ক্যাসিনো রয়াল দেখা শুরু করার সময় চোখ মুখ শক্ত করে বসেছিলাম।
ব্রসন্যানকে রিপ্লেস করছে যেই ব্যাটা, তাকে কিছুতেই ভাল লাগা চলবে না, মোটামুটি এইরকম মারদাঙ্গা টাইপ ছিলো আমার মনোভাব। পিয়ার্স ব্রসন্যানের পরে অনেকেই শ্যন কনারিকে সবচেয়ে মানানসই বন্ড বলে থাকেন। আমার কিন্তু বুড়া কনারিকেই বেশি স্মার্ট লাগে, বন্ড কনারির চেয়ে। তার চেয়ে বরং রজার মুর অনেক বেশি 'ঠিকাছে'।
তো, সিনেমা শুরুর পর থেকে দেখি আমার মন খানিকটা গলতে শুরু করেছে। তারপর ছবির মাঝামাঝি এসে টের পাই, ড্যানিয়েল ক্রেইগকে আর ততটা 'খারাপ লাগছে না'। এবং আরো কিছুক্ষণ পর যখন গুন্ডাদের মার টার খেয়ে নায়কসাহেব রীতিমতন নাস্তানাবুদ, এবং এতক্ষণের পারফরমেন্সের কল্যাণে তিনি অতিমানবদের কাতার থেকে সরে এসে আমাদেরই চেনা জানা পাশের বাড়ির মাসুদ রানার পর্যায়ে এলেন, সেই মুহুর্তগুলোয়, খুব আরামপ্রদ একটা অনুভূতি হল মনে, আর মনে হল, এই বেড়াল চোখা পাথুরে চেহারার শক্ত-পোক্ত ক্রেইগের মুখেই আসলে মানায় সেই চিরন্তন সংলাপ- মাই নেম'জ বন্ড। জেমস বন্ড।
ক্যাসিনো রয়্যালের জটিলস্য প্লট এবং মাঝে মাঝেই ধীর গতির কারণে খানিকটা উশখুশের পরেও এই মনুষ্য-বন্ডকে দেখে অন্তত এই ভেবে আশাবাদী হয়েছি, আরো কিছু বছর হয়ত আমরা এর কাছ থেকে আরো কিছু ভাল বন্ড-মুভি দেখার আশা করতে পারি।
সেই সুবাদেই, ড্যানিয়েল ক্রেইগকে স্বাগতম জানাই।
ওয়েলকাম টু আওয়ার নিউ মি. বন্ড। ওয়েলকাম।
মন্তব্য
ফ্লাডিং হয়ে গেলো কিনা বুঝছি না। কিন্তু আজ খুব মুডে আছি, এখনো আরো দু'চারটা পোষ্ট ঝেড়ে দিতে পারি!
-যা দেখি তা-ই বলি...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
আমি আগে বলেছি, এখনও বলছি, জরুরি ভিত্তিতে ড্যানিয়েল ক্রেইগকে সরিয়ে মান্নাকে বন্ডের ভূমিকায় অভিনয়ের সুযোগ দিতে হবে। সে বুক চাপড়ে বাবরী পরচুলা ঝাঁকিয়ে কিভাবে বুকফাটা আর্তনাদ করে "বন্ড, জেমস বন্ড" বলে নায়িকাকে পটাতে যায়, তা দেখার শখ আমার বহুকালের।
হাঁটুপানির জলদস্যু
হিমু 'বাংলা বন্ড' নামে একটা সিনেমা নামাও না কেনো? হিমু পরিচালিত ,মান্না ও ময়ূরী অভিনীত,ঝাকানাকা ঝাকানাক দেহ ঝুক্কানা!
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
ময়ুরী থিকা মুনমুন ভালা হইবো ।
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নীড়পাতা.কম ব্লগকুঠি
জেমস বন্ডের বদলে মোঃ বন্ড। বড়লোকের একমাত্র ছেলে। আগে সমাজসেবা করতো, বোরড হয়ে গেছে। ভাবলো গুপ্তচর হয়ে যাই। মাসুদ রানা হয়ে দেশে বিদেশে ঘুরে বেড়াবো আর দুষ্টু দুষ্টু কাজ করবো। গেলো এম আই সিক্সে। কাউন্টার ইন্টেলিজেন্সের কথা বই পুস্তকে পড়েছে, ও মা, গিয়ে দেখে আসলেই একটা কাউন্টার, তাতে লেখা, "ইন্টেলিজেন্স"। সুন্দরী এক বালা সেখানে বসে। ধরায় দিলো একটা ফর্ম। মোঃ বন্ড শুধায়, এইটা আবার কী? মাইয়া কয়, ভর্তি পরীক্ষার ফর্ম। মোঃ বন্ড বলে, সর্বনাশ, পরীক্ষা দিতে হয় নাকি? মাইয়া বলে, হ, জান্তা না? বন্ড কয়, না, কিন্তু আমার তো সাট্টিফিকেট হারায়া গেছে। মাইয়া কয়, শিক্ষা বোর্ডে যাও, এখনো সময় আছে ...।
হাঁটুপানির জলদস্যু
মোঃ বন্ড না করে মোঃ বোরহানউদ্দিন বন্ড করলে হয় না ?? অনেকে তো দেখি ফুল নেমের সংগে ডাকনামটাও যোগ করে দেয়, সেরম আর কি। যাই হোক, হিমু মিয়া বন্ড বালিকাদের কামড়ানো বাদ দিয়া দাদৈতিহাসিক এ মন দে
____________________________________
suspended animation...
আমি বন্ড হিসেবে আলেকজান্ডার বো কে প্রস্তাব করলাম।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
ক্যান, হিমু ভাই নিজে নামলে ক্ষতি কী?
আবার লিখবো হয়তো কোন দিন
হ। আমি গিয়া কমু, বন্ড! ভ্যাগা বন্ড!!
হাঁটুপানির জলদস্যু
শহরের পাপবোধে আচ্ছন্ন।
আমার এমন সমস্যা নাই। জীবনে কোন বন্ডই দেখি নাই।
তেমন ভাল না মার্ক করলাম। এমন পোষ্ট আমি দেখতে চাই না।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
এমন ছবি আমি অবশ্য প্রায়ই দেখি। তাই এমন পোষ্ট মাঝে মাঝে দেখতে হলেও হতে পারে!
-যা দেখি তা-ই বলি...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
ক'দিন আগে আপনার এক পোস্টে (সম্ভবত: 'ব্লগের আবার জাত কিসের') ব্র্যান্ডিং নিয়ে কথা হচ্ছিলো।
ইদানিং কেনো জানি মনে হচ্ছে - আপনি ব্লগিংয়ের রি-ব্র্যান্ডিং করছেন। নতুন নাম - 'সিনেনামা'।
কনফুসিয়াসের এই পোস্ট পড়লাম। পড়ে তাঁর সিনেমা দেখার জ্ঞান ও রুচি কল্পনা করেছি। করে সুখ পাইনি।
কারুবাসনার মন্তব্যের সঙ্গে একমত।
_____________________________
জিকোবাজি | ফটো গ্যালারি | ইমেইল
আমার প্রস্তাব ওয়াসীম সাথে অঞ্জু
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
জাভেদ হইলে ও মন্দ হয়না সাথে জুলিয়া
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
ক্রেগ রিয়েল টাইম হিরো। মার খেলে ব্যাথা পায় টাইপ, যেটা আগে ছিলো না। দশ তলা থেকে লাফিয়ে, টাইয়ের নট একটু ঢিলে করে হাঁটা দিলো 'বন্ড', এটা বড় বেশী সুপার হিরো ইমেজ।
ওয়াসিম-মঞ্জু?
জাভেদ-জুলিয়া?
দাদৈতিহাসিক ব্যাপার!
বদ্দা আর হাসান মোরশেদ এর জন্যে টাইম মেশিন কেনার প্রস্তাব করছি।
এই যুগে আসার জন্যে।
আবার লিখবো হয়তো কোন দিন
মুনমুন-আলেকজান্ডার বো
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
কীয়ের কি!!
-যা দেখি তা-ই বলি...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
হ, আমি একটা লিখছিলাম তারে নিয়া। মনের কথা কইছো কনফু
..................................
তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই
তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই
বাহ্! এই আলাপটা খেয়ালই করিনি।
বন্ড মুভির খুব ডাই হার্ড ফলোয়ার না হলেও আমিও বেশ ক্রেইগ ব্যাটাকে কিছুতেই ভাল লাগা যাবে না টাইপ ভাব নিয়েই সিনেমাটা দেখতে গিয়েছিলাম। দেখার পরে সিনেমাটা ফালতু লাগলেও ব্যাটাকে তোর মতই খারাপ লাগেনি।
হিমুর আর হাসান ভাইয়ের 'বাংলা বন্ড' এর আইডিয়াটা ঝাক্কাস! বন্ড হিসেবে মান্নাই ঠিকাছে। তবে বন্ড গার্ল হিসেবে আমি পপিকে সাজেস্ট করতে চাই। ওর মধ্যেই শুধু বন্ড গার্লসুলভ ইয়ে আছে।
পোস্ট আর কমেন্ট - দু'টোতেই মজা পেলাম। চলুক আরো। একেকটা মুভি দেখবি আর এখানে পট করে লিখে ফেলবি কয়েক লাইন। মনে থাকে যেন।
ভাল আছি, ভাল থেকো।
ভাল আছি, ভাল থেকো।
মনে হইতেছে মার্জিত চেহারার উইটি বন্ডের দিন শেষ। সাথে তার রকমারি গ্যাজেটও গায়েব। নতুন বন্ড অবশ্য বেশি রিয়েলিস্টিক, বেশি ব্রুটাল। আরেকটা পরিবর্তন হইলো, আগে সমুদ্র থেইকা স্বল্প বসনা সুন্দরী উইঠা আসতো, এইবার বন্ড নিজেই সেই দায়িত্ব নিসে।
তবে একটা রিস্টার্ট দরকার ছিলো। উড়াধুড়া একশান আর লাভ মেকিং, তারপর একহাতে পুরা শত্রুবাহিনীকে ফিনিস করা - এইসব একঘেয়ে হয়ে গেছে। বদলে আরেকটু ম্যাচিউর কাহিনী দেইখা ভালোই লাগলো। তবে আমার মতে, শ্যন কনারি হইলো বেস্ট বন্ড এভার।
হে হে হে !
তা বটে। এইবারের বন্ড দেখে মনে হয়েছে মেয়ে দর্শকদের কথা অনেক ভাবা হয়েছে । আমি দেখতে গিয়েছিলাম অতি উৎসাহী ৩ ল্যাবমেটের সাথে। সিনেমা শেষে ঐ ৩ জনই অতি আশাহত হয়েছিল আর আমার খুবই মজা লেগেছিলা যে যাক এতদিনে মেয়ে দর্শকদের জন্যও বন্ড হল!
ভাল আছি, ভাল থেকো।
ভাল আছি, ভাল থেকো।
হা হা হা! বিস্তর মজা পাইলাম!
ভাগ্যিস, আমি আপনার মত করে ভাবি না!
-যা দেখি তা-ই বলি...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
আগে এই কমেন্টগুলো খেয়াল করিনি। আমিও মজা পেলাম আর ভাগ্যিস আমিও ওভাবে ভাবিনা।
ভাল আছি, ভাল থেকো।
ভাল আছি, ভাল থেকো।
ছি মাশীদাপু, তুমিও মজা পাইলা!
তোমার রূচিবোধ নিয়া আমি সন্দিহান হইয়া পড়লাম!
-যা দেখি তা-ই বলি...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
তিনবেলা বিরিয়ানী খাওয়ার মত রসিক হওয়া কি ভাল ? এক আধটু সন্দেশ, একমুঠো ঝাল চানাচুর ছাড়া কি জমে ?
তয় কনফু ভাইজান হারানো রুচিবোধ পুনরোদ্ধারের জন্য এখনি বার্গম্যানের "সেভেনথ সিল"-এর ড্যানস অফ ডেথ সিকোয়েন্সটার সংগে সত্যজিতের "গুপি বাঘা"-র ভূতের নেত্যর একটা তুলনামূলক আলোচনা ঝাড়েন।
_____ ____________________
suspended animation...
হা হা হা@অমিত।
ওরে কনফু, আমার রুচিবোধ নিয়ে সন্দেহ করে সময় নষ্ট করা উচিত হবে না একদম। উহা বরাবরই নিম্নগামী।
ভাল আছি, ভাল থেকো।
ভাল আছি, ভাল থেকো।
হুমমম। আমি তো জানতাম স্নেহ আর হাগু বরাবরই নিম্নগামী। নতুন করে ভাবতে হচ্ছে।
____ ____________________
suspended animation...
আমার রুচিবোধ তবে কি স্নেহ না হাগু? চিন্তায় ফেলে দিলে অমিত ভায়া।
ভাল আছি, ভাল থেকো।
ভাল আছি, ভাল থেকো।
বলেন কি? বার্গম্যান কে? সত্যজিৎই বা ক্যাডা?
দাঁড়ান, গুগলে সার্চ দিয়া দেখি।
-যা দেখি তা-ই বলি...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
আমি আবার বন্ডের চরম ফ্যান। প্রতিটা বন্ড মুভি আমার কয়েকবার করে দেখা হয়েছে। বন্ড রিলেটেড দু'টো ফোরামেরও সদস্য। সেই আমি ক্যাসিনো রয়াল
দেখে এসে আমার ইংলিশ ব্লগে দাবী করেছিলাম ডেনিয়েল ক্রেইগই সেরা বন্ড, আর ক্যাসিনো রয়াল সেরা বন্ড মুভি।
তোমার সুরে সুরে সুর মেলাতে
বেশি পাকামো( আমার কাছে, ছাগলামি লাগসে) মাইরা লাভ নাই।
আপত্তি জানানোর বোতাম দাবাইতে কতক্ষণ?( হুমকি দিলাম)
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
হাঃ হাঃ হাঃ
তোমার সুরে সুরে সুর মেলাতে
!! লালুকে দরকার...
-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!
বুই নাই।
P)
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।
নতুন বন্ড দেখি এইখানেও হিট...গুতাগুতির টপচার্টে উইঠা গেছে।
বন্ড কে? মান্না কে?
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
নতুন মন্তব্য করুন