পুলিশ পুলিশ পুলিশ
তোর মেয়েরা তোর মায়েরা
পশুর হাতে তোর বোনেরা
লাঞ্ছিত হয়
গঞ্জিত হয়
তুই বসে হাই তুলিস।
করলে বিরোধ সেই বোনেরাই
সেই মেয়েরাই সেই মায়েরাই
চুলির মুঠি ধরে তাদের
শরীরে পা তুলিস!
এই!
তুই কেমন ধারা পুলিশ?
৮ | লিখেছেন ষষ্ঠ পাণ্ডব (তারিখ: সোম, ১১/০৫/২০১৫ - ১১:৪২পূর্বাহ্ন)
রাজনৈতিক বিবেচনায় নিয়োগকৃত, ঔপনিবেশিক আমলের শিক্ষায় শিক্ষিত পুলিশ যথাযথ ও মানবিক আচরণ করবেনা এটা স্বাভাবিক। তবে এই স্বাভাবিকত্বে অভ্যস্থ হওয়াটা বা এটাকে স্বাভাবিক বানিয়ে ফেলাটা অপরাধ।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
কি ফেসিবাদি ছড়াকার!!! ছবিগুলাতে পষ্ট দেখা গেলো সেই হিংস্র মেয়েটা নিরীহ পুলিসগুলার ওপর শ্বাপদের মতো ঝাপিয়ে পড়লো, আর পুলিসগুলো কোনমতে নিজেদের জান মাল সম্ভ্রম রক্ষা করলো, আর এইটা নিয়া তুমি ছড়া লিখে ফেললা!
মন্তব্য
এই পুলিশের সমর্থনেও কথা বলার লোক আছে, দেখছেন না?
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
দেখছি
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
এই ছড়াটা একটা বিলবোর্ডে লিখে টাঙিয়ে রাখা দরকার।
ইচ্ছার আগুনে জ্বলছি...
এভাবে বলবেন না। পরিস্থিতি বুঝার টিরাই করুন।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
৫ তারা, অবশ্যই।
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
আইন নিজের হাতে তুলে নেবেন না
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
রাজনৈতিক বিবেচনায় নিয়োগকৃত, ঔপনিবেশিক আমলের শিক্ষায় শিক্ষিত পুলিশ যথাযথ ও মানবিক আচরণ করবেনা এটা স্বাভাবিক। তবে এই স্বাভাবিকত্বে অভ্যস্থ হওয়াটা বা এটাকে স্বাভাবিক বানিয়ে ফেলাটা অপরাধ।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
কি ফেসিবাদি ছড়াকার!!! ছবিগুলাতে পষ্ট দেখা গেলো সেই হিংস্র মেয়েটা নিরীহ পুলিসগুলার ওপর শ্বাপদের মতো ঝাপিয়ে পড়লো, আর পুলিসগুলো কোনমতে নিজেদের জান মাল সম্ভ্রম রক্ষা করলো, আর এইটা নিয়া তুমি ছড়া লিখে ফেললা!
পুস্টে পাঁচটা মাইনাস!
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
-----------------------------------
অন্ধ, আমি বৃষ্টি এলাম আলোয়
পথ হারালাম দূর্বাদলের পথে
পেরিয়ে এলাম স্মরণ-অতীত সেতু
আমি এখন রৌদ্র-ভবিষ্যতে
ব্লগবাড়ি । ফেসবুক
"তুই বসে হাই তুলিস".....
হাই!!!
------------
রাধাকান্ত
নতুন মন্তব্য করুন