বড় (বুড়ো?) হয়ে যাচ্ছি

লীন এর ছবি
লিখেছেন লীন [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ০২/০৭/২০০৯ - ৯:৫৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

শেষ পর্যন্ত বুয়েট জীবনের তিন-চতুর্থাংশ পার হয়ে গেল। গতকাল ছিলো লেভেল - ৩ এর শেষ ক্লাস। এমন সময়ে প্রিয় কিছু চেনা মুখকে বিদায় দিতে হচ্ছে, সেজন্য মন যেমন ভারী; তেমনি নিজেদেরকে ক্যাম্পাসে সবার বড় অবস্থানে দেখে কেমন যেন একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। বুড়িয়ে যাচ্ছি নাতো?

২০০৬ সালের ২৮ জানুয়ারী এ যাত্রা শুরু হয়েছিলো। না না... যাত্রা শুরু আরো আগে, সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবার পর থেকে ভর্তি-কোচিং যুদ্ধ... তারপর সেই অগ্নি-পরীক্ষা... অতঃপর মেধাতালিকায় নাম দেখে হুল্লোড়... তারও পরে ভয়ংকর এক শারিরীক পরীক্ষণ... সবার শেষে বুয়েটে ভর্তির যোগ্যতা পাওয়া...

আজও মনে পড়ে সেই প্রথম দিনের ক্লাসের কথা। সেই ও-এ-বি বিল্ডিং এর নড়বড়ে দেয়াল আর আসবাব, দেয়াল-বিস্তৃত প্রাচীন সেই চক-বোর্ড, উঁচু ছাদে কিছু সিনেমাটিক ফ্যান! সিনেমাটিক বললাম এই কারণে যে এ ফ্যান ঘুরতে দেখা যায়, বাতাস আর গায়ে লাগে না। তবে হ্যাঁ পুরনো সেই দোতলা দালানের চওড়া দেয়াল জুড়ে জানালা, আর চারিধারে বৃক্ষরাজি; বাতাসের অভাব কখনোই হয়নি।

রোজ সকালে সেই একই কক্ষে ক্লাস হতো। আর নানা গলি ঘুপচি পেরিয়ে যেতে হতো বিভিন্ন ব্যবহারিক ক্লাসে (সেশনাল কোর্স)। সেশনাল এর শিক্ষকমন্ডলী যে কি চান সে যাত্রা বুঝে উঠতে পারিনি, তাই কষ্টে-সৃষ্টে সেই টার্ম (সেমিস্টার) পার হলাম। এর মাঝে চলতে থাকে পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত প্রভৃতি বিষয়ে উচ্চ-মাধ্যমিক পর্যায়ে শিখে আসা সব অধ্যায়ের পূনরাবৃত্তি।

এর মাঝে আরেকটা কথা বলা যেতে পারেঃ প্রকৌশল সম্পর্কিত প্রায় ৯৫% বই ইংরেজিতে লেখা, এ অবস্থা দেখে আমার অনেক বন্ধুর প্রাণ যায় যায় অবস্থা দেখে চুপি চুপি হেসেছি, সেই সাথে নিজের ইংরেজি জ্ঞান বাড়ানোর চেষ্টায় রত থেকেছি। আজকের অবস্থান ভিন্ন। আমরা প্রায় সবাই এখন ইংরেজি নিয়ে থাকতে থাকতে বাংলা ভুলতে বসেছি। (বলে রাখা ভালো, বাংলা কি ভোলা যায়? নিজ ভাষাকে অবহেলা করার অধিকার আমাদের নাই, তাইতো যেনো এমনি আন্তর্জালে বসে বাংলায় ফট ফট করে বেড়াই। হাতের লেখায় বাংলা দিনকে দিন খারাপ হচ্ছে, তবুও এখানে বসে বানান ঠিক রাখার একটা চর্চা করছি।)

বুয়েটে ভর্তি হয়ে যা দেখলাম, আমার ঢাকা-সিটি-কলেজ এর সহপাঠী অভি আমারই ক্লাসে, এবং যার সাথে কিনা কলেজে একদিন কথা হয়েছিলো, সেই হয়ে গেলো বুয়েটের অন্তরঙ্গ বন্ধু। সাথে পরিচয় হলো সৌরভ রায় এর সাথে, যে কিনা আজও আমার সেরা বন্ধুদের মাঝে একজন। তবে হ্যাঁ, ততদিনে পরিচয় সবার সাথেই হয়েছে (মেয়ে পাঁচটা বাদে) এবং নিজেদের মাঝে নানা বিষয়ে মিল দেখে মুগ্ধ হতে শুরু করেছি। মেয়ে পাঁচটা নিয়ে তেমন কিছু বলার নাই। পরের টার্মে গ্রুপমেট হিসাবে ব্রতীর সাথে পরিচয় আর দোস্তি। তার পাশে রোল নাম্বার থাকায় আজ পর্যন্ত আমরা প্রায় সব গ্রুপে একসাথেই ছিলাম। বাকি মেয়েদের নিয়ে কিছু বলার নাই, তবে আমার দিকে তারা সন্দেহের দৃষ্টিতে তাকাতো, সে বিষয়ে আরেকদিন লেখা যাবে... আর বুয়েটে আমার বর্তমান বন্ধুতালিকা দিতে গেলে এক ব্লগে শেষ হবে না। সে নিয়েও নাহয় আরেকদিন...

যা বলছিলাম, বুয়েট জীবনের সময় যে কত দ্রুত পার হয়েছে তা আজ বুঝতেই পারছি না। আর এ নিয়ে বক বক করে এতোকিছু লিখলাম কখন তাও বুঝলাম না। আজ মনে হয় বিশ্রামে যেতেই পারি, ব্লগ লেখা থেকে ও পড়ালেখা থেকেও। আমার স্মৃতিচারণ চলবে, পরের লেখায় (যদি প্রকাশিত হয়) আরও জাবর কাটবো আশা রাখি। বিদায়।


মন্তব্য

শম্পা এর ছবি

বন্ধুতালিকায় কি আমিও আসি নাকি খাইছে

অতিথি লেখক এর ছবি

!

প্রকৃতিপ্রেমিক এর ছবি

স্কুল আর ইউনিভার্সিটির স্মৃতি মনে পড়লে মাঝে মাঝে কান্না চলে আসে। এখন সব অনুভূতি লিখে রাখেন, দেখবেন ১০ বছর পরে পড়তে কেমন লাগে। তখন আমার নামটাও মনে করবেন আরকি চোখ টিপি

লীন এর ছবি

ঠিক বলেছেন পিপিদা। এখন স্কুল জীবনের কথা ভাবলে দুঃখ লাগে, কেন যে ডাইরী করে রাখিনি...

______________________________________
চোখ যে মনের কথা বলে, চোখ মেরেছি তাই
তোমার চোখের শূল হয়েছি, এখন ক্ষমা চাই

______________________________________
লীন

অমিত আহমেদ এর ছবি

ব্যাচেলর্স এর বন্ধুরা সবাই পৃথিবীর নানান প্রান্তে ছড়িয়ে গেলো। সীড চলে গেলো উইনিপেগ, জারুয়াল মন্ট্রিয়ল, ক্লডিয়া মেক্সিকো, জ্যাকি ব্রাজিল, অ্যান ঘানা... কেউ আর কাছাকাছি নেই।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

লীন এর ছবি

এইতো জীবন

______________________________________
চোখ যে মনের কথা বলে, চোখ মেরেছি তাই
তোমার চোখের শূল হয়েছি, এখন ক্ষমা চাই

______________________________________
লীন

সুহান রিজওয়ান এর ছবি

লীন ভাই, এখনি বুয়েট জীবনের পোস্টমর্টেম শুরু করে দিয়েছেন ?? ...
আমরা তবে কি করি ??
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

লীন এর ছবি

তবে রে... লিখ লিখ, তোরাও লিখতে শুরু কর।

______________________________________
চোখ যে মনের কথা বলে, চোখ মেরেছি তাই
তোমার চোখের শূল হয়েছি, এখন ক্ষমা চাই

______________________________________
লীন

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

আমার ফ্রেন্ডগুলি দ্যাখেন, আশিক ফ্রান্স, সাব্বির আলবার্টা, শাকিল অস্ট্রেলিয়া, পারভেজ ঢাকা, শাহান ডেলাওয়ার, তৌফিক নিউফাউন্ডল্যন্ড, আমি নোভা স্কশিয়া আর বিজয় মনে হয় ওয়াটারলু আসবে ... একজনের এক হাজার মাইলের মাঝে আরেকজন নাই, ফেইসবুক থ্রেড ছাড়া আড্ডা মারার আর কোন উপায় নাই ... মাত্র তিন বছর হইলো পাস করে বের হইছি ...
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

লীন এর ছবি

ডরাইছি... আমারও এমনই ভবিষ্যৎ মনে হয়...

______________________________________
চোখ যে মনের কথা বলে, চোখ মেরেছি তাই
তোমার চোখের শূল হয়েছি, এখন ক্ষমা চাই

______________________________________
লীন

অমিত এর ছবি

নোভা স্কশিয়াতে আমার দুই বন্ধু থাকত, সিরাম জায়গা বলে !

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

জটিল জায়গা ... কানাডার মাঝখানের প্রভিন্সগুলির মত বিখাউজ ওয়েদার না ... বাংগাল নিতান্তই কম এইটাকে সমস্যা হিসাবে দেখা যাইতে পারে দেঁতো হাসি
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

আসিফ আসগর এর ছবি

OAB 249 নামক এক অদ্ভুতুড়ে ক্লাসরুমের কথা মনে করিয়ে দিলে লীন। ওখানে কি এখনও ক্লাস হয়? ইলেক্ট্রিকাল ডিপার্টমেন্ট কি নতুন একাডেমিক বিল্ডিং-এ এখন? OAB-এর ল্যাবেরিন্থের কথা আর কি বলব - ফিজিক্স ল্যাব তো প্রথম তিন সপ্তাহে একবারও প্রথম প্রচেষ্টায় খুঁজে পাইনি।

বুড়িয়ে যাচ্ছি নাতো?

লেভেল ৩ পার হতেই! বুড়ো হওয়ার দিন তো সামনে। হাসি

লীন এর ছবি

আমাদের সিনিয়র দুই ব্যাচের ক্লাস হয় ই-এম-ই তে কিন্তু বাকিদের নতুন ভবনে। তাছাড়া কিছু নতুন ল্যাবরেটরী করা হয়েছে/হচ্ছে নতুন ভবনে, ভালোই লাগে।

______________________________________
চোখ যে মনের কথা বলে, চোখ মেরেছি তাই
তোমার চোখের শূল হয়েছি, এখন ক্ষমা চাই

______________________________________
লীন

বিপ্লব রহমান এর ছবি

বুড়িয়ে যাচ্ছি নাতো?

হুমম।...জীবন তো এখনো শুরুই হলো না রে ভাই!


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

লীন এর ছবি

সেটাও সত্য। চরম কুহেলিকা...

______________________________________
চোখ যে মনের কথা বলে, চোখ মেরেছি তাই
তোমার চোখের শূল হয়েছি, এখন ক্ষমা চাই

______________________________________
লীন

ভূঁতের বাচ্চা এর ছবি

প্রিয় মানুষদের বিদায়ক্ষণে অবশ্য খারাপ লাগতেই পারে। আরো একটা বিষয় কি ভেবে দেখেছ যে আগামীতে তোমাকেই বিদায় নিতে হবে ব্যাচেলর এর গন্ডি থেকে। সময় আসলে খুবই দ্রুত চলে যায়। অনেক সময় আমাদের অজান্তেই অনেক পথ আমরা পাড়ি দিয়ে ফেলি। লেখা ভাল লাগল। আরো বেশি বেশি বর্ণনা দিয়ে পরের পর্ব লিখবে।
--------------------------------------------------------------

--------------------------------------------------------

লীন এর ছবি

হুম... ঠিক বলেছেন ভাইয়া।
তবে আমি হতাশ। আমি তো ভেবেছিলাম আমার কচকচিতে বিরক্ত হবেন, কই না আরও বেশি বর্ণনা চাইছেন... গড়াগড়ি দিয়া হাসি

______________________________________
চোখ যে মনের কথা বলে, চোখ মেরেছি তাই
তোমার চোখের শূল হয়েছি, এখন ক্ষমা চাই

______________________________________
লীন

দুষ্ট বালিকা এর ছবি

অই! :| তুই বুড়া হইলে আমি কি? চিন্তিত

--------------------
কালো যদি মন্দ তবে
কেশ পাকিলে কান্দ কেনে?

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

ভূঁতের বাচ্চা এর ছবি

ওমা এটাও বলে দিতে হবে নাকি ? তুমি হচ্ছ গিয়ে "পাকনা বুড়ি"।
-----------------------------------------------

--------------------------------------------------------

লীন এর ছবি

তুমি আমার দাদী দেঁতো হাসি

______________________________________
চোখ যে মনের কথা বলে, চোখ মেরেছি তাই
তোমার চোখের শূল হয়েছি, এখন ক্ষমা চাই

______________________________________
লীন

অনিক সরকার এর ছবি

লিন আমার পুরান সৃতি মনে পরে গেল...লেভেল 1-1 টা আসলেই মজার ছিল.........আমার ক্লাসে পরিচিত ছিল বার জনের মত তারপরত সবার সাথেই সোজন্যমূ্লক সাহ্মাত....তোর সাথে আমার ভাল করে কথা হয়েছিল 1-2 তে...বুয়েটএর সবচেয়ে আতেল গ্রুপ ছিল ইইই সেক্শন A প্রথমে কেও কার সাথে ভাল করে কথাই বলতোনাএখন ত পরিস্থতির তাও উন্নতি হয়েছে...এখন সেসব কথা ভাব্লে মনে হয় কত ছোট!!!!!!! ছিলাম......তবে সত্য কথা বলতে বুয়টের OAB এর ক্লাস গুলুই আমার ভাল লাগত......সেটা প্রকৃতির কারনেই না আমার মনের খেয়াল তা জানিনা......এখন যতই বুড়া হচছি ততই মনে হয় কি সুন্দর সময় গুলি ফেলে আসলাম......আর মাত্র এক বছর তারপরত আমরাও ফুটব...সে কারনে আর বেশি খারাপ লাগে...কিন্তু কি আর করা সব কিছুরই শেষ আছে...জখন বুয়েট ছেরড় চলে যাব তখন আর খারাপ লাগবে......আর সেই ৫ জনের কথা নাই বললাম কারন তাদের সম্পরকে কিছু বললে হইত মডারেটর আমাকে বেন করেদিতে পারে......তবে সবকিছু তো আর একেবারে খাটিঁ হয়না...ভাল মন্দ মেশান সবকিছুই......এই টা ভেবে আনন্দ পেতে পারিস যে তুই বুয়েট লাইফ টা এঞ্জয় করতে পারছিস কতজনেই তা পারে বল......ভাল লিখছিস...।।

লীন এর ছবি

হুম, ঠিকই বলেছিস। ও-এ-বি ছিলো সেরা আমাদের জন্য...
তোর সব কথার সাথেই একমত।

______________________________________
চোখ যে মনের কথা বলে, চোখ মেরেছি তাই
তোমার চোখের শূল হয়েছি, এখন ক্ষমা চাই

______________________________________
লীন

অনিক সরকার এর ছবি

আমিও বুড়া হয়ে যাচছি......দোয়য়া করিস যেন the curious case of benjamin button এর brad pitt হয়ে যাই ছোট হতে ইচছে করে

সিরাত এর ছবি

বাহ। বুয়েট সম্পর্কে একটু ইনসাইট তো ভালই লাগে। আইবিএ-তে পড়ায় খালি আপনাদের ক্যান্টিনটা চিনি।

লেখা আরেকটু 'তেজি' করতে পারলে ভাল হয়। হাসি

লীন এর ছবি

খাইছে !!! লেখা ক্যামনে তেজী করে ভাইয়া?
এইটা আমার লেখা তৃতীয় ব্লগ... তাই আসলে এখনও লেখার ধারা ঠিক করতে পারি নাই। সময় দেন, আপনাদের ব্লগ দেইখা শিখবার চাই...

______________________________________
চোখ যে মনের কথা বলে, চোখ মেরেছি তাই
তোমার চোখের শূল হয়েছি, এখন ক্ষমা চাই

______________________________________
লীন

অমিত এর ছবি

লেভেল থ্রি-তেই এই অবস্থা?! বুয়েট কি ভদ্র হয়া গেল না কি ?? ৪-২ এর রেজাল্ট এর আগে মিস করি নাই।

লীন এর ছবি

হা হা হা... না ভাইয়া আসলে তিন বছরের সব স্মৃতি ফ্ল্যাশব্যাক করলো কালকে। চাওয়ার মাত্রা একটু বেশীই ছিল হয়তো...

______________________________________
চোখ যে মনের কথা বলে, চোখ মেরেছি তাই
তোমার চোখের শূল হয়েছি, এখন ক্ষমা চাই

______________________________________
লীন

সবজান্তা এর ছবি

হা হা হা ...

থ্রি-টু শেষ কইরা বুড়া হইলে ক্যামনে কী ?

ফোর-টু হচ্ছে আল্টিমেট মজা চোখ টিপি

আর মিয়া এতো বুড়া বুড়া করো ক্যান, যতোদিন আছো মৌজ মাস্তি করো। বাইর যখন হওয়ার তখন তো হয়াই যাবা, আগের থিকা হা হুতাশ করলে তো সেইটাও মিস করবা।


অলমিতি বিস্তারেণ

লীন এর ছবি

বুড়া হইনাই তাইলে? বেশ বেশ।
সমস্যা নাই ভাইয়া... প্রথম দিন তো, তাই একটু আবজাব লেখলাম।
আর হ্যাঁ ভাইয়া কালকে তো জব্বর মাস্তি হইলো, ক্লাসের ৩০ জন মিল্যা বুফে লাঞ্চ পার্টি দিলাম...

______________________________________
চোখ যে মনের কথা বলে, চোখ মেরেছি তাই
তোমার চোখের শূল হয়েছি, এখন ক্ষমা চাই

______________________________________
লীন

ফারুক হাসান এর ছবি

নিজেকে এখনি বুড়ো ভাবছেন কেন, সবেতো তারুন্যের শুরু। কত কি পড়ে আছে ঘটার!

বুয়েটে থাকতে থাকতে একসময় জীবনটা অতিষ্ঠ হয়ে গিয়েছিল, খালি মনে হত শালার এই পরীক্ষাময় জীবন শেষ হবে কবে! অথচ এখন এত খারাপ লাগে যে কি বলব! ফেসবুকে আমাদের ব্যাচের গ্রুপে rag এর ছবিগুলো দেখে কত স্মৃতি মনে পড়ে যায়, জীবনের শ্রেষ্ঠ সময় বুঝি পার করে এসেছি ।
আর ক্লাসে পাঁচজন মেয়ে নিয়েই এই অবস্থা, আমাদের ক্লাসে আঠারো জন ছিল!

কিংকং@ আলবার্টার সাব্বির কি বুয়েট ইইই'৯৯?

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

নারে ভাই, আমি যাদের কথা লিখসি সবাই আইইউটি জিরো টু ...
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

লীন এর ছবি

খিক খিক খিক
বুড়া হই নাই, বড় হইছি। ক্যাম্পাসে ভাব বাড়াইতেছি।

______________________________________
চোখ যে মনের কথা বলে, চোখ মেরেছি তাই
তোমার চোখের শূল হয়েছি, এখন ক্ষমা চাই

______________________________________
লীন

হাসিব জামান এর ছবি

কাল জেমসের সাথে নাচানাচি করলাম। সারা শরীর এখনো ব্যথা করতেছে। ৪-২ এর মজা আসলে তুলনাহীন।
৩-২ তেই বুয়েট স্মৃতি লেখা শুরু করে দিলা, এখনো তো আসল মজা পাও নাই।

লেখা ভাল হৈসে। চালায়া যাও।

লীন এর ছবি

ধন্যবাদ ভাইয়া, আমার তো মনে হয় প্রতি টার্মের স্মৃতি লিখে রাখা উচিত ছিলো।

______________________________________
চোখ যে মনের কথা বলে, চোখ মেরেছি তাই
তোমার চোখের শূল হয়েছি, এখন ক্ষমা চাই

______________________________________
লীন

বিপ্রতীপ এর ছবি

লেভেল-৩ শেষ হইতে না হইতেই এইরম লেখালেখি শুরু! কস্কি মমিন!

বুয়েটের শেষ ক্লাস নিয়ে তেমন খারাপ লাগেনি। সবচেয়ে বেশি মন খারাপ হয়েছিল হল ছাড়ার সময়। আমার বুয়েট জীবনের বেশিরভাগ আনন্দময় স্মৃতি হলকে ঘিরেই...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর

লীন এর ছবি

আরে ভাই র‌্যাগ কর্ণার দখলের আগে একটু ভাব মারলাম আর কি...

______________________________________
চোখ যে মনের কথা বলে, চোখ মেরেছি তাই
তোমার চোখের শূল হয়েছি, এখন ক্ষমা চাই

______________________________________
লীন

রণদীপম বসু এর ছবি

হায় হায় ! চল্লিশ পার হইয়া আমি এখন যৌবনে, আর এরা বুইড়া হইয়া যাইতেছে ! কয় কী !
তাগোরে তো মাইর দেওন ছাড়া উপায় দেখতেছি না !

খবরদার ! সামনের কোন পোস্টে 'বুইড়া' শব্দটা যেন আর না দেখি ! হা হা হা !

চর্চা না থামাইলে তুখোড় লেখালেখি করতে পারবেন। চালাইয়া যান.......

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

লীন এর ছবি

ঘাট হয়েছে, অধম ক্ষমাপ্রার্থী... খাইছে
ধন্যবাদ।

______________________________________
চোখ যে মনের কথা বলে, চোখ মেরেছি তাই
তোমার চোখের শূল হয়েছি, এখন ক্ষমা চাই

______________________________________
লীন

পরিবর্তনশীল এর ছবি

এইচএসসি ০৫?
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

লীন এর ছবি

জ্বি, ঠিকই ধরেছেন।

______________________________________
চোখ যে মনের কথা বলে, চোখ মেরেছি তাই
তোমার চোখের শূল হয়েছি, এখন ক্ষমা চাই

______________________________________
লীন

পরিবর্তনশীল এর ছবি

আমি ০৫। তবে আইইউটি। হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

লীন এর ছবি

ওহ, ভালো হাসি

______________________________________
চোখ যে মনের কথা বলে, চোখ মেরেছি তাই
তোমার চোখের শূল হয়েছি, এখন ক্ষমা চাই

______________________________________
লীন

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।