আয় তো তোদের মুণ্ডুগুলো আয় দেখি ‘ফুটোস্কোপ’ দিয়ে,
দেখি কত ভেজালের মেকি আছে তোদের মগজের ঘিয়ে।
কোনখানে বেশি স্যামকাকুডর, কোনপাশে কম ভাজা কার
কোন বামে তোর তেল গ্যাস নাই, কোন ডানে চাটে রাজাকার
কোনদিকে তোর পাক সার জমি, কোনখানে খান পিতারা
আয় দেখি তোর ঘুটে খুঁটে খুঁটে কোনখানে চান সিতারা
মনখানা তোর কোন দেশী মাল? কেন ভুলে যাস কথা রে?
কসাই কাদের ঝুললে ফাঁসিতে নাই কেনো মুখে কথা রে?
আয় দেখি তোর যুক্তি কী বলে, পাকি দুখ-ভরা সনদে
আয় কাছে আয়, শুনিস না নাকি? একটু এখানে মন দে
বিম্পি-জামাত মানুষ পোড়ালে কেন তোর মুখে নাই রাও
ঠিক করে ফের জামাতেরে কস, ‘হেথা নহে কাকা হোথা দাও’
চুপ করে দাঁড়া, এইদিকে আয়, নাড়াইস না তোর লাঙ্গুল
বিজ্ঞান কষে দেখি আজ তোর হাতে-পোঁদে কত আঙ্গুল
কার অনুভূতি কোন দিশে নড়ে, কার তরে ঝোলে পাল্লা
বাচ্চুখামোশ বাম কেন চানভুদাইয়ের মাঝি মাল্লা।
(গুরু সুকুমার রায়ের 'বিজ্ঞান শিক্ষা' ছড়া অবলম্বনে)
মন্তব্য
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
দারুণ !
facebook
রিটনদার পর আরেক ফ্যাসিবাদি বুর্জোয়ার আর্বিভাব!
নীড়পাতা.কম ব্লগকুঠি
মাসুদ সজীব
ইহহে! এভাবে বড়দের বলতে আছে
নতুন থিওরী শোনেন, পাকি আর্মিদের জন্যই বাংলাদেশ স্বাধীন হইছে
হরি হে--
ভরে দিয়েছ যে---
___________________
রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
চ্রম
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
____________________________
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
--ব্যঙাচি
হজ্ঞলেরে ম্যালা ধন্যবাদ
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
______________________________________
পথই আমার পথের আড়াল
হি হি হি হি!
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
নতুন মন্তব্য করুন