টেস্টিমোনিয়ালঃ একটি অরুচিকর গল্প

কনফুসিয়াস এর ছবি
লিখেছেন কনফুসিয়াস (তারিখ: শুক্র, ১৩/০৭/২০০৭ - ১২:৪৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বেসিক ইন্সটিংক্ট বা ব্লু ল্যাগুনের মত ঘুরানো প্যাচানো বাদ দিয়ে আমরা তখন সরাসরি লাল-নীল সিনেমার স্বাদ পেতে শিখেছি। হোষ্টেল থেকে ফিরে, ছুটিতে, বন্ধুর খালি বাসার সুবাদে তারই বড় ভাইয়ের লুকানো দেরাজ থেকে খুঁজে নিয়ে আমরা নিজেদের কৈশোরিক উৎসাহ মেটাতাম।

অভিজ্ঞজনেরা জানেন, আমাদের সময়ে সেই সিনেমাগুলোর নানারকম গ্রেডিং ছিলো। কোনটা শুধু এক্স, মানে অল্প স্বল্প টক-ঝাল আছে যেগুলায়। কাহিনিওয়ালা আবার টক-ঝালও কম নয়- ওগুলোকে টু আর সারাক্ষণই একই জিনিস দেখায় যে সিনেমায়, সেগুলা থ্রী। ক্ষেত্রবিশেষে অবশ্য কিছু কিছু ছবি আমাদের বিশেষজ্ঞদের কাছ থেকে আড়াই অথবা দেড় গ্রেডিংও পেতো।
আহা, সে বড় সুখের দিন ছিলো।
আরেকটু যারা বেশি অভিজ্ঞ, তারা হয়তো এটাও জানেন, সেইসব সিনেমার কয়েকটিতে আবার সমকামীদের সমাবেশও ছিলো। এবং সেই রকম ছবির খোঁজ পাওয়া মাত্রই আমাদের বিশেষজ্ঞ কমিটি সেগুলোকে নির্দ্বিধায় ফোর গ্রেডিং দিয়ে বসলো।
আমরাও মেনে নিলাম।

তো, ছুটিতে দেখা সেইসব সিনেমা নিয়ে খুব গল্প হোত পরে। কে কোনটা দেখলো, কার কোনটা ভাল লাগে এইসব আর কি। আমরা একটা বড় দলের পোলাপান ছিলাম টু-এর ভক্ত। মূলত কাহিনি নির্ভর দেড় বা টু এক্স হলেই আগ্রহ পেতাম বেশি।
এবং যারা থ্রী দেখতে বেশি ভালবাসতো, তাদের রূচিবোধের উচ্চতা নিয়ে আমাদের মধ্যে প্রায়শই আলোচনা হতো। আমরা শিউরে উঠে ভাবতাম, কি মারাত্মক নিম্ন রূচি তাদের, তার চেয়ে আমাদের রূচি কি ভীষণ ভালো! এক কথায় টু-দেখুড়েরা খানিকটা রূচি-গত ঠাট ভাব বজায় রাখতাম আর কি!

এইরকমই এক আলোচনায় আমাদের দল-বহির্ভুত একজন বন্ধু অংশ নিচ্ছিলো। আমরা তখন নানা খুটিনাটি নিয়ে আলোচনায় ব্যস্ত। অন্য অনেকেরই মুন্ডুপাতেও সমান আগ্রহী। সেই সমালোচনার এক পর্যায়ে হঠাৎ সেই বন্ধু বলে বসে, "রুবেলটা কি খাচ্চর জানোস? ঐ শালা পুরা রোজার মাসে মোট ২১ টা এক্স দেখছে, সবগুলাই ফোর!''
আমরা সমস্বরে বলি, 'কস কি!'
' হ ব্যাটা। কি রুচি শালার বুঝ, পোলায়-পোলায় এইসব জিনিস দেখতে মজা লাগে ক' ?''

তা লাগে না। কিন্তু আমাদের একজন, মূলত থ্রী-খোর বলে পরিচিত সেই বন্ধুকে, ফোড়ন কাটলো, ' সেইটা বুঝলাম, কিন্তু তুই কি দেখস? তোর কোনগুলা পছন্দ? ''

সে উত্তরে থ্রী এর কথা বলবে আর তাই নিয়ে আমরা তাকে তুলোধুনো করব, এই রকম প্রস্তুতি নিতে নিতেই শুনি সে লাজুক গলায় বলছে, " হ রে দোস্ত। আমারো অবশ্য ইদানীং ফোর-ই ভালো লাগে!''

আমরা চুপ!
আমাদের হা-মুখ দেখেই কি না ও আবারো বলে, '' না দোস্ত, তয় আমি দেখি মাইয়া-মাইয়া। আহ, অন্য রকম ফিলিংস! বিশ্বাস কর, ঐ রুবেল হালার মতন আমি পোলায়-পোলায় দেখি না! ''
এইবারে আমাদের হা-মুখ দিয়ে শুরু হলো হা হা হাসি!

আমি আজও হাসি। হাসি আর ভাবি, নিজেদের রূচিবোধ নিয়ে ভীষণভাবে সন্তুষ্ট আমরা অনেকগুলো রূচিবান মানুষ তখন কি অবলীলায়ই না অন্যের রূচির দফা রফা করতাম।
কে যেন বলেছিলেন, ইতিহাস মূলত পৌনপুনিকতায় দুষ্ট।
আমিও তাই ভাবি।

--------
আমার রুচিবোধ নিয়ে কেউ যেন অমূলক আশাবাদ ব্যক্ত না করেন, সেটা নিশ্চিতকরণের জন্যেই এই পোষ্ট।


মন্তব্য

কনফুসিয়াস এর ছবি

এই লেখাটি 'R'রেটেড। অর্থাৎ রেস্ট্রিক্টেড। কারণঃ এডাল্ট থিম, ফ্রিকোয়েন্ট কোর্স ল্যাঙ্গুয়েজ। নট স্যুইটেবল ফর আন্ডার এইটিন।
ক্ষেত্রবিশেষে- ওভার এইটিনদের জন্যেও এই রেস্ট্রিকশান প্রযোজ্য।
ধন্যবাদ।
-যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

কারুবাসনা এর ছবি

এই তো।
আগের দুইটা পোষ্ট পড়ে নিজের ওপরই রাগ হচ্ছিল।

কি ব্যাটা? কস কি? বাজে লিখিস?


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

কনফুসিয়াস এর ছবি

হাসি
নাহ, সুমেরু দা, নিজের টেস্টিমোনিয়াল তুলে দিলাম। কেউ যেন সু-রূচিবান হিসেবে আমাকে সন্দেহ করে না বসে!

-যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

কনফু,
রাত গভীর হইছে।
ঘুমাইতে যান।

কারুবাসনা এর ছবি

বিনয় দেখানোর কিসু নাই।

জীবন যাপন কি কেবল খড় আর মাটি?


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

হা হা হা ... মজা পাইছি ... কিন্তু গল্পটার কি অন্য কোন মানে আছে নাকি আমি একটু বেশি বুঝলাম?

বাই দ্য ওয়ে, থ্যাংকস কুংফু ভাই ... সচল করার জন্য ...

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

পড়তে পড়তে মুচকি মুচকি হাসতে ছিলাম হাসি

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অমিত এর ছবি

চৈনিক রাগ জাঝাময়। চরম।
_____ ____________________
suspended animation...

জিকো এর ছবি

'রুচি' শব্দেই নতুন পোস্ট!

এত রাগ? হাসি

মাশীদ এর ছবি

হে হে হে!
আসলেই...চরম জাঝা একেই বলে!
চালু!


ভাল আছি, ভাল থেকো।


ভাল আছি, ভাল থেকো।

নিঘাত তিথি এর ছবি

বিষয়বস্তু নিয়ে কিছু না বলি হাসি

কিন্তু লেখার ধরন চরম! আমি মুগ্ধ!

অমিতের কমেন্টকে ৫ দিতে ইচ্ছা করছে গড়াগড়ি দিয়া হাসি

--তিথি

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

অমিত এর ছবি

আরে ইচ্ছে হলে দিয়ে দিন চোখ টিপি , নানচাক্কু মাস্টার কুংফুর লগে আধাআধি ভাগ কইরা নিমুনে।
______ ____________________
suspended animation...

আশিক আহমেদ এর ছবি

এহহে...শিরোনামে লেখা উচিত ছিলো যে এইটা R রেটেড। আমি তো পুরাটা পড়ে ফেলছি খাইছে

হাসিব এর ছবি

পুরো পোস্টটাই শহরের পাপবোধে আচ্ছন্ন।
আমার এমন সমস্যা নাই। জীবনে কোন এক্সই দেখি নাই।
তেমন ভাল না মার্ক করলাম। এমন পোষ্ট আমি দেখতে চাই না। কনফুর এই পোস্ট দেখে তাঁর চলচ্চিত্র দেখার জ্ঞান ও রুচি কল্পনা করেছি। করে সুখ পাইনি।
চোখ টিপি

ইয়ে... দুএকটা লিংকটিংক থাকলে ...


আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে

অমিত এর ছবি

হাসিব ভাই, আমরা বরং আমগো এ-টিম চেতনা আপাতত দাবায় রাখি। কি কন বস ??আমরা আমরাই তো !!

_____ ____________________
suspended animation...

হাসিব এর ছবি

তা অবশ্য কতা খারাপ কও নাই ।


আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে

হিমু এর ছবি

বড়দের কথাবার্তা হচ্ছে মনে হয়।


হাঁটুপানির জলদস্যু

কারুবাসনা এর ছবি

হ। আমি নাই।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

ঝরাপাতা এর ছবি

হে হে হে। আগে তো বুঝিনি বড়ো হওয়া শক্ত বড়। তারচে শক্ত আপন অম্বরকে এভাবে চিত্রিত করা।
_______________________________________
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

কেমিকেল আলী এর ছবি

সবাই শুধু মল্লিকা, পর্বত আর নেপচুনের গল্প করে!!

তারেক এর ছবি

খাইছে, পইড়া ফেললাম তো।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

বিপ্রতীপ এর ছবি

কনফুসিয়াস ভাই,
আমার ইয়াহু ব্লগ
http://360.yahoo.com/profile-AxPLJWwzcrbjm9mhsh00ZLw-?cq=1

কনফুসিয়াস এর ছবি

ধন্যবাদ আপনাকে। ইয়াহুর অনেক ব্লগেই প্রায়শই উঁকি ঝুঁকি দিতাম, আপনারটা মনে হচ্ছে কোন কারণে মিস করে গেছিলাম।
এবারে দেখবো।
-যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

সৌরভ এর ছবি

কনফু,
রাত গভীর হইছে।
ঘুমাইতে যাও।

তারেক (রহিম), তুমিও ঘুমাইতে যাও ভাইয়া, এইসব বড়দের লেখা পড়তে হয় না।


আবার লিখবো হয়তো কোন দিন

দ্রোহী এর ছবি

ওয়ান, টু, থ্রী, ফোর এইসব কি? বুঝি না ভাই!

আমি খুব ভালো ছেলে, জীবনেও ওসব দেখিনি। হাসি


কি মাঝি? ডরাইলা?

কনফুসিয়াস এর ছবি

আপনি তাহলে রুচিবান লোকজন, ওরফে সুশীল সমাজে যোগ দেন কুইক! আপনাকেই খুঁজছে তারা! হাসি
ভুল করে আবার বন্ড মুভি দেখে ফেলবেন না, তাহলে কিন্তু যোগ দিতে পারবেন না!
-যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

তিন লাইনের কবি এর ছবি

হুমমমম। তারেক ভাইও তাইলে আমাদের মতই দেঁতো হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।