রাত-ঘুমে আমি আর কোনও স্বপ্ন দেখবো না বলে পণ করেছি।
তারচে ঢের ভাল, কুচি করে কাটা ছোট পেঁয়াজ মাখিয়ে, আর খানিকটা সর্ষে তেলে, ভাজা ভাজা, মুড়ি খাই বসে। গুরুজনেরা বলে গেছেন, মাঝে মাঝে ওরকম মুড়ি খাওয়া ভালো।
আয়নায় দুয়েকবার, ভুলে চুকে, চোখ পড়ে গেলে, খানিকটা লাজ শরম লাগে বৈকি! তবু, খুবেকটা চিন্তিত নই। বাজারে হালাল সাবানের ছড়াছড়ি, মুখ ধোয়া মোছা শেষ করে, জিভ দিয়ে সামান্য চেটে নিলেও বেশ কাজে দেয়। ভেতর বাহির, সবই পাক-সাফ।
দিনমান, আলু দিয়ে রুটি দিয়ে ভাজি ভুজি খাই, চাপাতিও খাই, মাঝে মাঝে চড় চাপাটিও খাই। তাপ্পরে, ঘরে এসে, মুড়ি খেতে খেতে বসে বসে, সব ভুলে যাই।
মাথায় দিলে নাকি কদুর তেলেও বেশ আরাম। পিঠে সেটা তেমন আর কাজে দেয় কই, তার জন্যে মাখি টাইগার বাম।
ওরকম শপাঁচেক লাথির দাগ, আর্টিস্টির শার্ট দিয়েই কি দারুণ ঢেকে দেয়া যায়। ক্ষত-টত সবই বাজে কথা। ল্যাপি কোলে নিয়ে, লেপের ভেতর, উদ্দাম স্বমেহনের পর, মুড়ি খেলেই সব চুকে বুকে যায়।
মেরুদন্ডে জোরালো ব্যথা নিয়ে, আমি তবু রোজ দিনে, তাহাদের কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াই।
দেশ এগিয়ে যায়, আমি বসে বসে মুড়ি খাই।।
মন্তব্য
-------------------------------------
রাজাকার, তুই দেশ ছাড়!
রাজাকারমুক্ত দেশ হোক আমার অঙ্গীকার।
একমত ।
বাহ!
- আর্টিষ্টির শার্ট পইরা আছি, তয় মুড়ি নাই। তারচাইতে বরং সেন্টুই খাই!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
হুম...
---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল
আমরা আসলেই বলদ প্রজন্ম। এই প্রজন্ম একাত্তরে থাকলে কোনদিন যুদ্ধই হোত না।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
নিজেদেরকে তো আরো বেশী অকামের মনেহয় কনফু ভাইয়া।
বলদ দিয়ে হাল চাষ হয় আমাদের দিয়া কি হয় ? বলতে পারবেন ?
আমাদের সাথে তুলনা কইরা তো মনে হইতাছে বলদরেই চোট করে ফেললেন। বলদ কত্তো কামের চিন্তা কইরা দেখছেন ?
আর আমরা ! মুড়িখোর প্রজন্ম খালি মুড়িই খাইতাছি।
--------------------------------------------------------
এই প্রজন্ম সারাজীবন কলংকিত হয়ে থাকবে এই পাপের জন্যে।
শকুনের দলকে প্রতিষ্ঠিত করার মতো পাপের দায় তোমার, আমার। এই দায় আমরা এড়াতে পারি না।
আবার লিখবো হয়তো কোন দিন
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
হুমমম মেয়ে বলদ তো গরু, আমি হোলাম গরু প্রজন্ম
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
ভালো লিখছস।
মূর্তালা রামাত
আরে বলদ মনে করার কী আছে? ৩৬বছর পর আমরা জাতীয় পরিচয় সন্ধান করছি। ভুল বা অদক্ষতা যার/যাদেরই হোক রাতারাতি আমি/আপনি যা চান তা হয়ে যাবে কেন? কখনও কোথাও এমন হয়েছে?
আমাদের মধ্যে আবেগের আতিশয্য অতিমাত্রায়, কারো সাথেই তুলনা চলে না। আফসোস হয় ভিয়েতনামিদের মত হলাম না কেন।
চিয়ার আপ।
আমি এখনো স্বপ্ন দেখি।
-----------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
সাবাস!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
দুই পিড়ি আগে ভাষার জন্য প্রান দিয়েছে এদেশের মানুষ, এক পিড়ি আগে দিয়েছে দেশের জন্য। তৈরী করে দিয়েছে সুবিধাবাদী জেনারেশন সেটা হলো আমরা।
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
দারুন বলেছেন তানবীরা আপুনি।
আসলেই আমরা বড় সুবিধাবাদী।
--------------------------------------------------------
হুমমম... ভালো হইসে।
নতুন মন্তব্য করুন