আমার এক বন্ধু দেশ থেকে ঘুরে এলো সম্প্রতি। যাবার সময় "কিছু আনতে হবে কি না"- এই প্রশ্নের উত্তরে প্রায় নির্দ্বিধায় সাম্প্রতিক সময়ের মুভিগুলোর ডিভিডি নিয়ে আসতে বললাম। এমনিতে এখানকার মুভি ক্লাবে ডিস্কপ্রতি ভাড়াও খুব বেশি না, সস্তাই বলা চলে। তবু ইষ্টার্ণ প্লাজার সাথে তার কোন রকম তুলনাই চলে না। এছাড়া একদম নতুন মুভিগুলোও পেয়ে যাবার সম্ভাবনা আছে। ইতিমধ্যেই আমি দ্রোহী ভাইয়ের দেয়া লিংকে গিয়ে নতুন মুভি দেখতে দেখতে মাসের প্রথম সাতদিনেই আমার পুরো মাসের ডাউনলোড কোটা খতম করে বেজায় বিপাকে পড়েছি। এজন্যেই শাস্ত্রে আছে, দুষ্টু লোকের মিষ্টি কথায় কান দিতে নেই। দ্রোহী ভাই এর পরে যতই লোভনীয় লিংক হাজির করুন, আমি আর ঐ পথে পা বাড়াচ্ছি না।
তো, বন্ধু এখানে ফিরবার সাথে সাথে আমিও আচমকাই প্রায় শ"খানেক দেখা না দেখা সিনেমার মালিক বনে গেলাম। এই অযাচিত আনন্দে গত কদিন অনেকগুলা সিনেমাও দেখা হয়ে গেল টপাটপ।
প্রথমদিন মুভিগুলোর এলবাম হাতে নিয়ে দেখছিলাম কি কি আনা হলো, দেখতে দেখতে এই সিডি যারা তৈরি করেন, তাদের বুদ্ধির প্রশংসা না করে পারা গেল না। হরেক রকমের কালেকশান একেকটা ডিভিডিতে। একসাথে তিন/চার বা পাঁচটি মুভি হয়তো, কোনটায় থ্রিলার মুভিগুলো একসাথে দেয়া, কোনটায় হরর। আবার অভিনেতা অনুসারেও কালেকশান বানানো, টম হ্যাংক্স, কিয়ানু রিভস, এন্জেলিনা জোলি, টম ক্রুজ- এরকম নানান রকম। হঠাৎ একটা কালেকশান দেখে তুমুল মজা পেলাম। পামেলা এন্ডারসন!
আহা, একটা সময় এই মহিলা আমাদের বয়েসী কিশোরদের নিদ্রা বা জাগরণে দরজা নক না করেই ঢুকে পড়তেন। তাতে যে আমরা খুব একটা নাখোশ হতাম, এমন কথা বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না। বন্ধুরা যারাই নতুন কম্প্যু কিনতো, কোন একটা ড্রাইভের ভিতরে একের ভিতরে আরেক, তার ভেতরে আরেক, এরকম গভীর গোপন কোন জায়গায় লুকোনো ফোল্ডারে গিয়ে এই স্বর্ণকেশী কানাডিয়ান ভদ্রমহিলার ছবিই সবচেয়ে বেশি জমানো হতো। কোথায় যেন পড়েওছিলাম, গুগলে পামেলার খোঁজেই নাকি সবচেয়ে বেশি সার্চানো হয়েছে। লুকিয়ে বেওয়াচ দেখার স্মৃতি এখনো মুছেনি মন থেকে, তার মধ্যে পামেলার সিনেমার কালেকশান হাতে পেয়ে মন্দের ভাল হলো এই যে, নিজের বয়স হুট করে দশ বছর কমে গেলো! ইশ, আশপাশে বন্ধুগুলো নেই, এটাই যা দুঃখ।
*
অন্জন দত্তের বানানো একটা মুভি দেখলাম মাত্রই। দি বং কানেকশান।
অন্জনের গান নিয়ে মুগ্ধতার কোন সীমা-পরিসীমা নাই। আমাদের সাংসারিক এমপিথ্রিপ্লেয়ারে নিয়ম করে কদিন পর পর গান আপডেট করা হয়। প্রায় প্রতিবারই সব গান মুছে ফেলা হয় নতুন গান ভরবো বলে, তারপর অবশ্যম্ভাবী ভাবে অন্জনের ফোল্ডার পুরোটা আবার কপি করা হয়। প্রতিবার একই কাহিনি।
কিন্তু অন্জনের সিনেমা ঠিক একইরকম ভাললাগা মনে আনে কি না তাই ভাবছি। এর আগে, অন্জনের একটা সিনেমার কথাই মনে করতে পারছি, বোধহয় আট বা দশ বছর আগে, বাংলা নয়, হিন্দী মুভি ছিলো সেটা- বড়া দিন। সিনেমার কাহিনি মনে নেই ঠিকঠাক, তবে গানগুলো খুব সুন্দর ছিল।
তারপরে, ভারতীয় কোন একটা বাংলা চ্যানেলে দেখেছিলাম অন্জনের বানানো একটা ড্রামা সিরিয়াল বা এরকম কিছু। নাম মনে নেই, রাজা অপেরা সম্ভবত। তবে সেটাও একেবারেই মনে দাগ-টাগ কাটেনি।
দি বং কানেকশান দেখতে বসার সময় অবশ্য আগের এসব কথা তেমন মনে ছিল না। বেশ আয়েশ করেই দেখে গেছি পুরোটা।
সিনেমার গল্প খুব সাদামাটা। মূলত প্রবাসী বাঙ্গালী এবং শেকড়ের সাথে তাদের টানা-পোড়েন নিয়ে গল্প। শুরুতে দেখায় একজন চাকরী নিয়ে ইউএস যাচ্ছে, অন্যদিকে ইউএস-এ বড় হওয়া আরেকজন বাঙ্গালী কোলকাতায় ফিরে আসে নাড়ীর টানে। এই দুই পরবাসে দুই বাঙ্গালীর কান্ডকীর্তি, নানা ঘটনাপ্রবাহে তাদের অভিজ্ঞতা এবং আশপাশের মানুষদের নিয়ে তৈরি দি বং কানেকশান।
গল্পে আসলে কোন অভিনবত্ব নেই। এরকম গল্পগুলোকে আমি গুগল-গল্প বলি। মানে, কোন একটা শব্দ নিয়ে গুগলে খোঁজ লাগালে একদম প্রথম দিকে যে লিংকগুলো আসে, ওগুলোই সবচেয়ে কমন লিংক। বং কানেকশানের গল্পটাও তেমনি। পরবাসী মন নিয়ে ভাবতে বা লিখতে গেলে একদম কমন-গল্প হিসেবে যে ঘটনাগুলো মনে আসবে, বং কানেকশান তার বাইরে হাঁটেনি একদম।
তবু, পুরো ছবিটা দেখে যেতে কোথাও খারাপ লাগেনি। নতুন কোন গভীর ভাবনার উদ্রেক ঘটায়নি মনে, তেমন বিষম কোন চিন্তা-টিন্তায় ফেলে দেয়নি, একদম সরলরৈখিক ভাল লাগা।
নীল দত্তের মিউজিক, এক কথায় দারুণ লেগেছে। থিম মিউজিক ছাড়াও, সুজন মাঝিরে গানটা তুমুল। অন্জন বেশ অনেকটা বদলে নতুন করে গেয়েছেন তার "তুমি না থাকলে" গানটা। এটাও চমৎকার।
আর যে গানটার কথা লিখবো না ভেবেছিলাম, তবু লিখছি- রবি দাদুর পাগলা হাওয়ার বাদল দিনে গানটা সম্পূর্ণ ঝিনচ্যাক কম্পোজিশানে গাওয়া হয়েছে এই সিনেমায়। পরীক্ষা নিরীক্ষা আমার কাছে বরাবরই বেশ লাগে, শুনে ভাল লাগলে ভাল বলবো, নইলে বলবো "দুরে গিয়ে মর", ব্যস, এইতো।
ঘটনা হচ্ছে, পাগলা হাওয়ার মুল গানটাকে রীতিমতন ওলট পালট করে দেয়া এই নতুন ভার্সানটা শুনতে, খারাপ দুরে থাক, বরং বেশ ভাল লেগেছে। এতই যে, মাঝে মাঝেই ইউটিউবে গিয়ে গানটা শুনে, বেশ খানিকটা অপরাধী-অপরাধী মন নিয়েও মজা নিচ্ছি।
*
ইউটিউবের লিংকগুলো দিয়ে দিচ্ছি নীচে। ভাল লাগলে পরে সিনেমাটাও দেখে নিতে পারেন। হাতের কাছে না পেলে ইউটিউবেই পেয়ে যাবেন।
১। পাগলা হাওয়ার বাদল দিনে
২। থিম মিউজিক
৩। সুজন মাঝিরে
৪। তুমি না থাকলে
মন্তব্য
রবি বাবুর গানের নতুন ভার্সন শুনে মজা পেলাম। সাথে আবার রাইমা
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
পামেলা! এইখানেও!
অঞ্জনের গান নিয়ে কি আর বলার আছে। যখন মনটা প্রচন্ড খারাপ থাকে, কোন চিকিৎসাতেই তাকে ভাল করা যায় না, তখন এই গান টা শুনি। মনটাকে আরো খারাপ করে দেই।
আমি বৃষ্টি দেখেছি
বৃষ্টির ছবি এঁকেছি
আমি রোদে পুড়ে ঘুরে ঘুরে
অনেক কেঁদেছি।
@রেনেট,
রাইমার কথাটা আলাদা করে বলা হয় নাই আসলে। কিন্তু সবার মন্তব্য পড়ে মনে হচ্ছে না বলে ভুল করে ফেলেছি!
@ ফেরদৌস,
বৃষ্টি নিয়ে গাওয়া অন্জনের সব কয়টা গানই আমার খুব প্রিয়।
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
তাই তো কই! ইস্টার্ণ প্লাজায় ঘুরাঘুরি করেও কেন কোন ডিভিডি পাওয়া যাচ্ছে না কেন? সব নিয়া গ্যাসেন। এই অবিচার মানি না। এমনিতে ঘোড়ার মত ইণ্টারনেট স্পীড নিয়া আছেন। তার উপর আবার গরীবের সম্পত্তির দিকে হাত বাড়ান কেন?
আহা! পামেলা এণ্ডারসন। জিনিয়াস একটা। কানাডা অনেক গুণবতী আর রূপবতীকে জন্ম দিছে। আমার আরেক প্রিয় কানাডিয়ান বালিকা হইল এভরিল লেভিগ্ন।
অঞ্জনের গানের কোন তুলনা আমি আজ পর্যন্ত পাই নাই। গানের সুরের কোন বৈচিত্র্য নেই অথচ-
এরপরে আমি একটা সিদ্ধান্ত নিছি- গানের আসল জিনিস হচ্ছে লিরিক।
অঞ্জনের বিশ মিনিট দৈর্ঘ্যের একটা সিনেমা আছে। এক নায়িকার পরকীয়া প্রেমের কাহিনী নিয়ে। ভাল্লাগছিল।
আমিও সারাদিন পাগলের মত সিনেমা দেখতেছি। আজকে দেখলাম the 400 blows আর crimson tide...
ইদানীং ডেভিড ক্রোনেনবার্গের মুভির ভক্ত হয়ে গেছি। অসাধারণ লাগে। বিশেষ করে ভায়োলেন্স। তিনি আবার বন্দুকের মারামারি পছন্দ করেন না। তার প্রিয় অস্ত্র ছুরি।
অনেক কথা বলে ফেললাম। কী করব? কথা বলার কেউ নেই। এখন অঞ্জন দত্তের ঐ গানটা শুনতেছি-
বেইলি রোডের ধারে আমি দেখেছি তোমায়
রাতের অন্ধকারে- আমি দেখেছি তোমায়।
এই গানের সবচে অসাধারণ দুইটা লাইন হলো-
ডলারের হার বাড়লে- ওদের দর বদলায়
শুধু-
চোখের জল কিংবা পানি- সে তো নোনতাই থেকে যায়।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
সদ্য দেখা সিনেমাগুলা নিয়া লেইখা ফেলো এইখানে। পড়তে পড়তে আমরাও দেখি।
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
পাগলা হাওয়ার চাকভুম ভার্সনটা খারাপনা, কিন্তু মাঝখানে সস্তা হিন্দী সিনেমার মত উউউ লাগিয়েছে কেন ?
আবিদ নামে এক গায়ক কিছু রবীন্দ্র সঙ্গীত গেয়েছেন, তার একটা সিডি আমার মা বাজায় প্রায়ই । আমারো খুব একটা খারাপ লাগেনা । না শুনে থাকলে শুনে দেখতে পারেন । পাগলা হাওয়াটা আবিদের সিডিতে আমার আরো ভাল লেগেছে ।
মাঝিরে টা অসাধারন ! বেশি কথা বলার দরকার নাই ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
দিবোনে, যান আইজকা ঘরে!
দ্রোহী মেম্বারের একটা ইয়ে মতো বিচার হতে হবে। ব্যাটা আমার নেট লিমিট না খেতে পারলেও সময়ের বেশির ভাগটাই খায়। চাল, কটু চাল বুঝলেন! আমাদেরকে অন্য কোথায় ব্যতিব্যস্ত রেখে কি জানি কী হাতিয়ে নেবার ইচ্ছা। খাড়ান মওলানারে ধর্তে হইবো। আয়না পরা দেওয়ার লাইগা।
সিনেমাটা দেখুম মনে হৈতাছে।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
পাগলা হাওয়ার পুনর্মিশ্রিত সংস্করণটি শুনলাম। ইন্টারলিউড গানের সাথে ঠিক মেশেনি। উলাল্লা বলে সহগায়িকার কাতর আর্তনাদও ইতিহাসের বহু চিৎকারের মতোই আকর্ষণ করতে ব্যর্থ হয়েছে বলে মনে হলো। তবে গানের মূল অংশটির গায়কী খারাপ লাগেনি। রাইমা সেনকে দেখে পুলকিত হলাম।
হাঁটুপানির জলদস্যু
উ লা লা শ্রুতিকটু, তবে গানটা আমার ভালো লেগেছে। মাকসুদীয় পরীক্ষা নিরীক্ষা বাদে এই ধরণের এক্সপেরিমেন্টকে মনে হয় স্বাগত জানানো যেতে পারে।
রাইমা সেন কে দেখে পুলকিত তো বটেই ( হিমু ভাই দ্রষ্টব্য) এবং একই সাথে উত্তেজিত বোধ করেছি
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
@এনকিদু,
আবিদের গান শুনিনি বলে মনে হচ্ছে। কোথায় পাবো বলতে পারেন?
@ ধুগো,
রাইমার হাঁটু ফাঁটু বাদ দিয়া মন পরিষ্কার রাইখা দেইখেন সিনেমাটা। তাহলেই ভাল লাগবে।
@ হিমু ভাই,
যত্ন সহকারে পুলকিত হইছেন আশা করি।
@ সবজান্তা,
উলালা-টা আমারো একটু কানে বেজেছিলো প্রথমে। হাজার হোক, রবীন্দ্র সঙ্গীত। কিন্তু এখন সব মিলিয়ে গানটা মন্দ লাগছে না।
এক্সপেরিমেন্ট আমারো মন্দ লাগে না, যদি স্নায়ুতে আলাদা চাপ-টাপ না দেয় আর কি।
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
অঞ্জন দত্ত নিয়া কিছু বলার নাই। বরং ঐ ভদ্রলোকটাই আমার মনের সব কথা লিরিকে লিরিকে বলে দিয়েছে...
পামেলারে নিয়েও কিছু বলার নাই। বরং ভাবতেই বেশি ভালো লাগে...
ইউ টিউব নিয়েও কিছু বলার নাই। কোথাও ইউ টিউব লিংক পেলেই মুখ শুকনো করে ভাবি ঐসব বড়লোকদের জন্য। ২ কেবি পি এস ইন্টারনেট স্পীড নিয়ে আমার মত যারা দিনরাত যাপন করে তাদের জন্য না...
আপনার লেখা নিয়েও কিছু বলার নাই । এক কথা কয়বার বলা যায়??
কোন কিছু নিয়েই কোন কিছু বলার নাই।
ভালো থাকেন। সুন্দর থাকেন।
---------------------------
থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...
---------------------------------
বাঁইচ্যা আছি
তোমার এই চমৎকার কমেন্টটা বাঁধাই করে রাখতে ইচ্ছা করতেছে। হেব্বী মজা পাইছি!
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
দ্রোহীর লিঙ্ক ফলো করতে গিয়া আমি গত চাইর দিনে তিনটা ওয়ার্নিং খাইছি। আমার কোটা হইলো দিনে এক গীগা। বই দেখলে আর খেলা দেখলে একলগে অনেকখানি চইলা যায়।
ঈশ্বরাসিদ্ধে:
অজ্ঞাতবাস
The Bong Connection ভাল লেগেছে। মৌলিক গান গুলো অসাধারণ।
কিন্ত রবীন্দ্র সুংগীতের মাঝে ঊ-লা-লা টা মেনে নেয়াটা কষ্টকর।
আর পরিচালকের মনে হয় Houston নিয়ে আরেকটু গবেষনার প্রয়োজন ছিল। অঞ্জন দত্ত, Houston কে মুম্বাই আর নিউ-ইওর্কের মাঝে হারিয়ে ফেলেছেন।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই,
দুইকে আমি এক করি না এক কে করি দুই৷
- প্রথমে গান দেখতে পারি নাই। পরে রাইমা রে দেইখা আমার গরম লাগা শুরু হইছে! বিশেষ কইরা খাড়ু জলে যখন কন্যা দাপাইয়া দাপাইয়া হাঁটু দেখাইয়া যায়!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
পাগলা হাওয়ার বাদল দিনে গানটা নিয়া এক ধরনের আক্ষেপই ছিলো... এইটার লয় একটু বাড়ায়ে দিলে গানটা ভালোই লাগে... এই ভার্সনটা শুনি নাই... কালকা শুনুম...
নাকি রাইমারে দেখুম?
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
@ বদ্দা,
আপনে তো চাল্লু জিনিস ইউজ করেন। ডেইলি এক গিগা চিন্তাই করা যায় না। আমার কোটা মাসে ১৫ গিগ।
@ এলোমেলো ভাবনা,
houston এর গল্প বলুন দেখি আমাদের, জমিয়ে বসি সবাই।
@ ধুগো,
আপনেরে অতি সত্বর বিবাহ দেয়া দরকার। শুভস্য জরুরিমং!
@ নজরুল ভাই,
রাইমারে দেখা টেখা শেষ হইলে একবার না হয় চক্ষু বুইজাই গানটা শুইনেন।
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
এইভাবে কিছু কিছু লিংক থাকলেই আসলে মন ভালো হয়ে যাওয়ার কথা।
নিজেতো খুঁইজাই পাই না। তাও কেউ যদি কানেকশান দেয় তো খুবই আনন্দের ব্যাপার।
ধন্যবাদ কনফুসিয়াস। আপনাকে দেখে অন্যান্য সচল বন্ধুরাও অনুপ্রাণিত হোক।
তবে এমপি থ্রি মুভির লিংক থাকলে পোয়া একশ হইবো আরকি!
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
1. http://joox.net
2. http://www.brightsidevideos.com
2. http://megamovieforumz.com
4. http://quicksilverscreen.com
5. http://kickassmovies.co.uk
6. http://www.yourtv.ro/movievideo.php
7. http://www.forumliberty.com
8. http://www.free-tv-video-online.info/internet/movies/
9. http://tv-links.cc/
10. http://tv-links.cc/
অনলাইনে বিনেপয়সায় সিনেমা দেখার জন্য আপাতত এই দশটা সাইটের নাম দিলাম। দরকার হলে আরও ২০/৩০ টা দিতে পারবো।
কনফু, এবার কী বলবা?
কি মাঝি? ডরাইলা?
হইলো না, হইলো না। ৯ আর ১০ নাম্বার একই সাইট!
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
বং কানেকশন আমার ভালোই লেগেছে। গানগুলো সব ভালো লেগেছে। লেখা ভালো।
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
হাওয়াই মিঠাই সব সমই মিঠা মিঠা হইতাছে।
সিনেমাটা দেখার আগ্রহ হইল।
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
বাহ! পাগলা হাওয়াটা আমার দারুন লাগল নচিকেতা আমার খুব প্রিয়, ওর যেকোনও গানই আমার দারুন লাগে, অন্য গান গুলোও ভাল লাগল আমার খালারা আজকে দেশে গেল ৩ সপ্তাহের জন্য, বলতে হবে আসার সময় মুভিটা নিয়ে আসতে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
অমিত আহমেদ, আলবাব ভাই,
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্যে।
মুমু,
একমাত্র আপনাকেই পেলাম অবশেষে, যিনি রাইমাকে না দেখে গানটাই শুনেছেন। অনেক ধন্যবাদ।
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
দুর্দান্ত কংফু-পোস্ট। দারুণ লাগলো পামেলার কথা। "গুগল-গল্প" কথাটা মনে গেঁথে গেল একদম।
তবে "পাগলা হাওয়া" নিয়ে আমার বেশ কড়া দ্বিমত আছে। মূল গানটার কথা এত বেশি অনন্য যে তা নিয়ে নাড়াচাড়া করাকে আমি ধৃষ্টতা বলে মনে করি। তবে হ্যাঁ, গানের কম্পোজিশন নিয়ে গবেষণা করা যায়। গানটার শুরুতে বেহালা'র টানে একদম দেওয়ানা হয়ে গিয়েছিলাম। কিন্তু এরপর "উ লা লা"-টাই মেরে দিয়েছে গানটাকে। আমিও অপরাধী মন নিয়েই গানটা শুনি, শুনে যাব। তবে মনে মনে "উ লা লা"-ফ্রি একটা ভার্সন খুঁজছি গানটার।
গুরুদেব এই গান শুনলে কী করতেন, সেটাই ভাবি। হয়তো তিনিও আমার মতই "উ লা লা"-র সময়টুকু রাইমা-ধ্যানে মগ্ন হয়ে যাবেন।
আর, পামেলার বুকে "পাটা" পাইলেন কই? পাহাড়কে উপত্যকা ডাকবার লাগছেন?
ইশতিয়াক রউফ,
আপনার মন্তব্যে অনুপ্রাণিত হইলাম।
উ-লা-লা নিয়া আমারও একটু কেমন-কেমন আছে। কিন্তু ঐ যে বললাম, সব মিলাইয়া দেখতে মন্দ লাগতেছে না।
আর, পামেলা নিয়া আর কোন কথা না বলি, কি বলেন? মানে বুঝেনই তো, সংসার পরম ধর্ম।
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
কেউ কিছু মনে না করলে চুপি চুপি একটা কথা বলি, "পাগলা হাওয়া"-র পাগলা ভার্সনটা শুনে আমার মনে হয়েছিল নচিকেতা আর শ্রেয়া-কে চাবুক-পেটা করা দরকার!
তবে লেখা বেশ মিঠা হয়েছে। মুভিটা দেখার ইচ্ছা আছে
ঠিকাছে।
আহ ঈশ্বর, আমাদের ক্ষোভ কি তোমাকে স্পর্শ করে?
আবার লিখবো হয়তো কোন দিন
প্রহরী,
চাবুক হাতে ঝাঁপিয়ে পড়েন। নো প্রবস।
সৌরভ,
ঞ।
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
পামেলা নিয়ে বেশি নাচানাচি করলে ভাবী আপনাকে দেবেনে ধইরা !!!
বং কানেকশন আমার দেখা হয়ে গেছে, খারাপ লাগেনি তেমন।
গানগুলোর লিংক দেবার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
ভাল থাকবেন।
[ভূঁতেঁরঁ বাঁচ্চাঁ]
বং কানেকশন দেখলাম মাত্র। আমারও আপনার মতো কোন চাওয়া পাওয়া ছিল ন- জাস্ট দেখলাম।
গুগল কাহিনী নামটা মাথায় থাকলো।
পাগলা হাওয়া গানটা খুবি দারুন লাগলো। অবশ্যই উ লা লা বাদে।
=============================
নতুন মন্তব্য করুন