গত কয়েকদিন খারাপ খবর পেয়ে পেয়ে আমার সেটাই অভ্যেস হয়ে গিয়েছিলো। ব্লগ আর মেইল খুলে আজ শুনি এই তো কাল শুনি ঐ। সারাদিন মুখ কালো করে ঘুরে বেড়াতাম, আর ভাবতাম, আশি নম্বর বন্দরে এই কর্মবিরতির কারণ কি?
মাঝে অনেক জল ঘোলা হয়েছে, আপাতত সুদিন ফিরে এসেছে, এখন আবার স্বর্গের দুয়ার খোলা, আমিও হাঁপ ছেড়ে বলি লে বাবা। মনটাও বেশ ফুরফুরে।
এই ফুরফুরানির পেছনের আরও একটা কারণ- দেশ থেকে কিছু বই হাতে পেলাম কালই। অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম । বহুদিন বইমেলায় যাই না, নতুন বইয়ের গায়ে নতুন প্রেমিকার চেয়েও বেশি নেশা ধরানো মাতাল গন্ধ থাকে, সেটার স্মৃতি প্রায় ভুলতে বসেছিলাম, অনেকদিন পরে ফিরে এলো।
বইয়ের লিষ্টি এখান থেকেই পাঠানো। বহু দৌড়ঝাঁপ করে সুহৃদরা খুঁজে খুঁজে কিনেছেন। এর মধ্যে কিছু ব্লগারদের বই।
আলবাব ভাইয়ের বউ, বাটা বলসাবান দেখে চোখ জুড়িয়ে গেলো। এইরকম আকৃতির বই- ঠিক একটানে কিশোরবেলায় নিয়ে আছড়ে ফেলে। সেই শীর্ষেন্দুর জাদু-মাখা বইগুলোয় ছেয়ে থাকা কিশোর বেলা! আরিফ জেবতিকের ধুলিমাখা চাঁদের ফক্ফকে জোছনার একটা টুকরাও আমার বাসায় এখন। এখনও সচলায়তনের পূর্ণ ব্লগার নয়, সেই মূর্তালা রামাতের কষ্টালজিয়ার, কি মুশকিল, একেবারে দু দুটো কপি কেমন করে যেন চলে এসেছে। অমিত আহমেদের গন্দম কেনা হয়েছে জানি। কিন্তু আঁতি পাতি করে খুঁজেও বইয়ের প্যাকেটে কোথাও পেলাম না সেটা। হদিশ করার চেষ্টা চলছে এখনও।
ব্লগারদের বই কিনতে শুদ্ধস্বরে হাজির হয়েছিল আমার বউ-এর বড় বোন। সৌভাগ্য এই, গিয়ে দেখাও হয়েছিলো (আহমেদুর রশিদ) টুটুল ভাইয়ের সাথে। পরে জানতে পেরেছি, উনি বিস্তর সহায়তা করেছেন আমাদের আপুকে। মজার ব্যাপার, বইয়ের নামের লিষ্টি শুনে উনি নিজেই জিজ্ঞেস করেছিলেন, যাদের জন্যে কেনা হচ্ছে তারা ব্লগার কিনা!
টুটুল ভাই আমার পিতৃদত্ত নাম শুনে চিনতে পারেন নি। অন্য নামে ব্লগিং করার এই হলো কুফল। কিন্তু তারপরেও আন্তরিকতার কোন কমতি ছিল না, টুটুল ভাইকে অশেষ কৃতজ্ঞতা।
মিসিং বইয়ের তালিকায় আরও আছে শহীদুল জহিরের কোন একটা সমগ্র। এই নিয়েও দুঃখে আছি, বিচ্ছিন্ন কিছু গল্প বন্ধুদের কল্যাণে পড়েছি, তবে আরও ভাল করে পড়ার ইচ্ছে ছিলো।
অন্য বইগুলোও আপাতত শুঁকে শুঁকে দেখছি। হাসান আজিজুল হকের আগুনপাখিও এলো হাতে। প্রবাসে বই আনাতে গেলে বইয়ের সংখ্যার চেয়েও ওজন ঝামেলা করে বেশি। তারপরেও দুটো মোটা মোটা বই চলে এসেছে, একটা হলো তিলোত্তমার রাজপাট। এই লেখকের কোন গল্প এর আগে ভাল করে পড়িনি, পড়ে দেখবার জন্যেই আনা, কেমন হবে এখনো জানি না।
অন্য মোটা বইটা, এতদিন পরে, আমি জানি, খুবই আজব, তবু, হাতে যে এলো সেই অনেক, খুব খুশি, মানে বইটার নাম, অবশেষে!- সচলায়তন সংকলন!
গত বইমেলায় বের হওয়া এই বইটা সত্যিই আমি মাত্র গতকাল হাতে পেলাম। হাতে পেয়ে কি যে করবো বুঝে পাচ্ছি না! বেচারী এসে ঠিক যেন বনলতা সেনের মত লাজুক ভঙ্গিতে আমার হাতে এসে বসেছে, আর আমিই তাকে উল্টো জিজ্ঞেস করছি, এতদিন কোথায় ছিলেন?
বইটা অদ্ভুত সুন্দর হয়েছে, জাস্ট অদ্ভুত! প্রচ্ছদের জন্যে সুজন্দাকে অনেক ধন্যবাদ। পুরো খাটাখাটুনির জন্যে মাহবুব আজাদ আর সুমন চৌধুরির অনেক অনেক ভদকা পাওনা হয়ে গেছে!
এই সব সহায় সম্পত্তির মালিক বনে গিয়ে বেশ আনন্দে আছি। আগামী বেশ অনেকদিন এসব উল্টে পাল্টে পড়তে পড়তেই সময় চলে যাবে আশা করি।
শেষ করি একটা কথা বলে।
বইয়ের ফ্ল্যাপে আলবাব ভাইএর ইমেইল আইডি দেখলাম,এটা বেশ আধুনিক ব্যাপার, এখন বেশিরভাগ লেখকই তা-ই করেন। কিন্তু আমি চেয়ে দেখি, তার নিচেই আরেক ঠিকানা, সচলায়ত.কম/আলবাব, মনটা খুশিতে ভরে গেলো। এই রকম একটা ঠিকানার মালিক এখন আমরা সবাই। আমরা সবাই এই একটা ঘরের সাথে একটা স্ল্যাশের বাঁধনে বন্দী।
আলবাব ভাইকে এর আগে এত বেশি আপন মনে হয়েছে কিনা মনে করতে পারছি না!
মন্তব্য
ঠিকাসে।
আবার লিখবো হয়তো কোন দিন
এত্তোগুলো বই এখন আপনার কাছে। বেশ...কেন জানি আপনার খুশিটাও আমার মাঝে ছড়িয়ে গেলো।
---------------------------------
সচলায়তন.কম/রায়হান_আবীর
হুম, তার নমুনা হিসেবে তোমার নতুন সিগনেচার দেখে আমি যারপরনাই খুশি।
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
বই পড়ে জানাস কেমন হলো। বিদেশে বসেও যে তোর বই পড়ার অভ্যাস এখনো আছে-খুবই ভালো খবর।
মূর্তালা রামাত
তোর এই ছবিটাই তো দেখি বইয়ের পেছনে দেয়া।
পড়বো অবশ্যই, অপেক্ষায় ছিলাম তোর নতুন কবিতা পড়ার।
কিন্তু দুইটা বই আসলো কিভাবে তাই ভাবতেছি, সানি-র কাজ মনে হয়, তাই না?
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
-
বস, পিঠে মান্ডার তেল মালিশ শুভ হোক!
সচলায়তনে আমাদের সবার একটা স্ল্যাশ-ঠিকানার ব্যাপারে পূর্ণসহমত।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ভাবতেছি, আপনে বিয়া করলে আপনের বউয়ের আর আঁচলের দরকার হবে না! আপনিই তার রিপ্লেসমেন্ট হয়ে যাবেন!
(খালের এই পাড় থেকে বলি,) বউরে এত ডরাইলে চলে?
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
হা হা হা
এইসব কথা খালের ওই পাড় থেকেই বলতে হয়।
বইগুলোর সাথে চমৎকার সময় কাটুক আপনার।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
মন খারাপের দিন শেষ হোক। বই পড়ে সুন্দর দিন কাটুক।
বই আর বউ এর মাঝে একটা মাত্র ছোট্ট বর্ণের ব্যবধান, ঈ। অতএব সাবধান ! ই কে বেশি দীর্ঘ হতে দিলেই খবর আছে !
হা হা হা ! তবে আনন্দ দীর্ঘস্থায়ী হোক।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
ভাল বলেছেন তো!
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
বুড়া কনফুসিয়াস,
প্রথমেই বলি, হাওয়াই মিঠাইয়ে বেশ জমাট বাঁধা একটা মিষ্টি আছে, খাওয়ার পরেও অনেকক্ষণ মুখে লেগে থাকে মিষ্টি মিষ্টি একটা ভাব। মুখে দিলাম আড় মিলিয়ে গেল, ব্যপারটা ঠিক তেমন নয়।
সচলায়তন সংকলন আমি এখনও পাইনি, কবে পাবো আল্লাহ মালুম
তিলোত্তমা মজুমদারের রাজপাট পড়েছি, ধারাবাহিক হিসেবে 'দেশ'এ। তুই পড়, অবশ্যই জানাস কেমন লাগল। আমি কোন মন্তব্য করছি না।
২০০৭এর বইমেলা থেকে আমি কিনেছিলাম তিলোত্তমা মজুমদারের 'একতারা'। পড়ে মাইরি একেবারে পাঙ্খা। সেই সুবাদেই রাজপাট- টা পড়ে গেছি অনেকদিন ধরে।
আগুনপাখি সম্পর্কে এখানে অবাপা তে খুব ভালো ভালো কথা লিখেছিল। মন ভরে গিয়েছিল সেগুলো পড়ে। যদিও আমার হাতে এখনো আসেনি।
নাম বিষয়ে; আজিজ মার্কেটে 'লোক'এ দেখা হয়েছিল কবি মোস্টফা মঈন'এর সাথে, তিনি বসেছিলেন 'লোক'এ। একসময় তিনি আমাকে জিজ্ঞেস করলেন, আমার এই 'সামরান' নামটা টেক নাম কি না। আমি প্রথমে বুঝতে পারিনি, কি বলছেন, উনিই বুঝিয়ে দিলেন, আপনি তো একজন ব্লাগার, তো এটা আপনার নিজের দেওয়া নাম কি?
---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
তিলোত্তমা মজুমদারের একটা লেখা এবার পূজোসংখ্যাতে পড়লাম, এসো সেপ্টেম্বর। শুরু করেছিলাম " কাম সেপ্টেম্বর" এর সাথে নামের সাযুজ্য দেখে। পড়ে বেশ ভালো লেগেছিল।
উনার আরো কিছু বই এর নাম বলুন তো শ্যাজা দি !
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
সবজান্তা,
উপন্যাস - 'ঋ', 'মনুষশাবকের কথা', 'বসুধারা', 'চাঁদের গায়ে চাঁদ', 'প্রহাণ', 'শামুকখোল', 'জর্মের চোখ', 'একতারা'।
'বসুধারা' আবার আনন্দ পুরস্কারপ্রাপ্ত।
ভাববেন না যেন আমি মুখে মুখে নামগুলো বলে দিলাম। রীতিমত বই খুলে নামগুলো টুকে দিয়েছি। বই বের করতে গিয়ে কি পেয়েছি জানেন?
বইয়ের শেলফে বইয়ের মাঝে গুঁজে রাখা আছে এক বোতল ভদকা!!
---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
সামুপা,
তিলোত্তমা আর আগুনপাখি, দুটাই আনিয়েছি দমুদির বুদ্ধিতে। তোমার কথায় মনে হচ্ছে খুব ভাল করেছি।
এখনো শুরু করিনি, আস্তে ধীরে পড়ে ফেলতে হবে।
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
বই আর বউ শব্দ দুটা খুব কাছাকাছি, কনফু গুবলেট করে না ফেললেই হলো। ভালো লাগলো হাওয়াই মিঠাই।
যে রাতে গুঁজেছো চুলে বেগুনি রিবন বাঁধা ভাট,
সে রাতে নরকও ছিলো প্রেমের তল্লাট।
. . . . . . . . . . . . . . . . . . (আবু হাসান শাহরিয়ার)
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
মাইরি বলচি, আজকের হাওয়াই মিঠাই বেজায় মিষ্টি !
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
ঝরাপাতা, নিরিবিলি, সবজান্তা,
বহুৎ শুকরিয়া।
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
কি যেনো একটা বেশি এসেছে বললেন মনে হয়... সেই বইটা নাহোক, বুকলিস্টটা পাঠিয়ে দিন। আমিও আনাই কাউকে দিয়ে। সচল সংকলন হাতে পাওয়ার জন্য আমারো হাত নিশপিশ করছে।
আর ই-ঠিকানাতে তো সেই করেই "সচলের ঠিকানায় ই-ঠি লিখো" লিয়ে রেখেছি ফেসবুকে।
রাজাকার রাজা কার?
এক ভাগ তুমি আর তিন ভাগ আমার!
কনফু, পড়া হলে আমাকে পাঠিয়ে দিও বইগুলো
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
হে হে হে। লাইনে খাড়ান। বুঝতেই পারতেছেন, আপনার আগে মিনিমাম শ"খানেক!
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
দুঃখের কথা বলি। দেশ থেকে বই আনাবো বলে আমাদের আহমেদুর রশীদ টুটুলকে একটা মেসেজ পাঠালাম (আমাদের পূর্বপরিচয় নেই)। কথাবার্তা কিছু এগোলো, তিনি আমাকে সবরকম সাহায্য করবেন বললেন। ছোটো একটা তালিকা তাঁকে দিয়ে জানতে চাইলাম ডাকখরচসহ কতো খরচ পড়বে। যা শুনলাম, আমার মাথায় হাত। বইয়ের দাম সাকুল্যে ৪৩০০ টাকা, ডাকখরচ ১৪০০০ টাকা। এটাকে কী বলা যায়, বারো হাত কাঁকুড়ের তেরো হাত বিচি? নাকি, খাজনার চেয়ে বাজনা বেশি? সে পরিকল্পনা বাদ দিতে হলো।
হাসান আজিজুল হকের উপন্যাসটি অসাধারণ। ঈদ সংখ্যা প্রথম আলো-তে ছাপা হয়েছিলো 'অপরূপকথা' নামে। এই নামটা 'আগুনপাখি'র চেয়ে ভালো এবং উপযুক্ত ছিলো বলে আমার মনে হয়।
তিলোত্তমার 'রাজপাট' ধারাবাহিক পড়েছি দেশ-এ। 'বসুধারা'-কে ছাড়াতে পারেনি। তাঁর লেখা আমার পছন্দ।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
জুবায়ের ভাই,
কথা সত্য। বাংলাদেশ পোস্টাপিসের ওয়েবে ঢুকে আমিও রেট চেক করি কদিন পরপরই। এই আশায় যে কখনো দাম একটু হয়তো হাতের নাগালে পাবো। কিন্তু সে আশা মরিচীকা!
তিলোত্তমা আসলেই পড়া হয়নি ভাল করে। আগুনপাখির অনেক সুনাম শুনলাম। এমনিতে হাসান আজিজুল হকের গদ্যের আমি খুব ভক্ত, এটাও অনেক ভাল লাগবে আশা করি।
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
কনফু ভাই, আমি Footscray থাকি, কিছু বই loan দেয়া যায়? চিরঋণী থাকবো।
এইবার তোমার আপন দেশে চল
বড়ই হৃদয়বিদারক প্রশ্ন করে ফেললেনরে ভাই!
তার উপর বই দেয়ার আগেই দেখি বলে দিচ্ছেন "চিরঋণী" হয়ে থাকবেন। মানে , আপনার তাহলে বই ফেরত দেবার ইচ্ছেও নেই!
নাহ, কাউকে ঋণগ্রস্থ করে ফেলার মত পাপ আপাতত করতে চাই না।
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
উদ্ধৃতি
এই সব সহায় সম্পত্তির মালিক বনে গিয়ে বেশ আনন্দে আছি।
এই আনন্দ আপনাকে অ-নে-ক দি-ন ঘিরে রাখুক!
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
টুটুল ভাই যে শুদ্ধস্বরের তা তখন জানতাম না... মাহবুব লীলেনের উকুন বাছা দিন কিনতে গেলাম... একজন বলে আপনি কি সচল? আমি বললাম হ... পরিচয় হইলো টুটুল ভাইয়ের সাথে।
সচলায়তন সঙ্কলন, অমিত আহমেদ, নাজমুল আলবাব, আরিফ জেবতিক- তাদের বই কোথায় কিনতে পাওয়া যাবে?
তিলোত্তমা পড়া হয় নাই... ইদানীং পড়াশোনা এক্কেবারে কমছে। তবে আগুনমুখা পড়ছি... ভালো...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
শীর্ষেন্দু না, সেই সময় এই সাইজে আরও অনেক পুস্তকই আসতো ওপার থেকে। কি মায়া মায়া লাগতো, সে মায়া কাটাতে পারলাম না বলেইতো... এখনও মনে আছে, সাতারু ও জলকন্যা, শরনাগত, বালিকা বধু'র কথা।
এই লাইন ক'টা পড়তে গিয়ে গায়ে শিরশিরি করেছে, শীত, শীত।
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
কিভাবে কিভাবে যেন তিথি আপুর শেষের বল্গটার সাথে আপনার লেখাটার কিছু অংশ মিল হয়ে গেলই। বইগুলোর কথাই বলছি।তবে আপনার এখানে আর বিস্তারিত জানতে পারলাম। মনের কষ্ট বাড়লো বলতেই হয় কারণ আমি তো মেলবোর্ণ থাকিনা থাকলে কিছু বই আপনার থেকে নিয়ে ধার করে পড়ে ফেলতে পারতাম।ভাল কথা মনে করিয়ে দিলেন ভাইয়া আমারোতো একটা স্ল্যাশ ঠিকানা আছে এখন, এখনো অতিথি তবুও আছে তো ! তাতেই বেজায় খুশি আমি। আর শ্যাজাদিকে অসংখ্য ধন্যবাদ এই বইগুলোর নাম বলবার জন্য। খুঁজেপেতে দেখি কিছু পাওয়া যায় কিনা !
--------------------------------------------------------
নতুন মন্তব্য করুন