ইতাক তুকে মানাইছেনাই রে

কনফুসিয়াস এর ছবি
লিখেছেন কনফুসিয়াস (তারিখ: বুধ, ২০/০৮/২০০৮ - ১০:০২অপরাহ্ন)
ক্যাটেগরি:

এই মিঠে-মন্দ রোদ আর বাতাসে পথ হাঁটতে গেলেই গা জুড়িয়ে আসে আরামে। খুব সাদা, অনেক কালো আর আমার মতন বাদামী রঙের মানুষদের মাঝখান দিয়ে অনায়াস দক্ষতায় গা বাঁচিয়ে পাশ কেটে কেটে হেঁটে বেড়াই। পথ চলতে, কানে ভেসে আসে নানান ভাষার কিচির-মিচির। তবু হঠাৎ কেউ যখন বাংলায় কথা কয়ে ওঠে, আনমনেই পা থেমে যায়। চিড়িয়াখানায় অনেক দিন আগে দেখা বন্দি সেই চিত্রল হরিণের মত কান খাড়া করে ফেলি, আরো খানিকটা কথা বলুক মানুষটা, আরও খানিকটা বাংলা না হয় শুনি।

আমাদের প্রতিবেশী হলো একটা ছোট্ট শিশু-পার্ক। গাছ-গাছালি তেমন নেই, মাঝখানে অনেকগুলো দোলনা, বেয়ে বেয়ে উঠে যাবার বা গড়িয়ে নেমে যাবার ছেলেমানুষী কাঠামো সব। প্রতি বিকেলে অনেকগুলো মানবশিশু, ঠিক যেন স্বর্গ থেকেই নেমে আসে এখানটায়। বাথটাবের ওপরে বহু যত্নে উঠে দাঁড়িয়ে একদিন আবিষ্কার করি, সেই স্বর্গছেড়াদের কেউ কেউ আধো আধো বোলে বাংলায় অভিমান করে তাদের বাবা-মায়ের সাথে। আমার আড়িপাতার হার দিনে দিনে বেড়ে যায়, ছোট্ট আর আদুরে সেই মুখগুলো থেকে মধু মাখা বাংলা শুনে শুনে মন জুড়িয়ে যায়।

বাড়ির পাশের পাঠাগার খুব অল্প সময়েই আমার প্রিয় জায়গা হয়ে দাঁড়ায়। সময়ের দারুণ টানাটানি, তবু সপ্তাহে একদিন গিয়ে ঢুঁ মারি ওখানে। একগাদা বই নিয়ে আসি, কিছু পড়ি কিছু পড়ি না, পড়া বইই বারে বারে পড়ি। এরকম চলতে চলতে মনে পড়ে আরেক পাঠাগারের কথা, বাংলা বই মেলে ওখানে। যেতে আসতে কমসে কম সত্তর কিলোমিটারের হ্যাপা, তবু মন টানে, একদিন ঠিকই সময় করে চলে যাই। নিয়ে আসি পড়া না পড়া অনেক বই। তারপরে রুটিন বদলে যায়, ওখানে যাওয়া আসার ঘনত্ব বেড়ে যায় আমার, বাড়ির পাশের পাঠাগার পর হয়ে যায়, পয়ত্রিশ মাইল দুরবর্তী কোন এক সতীনের অভিশাপে মশগুল সে তখন।

কোন এক রোদ্দুর ভরা দুপুরে শহরের মাঝ দিয়ে যেতে যেতে হঠাৎই চমকে উঠি। অফিসফেরতা একগাদা মানুষ। কোট-স্যুট-টাই, পরিপাটী, অথবা কালো স্কার্ট আর সাদা শার্ট। এর মাঝেই, কি আশ্চর্য, গোলাপী রঙের সালোয়ার-কামিজ পরা এক কমবয়েসী মেয়ে দাঁড়িয়ে। ঠোঁটে টুকটুকে লাল লিপস্টিক, চোখে বিহ্বল দৃষ্টি। বুকের ওপরে হাতের ফাইলটা এমন করে ধরা, যেন কার্জন হলের গেটের পাশে দাঁড়িয়ে আছে ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়া কোন সদ্য তরুনী।

আমাকে অবাক করে এই ভর দুপুরেই ওর সামনে এসে দাঁড়ায় চৈতালী বা শ্রাবণের লাস্ট বাস, ভেলপুরী হাতে নিয়ে ছুটতে ছুটতে বাস-মামার চোখে পড়ার চেষ্টায় ছুটছে সেই মেয়ে...।

এইসব দেখে আমি প্রতিনিয়ত চোখ বুজি। সমুদ্র পেরিয়ে কোন এক দুরবর্তী সবুজ দেশের কোন একটা লাল পাহাড় আমার মনের ভেতর গুন গুন করে গাইতে থাকে, ইতাক তুকে মানাইছেনাই রে, ইক্কেবারে মানাইছেনাই রে।

আমি মনের ভেতরে কান চেপে বসে থাকি, এইসব মিথ্যে গানের কী-ই বা মানে হয়!


মন্তব্য

দ্রোহী এর ছবি

কনফু, আড়িপেতে পরের বাচ্চা-কাচ্চার কথা না শুনে নিজের বাচ্চার কথা শোনার ব্যবস্থা করে ফেল।

তুমি খুব খারাপ। আজেবাজে কথা মনে করিয়ে হুদাহুদিই কষ্ট বাড়াও।


কী ব্লগার? ডরাইলা?

কনফুসিয়াস এর ছবি

আমিও তাই বলি।

-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

জি.এম.তানিম এর ছবি

ভালৈসে!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

স্নিগ্ধা এর ছবি

এত চমৎকার গদ্যের হাত যার, তার আরো বড় বড় লেখা দেয়া উচিত!!

অনিকেত এর ছবি

আমার শুধু একটা কথা বলার আছে

'আহ'

কনফুসিয়াস এর ছবি

@ জি এম তানিম, অনিকেত,
অশেষ ধন্যবাদ।

@ স্নিগ্ধা,
চাই তো তাই, তবে, সাহসে কুলায় না।

-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

সৌরভ এর ছবি

আমারে কোথাও মানায় না। সবখানে বেমানান লাগে।
সেইজন্যে মইরা যাইতে মঞ্চায়। সবসময়।


২৭. বেহেস্ত যাওনের খায়েশ হগ্গলের, আপত্তি শুধু মরনে


আবার লিখবো হয়তো কোন দিন

কনফুসিয়াস এর ছবি

মইরা যাওয়াটাই বরং তোমারে মানায় না, বাকি সব মানায়।

-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

খুব ভালো লাগলো লেখাটা।

হিমু এর ছবি

ভালো লাগলো খুব। জীবনে একটা সময়ে সবাই বোধহয় নিজের অতীতকে জড়িয়ে ধরে ঘুমাই।


হাঁটুপানির জলদস্যু

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

ইতাক তুকে মানাইছেনাই রে ...
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...

কনফুসিয়াস এর ছবি

@ আখতারুজ্জামান, কিংকং,
ধন্যবাদ।

@ হিমু ভাই,
ঠিক বলছেন। ইদানীং একটু বেশি বেশি অতীতচারী হয়ে গেছি!

@ ধুগো,
রিশকা ডাকেন, আমি আইতাছি!

-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

মুশফিকা মুমু এর ছবি

হাসি ভাল লিখেছেন
তবে বাংলা কথা শুনলে থেমে যাওয়া, বা সতর্ক ভাবে খোঁজা কে বলল এটা আমিও করি খাইছে , সেদিন myers এ কেনাকাটা করতে গিয়ে শুনি দুজন ছেলে বাংলায় কথা বলছে, আমি ছিলাম এক বিদেশি বান্ধবীর সাথে তাই আমার বাংলা বলার প্রশ্নই আসেনা, তো আমি মন দিয়ে ওদের টাই কেনাকাটার সব কথা শুনলাম দেঁতো হাসি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

পান্থ রহমান রেজা এর ছবি

বিষাদ ছুঁ'য়ে যাওয়া সুন্দর লেখা।

আবু রেজা এর ছবি

ভালো হইছেরে ভাই। অনেক ভালো।

যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।

অমিত আহমেদ এর ছবি

মনে হলো ঠিক যেনো আমার জন্যই লেখা।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

কনফুসিয়াস এর ছবি

@ মুমু,
আপনার আড়িপাতার কাহিনি শুনে আমার আরেক গল্প মনে পড়লো। শিঘ্রী লিখবো, দাঁড়ান।

@ পান্থ, আবু রেজা,
অনেক ধন্যবাদ।

@ অমিত,
আপনার জন্যেই তো। আবার আমার জন্যেও। আবার ধরেন, সবার জন্যেই।
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

পরিবর্তনশীল এর ছবি

কিছু কিছু লেখা আমি চোখ দিয়ে পড়তে পারি না- কারণ কেমন যেন ঝাপসা লাগে। মনের ভেতরে কিছু একটা সেই লেখাটা পড়ে ফ্যালে। পড়ে স্তব্ধ হয়ে যাই।

অসাধারণ লিখছেন- অসাধারণ!!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

কনফুসিয়াস এর ছবি

কোথায় থাকি মহিব? তোমারে বাত্তি দিয়াও পাওয়া যায় না!

-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

কীর্তিনাশা এর ছবি

খুব খুব ভালো লাগলো!!
দারুন দারুন আপনার লেখার হাত!!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

কনফুসিয়াস এর ছবি

কীর্তিনাশা ভাই, থ্যাংকু।
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

দৃশা এর ছবি

চল সবে... আসাম যাব... দেসে বড় দুঃখুরে... আসাম দেসে রে সবে... চা বাগান ঘুরি আয়...ইতাক হামাকে মানাইছেনাইরে...ইক্কেবারে মানাইছেনা
---------------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

অমিত আহমেদ এর ছবি
কনফুসিয়াস এর ছবি

দুইটা গানই দুর্ধর্ষ!

দৃশা ম্যাম, ওরফে, গীতকন্যা, আপনারে অনেক ধন্যিবাড।

-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

দৃশা এর ছবি

চল মিনি আসাম যাব-কালীদাস গুপ্ত। কালীদাসের ভার্সন
তু লাল পাহাড়ী দেশে যা- বিশ্বনাথ অধিকারী
--------------------------------------------------------

দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

সুমন সুপান্থ এর ছবি

এইসব দেখে আমি প্রতিনিয়ত চোখ বুজি। সমুদ্র পেরিয়ে কোন এক দুরবর্তী সবুজ দেশের কোন একটা লাল পাহাড় আমার মনের ভেতর গুন গুন করে গাইতে থাকে, ইতাক তুকে মানাইছেনাই রে,

এত চমৎকার গদ্যের হাত যার, তার আরো বড় বড় লেখা দেয়া উচিত!!

উদ্ধৃতি আর স্নিগ্ধার এই মন্তব্যের পর আর মন্তব্য করা নিষ্প্রয়োজন মনে হচ্ছে !

---------------------------------------------------------

আমার কোন ঘর নেই !
আছে শুধু ঘরের দিকে যাওয়া

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

কনফুসিয়াস এর ছবি

হাসি

-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

জ্বিনের বাদশা এর ছবি

এই "ইতাক তুরে মানাইছেনারে"টাই খেয়ে দিলো ....একূল-ওকূল দুকূলই গেলো মনে হয় মন খারাপ
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

ধুসর গোধূলি এর ছবি

- সবে তো শুরু, সামনের সময় গুলো আরো "ইক্কেবারে মানাইছেলাইরে" হবে কিং অফ জ্বীন!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

কনফুসিয়াস এর ছবি

@ জ্বি-বা,
ঠিক বলছেন, মাঝখানে আমরা পড়ছি একদম মাইনকা চিপায়!

-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

সবজান্তা এর ছবি

না মানানো গন্তব্যের দিকেই ক্রমশ অগ্রসর হচ্ছি। হয়ত তখন এই লেখাটাই খুঁজে বের করে পড়ে, উপরের কোন এক মন্তব্যের প্রতিধ্বণি করতে হবে।

চমৎকার লেখা। এবার কিন্তু একটা গল্প পাওনা হয়ে গিয়েছে... ...


অলমিতি বিস্তারেণ

কনফুসিয়াস এর ছবি

সব্বনাশ, আপনে আবার পাওনাদারের খাতায় নাম লেখাইলেন কবে? হাসি
ক্ষ্যামা দেন, আমার ক্রেডিট রেকর্ড খারাপ। হাসি

-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

ভূঁতের বাচ্চা এর ছবি

আমাদের বোধকরি কিছুই করার নাই তারেক ভাইয়া, মানাচ্ছেনা জেনেও কেন যেন আমরা প্রতিনিয়ত খাপ খাইয়ে নেবার চেষ্টা করে যাচ্ছি !!!! ওসব পঁচা গানের আসলেই বুঝি কোনও মানে নাই। আজকাল তো মনেহয় মনটাও যান্ত্রিক হয়ে যাচ্ছে, বিষন্ন হতেও সাহস করতে পারেনা, বিষন্ন হবার ক্ষতি সামলাবো কিভাবে !

--------------------------------------------------------

কনফুসিয়াস এর ছবি

হুমম, মাঝে মাঝে একটু গা ঝাড়া দিবেন, বাইরে না পারলে মনে মনেই, তাইলেই হইবো।

-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

আলমগীর এর ছবি

আমি নিশ্চিত আপনে আমি আর আমার মেয়ে কথাবার্তা শুনছেন।

নাহ, শান্তি নাই। মেহনত করেন রে ভাই।

কনফুসিয়াস এর ছবি

আমি নিশ্চিত আপনে আমি আর আমার মেয়ে কথাবার্তা শুনছেন।

সম্ভাবনা প্রবল!!!
এরপরে টের পেলে সামনে এসে নাজিল হবো। হাসি
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

রায়হান আবীর এর ছবি

=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!

কনফুসিয়াস এর ছবি

বাহ, এই ব্লগে সবচেয়ে মূল্যবান মন্তব্যটা করছে- রায়হান। হাসি
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

ঝরাপাতা এর ছবি

এ এক অদ্ভুত নিয়তি... শুধু একরাশ স্বপ্ন আর দীর্ঘশ্বাস ফেরী করে সময় পার করা . . . .

হৃদয়াগ্রাহী...


যে রাতে গুঁজেছো চুলে বেগুনি রিবন বাঁধা ভাট,
সে রাতে নরকও ছিলো প্রেমের তল্লাট।
. . . . . . . . . . . . . . . . . . (আবু হাসান শাহরিয়ার)


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

স্বপ্নাহত এর ছবি

এই ব্লগটার প্রথম পাঠক বোধহয় আমি ছিলাম। আর কমেন্টাইতে আইছি সবার শেষে। দেঁতো হাসি

লেখাটা বেশি জোস হইসে। মন খ্রাপ কৈরেন্না। আর্কয়েক্টা কষ্টের্ব্লগ বের্করে ফেলেন। মন্টা হাল্কা হবে হাসি

---------------------------

থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

তারেক এর ছবি

আমার খালি আফসোস হয় এই ব্লগগুলো কেন আরেকটু বড় হয় না।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

কনফুসিয়াস এর ছবি

@ ঝরাপাতা,
এই মুহুর্তে আপনি কিন্তু বেশ ভাগ্যবান। তাই না?

@ জিহাদ,
এইরকমকইরালেখলেতোকথাবার্তাবোঝাবেশকষ্টকরহইয়াযায়!

@ তারেক,
মনে মনে কইলাম, সুম্মা আমীন।

-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

অতন্দ্র প্রহরী এর ছবি

কি চমৎকার একটা ছুঁয়ে যাওয়ার মতো লেখা! কিছুই বলার নেই। শেষ করেও কিছুক্ষণ চুপচাপ চিন্তা করলাম। নাহ, আসলেই কিছু বলার নেই।
_______________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

মাশীদ এর ছবি

আজকাল একদম সময় পাইনা কোনকিছু ভাবার বা করার। তারপরেও যতটুকু পাই, সেটুকুতে হুট করে নস্টালজিয়া ভর করে। ফেলে আসা সেই শহরের কিছু টুকরো স্মৃতি চোখে ভাসে আর অবাক হয়ে ভাবি সেই সময়টা কখন চলে গেল বুঝতেই পারলাম না। তোর এই মন ছোঁয়া লেখাটা পড়ে আরো মন খারাপ হয়ে গেল।

ভাল থাকিস।


ভাল আছি, ভাল থেকো।


ভাল আছি, ভাল থেকো।

ফারুক হাসান এর ছবি

লেখাটা বাড়তে পারতো।
তবে কিনা ব্রাদার,কষ্টটাও বাড়তো। থেমে গিয়ে বোধহয় ভালোই করেছেন।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।