লেয়ার কেইক

কনফুসিয়াস এর ছবি
লিখেছেন কনফুসিয়াস (তারিখ: শুক্র, ২০/০৭/২০০৭ - ৯:২৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

২০০৪ এ বের হওয়া মুভি 'লেয়ার কেইক', এতদিনেও দেখি নি। অবশ্য আমি একাই নাকি আমার সাথে পুরো পৃথিবীবাসী, এই তর্কে ইচ্ছে করলেই খানিকটা সময় খরচ করা যায়। কারণ- নতুন বন্ড ক্যাসিনো রয়াল বের হবার আগে ড্যানিয়েল ক্রেইগের এই মুভিটি ভিডিও ক্লাবের কোন শেলফের শোভাও বাড়াচ্ছিলো না।
দেখে ভাল লাগলো। ক্রেইগের নাম নেই এই ছবিতে, মানে আছে আর কি একটা, মিষ্টার এক্স। ড্রাগ ডিলার, বড় মাপের। এ ধরণের ছবিগুলোকে কি ধরনের জেনরে ফেলে? খুঁজে দেখি, তিনটা কথা বলা আছে। ক্রাইম, ড্রামা, থ্রিলার। নতুন কোন শব্দের আসলেই প্রয়োজন নেই। বরং এই তিনটেই কোনটা কাকে ফেলে টপকে গেছে সেটা বরং চিন্তার বিষয় হতে পারে।
দেখতে দেখতে আমার আরো একটা সিনেমার কথা মনে হচ্ছিলো, লর্ড অব ওয়ার, নিকোলাস কেইজের। ওখানে কেইজ থাকে আর্মস ডিলার। দু'টি সিনেমার মধ্যে আরেকটা বিষয়ে খুব মিল, দুর্দান্ত সব ডায়লগ দুটাতেই।

ক্রেইগের আরো খানিকটা ভক্ত হলাম। সেই সাথে দু'টা নাম মুখস্থ করে নিলাম, ম্যাথু ভন, আর এন্ড্রু নিকোল। দুই পরিচালকের। এদের আরো ছবি পেলে দেখতে হবে!


মন্তব্য

দ্রোহী এর ছবি

হুম, কুংফু ভাই, তুমি না বলিলে এই ছবির নামও অজানা থাকিয়া যাইতো।


কি মাঝি? ডরাইলা?

কনফুসিয়াস এর ছবি

এইটা প্রথম পাতায় দেই নি। আপনি খুঁজে পড়েছেন দেখে মজা লাগলো! হাসি
-যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

দ্রোহী এর ছবি

হাসি
নিজে লিখতে পারি না। তাই প্রিয় মানুষদিগের লেখা খুঁজে খুঁজে পড়ি, সেটা প্রথম পাতায় থাকলেই কি না থাকলেই কি?


কি মাঝি? ডরাইলা?

কনফুসিয়াস এর ছবি

ইটা আবার কিটা কথা?
আপনের আদম চরিত নামান ঝটপট!
-যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

নিঘাত তিথি এর ছবি

প্রথম পাতায় দেন নাই কেন জনাব?

--তিথি

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

কনফুসিয়াস এর ছবি

কারণে কারণে...
-যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

আশিক আহমেদ এর ছবি

লর্ড অফ ওয়ার চমৎকার ছবি। লেয়ার কেক দেখতে হবে।

অমিত আহমেদ এর ছবি

বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যলে ভাল রিভিউ ছিল মুভিটার। তাই বের হবার পর পরই দেখেছি। তখন থেকেই আমি ক্রেইগের ভক্ত।


আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে

কনফুসিয়াস এর ছবি

হ, মনে হচ্ছে একজন সঙ্গী পাওয়া গেলো। হাসি
-যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

অমিত আহমেদ তো দারুণ মুভিখোর মানুষ। এই ছবিও দেখা।
সময়ের অজুহাত তুলে সিনেমা হলে যাই না।
না, অন্যরা ছবির আলোচনা করলে নিজেকে বোকা বোকা লাগে। কত সিনেমার নামই শুনিনি।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

শাফকাত আহমেদ এর ছবি

লর্ড অব ওয়ার আমার দেখা অসাধারন ছবিগুলোর একটি। আমার মতে নিকোলাস কেজ এর সবচাইতে ভাল ছবি এটি। অনেকে লিভিং লাস ভেগাস এর কথা বলতে পারেন তবে 'লর্ড অব ওয়ার' আর 'ওয়েদারম্যান' এর বর্ননাকৌশল জটিল।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।