দুঃখিত, আমিও।

কনফুসিয়াস এর ছবি
লিখেছেন কনফুসিয়াস (তারিখ: বিষ্যুদ, ২৭/১২/২০০৭ - ১:৩২অপরাহ্ন)
ক্যাটেগরি:

auto
উপরের ছবিটা আজকের প্রথম আলো থেকে নেয়া। পাকিস্তানের ইসলামাবাদ প্রেসক্লাবের এক সমাবেশের পরে সেখানকার কিছু আইনজীবি ও সাংবাদিকদের দেখানো ব্যানার এটা।
এই ব্যানার দেখে মনের ভেতর অনেক কথা জমে উঠলো। খানিকটা ভালো লাগলো, একটা দেশের জনগণ আর সরকার সম্ভবত সবসময় এক অর্থ করে না, বুঝা গেলো সেটা। এরকমটা আগেও দেখেছি, সেই ৭১এ-ই। একদিকে পাকিস্তানের সহায়তা করেছিলো আমেরিকান সরকার, অন্যদিকে জর্জ হ্যারিসনদের মতন মানুষেরা বাংলাদেশের জন্যে অর্থ সংগ্রহ করছিলেন মরিয়া হয়ে।
পাকিস্তানের এই মানুষদের মনোভাবকে শ্রদ্ধা করি।
আমাদেরকে সমবেদনা জানিয়েছেন তারা, ঠিক আছে।
কিন্তু আর কিছু না, মনের ভেতর কোন মুক্তিযোদ্ধা অথবা বীরাংগনার স্মৃতি না এনেই, আমাদের লক্ষ শহীদদের কথা একবারও মনে না করেই আমি শুধু ব্যানারের 'জেনোসাইড' শব্দটার দিকে তাকাচ্ছিলাম। বারবার। সত্যি, মনে হলো অদৃশ্য কোন লাল রঙে লেখা ঐ শব্দটার পাশে ঐ 'স্যরি' শব্দটাকে বড্ড বেশি হাল্কা মনে হচ্ছিলো, অনেকটা দায়সারা আর খেলো লাগছিলো! একটা জেনোসাইডের জন্যে শুধুই একটা স্যরি?

আমি জানি, তারা দুঃখ প্রকাশ না করলেই বা আমরা কি করতাম? কিচ্ছু করার ছিলো না। 'ক্ষমা চাইতেই হবে' এরকম চোখ রাঙানোর মতন মেরুদন্ড বাংলাদেশের এখনও নেই, ঠিক কবে যে সেরকম 'বড়' হয়ে উঠবো আমরা, জানি না।

দলছুট কিছু পাকিস্তানীকে ধন্যবাদ জানাই। কিন্তু আমি আমার পূর্বপুরুষদের রক্তের গন্ধ শুঁকে বড় হয়েছি, আমাদের মায়েদের কান্নায় ভিজে ভিজে।
স্যরি, আপনাদের 'স্যরি'তে আমার মন ভরলো না।


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

(বিপ্লব)

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

মৃন্ময় আহমেদ এর ছবি

পেপারে আমিও দেখেছি।। আমারো একটা পোস্ট দেবার ইচ্ছে হয়েছিলো। হয়তো এমন করে স্পষ্ট করে বলতে পারতাম না।।
ধন্যবাদ।।

আর নয় অকারণ দুঃখ দুঃখ খেলা
এবার হাসিমুখ নিশিদিন সারাবেলা

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

রেজওয়ান এর ছবি

ব্যাপারটি অত সহজ নয়। যখন একদিকে ১৬ই ডিসেম্বর পাকিস্তানের আত্মসমর্পন চলছিল তখন পাকিস্তানের রেডিও টিভি স্বাভাবিক সংবাদ প্রকাশ করে চলেছিল।

আপনি এখানে পাকিস্তানের বর্তমান প্রজন্মের এনিয়ে জ্ঞান দেখুন:

Paksitani perspective:

× BBC Urdu- Hyderabad students remember 1971 (2:21 Minutes)

× BBC Urdu- Lahore students remember 1971 (2:25 Minutes)

× BBC URDU - Multan students remember 1971 (2:55 Minutes)

এ শুধু পাকিস্তানেই সীমাবদ্ধ নয়। বাংলাদেশে, বিশেষ করে সামহোয়ার ইনে দেখতে পাই আমাদের নতুন প্রজন্মের কাছেও মুক্তি যুদ্ধ কেমন ধোয়াটে ব্যাপার। খালি রাজাকার, আওয়ামী লীগ এইসব কিওয়ার্ডে ভরপুর কাঁদা ছোড়াছুড়ি। আর ফায়দা লুটছে যুদ্ধ অপরাধীরা। তখনও ইসলাম গেল বলে ধুয়া তুলছিল এখনও তুলছে।

তাই বাংলাদেশের দরকার সঠিক তথ্য সবার কাছে তুলে ধরা। এনিয়ে যথোপযুক্ত মিউজিয়াম করে সবার কাছে প্রকৃত ঘটনা জানানো।

জার্মানীতে হলোকাস্টের জন্যে মেমোরিয়াল রয়েছে। কন্সেন্ট্রশন ক্যাম্পগুলো মিউজিয়াম।

বার্লিন হলোকাস্ট মেমোরিয়ালে ঢুকলেই সতর্কবানী:

"It happened, therefore it can happen again: this is the core of what we have to say"

আর ওরানিয়েনবুর্গের কন্সেন্ট্রশন ক্যাম্পের গ্যাস চেম্বারের দেয়ালে এক বন্দীর উদ্ধৃতি :

"And I know one thing more - that the Europe of the
future cannot exist without commemorating all these..."

সেখানে মুক্তিযুদ্ধের কথা বললেই এক শ্রেনীর লোকদের গা জ্বালা করে। আমার ধারনা যদি পাকিস্তানীদের সত্যিকারের ঘটনা জানানো হয় তারা হয়ত আপনা থেকেই লজ্জ্বায় নত হবে।

পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?

কনফুসিয়াস এর ছবি

নিজের দেশের নতুন প্রজন্মের কাছেই মুক্তিযুদ্ধের ইতিহাস এখনো ধোয়াটে। ওদের কাছে ভালো মতন পৌছানোর কোন উপায় জানা নেই, আর ভিনদেশি পাকিস্তানীদের কি করে প্রকৃত ইতিহাস জানাবো কে জানে!
-
----------------------------------
যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

সৌরভ এর ছবি

হুমম


আবার লিখবো হয়তো কোন দিন

মুহম্মদ জুবায়ের এর ছবি

দুঃখপ্রকাশ বা ক্ষমা চাওয়া - কোনোটাতেই হয়তো কিছু আসে যায় না। তবে ওই ব্যানারে genocide শব্দটা খুব চোখে পড়লো।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

ঝরাপাতা এর ছবি

এটাও একটা মোক্ষম অস্ত্র আমাদের জন্য- প্রবাসে যারা আছেন তারা পাকিদের উদ্বুদ্ধ করতে পারেন প্রকৃত ইতিহাস জানার জন্য এই ঘটনাটি জানিয়ে।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

থার্ড আই এর ছবি

পাকিস্তানের মাটিতে পাকিস্তানি নাগরিকের মুখে দুঃখ প্রকাশ!প্রতিবাদের এই মহরতকে স্বাগতম। এই মিছিলের কন্ঠ একদিন হয়তো আরো প্রতিবাদী হয়ে জসমুদ্র রুপ নেবে।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।