ঈদের কথা মাথায় এলেই একসাথে তিন-চারটে ছবি ফ্ল্যাশব্যাকের মত করে মনে পড়ে যায়।
এক। দৈনিক পত্রিকা। প্রায় সবগুলোর হেডিং হয়- আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ। একদম ছেলেবেলা থেকে এখন পর্যন্ত প্রতি বছর একই কাহিনি, কোন ব্যাতিক্রম পাইনি। কালকের পত্রিকা খুললেই আশা করি প্রমাণ মিলবে।
দুই। বিটিভি। সার বেঁধে দাড়িয়ে থাকা বাচ্চা কাচ্চা। শরীর আর ঘাড় বিপরীত দিকে প্রায় ১২০ ডিগ্রী ঘুরিয়ে চিৎকার করে গাইছে- ঘুরে ফিরে, বারে বারে ( এইখানে শরীর বাঁকানোর সাথে সাথে মাথায়ও একটা সেইরকম ঝাঁকি হবে), ঈদ আসে ঈদ চলে যায়.....
তিন। এইখানেও সার বাঁধা মানুষ, তবে বাচ্চা নয়, বড়ো। এরা গাইছেন, ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশীর ঈদ।
চার। টিভি চ্যানেলের উপস্থাপিকা বা সংবাদ পাঠিকাদের প্রায় ডুমুরের ফুলের মতন মাথায় লেগে থাকা একটু খানি ঘোমটা এই দিনে পুরোপুরি গায়েব হয়ে যায়! চান রাতের খুশীতে তারা পরিপুর্ণ চাঁদ বদন নিয়ে টিভি পর্দায় হাজির হন!
*
ঈদের সালামীর কথাও ভুলবার নয় কিছুতেই। সালামী পেতে মারাত্মক ভাল লাগতো। ঈদের আগে আগে সেবা প্রকাশনীর ক্যাটালগ দেখে দেখে বেছে রাখতাম কোন কোন বই কিনবো। ঈদ শেষে সালামীর টাকা পকেটে নিয়ে সোজা বইয়ের দোকানে হাজির।
আমার জীবনের সবচেয়ে দুঃখের স্মৃতি হলো - সালামী-গ্রহিতার গ্রুপ থেকে সালামী-দাতার গ্রুপে চলে যাওয়াটা। ক্রমশ লেজ খসে গিয়ে মানষে বিবর্তিত হয়ে বানরও মনে হয় এত দুঃখ পায় নাই, যতটা আমি পেয়েছিলাম আমার এই গ্রুপ বিবর্তনের কারণে।
*
ঈদগুলো বড় হতে হতে কেন যেন ছোটবেলার জৌলুশ হারিয়ে ফেলতো।
কলেজে পড়বার সময় শেষের দিকে মোটামুটি বোরিং ঈদ কাটাতাম। বন্ধুরা সবাই মিলে একসাথে ঘোরা, শহরের নতুন সুন্দরীদের হাল-হকিকত জানা, এইই ছিলো বিনোদন।
এক ঈদের কথা মনে আছে, আহমেদের গাড়িতে সবাই ঘুরতে গেছি কুমিল্লার বিশ্বরোড। সাথে ক্যাসেট নিয়ে গেছি গান শুনবো বলে। কিন্তু কিছুদুর গিয়ে টের পাওয়া গেলো গাড়ির প্লেয়ারটা বিগড়ে আছে, গান শুনবার উপায় নেই। কি মুশকিল। পরে সবাই মিলে ক্যাসেটের খাপ দেখে দেখে নিজেরাই গান গাইতে লাগলাম। একদম সিরিয়ালি, প্রথমে সাইড এ, পরে সাইড বি। মাঝে অপছন্দ হলে মুখ দিয়েই কিম্ভুত শব্দ করে ফাস্ট ফরয়ার্ড করে দেয়া হলো গান। এইভাবে পুরো ক্যাসেট শেষ!
*
এখন সেই রাম আর অযোধ্যা বহুদিন ধরেই নেই নেই। আমাদের ছেলেবেলাও কবেই ফুড়ুৎ। আজ বসে বসে নিজের মনেই লিস্টি মিলিয়ে স্মৃতির জাবর কাটছি, সাইড এ, সাইড বি। রান্নাঘর থেকে হাড়ি-পাতিলের খুটখাট আর বউয়ের রান্নার সুবাস ছেলেবেলার চাঁদ রাতের কথা মনে পড়িয়ে দিচ্ছে কেবলই।
আজ চাঁদ দেখা গেছে কি যায় নাই, জানা নাই, তবে কাল এখানে ঈদ।
সবাইকে জানাই ইদ মুবারক!
মন্তব্য
ফেলে আসা ঈদবেলা...
আমাদের ছেলেবেলাও কবেই ফুড়ুৎ।
আসলেও! এখন সেই ছেলেবেলার প্রতি তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলি কেবল।
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
আহা... আমি আরো ভেবে রাখলাম যে আগামীকাল আমি ছেলেবেলার ঈদ নিয়া লেখবো... আপনে তো দিলেন বাড়া ভাতে মই...
ঠিকাছে... লেখা ভালো লাগলো...
ধন্যবাদ
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
হ! আমারও সেম ফ্ল্যাশব্যাক হয়।
আসেন কোলাকুলি করি। ঈদ মোবারক
---------------------------------
বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?
---------------------------------
বাঁইচ্যা আছি
বাস্তবতা বুঝি না, ঘাড়ে দায়িত্ব নেই, লেখাপড়া নামের পাগলা ঘোড়াটার লেজের সঙ্গে তখনো পায়ে দড়ি বেঁধে দেয়া হয় নি, এটাই তো ছেলেবেলা? ঈদের আনন্দ এ সময় বুঝব না তো কখন?
এই তো আমাদের সম্পদ! খ্যাতি নেই, টাকা নেই, প্রতিভা নেই, স্রেফ আছে একটা ছেলেবেলা... তার স্মৃতির সুগন্ধেই বেঁচে থাকা...
ঈদ মোবারক...
সচল-সচলা নির্বিশেষে সবার জন্য রইল এক উষ্ণ আলিঙ্গন শুভেচ্ছা!
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
এইডা কী কইলেন বুঝি নাই !
তয় সচলারা সাবধান ! ঈদের দিনে এই লোকের ধারেকাছেও ভীড়বেন না। বিপজ্জনক !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
আপনি আসলেই কিছু বুঝেন নাই!
কারণ যে সচলাদের সাবধান করার জন্য আপনি শশব্যস্ত হয়ে উঠেছেন, তারা এ বাক্যের মর্মার্থ অনুধাবন করেছেন সবার আগে!
এমন কি, বাক্যটির অর্থ হৃদয়ঙ্গম করার পরও আমার ধারে কাছে তারা ভিড়বেন কিনা, এ বিষয়ে তাঁদের সিদ্ধান্ত যতদূর জানি আরো আগ্রহবোধক হয়েই উঠেছে!
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
আপনাকে এবং সচলের সবাইকে ঈদ মোবারক।
হায় রে ছেলেবেলা! ঈদের আসল মজা তো তখনি পাওয়া যেত। আর এখন তো ঈদের আনন্দ মানে হল অফিস থেকে কয়েকদিনের টানা ছুটি পাওয়া!
লেখাটা অনেক কিছু মনে করিয়ে দিল। যাই হোক, ঈদ মোবারক কনফু ভাই। সেই সাথে, বাকি সবাইকেও।
সবাইকে ঈদ মোবারক ।
--------------------------------------------------------
কারা যেন চলে গেছে দূরে...বহুদূরে..আর ফিরবে না জানি । কোন কারন ছাড়াই , কোন যুক্তি ছাড়াই চুপচাপ হয়ে গেছে সারিবদ্ধ প্রাণ গুলো । জানি , আমাকেও আসতে হবে এই বিষন্ন নগরীতে..একদিন.. কোনদিন --মলাগোফরুমা
---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন
কনফু ভাই, আমি যখন আমার বাবার বাড়িতে আমার ছেলে বেলা হাতড়ে বেড়াই আমার মা তখন আমাকে বলেন, ছেলে বেলা হারিয়ে গেছে ছেলেবেলার সাথে, এখন সারা জীবন তাকে খুজে বেড়াবে আমাদের মতন কিন্তু পাবে সেটা ছেলে বেলার স্মৃতিতেই। বলে যখন চোখে পানি চলে আসে শুনতে কঠিন লাগে কিন্ত সত্য বোধ হয় এ রকমই।
ঈদ মুবারাক।
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
ঈদের শুভাচ্ছা সবাইকে
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
ঈদ মুবারাক!
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
তাও নজরুল ইসলাম একটা গান লিখে গেছিলেন। ঈদ মোবারক।
ঈদ-কুম মুবারাক , অর্থাৎ আপনাকে এবং আপনার পরিবারকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি।
--------------------------------------------------------
দুঃখের স্মৃতি হলেও কথাটা ভারি মজার :
"আমার জীবনের সবচেয়ে দুঃখের স্মৃতি হলো- সালামী-গ্রহিতার গ্রুপ থেকে সালামী-দাতার গ্রুপে চলে যাওয়াটা। "
তারপরও কি শিশুদের হাসিমুখ দেখলে ভালো লাগে না? ঈদ তো আসলে শিশুদেরই। বড়রা ধর্ম নিয়ে হানাহানি করতে ভালবাসে।
____________________________
বন্ধুত্ব মানেই তুমি বিচ্ছেদের চুক্তি মেনে নিলে
[আবু হাসান শাহরিয়ার]
____________________________
বন্ধুত্ব মানেই তুমি বিচ্ছেদের চুক্তি মেনে নিলে
[আবু হাসান শাহরিয়ার]
নতুন মন্তব্য করুন