সচলায়তনে সূঁচ হয়ে ঢুকেছিলেন, ছোটখাটো 'ফাহা' নাম নিয়ে, এখন ফাল হয়ে ব্লগে বিরাজ করছেন ফারুক হাসান।
তাঁর এক রাতের গল্প পড়ে প্রথম বুঝেছিলাম, এনাকে দিয়েই হবে, একদিন।
বেশ অনেকদিন গল্প লিখছেন না, আপাতত কবিতার পসরা নিয়ে বসে আছেন প্রায়শই।
তো, তিনি না হয় ব্যস্তই থাকুন ক'দিন তার ফুলকিশোরীদের নিয়ে। আমরা এক ফাঁকে তাকে চুপিসারে উইশ করে যাই-
" শুভ জন্মদিন, ফারুক হাসান।"
মন্তব্য
শুভ জন্মদিন!
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
শুভ জন্মদিন
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...
শুভ শুভ!
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
ভালো হোক,মঙ্গল হোক।শুভ জন্মদিন।
---------------------------------------------------------
শেষ কথা যা হোলো না...বুঝে নিও নিছক কল্পনা...
---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন
শুভ জন্মদিন
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
শুভ জন্মদিন
কল্পনা আক্তার
.................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
শুভ জন্মদিন
=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
LoVe is like heaven but it hurts like HeLL
---------------------------------
বাঁইচ্যা আছি
জন্মদিনে শুভকামনা, প্রিয় ফাহা ।
শুভ জন্মদিন। কাঁথার দরকার নাই। সমুদ্রে পেতেছো শয্যা, শিশিরে কী ভয়?
হাঁটুপানির জলদস্যু
শুভ শুভ...
---------------------------------
এসো খেলি নতুন এক খেলা
দু'দলের হেরে যাবার প্রতিযোগিতা...
সুপ্রিয় কনফুসিয়াস,
ভাষা হারিয়ে ফেলেছি রে ভাই!
ভেবেছিলাম, চামে পার হয়ে যাবো, পোস্ট টা দিয়ে সেটা আপনি হতে দিলেন কই! তবে আপনাকে জানিয়ে রাখি, কেন জানি এত ভালো অনেক দিন লাগে নি! এত ভালোলাগা আর সইছে না।
হিমু,
একদম ঠিক বলেছেন। তবে মাঝে মাঝে শিশিরের ভয় থাকা ভালো। তাতে দেহমনের উপকার!
সুমন চৌধুরী, কিংকর্তব্যবিমূঢ়, সুবিনয় মুস্তফী, নিঝুম, নজমুল আলবাব, কল্পনা আক্তার, স্বপ্নাহত, আনোয়ার সাদাত শিমুল, রায়হান আবীর, অলৌকিক হাসান আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ! মায়ার বাঁধনে বেধেছেন, সামনে কিছু অখাদ্য-লেখার যন্ত্রণা সহ্য করবেন আশা করি!
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
জন্মদিনের বিলম্বিত শুভেচ্ছা।
আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
থ্যাংকু বস।
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
অফুরন্ত শুভেচ্ছা..........
শুভ জন্মদিন
______________________________________
পথই আমার পথের আড়াল
রাকিব হাসনাত সুমন এবং নজরুল ইসলাম,
কৃতজ্ঞতা।
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
ফারুক হাসানকে জন্মদিনের শুভেচ্ছা।
ফুল কিশোরী একটা কথা বলতে বলল আপনাকে... বলল ফারুক হাসানকে বলে এসো
''শুভ জন্মদিন''
আমি আমার দায়িত্ব পালন করলাম।
ফুল কিশোরীর মনে কষ্ট দেওয়ার সাধ্য আমার কী আছে
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
প্রিয় পরিবর্তনশীল,
যাক, ফুল কিশোরীর মনে কষ্ট দেওয়ার সাধ্য যেহেতু আপনার নেই এবং তার আজ্ঞা আপনি যে নিষ্ঠার সাথে বহন করছেন তাতে আমার মনে হচ্ছে তার সাথে আপনার ইয়ে চলছে
বা চালানো যেতে পারে!
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
হে হে হে
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
- ফাহা, প্রথমে দেখে ভেবেছিলাম "এ কেমন নাম রে বাবা!"
পরে আমার এম্পটি মাথায় সামান্য খেয়াল হলো, "আরে এতো ইনিশিয়াল হতে পারে!" আর্কিমেডিসের আবিষ্কারের খুশীতে আমার দাঁত বের হয়ে আসে। আর আমি অনুসরণ করতে থাকি পদাঙ্ক। এবং মুগ্ধতায়!
যেহেতু এই লেখাটি সেই অদ্ভুত(!) নামের অধিকারীর লেখা নিয়ে নয়, তাই মুগ্ধতার কথা আর বলছি না। প্রিয়তে সংযোজিত হয়ে যাওয়া সেই অদ্ভুত নামের পেছনের মানুষটির সবচেয়ে আনন্দ (কিংবা বিষাদের) দিনে শুভেচ্ছা জানানোর সুযোগটি করে দেবার জন্য প্রিয় কনফুসিয়াসকে অনেকগুলো সতেজ কচুরীপানা ফুলের শুভেচ্ছা। আর...
প্রিয়া ফাহা, আপনার জন্য রইলো আপনার সবচাইতে পছন্দের ফুলটি সহযোগে শুভেচ্ছা। শুভ জন্মদিন!
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী, একটা পাহাড়,একটা নিঃসঙ্গ মেঘ, আর তাহাদের এইসব ভালোবাসার কচুরিলতা।
শুভ জন্মদিন ফাহা।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
পাতা ঝরার দিন শেষে চমৎকার সকালটির শুভেচ্ছা।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
শুভ জন্মদিন!
অরূপ, তানভীর, পরিবর্তনশীল, ধুসর গোধূলি, নিঘাত তিথি, অছ্যুৎ বলাই, শামীম হক- আপনাদের ভালোবাসায় স্নাত হলাম। এই বসন্তের দিনে আর বেশি কিছু পাওয়ার নেই কারো।
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
দেরীতে হলেও শুভজন্মদিন। ব্যস্ততায় লগিন করা হয়নি। আগামী দিনগুলো ভালো কাটুক। আর স্বর্গে যেহেতু নির্বাসন নিয়েছেন সেখানে নিশ্চই ভাল কাটছে?
স্বর্গেও ঋতু আছে জানেনই তো। বসন্ত চলে যাচ্ছে খুব দ্রুত। তাছাড়া সব ঠিকই আছে।
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
শুভ জন্মদিন ফারুক ভাই।
_____________________________
টুইটার
ফাল হয় ব্লগে বিরাজ করুন
শুভ জন্মদিন।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
প্রিয় সচল ফারুক হাসান-কে শুভ জন্মদিন।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
দেরি হয়ে গেলো। এই সেই ফাহা...??
শুভ জন্মদিন।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
প্রকৃতিপ্রেমিক, ইরতেজা, সংসারে এক সন্ন্যাসী, শেখ জলিল, থার্ড আই- আপনাদের শুভেচ্ছা পেয়ে ভালো লাগলো খুব।
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
শুভ জন্মদিন
(হা হা হা, কনফুর সুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বের হওয়া কাহিনীটা পইড়া মজা পাইলাম)
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
শুভ জন্মদিন য়ারুক ভাই। অনেক সুন্দর একটা জীবন শেষ অনেকদিন ধরে যাপন করুন।
দেরীর জন্য নিশর্ত ক্ষমা করবেন।
___________________________
বুড়োরা সবাই সমস্বরে বললো, "নবজন্ম", আমি চাইলাম "একটা রিওয়াইন্ড বাটন"
শর্ত একটা অবশ্য আছে। তাড়াতাড়ি আরামঘর (ত্যাগের ঘরও বলতে পারেন!) নিয়ে আরেকটা টুইটুম্বর লেখা নামান।
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
শুভ জন্মদিন ব্রাদার
থ্যাংকু!
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
নতুন মন্তব্য করুন