দূরত্ব
---------
দুয়েকটা মাছরাঙার গলা টিপে দিতে মন চায়।
জানালা খুলে নির্নিমেষ চেয়ে থাকি।
চারটে বনভূমি পেরিয়ে- কোন এক বোকা মানবীর
অশ্রু ঝুলে থাকে মাকড়সার জালে;
আমি তাকে মধু ভেবে খেয়ে নিই।
আমি ছুয়ে দিতে গেলে-
সরে সরে যায় শুধু মেঘ।
আহা রঙধনু, তোমাকে মাখিয়ে মুখে
সুখ নিতে চাই, তাই, আকাশের সাথে
বাড়ে আমার শত্রুতা।
স্মৃতি জুড়ে প্রজাপতি, ক্লিশে হয়ে আসে দিনে দিনে-
পরীদের ডানা কেটে নিয়ে,
মনে হয় উড়ে যাই আমি পখীরাজ-
দিয়ে আসি সেই বোকা মানবীরে।
পৃথিবীর যাবতীয় সৌন্দর্য্যের নিকুচি করি আজ।
আমাদের বেদনা যেন দূরত্বের বর্গানুপাতিক।।
বেদনা সহেনা প্রাণে, আমি তারে সমাহিত চাই।
ভীষণ আক্রোশ মনে, তুষে রেগে ওঠে ক্রোধানল-
পাখীদেরো ডানা ভেঙ্গে দেবো!
গুণে গুণে মটকাই দোয়েলের ঘাড়-
ফাঁক পেলে, দুয়েকটা শালিকেরও।
-----------
২২/০৭/০৭
মন্তব্য
পৃথিবীর যাবতীয় সৌন্দর্য্যের নিকুচি করি আজ।
আমাদের বেদনা যেন দূরত্বের বর্গানুপাতিক।।--গতিমান
-----------------------
এই বেশ ভাল আছি
'পৃথিবীর যাবতীয় সৌন্দর্য্যের নিকুচি করি আজ।
....
গুণে গুণে মটকাই দোয়েলের ঘাড়-
ফাঁক পেলে, দুয়েকটা শালিকেরও।'
একদম আমার আজকের অনুভূতি। প্লেজিয়ারিজম মনে হচ্ছে, হাহাহা...
কবিতার ব্যাকগ্রাউন্ড জানতে চাই।
আমার জন্য খুবই খারাপ কথা!
কনফু- কি বলবো! কবিতা খুবই ভালো হয়েছে।
আর একটা কথা, বেশী দিন অপেক্ষা করতে হবে না। ব্যবধান ঘুচে যাবে।
কি মাঝি? ডরাইলা?
ওয়াও!
খুউব ভাল লাগল।
এই রকম কিছু কবিতার জন্যই বিরহে থাকা দরকার সবার।
ভাল থাকিস। আরো চাই এরকম অদ্ভুত সুন্দর কিছু কবিতা।
ভাল আছি, ভাল থেকো।
ভাল আছি, ভাল থেকো।
পঠনে আরাম পাইলাম...
স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...
স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...
সবাইরে ধন্যবাদ।
ঘটনা সত্য। বউয়ের ভিসা ঝুলাইয়া রাখছে হারামজাদা অজি এম্বেসী, সেই রাগে গতকাল এই কবিতা বাইর হইলো।
মজা হইতেছে, কবিতা পোষ্ট করলাম ভোর রাতে, একটু আগে খবর পেলাম, ভিসা হয়ে গেছে!
এই জিনিস আগে লেখা খুব দরকার ছিলো মনে হচ্ছে!
-যা দেখি তা-ই বলি...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
আর রে কঠিন!
কংগ্র্যাটস্!
ভাল আছি, ভাল থেকো।
ভাল আছি, ভাল থেকো।
দারুন
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
দারুন। কবিতা, ভিসার খবর সবই দারুন। শুভকামনা আপনাদের জন্য।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
ভিসা পাওয়ার পরের অনুভূতি নিয়ে আরেকটা কবিতা হয়ে যাক।
নাকি কবিরা শুধু বিরহেই লিখে?
_________________________
'আজকে না হয় ভালোবাসো, আর কোন দিন নয়'
শিমুল ভাল বলেছ।
তো হয়ে যাক, কনফু!
ভাল আছি, ভাল থেকো।
ভাল আছি, ভাল থেকো।
কীয়ের কি! আমারে যাতা দিলেও কবিতা বাইরয়না, কইলেই হইলো!
-যা দেখি তা-ই বলি...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
gdn
*********************************************
এটার মানে কি?
-যা দেখি তা-ই বলি...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
নৃশংস।
হু, তা বটে।
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
এরম সময় আমারো গেছে। কবিতা হিসেবে দুর্দান্ত।
আমার অবশ্য শালিক টালিকের ওপরে আক্রোশ জন্মায় নাই। সবুজ পাসপোর্টের ওপরে রাগ কাজ করলেও সেটা একসময় মমতায় রূপান্তরিত হয়েছে। কিন্তু অ্যাম্বেসিতে কাজ করা দেশি ভাইবোনগুলাকে হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠিয়ে দেয়ার আক্রোশটা এখনও বর্তমান।
জার্মানির ফ্যামিলি ভিসা নিয়ে ভোগান্তি এখন আরো বেড়েছে। বাধ্যতামূলকভাবে জার্মান ভাষা (প্রাথমিক লেভেলে) শিখে আসতে হয়। গ্যোটে ইন্সটিটিউটের শিক্ষকগুলা অমানবিক অভদ্রের চুড়ান্ত ভাষায় কথা বলে, রেজাল্ট-পরীক্ষা নিয়ে ঘুরাতে ঘুরাতে জান কালা করে দেয়। নিয়মিত ক্লাসের বাইরে হাজার বারো টাকা নিয়ে প্রাইভেট পড়ায়, এরপরেও মাত্র ১০ থেকে ১৫% এর মত পাস করায়। আমাদের জাতীয় চরিত্রে হীনমন্যতা খুব প্রবল। এজন্যই একজন সুযোগ পেলেই আরেকজনকে যতোটা পারি ঠ্যাক দিয়ে যাই।
(কবিতার আলোচনায় পলিটিক্স ঢুকায় ফেললাম )
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
এ তো দেখি রীতিমতন পুলসেরাত পার হবার মত ব্যাপার। এত ঝামেলা করে ভিসার জন্যে এপ্লাই করতেই তো এনার্জি শেষ হয়ে যাবার কথা।
অজি ভিসা সেই তুলনায় বেশ সহজই আসলে। খালি এক্টু সময় বেশি লাগায়, এই যা!
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
নতুন মন্তব্য করুন