না! এটা শুধু কায়ার গাওয়া সেই গানের কথাতেই শেষ নয়। আজ আমার আনন্দের আসলেই সীমা নেই। আনন্দের কারণ তিনটি।
প্রথম কারণঃ ওয়েস্ট ইন্ডিজ এর বিপক্ষে একদিনের ক্রিকেট খেলাতে বাংলাদেশের বিজয়।
এতোদিন তো দেশের খেলোয়াড়দেরকে বকাবকি করেই দিন কাটিয়েছি। কিন্তু এটাও আমাদের জানা যে জয়ের তৃষ্ণা আমাদের চেয়ে খেলোয়াড়দের কম নয়। তবে গ্যালারীতে বা টেলিভিশন সেটের সামনে বসে ঝাড়ি দেওয়া সহজ। যাই হোক, এমন একটানা জয় পাওয়ার পর যে আনন্দের অনুভূতি হয় সেটা ভাষায় প্রকাশ করার সাধ্য বোধহয় আমার সীমিত জ্ঞানে হবে না।
দ্বিতীয় কারণঃ বুয়েটে টার্ম ফাইনাল পরীক্ষা গতকাল শুরু হয়েছে। তবে লেভেল-৩ টার্ম-২ এর আমার পরীক্ষা আজ শুরু হলো।
বুয়েটের ধারাবাহিকতা বজায় রেখে এবারেও পরীক্ষা দুই সপ্তাহ পেছানো হয়েছিল। ফলে পরীক্ষা শুরুর তারিখ ১৪ জুলাই হতে সরিয়ে ২৮ জুলাইয়ে নির্ধারণ করা হয়। সেই ঘোষণার এক সপ্তাহ পরেই কিছু ছাত্র গুজব ছড়াতে শুরু করে। এমনকি পোস্টারিং পর্যন্ত হয় (ভাগ্য ভালো আমাকে সেই পোস্টার দেখতে হয়নি)। গুজবের কথাগুলো খুবই রসময়ঃ “আমাদেরকে টার্ম ফাইনালের পরে বসাই রাখবে। নতুন ২০০৯ ব্যাচ ভর্তি করায়া পরের টার্মের ক্লাস ডিসেম্বর-জানুয়ারীতে শুরু হইবে। পরীক্ষার পরে বইসা থাইকা কাম নাই; পরীক্ষা পিছাও, আগে বন্ধ থাকলে সুবিধা...”
ফল যা হবে বলে আশঙ্কা করেছিলাম তা হয়নি। সেটাই আনন্দের বড় কারণ। বুয়েটে একাধিকবার পরীক্ষা পেছানোর মত সহজ কাজ আর নেই। তবে শিক্ষকদের মোটামুটি দৃঢ় অবস্থানের ফলে এবার দ্বিতীয়বার পরীক্ষা পেছায় নি। শিক্ষকদের কাজটা তেমন কঠিন ছিলো না। ছোট্ট একটা নোটিস দেয়া হয়েছে, “স্নাতক পর্যায়ের পরবর্তী টার্মের ক্লাস ১০ অক্টোবর হইতে শুরু হইবে।”
তৃতীয় কারণঃ কমুনা, লজ্জা লাগে।
মন্তব্য
:| না কইলে গাইল খাবি। তাইকি চাশ? আর পরীক্ষা ভালাইসে?
--------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
কইছি অলরেডী!
______________________________________
তুমি আমাকে চিনোই বা কতটুকু?
______________________________________
লীন
লজ্জায় আপনার কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে দেখছি!
তৃতীয়টাই আসল কারন মনে লয় ........
বিয়া কইচ্চেন না পেমে পইচ্চেন ?????
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
পেম, পেম আর কিছহু না।
কারণ আমগো এই বুয়েটী বদ্দারে আজকাল খুমাখাতায় দেখি না... ---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!
তৃ্তীয় কারণ প্রকাশিত না হওয়া পর্যন্ত আপনার পোস্ট পড়া স্থগিত রইল
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
আইলা! ইতা কি কতা?
______________________________________
তুমি আমাকে চিনোই বা কতটুকু?
______________________________________
লীন
এই যে ভাই কবি-লীন... তা, কার প্রেমে পড়লেন, আমাদেরকেও একটু বলেন!
লীন ভাই, তৃতীয় কারনটা মারখামারা হইছে... খুব ভাললাগছে... চালায়া যান...
কাজী আফসিন শিরাজী
আইচ্ছা, তৃতীয় কারণটা কইয়া দিমু নে। এখন লেখার সময় নাই।
______________________________________
তুমি আমাকে চিনোই বা কতটুকু?
______________________________________
লীন
৩য় কারণটার জন্য অভিনন্দন, শুভেচ্ছা!
- কোবতে ভালো হইছে
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
অবাক হইলাম!!!!আপনিও লজ্জায় কিছু একটা বলতে পারলেন না তাহলে?
কালকে ব্লগামু সেই নিয়া
আপনার অনাগত সন্তানের জন্য শুভ কামান।
(পেটেহাতদিয়েহাসি)
শুভ কামান?
(আর আমারে হিমু মামা 'আপনি' সম্বোধন করছে। দুঃখে আমার হাচ্চি আসতাছে...)
______________________________________
তুমি আমাকে চিনোই বা কতটুকু?
______________________________________
লীন
আমার তরফ থেকেও
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
বাঁচাও- হাসতে হাসতে শ্যাষ...
বুচ্ছি পেরমে পড়ছেন। দেইখেন হা-পা যাতে না ভাঙে।
তিন নম্বর কারন টা প্রেম সংক্রান্ত জটিলতা না তো??? নাকি চুরি ডাকাতি সংক্রান্ত ??
নতুন মন্তব্য করুন