খোমা প্রদর্শন-

কনফুসিয়াস এর ছবি
লিখেছেন কনফুসিয়াস (তারিখ: বিষ্যুদ, ০৭/০৬/২০০৭ - ১০:৩৭অপরাহ্ন)
ক্যাটেগরি:
মাশীদাপু ও এডমিন,দুজনেই দেখিলাম নিজ নিজ খোমা প্রোফাইলে প্রদর্শন করিতেছেন!:-) তাহাদের প্রেরণায় প্রাণিত হইয়া আমিও প্রোফাইলে আমার খোমা লাগাইলাম। তবে কতদিনের জন্যে, সেইটা বলা মুশকিল! দেখা যাক।

মন্তব্য

হাসিব এর ছবি
আপ্নে তাইলে কইতাছেন এই দাদুভাইই আপ্নে ? __________________________ স্বাক্ষর নাই কোন ।
হযবরল এর ছবি
এটাতো কার্টুন বুড়া।
ধুসর গোধূলি এর ছবি
অই মিয়া ব্লাফিং মারেন ক্যা? আপনে কইতে চান আপনের গায়ে রবি বুড়ার মতো আলখাল্লা কেবল?
হযবরল এর ছবি
এডমিনের খোমা দেখে মনে হয় সুমাত্রার নিরক্ষীয় নিবিড় বনাঞ্চলে সচলায়তনের হেডঅপিস।
হাসিব এর ছবি
এইবার ঠিকৈছে । ___________________________ স্বাক্ষর নাই কোন ।
সুমন চৌধুরী এর ছবি
হ ....................................... ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
ধুসর গোধূলি এর ছবি
সুমন চৌধুরী এর ছবি
অ্যা! ....................................... ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
ধুসর গোধূলি এর ছবি
নিজের স্ব-অক্ষর টেরাই দেই। --------------------------- স্বাক্ষর দিমুনা, পরে জমিজমা সব লেইখা লইলে!
সৌরভ এর ছবি
কেমনে কী? এইটা বুলে হুযুরে আলা হযরত কনফুসিয়াস ? ৪৫ বছরের বুড়া ব্লাফ মারে ২৫ এর বাচ্চা ছবি দিয়া ..... ------ooo0------ এই আমি যদি জেগে উঠি অন্য কোন সময়ে অথবা অন্য কোন পৃথিবীতে ,তবে কি পারতাম আমি অন্য একজন হয়ে উঠতে ?

আবার লিখবো হয়তো কোন দিন

সৌরভ এর ছবি
হায় হায় বুড়া তো দেখি নিজের রূপে ফিরলো ..?? ------ooo0------ এই আমি যদি জেগে উঠি অন্য কোন সময়ে অথবা অন্য কোন পৃথিবীতে ,তবে কি পারতাম আমি অন্য একজন হয়ে উঠতে ?

আবার লিখবো হয়তো কোন দিন

মাশীদ এর ছবি
না না তোর খোমা কখনই এত ভাল হতে পারে না। --------------------------------------- হারিয়ে যেতে হবে আমায় ফিরিয়ে পাব তবে।

ভাল আছি, ভাল থেকো।

কনফুসিয়াস এর ছবি
অরূপদা, ইমোটিকন কি এমনিতেই দেয়া যাচ্ছে? নাকি আপনি দিয়ে দিলেন? -কনফুসিয়াস

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।