শিমুল মুস্তাফার আবৃত্তিঃ মকবুল সমুদ্রে যাবে-

কনফুসিয়াস এর ছবি
লিখেছেন কনফুসিয়াস (তারিখ: বুধ, ১৮/০৭/২০০৭ - ৫:১১অপরাহ্ন)
ক্যাটেগরি:

শিমুল মুস্তাফার প্রসঙ্গে কে যেন একবার বলেছিলেন, সম্ভবত লুৎফর রহমান রিটন, নাকি অন্য কেউ ভুলে গেছি, যে, এত ছোট্ট একটা শরীর থেকে এত জোরালো শব্দ কেমন করে বের হয় ভাবতেই অবাক লাগে!

গানের মতই আবৃত্তি বিষয়ক কোন জ্ঞান নাই আমার। শুনে শুনেই যতটুকু বুঝি সেটুকুই, মানে হলো, শোনার জন্যে তৈরি দু'খান কানের কল্যাণে বুঝবার জন্যে তৈরি একটা প্রাণ পেয়ে গেছি আমি, সেটাই ভরসা!

আবৃত্তির জন্যে পাগল আরো অনেক আগে থেকেই। আমি আর আমার পিঠাপিঠি ছোটমামা একসাথে বড় হয়েছি। আমি যখন সেভেন বা এইটে, ঐ সময় ওনার মনে অনুরাগের আবির্ভাব হয়েছিলো- তখন তিনি সারাদিন আবৃত্তি শুনতেন। মাহিদুল ইসলাম আর শমী কায়সারের বিনাশ ও বিন্যাসে শুনতে শুনতে প্রায় মুখস্খ হয়ে গেছিলো- আমার আবৃত্তি-প্রেমও আসলে তখন থেকেই।

পরবর্তিতে কার্জন হলের ছাত্র হবার সুবাদে টি.এস.সি যখন আমার সেকেন্ড হোম, তখন অনেকগুলো আবৃত্তি সংগঠনকে কাছ থেকে দেখেছি, অনেকগুলো প্রোগ্রামে গিয়েছি। ঐ সব আবৃত্তি সংগঠন গুলার প্র্যাকটিসে যাওয়াটা আমার কাছে ভীষন লোভনীয় লাগতো- নিজে যদিও কখনো আবৃত্তি করি নাই কিন্তু পাশে থেকে শুনেও শান্তি লাগতো!

তখুনি টের পেয়েছি যে প্রতিষ্ঠিত অনেক আবৃত্তিকারের চেয়েও আসলে ঐসব ক্ষুদ্্র সংগঠনের অনেক অখ্যাত ছেলে-মেয়ের আবৃত্তি অনেক বেশি বলিষ্ঠ্য।

বিপ্লব মজুমদার এরকমই একজন। এরকম অসাধারণ আবৃত্তি আমি আর কোথাও শুনি নি। তিনি অবশ্য বিখ্যাত ছিলেন তার প্যাঁচ নামক রম্য-আবৃত্তির জন্যে। অন্যজন হলেন জগজ্জীবন জয়। জীবনানন্দের কবিতা যেরকম অসাধারণ, তেমনি কঠিন হলো সেগুলোকে আবৃত্তিতে সুন্দর করে ফুটিয়ে তোলা, এই কাজটা জগজ্জীবন জয়কে খুব ভালোভাবে করতে দেখতাম।
ভালো লাগতো জাহিদ হাসানের আবৃত্তি, মাসুদ সেজান মোটামুটি। নুসরাত লাবণীও অসাধারণ।
ঐসব প্র্যাকটিসগুলোয় বিনা বাধায় থাকতে দিবে, শুধু এই লোভে রোদ বৃষ্টি ঝড় মাথায় করে নিয়ে কতবার যে ওদের নানা প্রোগ্রামের টিকেট বিক্রি করে দিয়েছি তার কোন হিসেব নেই!

একটা প্রোগ্রামের কথা মনে পড়ে, তখন অপারেশান ক্লিন হার্ট চলছিলো বোধহয়। রাতের বেলা আবৃত্তির প্রোগ্রামে আমরা সম্ভবত রাশান কালচারাল সেন্টারে। আহকামউল্লাহ এসে একটা অসাধারণ প্রতিবাদী কবিতা আবৃত্তি করে স্টেজ থেকে নামলেন, তার খানিকক্ষণ পর খবর পেলাম যৌথ বাহিনির হাতে তিনি গ্রেফতার হয়েছেন। ভীষন মন খারাপ নিয়ে হলে ফিরেছিলাম সেদিন।

টি.এস.সি তে মাঝে মাঝেই মুক্ত অনুষ্ঠান হতো আবৃত্তির। ঐ সব অনুষ্ঠানের কল্যাণেই জেনেছি, বিনাশ ও বিন্যাসেই আসলে মাহিদুল ইসলামের শ্রেষ্ঠ আবৃত্তি নয়, তারচেয়েও হাজার গুণ বেশি ভালো আবৃত্তি তাঁর- আমার বন্ধু নিরঞ্জন অথবা নূরালদীন!

এরকমই একটা মুক্ত অনুষ্ঠানের গল্প করেছিলো আমার বন্ধু কামরুল। শুনে ভীষন মজা পেয়েছিলাম। মঞ্চে আবৃত্তি করছিলেন শিমুল মুস্তাফা। সম্ভবত কেউ কথা রাখেনি বা ওরকমই কোন কমন কবিতা। মজা হচ্ছে, সেই আবৃত্তির সাথে সাথে বাউন্ডারির বাইরে দাঁড়িয়ে একটা টোকাই হাত-পা ছুঁড়ে ভীষণ নাচছে। আবৃত্তির সাথে কোন সঙ্গতি নেই, বা আবৃত্তির সাথে মানুষ নাচে এরকম উদ্ভট ধারণাই বা সে কোথায় পেল কে জানে, কিন্তু তবু সে নাচছে। শিমুল আবৃত্তির ফাঁকে ফাঁকে সেটা খেয়াল করলেন। একসময় আব ৃত্তি শেষ হলো, পরবর্তি কবিতা আবৃত্তির শুরুতে হঠাৎ শিমুল সেই টোকাইয়ের দিকে তাকিয়ে মাইকে বলে উঠলেন, “ এটা কিন্তু নাচের কবিতা নয়। তুই এবার খবরদার নাচবি না!'' টোকাই ভীষন লজ্জা পেয়ে কাঁচুমাচু মুখ করে টিএসসি ছেড়ে দৌড়ে পালালো!

শিমুলের আবৃত্তি আমার বেশ ভালো লাগে। এর মাঝে দুএকটা ভীষন প্রিয়! সেরকমই একটা হলো- মকবুল সমুদ্রে যাবে। কবিতাটি কার জানা নেই, ভাবেসাবে মনে হয় সৈয়দ শামসুল হকের হবে বোধহয়, কিন্তু জাস্ট অসাধারন একটা কবিতা। গায়ে কাঁটা দিয়ে যখন শিমুল তাঁর উদাত্ত গলায় পাকিস্তানী সেনাদের নৌকার উদ্দেশ্য বলে ওঠেন, আল্লাহু আকবর,ডুবি যা ডুবি যা ডুবি যা, বদর বদর ক, গাজী গাজী ক, হালার পুত হালারা ডুবি যা ডুবি যা, বাইনচোত ডুবি যা!!

মার্চ মাসের আগুন ঝরা দিনে তাই সহব্লগারদের জন্যে তুলে দিলাম শিমুল মুস্তাফার আবৃত্তিতে- মকবুল সমুদ্রে যাবে!

-----------
লেখাটি সামহোয়্যারে পোষ্টানর পরে অমি রহমান পিয়াল জানালেন- কবিতাটি মণিভূষণ ভট্টাচার্য্যের লেখা, নাম সমুদ্রে যাবে।
ধন্যবয়াদ পিয়াল ভাইকে।


মন্তব্য

নজমুল আলবাব এর ছবি

কৈশোরের প্রেম ছিল আবৃত্তি...

আহা কতদিন কবিতা পড়িনা...

কতদিন কবিতা শুনিনা...

মঞ্চ তুমি কেমন আছ?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আবৃত্তি শোনা শুরু করেছিলাম শিমুল মুস্তাফার 'মধ্যরাতে বাড়ী ফেরা' এলবাম দিয়ে। সেই থেকে ভক্ত।
ব্যক্তিগত অভিমত: 'মকবুল সমুদ্রে যাবে' কবিতাটি শিমুল মুস্তাফার কন্ঠে ভালো লাগেনি। চট্টগ্রামের ভাষাটা ঠিকমতো উচ্চারিত হয় নি।
_________________________
'আজকে না হয় ভালোবাসো, আর কোন দিন নয়'

হযবরল এর ছবি

তোমার কল্যাণে আগেই শুনেছি, ভালো লেগেছে কবিতাটা। আমি আগে যে কথা বলেছিলাম সেটা শিমূল ও বলছে দেখা যায়। চট্টগ্রামের ভাষাটা হয়নি।

ফারুক হাসান এর ছবি

আগের বারই লেখাটা পড়ে কবিতাটা শুনতে পেয়েছিলাম। এত দারুণ একটা কবিতা। সিংহপুরের বন্ধুমহলে তারপরে 'বদর বদর ক'চালু করে দিসি।
-----------------------
এই বেশ ভাল আছি

অপালা এর ছবি

কবিতা শুনার শুরু শিমুল মোস্তফার কবিতা দিয়ে ই তার আগে বাবার মুখে, কালাম স্যার এর মুখে। এখন ও সে আমার খুব প্রিয় একজন আবৃত্তিকার, যদিও তার কোন ক্যাসেট নেই।

আগে পড়ি নাই এই প্রথম পড়লাম, কবিতাটা এখন ও শোনা হয়নি।

হাসান মোরশেদ এর ছবি

আচ্ছা,কামরুল হাসান মঞ্জু কি এখন আর আবৃত্তি করেননা?

-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

তারেক এর ছবি

নামাচ্ছি, আগে শোনা-পড়া কোনটাই হয়নি।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

দ্রোহী এর ছবি

এই লেখাটা যেদিন প্রথম পড়েছিলাম সেদিনই কবিতাটা প্রথমবারের মতো শুনেছিলাম। কনফু, অনেকদিন ধরেই তোমার অসাধারণ গদ্য থেকে বঞ্চিত করে রেখেছো আমাদের।


কি মাঝি? ডরাইলা?

ফারুক হাসান এর ছবি

জনাব হাসান মোরশেদের করা প্রশ্নটা আমারও, কামরুল হাসান মঞ্জু কি এখন আর আবৃত্তি করেননা?
দৃষ্টি (ঢাকা) আয়োজিত একটা আবৃত্তি কর্মশালায় প্রথম তাকে দেখি ও তার আবৃত্তি শুনি। তিনি অন্যতম প্রশিক্ষক ছিলেন। তার কন্ঠে লেনিনকে নিয়ে সুকান্তর কবিতাটা এক কথায় অসাধারণ লেগেছিল।

-----------------------
এই বেশ ভাল আছি

নিঘাত তিথি এর ছবি

শিমুল মোস্তফা খুব ছোট্ট শরীরের নয় তো রে...একটু হালকা-পলকা বলা যেতে পারে।

আমার কাছে মনে হয়, ঈশ্বরপ্রদত্ত কণ্ঠটাই তার সবচেয়ে বড় সম্বল। অত চমতকার কণ্ঠে যা-ই বলা হয়, শুনতে ভালো লাগে। কিন্তু আবৃত্তিতে তার চাইতে ট্যালেন্টেড অনেককে আমি দেখেছি।

--তিথি

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।