আজকের তাজা খবর!
মাত্র পাঁচ বছর আগেও যেমনটা ভাবা হয়েছিলো, পৃথিবী কিন্তু সত্যি সত্যি ততটা বড় নয়।
আজকের পত্রিকায় পড়লাম, বন বিশ্ববিদ্যালয়ের গবেষক ডক্টর এক্সেল নথনাজেল বের করেছেন, আসলে যতটা ভাবা হয়, পৃথিবীর ব্যাস তারচেয়ে পাক্কা ৫ মিলিমিটার কম! ভাবা যায়!
এইটুকু পড়ে আমি অবশ্য হেসে ফেলেছিলাম। কেউ কেউ শুনে হাসবে, এরকমটা বোধহয় ডক্টর এক্সেল আগেই অনুমান করেছিলেন। আমার মতন অকালকুষ্মান্ডদের জন্যে তিনি তাই বলে রেখেছেন, যতটা খেলো মনে হচ্ছে, ব্যাপারটা আসলে তত সহজ নয়। একদম সঠিক মাপ জানার দরকার ছিলো আমাদের, বিশেষ করে আবহাওয়া সংক্রান্ত খোঁজখবর দেয় যেসব উপগ্রহগুলো, তাদের সঠিক পজিশনিং-এর জন্যে।
গুরুত্ব বুঝে টুঝে আমি অবশ্য খানিকটা গম্ভীর ভাব ধরে আছি। তবে সমস্যা হলো, থেকে থেকেই খিক খিক করে হাসি পাচ্ছে!
কি মুশকিল!
মন্তব্য
হুঁ। আমার এক বন্ধুর কোমর ৩৬, সে প্যান্ট বানাতে গিয়ে দর্জির সাথে প্রায় মারপিট করে। বলে, আরে ঠিকমতো ধরেন না, আমার কোমর ৩৫! দর্জি কিছুক্ষণ চুপ করে থাকলেও একসময় দাঁত খিঁচিয়ে ওঠে, বলে, ব্যায়াম করেন ঠিকমতো, গুন্ডামি কইরা কমর কমান যায় না।
ওকে বন বিশ্ববিদ্যালয় থেকে মাপিয়ে আনতে হবে।
হাঁটুপানির জলদস্যু
হা হা হা!
হাসিটা অনেক কষ্টে আটকে রেখেছিলাম, আপনার কমেন্ট পড়ে আর পারলাম না!
-যা দেখি তা-ই বলি...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
সম্ভবত রাশিয়ার একটা নভোযান বিধ্বস্ত হয়েছিলো শুধু এককের ভুলের কারণে। তারা যাত্রার পূর্বে অবতরণের সময় ক্যালকুলেট করেছিলো এফ.পি.এসে. কিন্তু পরে ক্যালকুলেট করে এম.কে.এসে।
_______________________________________
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
মঙ্গলে পাঠানো আমেরিকা আর ইউরোপীয় ইউনিয়নের যৌথ নভোযানেও এরকম হয়েছিল ৩/৪ বছর আগে।
ছোট হয়ে আসছে পৃথিবী- যাক কথা তাহলে মিছা না ।
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
হা হা হা...দারুন বলেছেন। পৃথিবীর ব্যাস ৫ মিলিমিটার কমে গেল শুনে হাসব না মন খারাপ করব কনফু দাদা বুঝতে পারছি না।
__________________________________
ত্রসরেণু অরণ্যে
_____________________________
টুইটার
যাক বেচারীর ওজন কমল, এবার একটু দ্রুতই ঘুরবে আশা করি।
হয় পৃথিবী ডায়েট কন্ট্রোল শুরু করছে নাইলে কেয়ামত কাছে আইসা পড়ছে।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
সবই পাপের ফল।
আবার লিখবো হয়তো কোন দিন
আহারে, খবরটা শুনে পৃথিবীর জন্য খারাপ লাগতেছে।
__________
কি মাঝি? ডরাইলা?
"হিমু" জিনিষটা কি দিয়ে তৈরি!!!!!! হা হা হা
__________
কি মাঝি? ডরাইলা?
হযবরল : ব্যাস কমলেই ওজন কমে না।
আর লেখায় ছোট্ট একটু ভুল, গবেষকের নাম এলেক্স না, এক্সেল।(সূত্র)
২০০২ সালে যে ব্যাস মাপা হয়েছিল, এবারের ফলাফল তার চেয়ে পাঁচ মিলিমিটার কম। দু বছর ধরে এ মাপামাপির হিসাব নেয়া হয়েছে।
এ ব্যাস মাপা হয়েছে বেতার তরঙ্গের মাধ্যমে, ভিএলবিআই পদ্ধতিতে। এতে সারিবব্ধ অনেকগুলো বেতার টেলিস্কোপ ওঁত পেতে থাকে (উপরের ছবি দেখুন, উইকিপিডিয়া থেকে নেয়া)। টেলিস্কোপের সাহায্যে কোয়াসার বা অন্যান্য জ্যোতিষ্কে বেতার তরঙ্গ পাঠানো হয়, সেটা আবার ফেরত আসে পৃথিবীতে। কতক্ষণ লাগলো, সে সময় মাপা হয় পারমাণবিক ঘড়ির সাহায্যে।
সমস্যা হলো, যেটা জার্মান গবেষকরা বলতে চান, বেতার টেলিস্কোপগুলোর মাঝে দূরত্ব প্রয়োজনের চেয়ে 'একটু' বেশি থাকায় সবার মাপামাপিতে 'একটু' হেরফের হয়েছে। একটু থেকেই ৫ মিলিমিটারের ঘাপলা।
মাপ জানার আরেকটা পদ্ধতি, পৃথিবী থেকে তার কক্ষপথে ঘুরতে থাকা জিপিএস স্যাটেলাইটের দূরত্ব হিসাব করে। তখন বেতার তরঙ্গের বদলে ব্যবহৃত হয় লেজার রশ্মি।
এখন এর সাথে ক্যাওস তত্ত্ব মেলালে, পাঁচ মিলিমিটারটাই অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। গণিতের বাটারফ্লাই ইফেক্ট মনে করুন। সেখানে বলা, ঢাকায় বসে এত হাতিঘোড়া পড়তে পড়তে এই যে হাই তুললেন 'একটু', তার জন্য ঘরের বাতাসে যে 'এএএকটু' পরিবর্তন হলো, হয়তো তার প্রভাব পড়বে সুদূর আমেরিকার জলবায়ূতে, বড়োসড়ো টর্নেডো হতে পারে সেখানে।
রাশভারি কথা হলো বেশি? হাসুন। অনুগ্রহ বা দয়া করে হাসি চাপাবেন না।
তো পৃথিবীর ব্যাস এই যে পাঁচ মিলিমিটার কমলো,এর জন্য হয়তো সচলায়তনের লেখক-পাঠক অনেক বেড়ে যাবে।
গুরুচণ্ডা৯-তে ক্যাওস তত্ত্ব নিয়ে একটা বাংলা লেখা পাবেন।
_____________________________
জিকোবাজি | ফটো গ্যালারি | ইমেইল
জিকো দেখি একেবারে রাগ টাগ করে বসে আছেন!
৫ মিলিমিটারের গুরুত্ব বুঝেছি পত্রিকা পড়েই। কিন্তু তার সাথে মজা পাবার কোন শত্রুতা নেই। গুরুত্ব বুঝেছি, এবং তারপরেও মজা পেয়েছি, তাই হেসেছি।
এই যে আপনি সিরিয়াস মুখ করে বোল্ড অক্ষরে লিখেছেন, 'অনুগ্রহ বা দয়া করে হাসি চাপাবেন না।'- মুশকিল হলো, এটা পড়েও বেদম হাসি পেল!
রাগ করবেন না। দুনিয়া থেকে রসবোধ উঠে গেলে বাঁচবো কেমন করে?
-যা দেখি তা-ই বলি...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
নামের বানান ঠিক করে দিলাম। ধন্যবাদ।
-যা দেখি তা-ই বলি...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
দারুন লাগছে।
কনফু, আমার ত লিটিল প্রিন্স এল, ঝপাং আর হাসি।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
তুচ্ছ একটা আফটার-থট... এই ৫ মিমি কোন দেশের জমিন থেকে বাদ পড়লে পৃথিবীর রাজনৈতিক পট কীভাবে বদলাবে? গুরুজনেরা অনেক রসিয়ে ভাবতে/বলতে পারবেন, তাই আমি নিজের টুকু চেপে গেলাম আপাতত।
-------------------
প্রবাসী,ছাত্র,দুস্থ,দেশপাগল
-------------------
তবে রে কনফু, এই কথা? আমার আগের মন্তব্যটা উল্টোদিক থেকে পড়ে দিকি এবার। বেশি তড়পালে মোবাইল ফোন চুবিয়ে রাখবো ঠাণ্ডা চায়ের কাপে।
_____________________________
জিকোবাজি | ফটো গ্যালারি | ইমেইল
আইচ্ছা আমার যে বসুন্ধরায় ৪ কাঠা জায়গা আছে.. ওইটাকি কইম্যা যাইবো? টেনশিত
___________________________
"Intelligence is like an underwear. It is important that you have it, but not necessary that you show it........"
৫ মিলিমিটার ব্যাস কমেছে। কাজেই ক্ষেত্রফল কমেছে প্রায় ৭৮.৫৩ বর্গমিলিমিটার। কম না কিন্তু। ফিতা নিয়ে বেরিয়ে পড়ুন ভাইসকল।
হাঁটুপানির জলদস্যু
পৃথিবীর ব্যাসটা জানি কত? শতকরা কত হেরফের হলো হিসাবে?
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
নতুন মন্তব্য করুন