেঁতো হাসি

ওডিন এর ছবি

ছড়া তো না, ছন্দময় মেশিনগান! গুল্লি

খেকশিয়াল এর ছবি

হজ্ঞলরে ধন্যবাদ হাসি

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সুলতানা পারভীন শিমুল এর ছবি

দেঁতো হাসি

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

প্রৌঢ় ভাবনা এর ছবি

চলুক

ফাহিম হাসান এর ছবি

দারুণ উত্তম জাঝা!

কল্যাণ এর ছবি

চলুক

_______________
আমার নামের মধ্যে ১৩

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।