কাব্যকণা

লীন এর ছবি
লিখেছেন লীন [অতিথি] (তারিখ: মঙ্গল, ০৯/০৩/২০১০ - ৪:৪৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

পাঠক হিসেবে প্রতিদিনই সচলায়তনে আসি কিন্তু লেখার সাহস হয় না। আজ কেমন করে যেন লিখছি, তাও কাজের কিছু না। ছন্দময় কিছু অর্থহীন প্রলাপ বকে যাই। "আপনারা সুন্দর হইলে আমি বান্দর হইবো না কেনো?"

সতর্কীকরণঃ আমার মত অপরিণামদর্শী লোকের লেখা পড়া মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তবে তা না হলেও, ট্রিমড প্রিভিউ কমিয়ে দিয়েছি আবজাব বকে; এই কি বেশী না? খাইছে


ফাগুন শেষের গরমে,
মেজাজ এখন চরমে।


খোমাখাতা এড়িয়ে,
সময় কাটাই বেড়িয়ে।


শব্দ কঠিন - অন্তর্জাল,
দিনের শেষে চক্ষু লাল!


একটু ঝেড়ে কাশি?
তুমি একটা খাসি!


বসে ট্রাফিক জ্যামে,
জামা ভেজাই ঘেমে।


মনের মাঝে দ্বন্দ্ব,
পাইনা খুঁজে ছন্দ।


শুধাই তারে, "কি খাও?"
-"শুঁটকি দিয়া পোলাও"

১০
আবার এলাম সচলে,
না এলে কি চলে?

(আরও লিখার ইচ্ছে ছিলো, কিন্তু... আসলে বান্ধবীরা বলে আজকাল আমার মুখে নাকি কিছুই আটকায় না। মন খারাপ আজকে অশালীন কিছু বলে ফেলার আগেই পালাই!)


মন্তব্য

নাশতারান এর ছবি

১, ২, ৩, ৪, ৫, ৯ ভালো

৫ বেশি ভালো খাইছে

১০ চলনসই

সূধা >> সুধা

৬: জ্যামে-ঘেমে'র ছন্দজোট সুবিধার না

৮: রোষ শব্দটা ক্যামন ক্যামন জানি লাগে। ছন্দের খাতিরে দেয়া মনে হচ্ছে।

পরিশিষ্টঃ
শোন ওহে খোকা লীন,
কোথা ছিলে এত দিন?

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

দ্রোহী এর ছবি

চলুক

দুষ্ট বালিকা এর ছবি

অনেকদিন পরে!

জ্যামের সাথে ঘামে দিলে বোধহয় হত!

নিয়মিত হ!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

বোহেমিয়ান এর ছবি

বিশাল গ্যাপ!!!
নিয়মিত হ ।

তোর এত বান্ধবী! হিংসাই!!!
১,২,৩ বেশি ভালু পাইলাম ।
__________________________
হৃদয় আমার সুকান্তময়
আচরণে নাজরুলিক !
নাম বলি বোহেমিয়ান
অদ্ভুতুড়ে ভাবগতিক !

_________________________________________
ওরে! কত কথা বলে রে!

ফারুক হাসান এর ছবি

ব্যাপক!

অতিথি লেখক এর ছবি

দুর্দান্ত!

ভূঁতের বাচ্চা এর ছবি

পরীক্ষার সময় সচলে কি করো বাছা ? যাও গিয়ে পড়তে বসো।
তোমার ছন্দের খেলা দেখতে সবসময়ই ভাল লাগে। এবারেও ব্যতিক্রম হলোনা।
--------------------------------------------------------

--------------------------------------------------------

অনিন্দ্য রহমান এর ছবি


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

মুস্তাফিজ এর ছবি

একটু ঝেড়ে কাশি?
তুমি একটা খাসি!

কেউ কি শুনিয়েছিলো এ কথা?

...........................
Every Picture Tells a Story

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।