বড়মণিদের ছড়া

কনফুসিয়াস এর ছবি
লিখেছেন কনফুসিয়াস (তারিখ: বুধ, ২৮/০৫/২০০৮ - ৭:৪১অপরাহ্ন)
ক্যাটেগরি:

আহা, জানি জানি,
গোলাপেরও কাটা আছে ভারি,
সারি সারি।

তবু তাতে কি ভয় আমার?
আমিওতো বহু পাকা মালী।

ওরকম কাঁটা এড়িয়ে,
গোলাপ ছুঁয়েছি গুণে গুণে।

তবু আজ কি জানি কেমনে,
হাত ফুটে যায় হায়,
তোমার আঁচলে ঢাকা
সেফটিপিনে!

--------
২৮ মে, ২০০৮

( নামকরণের কৃতজ্ঞতাঃ জনাব হিমু )


মন্তব্য

স্বপ্নাহত এর ছবি

শেষ পর্যন্ত আপনেও বড়দের দলে নাম লেখাইলেন দেঁতো হাসি

এইটা ছাপানোর পূর্বে ঘরকর্ত্রী কর্তৃক উত্তমরুপে সত্যায়িত করা হইয়াছে তো? চিন্তিত

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

কনফুসিয়াস এর ছবি

আঠারো হইছে?
যাও গিয়া ওযু করে আসো।
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

স্পর্শ এর ছবি

মজার ছড়আ।
কিন্তু ছোট মনিরা সব পড়এ ফেলতেসে তো!!
-----------------------------
এখনো নজরবন্দী!


ইচ্ছার আগুনে জ্বলছি...

কনফুসিয়াস এর ছবি

আমিও সেটা নিয়াই বেশি চিন্তিত।
তা, আজ্ঞে, মানে, আপনার বয়েস জানি কত?

-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

দ্রোহী এর ছবি

কী খারাপ!!!!!!!!!!!!!

কোপানির আলাপ করে!!!!!!!!!!!!!!!!!


কি মাঝি? ডরাইলা?

শেখ জলিল এর ছবি

বেশ রসালো।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

রায়হান আবীর এর ছবি

খাইছে...
---------------------------------

রাতুল এর ছবি

পিনে লেগে তবে কি কেটে যায়?
গোলাপ ছোয়ার আশায়!

"বহু পাকা মালী" তবে হবে কি উপায়?
"কাটাবিনে ফুল" সবারে ফাসায়।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

বেশ ভালো...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

ছিঃ ছিঃ ছিঃ এই ছিলো শেষে!!
সবাই ভদ্র নয় যারা সাধু বেশে
শুরু করে কবিতার ধ্যাণ
কে জানে অবশেষে
তারা এতো দুষ্টু হয়ে যায় ক্যান!

কনফুসিয়াস, কবিতা তুখোড় হইছে। আপনারে মিয়া হিংসা হইতাছে। পূর্ণেন্দুরে ছাড়াইয়া যাইবেন দ্যাখতাছি।

কনফুসিয়াস এর ছবি

আপনে তো দেখি চারণ কবি! বলতে না বলতেই কবিতা বানায়া ফেললেন!
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

তীরন্দাজ এর ছবি

আহা! বড়ই রোমান্টিক কবিতা। সেফটিপিন আঙ্গুলে কেনো, বুকের গহনেই খোঁচা দেয়!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

কনফুসিয়াস এর ছবি

হু, নামের এত বড় অবমাননা সেফটিপিনের পক্ষেই কেবল সম্ভব!
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

সুমন চৌধুরী এর ছবি
কনফুসিয়াস এর ছবি

হাসি
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

আকতার আহমেদ এর ছবি

"সংলাপে যাইবোনা বলে দিছে দেলোয়ার"
আপনিতো দেখতাছি পুরা পাকা খেলোয়াড় !

লেখা ভালৈছে
দিলাম (বিপ্লব)

কনফুসিয়াস এর ছবি

ধন্যবাদ।
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আহারে, এমুন কইরা ভালাভালাপুলাপাইনগুলা সেপ্টিপিনের গুতা খাইতেআছে ।

কনফুসিয়াস এর ছবি

তা শিমুল, কি বলেন, বেশি ব্যথা লাগে নাকি?

-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।