প্রায় বছর খানেক ধরে চেষ্টা করছি উইন্ডোজকে বিদায় জানাতে। হচ্ছে না। নামছেই না ব্যাটা ঘাড় থেকে, চেপে আছে সিন্দাবাদের ভুতের মতন।
ডেস্কটপে এক্সপি চলে। একবার কি জানি হলো, পিসি এখন আর বন্ধ হয় না। শাটডাউন করি, সব চলে টলে গিয়ে স্ক্রীণ ব্ল্যাংক হয়ে যায়, ঠিক দু সেকেন্ড বাদেই আবার গরর গর করে মেশিন চালু হয়ে যায়। পাওয়ার সুইচ সরাসরি না চাপলে ব্যাটা আর ঘুমায়ই না।
প্রায় সপ্তাখানেকের বেশি হলো ল্যাপটপের হার্ড ডিস্ক মরে গেছে। আগের কদিন দেখলাম উইন্ডোজ স্টার্ট নেবার সময় পুরনো গাড়ির মতন স্ক্রীণে খানিক ঝাঁকি টাকি মারে, তারপরে কিছুক্ষণ ব্লিঙ্কিং চলে। তখনও বুঝি নি শেষ মেষ অক্কা পাবে!
কদিন ধরে আমি তাই ল্যাপির বিরহে কাতর। সারাদিনের দৌড়ঝাঁপ শেষে বিছানায় এসে বেচারীকে কোলে নিয়েই নেটে ঢুকে আমার যা সব মাস্তানী চলে, সপ্তাখানেক ধরে সব বন্ধ।
হার্ড ডিস্ক বদলে ফেলবো, এই ভেবে দোকানে গিয়ে দেখি হার্ড ডিস্কের দামের সাথে অল্প কিছু যোগ করে একটা নতুন নোটবুকই পাওয়া যাচ্ছে, স্পেশাল ডিলে। দোনমনা করে শেষমেষ কিনেই ফেললাম।
কিন্তু এইখানেও আবার সেই সিন্দাবাদের ভুত! ভুত নয়, আসলে তারও বড় ভাই। মানে এক্সপি না, স্বয়ং ভিস্তা!
দু'দিন ব্যবহারেই আমি ভিস্তার ব্যাপারে ক্লান্ত। ভয়ংকর স্লো! মেশিনের র্যাম মাত্র ৫১২, এইটা ভিস্তা টানবে কেমন করে? আমার বিরক্ত লাগলো যখন দেখলাম ৮০ গিগ হার্ড ডিস্কের মধ্যে ১৪ গিগই ভিস্তা দখল করে সিস্টেম আর ব্যাকয়াপ সিস্টেমের দোহাই দিয়ে।
ব্যস, আমি এইবার সত্যিই বিদায় জানাতে চাই তারে।
এখন টেকি হেল্প চাই।
মেশিনএর কনফিগারেশান তুলে দিচ্ছি নেট থেকে, মডেল হচ্ছে কমপ্যাক 710TU.
বাকি হালচাল এরমঃ
# Processor: Intel® Celeron® M Processor 530 (1.73GHz, 1MB L2 Cache, 533MHz FSB)
# Standard Memory: 512MB DDR2 (1 Dimm)
# HDD: 80GB 5400rmp
# Optical: Super Multy 8X DVD±RW with Double Layer Support
# Graphics: Intel® Graphics Media Accelerator 950, upt to 64MB shared with 256MB system memory
# Display: 15.4" WXGA High-Definition BrightView Widescreen Display
# Networking⁄Wireless: 802.11b⁄g WLAN⁄Integrated 10⁄100 LAN
# Card Expansion: -
# Input⁄Output Ports: 3 USB 2.0, VGA, RJ-11⁄Modem, RJ-45⁄Ethernet, 1 Headphone jack, 1 Microphone jack, S-video Output, AC Adaptor
# Operating System: Window® Vista™ Home Basic.
আর এটার সিস্টেম হচ্ছে ৩২ বিট সিস্টেম, ৬৪ নয়। (
তো, টেকি সচলরা জানান, আমি কি এইটাতে উবুন্টু 7.10 ইন্সটল করতে পারবো?
ওটা যতদুর জানি ৬৪ বিটের জন্যে (শিওর নই), তাহলে আমার নোটবুকটার জন্যে কোনটা কাজ করবে?
তারচেয়ে বড় কথা, দোকান থেকেই বলে দিয়েছে আমি চাইইলেও এতাতে এক্সপি ইন্সটল করতে পারবো না, কারন হার্ডওয়্যার ড্রাইভারগুলো নেই এক্সপিতে। তাহলে উবুন্টুর জন্যে কম্প্যাকের ড্রাইভার কই খুঁজে পাবো?
প্রশ্ন আরো আছে, লিনাক্সে যেতে পারছিলাম না বাংলা কেমনে লিখবো এটা ভেবে, কারণ আমি অভ্রর ইউজার আর অভ্রর কোন লিনাক্স ভার্শানও নেই। শাব্দিকের একটা ফায়ারফক্স প্লাগইন দেখলাম, যেটা দিয়ে যে কোন অপারেটিং সিস্টেমে অভ্র দিয়ে লেখা যায়, কিন্তু সেটা পরীক্ষা করে দেখেছি, কি-ম্যাপ অভ্রর সাথে মিলে না পুরোপুরি।
তো বাংলা লেখারই বা কি উপায়?
বিদায় জানানোটা সহজ হবে না বুঝতে পারছি, কিন্তু উবুন্টু বা লিনাক্স ভক্ত সচলেরা কোন উপায় বলতে পারেন?
পি-লি-ই-ই-ই-ই-জ!
মন্তব্য
Celeron না কেনাই ভাল ছিল মনে হয়।
সেলেরন সমস্যা হবার কথা কি আদৌ? আমার মনে হচ্ছে না। বরং ৩২ বিট কেনাটা ঠিক হয় নি মনে হচ্ছে।
-----------------------------------
যা দেখি তা-ই বলি...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
Sir, No need to install Ubuntu. You can run this operating system directly from CD. Can save all your data at USB and Ubuntu can read through all you data from USB. Download from any mirror side and first try few day. Later on if you decide you can install it in your hard drive.
But Ubuntu is most powerful operating system for programmer.
Best luck for you ...
ট্রায়াল দেয়া শেষ। আপাতত ইন্সটল করার তালে আছি।
ধন্যবাদ আপনাকে।
-----------------------------------
যা দেখি তা-ই বলি...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
Go on then.... Ubuntu the best through out all Linux version (My own concern)
All the best
উত্তীও
আমি আমার পিসিতে উবুন্টু ইনস্টল করার তালে ছিলাম। কিন্তু গুরুজনেরা বলেন এটা অমুক হার্ডওয়্যার পাবে না, তমুক সফটওয়্যার সাপোর্ট করবে না হ্যান ত্যন। পরে ভযে আর ইনস্টল করি না। তাছাড়া ইউনিকোড বাংলাও নাকি সেখানে লেখা যায় না। আমি উইন্ডোজ ছাড়তে চাইলেও উইন্ডোজ আমাকে ছাড়তে চাচ্ছে না।
..................................................
ছিদ্র খুঁজে বেড়াই, বন্ধ করার আশায়
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
এই একটা ব্যাপারে আমি বুয়েটের সিনিয়র টিচারদের মত যতক্ষণ পর্যন্ত প্রাগৈতিহাসিক থাকা যায় থাকতে চাই।
ছোটোনরমজানালাই চালাই, যতক্ষণ পর্যন্ত চালানো যায়!
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
আপডেট: ১:
উবুনটুকে বশ মানানো গেছে। বিভিন্ন অনলাইন ফোরাম ঘেঁটে ইন্সটল করে ফেললাম।
আপাতত এখানে বাংলা লিখছি সচলায়তনের কি-বোর্ড দিয়ে। ওয়ার্ড প্রসেসরে কি করে লিখবো এখনো জানি না।
-----------------------------------
যা দেখি তা-ই বলি...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
কনফুসিয়াস:
বাঙলা উইকিতে বিস্তারিত আছে:
বিশেষ করে এটি মনে হয় আপনার দরকার।
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
নতুন মন্তব্য করুন