একটি প্রাপ্তি সংবাদ!
একটি প্রাপ্তি সংবাদ!
শহরের উষ্ণতম দিনে
যখন রাস্তার দুধারে
সারিসারি ভোঁতা কিছু মুখ আটকে রেখে
শাঁই শাঁই করে চলে যাচ্ছিলো
খুবই, খুবই গুরুত্বপূর্ণ এক গাড়ির বহর,
ঠিক সেইসময়, সবার সম্মিলিত চেষ্টায়
'ভাবনা' নামে একটি বাচ্চা পাওয়া যায়।
বাচ্চাটি ছিল একেবারে ন্যাংটো
কিন্তু বাচ্চাটি নিজের নাম বলতে পারে,
ফটাফট ইংরেজিতে কথা বলতে পারে।
বাসে পকেটমার ধরা পড়লে লোক জড়ো করে পিটিয়ে মেরে ফেলতে পারে।
সন্ধ্যার পর মেয়েদেরকে ঘরের বাইরে দেখলে দুকথা শুনিয়ে দিতে পারে, দরকারে গায়ে হাত দিতে পারে।
ফেইসবুকে ফাটিয়ে বিপ্লব করতে পারে,
মুক্তচিন্তার গুষ্টি উদ্ধার করতে পারে।
তাই কোন সহৃদয় ব্যক্তি যদি ভাবনাটিকে পালন করতে চান,
তবে আর দেরি কেন, মাথায় একটা খোড়ল করে চলে যান।
এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান।
মন্তব্য
___________________________________
অন্তর্জালিক ঠিকানা
ফেইসবুকে ফাটিয়ে বিপ্লব করতে পারে,
মুক্তচিন্তার গুষ্টি উদ্ধার করতে পারে।
গুল্লি !!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
নতুন মন্তব্য করুন