শেল-এর সার্ভিস স্টেশানে পার্টটাইম জব করি।
সেদিন গিয়ে, রাতে, কাউন্টারে দাঁড়াতেই খুব ব্যস্ত হয়ে গেলাম। পরিচিত এক ক্রেতা এসে নিয়ম-মাফিক শুভেচ্ছা বিনিময়ের পরেই জিজ্ঞেস করলো, আজকে ডাকাত আসে নি তো? কুশল জিজ্ঞাসার এই পর্বগুলোর সাথে এখন পরিচিত আমি, হেসে বলি, না, এখনো নয়।
একজন, দুইজন, তিনজন। চতুর্থ ক্রেতা একই ভাবে ডাকাতের কথা বলায় আমি ভাবলাম, কোথাও নির্ঘাৎ গন্ডগোল আছে। বললাম, আজ সবাই ডাকাতের কথা জিজ্ঞেস করছো কেন বলো তো?
ও অবাক! তুমি জানো না?
জানলাম। দু'দিন আগে, রাতে, এখানে ডাকাতি হয়ে গেছে! বিশাল একটা কিচেন-চাক্কু নিয়ে এসে ক্যাশ টাকা নিয়ে গেছে ডাকাত।
নির্ঘাৎ ড্রাগি বা জাংকিজ-গুলো হবে। তবু স্টোরে একা হতেই খানিকটা ভয়-ভয় করলো। ডায়রি খুলে দেখি, কোথাও ডাকাতির উল্লেখও নেই! কি আশ্চর্য, কেউ আমাকে কিছু জানালো না কেন?
বিশাল রেগে মেগে ডায়রিতে বড়সড় একটা নোট রাখবো, ভাবতে ভাবতেই ম্যানেজার ফোন করলো। এ কথা সে কথার পরে বললো, ডাকাতির কথা। আমাকে সাহস জোগালো। আমি বললাম, ঠিকাছে। আমি ভীত নই।
শেষমেষ এলো আসল কথায়।
যে ছেলেটা ছিলো ডাকাতির দিন, ও নাকি একটু ডিপ্রেশানে ভুগছে, কাজ করতে পারবে না কিছুদিন, আমি যদি ওর শিফটগুলো করি, তবে খুব ভাল হয়।
একদম ইচ্ছে হলো না। রাতে কাজ ভালো লাগে না, তারউপর এই সব, মানা করলাম, পারবো না বললাম, তবু ম্যানেজার দেখি নাছোড়বান্দা, সেই একই কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে।
অনুরোধে ঢেঁকি গিলবার ব্যাপারে সুনাম আছে আমার, অবশেষে মনে হলো, অনুরোধে এবার ডাকাতও গিলতে হবে।
মন্তব্য
বস আপনারে তো পাওয়া যায় না। এট্টু কথা বলতাম। সময় হবে কি? মেসেঞ্জারে
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
ডাকাত গিলে ফেলেছিস এর মাঝেই? কোন কথা! আশ্চর্য! মানা করে দিলে কি হয়?
মেজাজ খারাপ হচ্ছে। গরররররর
--তিথি
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
সমস্যা নাই। তোর এই কমেন্টটা ট্রান্সলেট করে ম্যানেজার বরাবর পাঠিয়ে দিবো।
হোকে?
-যা দেখি তা-ই বলি...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
অনুরোধে ডাকাত গেলা!
আর যাই হোক, ডাকাত-টাকাত এসে পড়লে বাহাদুরি না দেখায়া যত্ন কৈরা উনাদের ডাকাতি করতে দিয়েন।
আরেহ না! পাগল! টাকা গেলে যাবে কোম্পানীর, আমি বাগড়া দিবো ক্যান?
-যা দেখি তা-ই বলি...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
আসলেই। ডাকাত না গিললেও পারতি!
ভাল আছি, ভাল থেকো।
ভাল আছি, ভাল থেকো।
অনুরোধে ডাকাত গেলা!! সর্বনাশ!!!
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
দোকানে গ্রিল লাগাইতে কন।
চানখারপুলে ফার্মেসিগুলা দেখছেন? শুধু জানালা দিয়া কারবার।
লন্ডনেও অনেক স্টোর আছে, যেগুলো স্টেশনের একমাত্র স্টোর সেগুলো খুব প্রটেকটেড। গ্রিলের ভিতরে দোকান। আরে বাংলাদেশে সিএনজি ড্রাইভারের খাঁচা দেখেন নাই? চলমান কারাগার।
নিরাপত্তা হচ্ছে এমন একটা বিষয় যা নিয়ে আপনি বিদেশে কন্সালটেন্সি দিতে পারবেন। শুধু চোখ বুঁজে বাংলাদেশের উদাহরণ মাথায় নিয়া আসলেই হলো। তারপর কপি-পেস্ট।
ডাকাতি হচ্ছে। বিরাট সুযোগ। সিকিউরিটি কন্সালটেন্ট হয়ে যান।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
আপনার মন্তব্য পড়ে ডাকাতি-পরবর্তী ইতিহাস লিখতে ইচ্ছে হলো। কিন্তু সেটা বেশ দুঃখময়, পরে কখনো লিখবো।
-যা দেখি তা-ই বলি...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
ব্যাপার না। প্রস্তুত হয়ে যাও, ভবিষ্যতে শুধু ডাকাত না, আরও কতকিছু গিলতে হবে!!
কি মাঝি? ডরাইলা?
নতুন মন্তব্য করুন