হা ঈশ্বর

কনফুসিয়াস এর ছবি
লিখেছেন কনফুসিয়াস (তারিখ: রবি, ২৫/০১/২০০৯ - ১২:৩৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

যদি সত্যিই তুমি আমার কথা শুনতে পাও,
ওদের বাগান তুমি ফুল শূন্য করে দাও দয়া করে,
ওরা ফুল টিপে মেরে ফেলে।

আর কোন বাবা যেন ওদের সংসারে না আসে।
আর কেউ যেন মা, ভাই কিংবা বোন না হয় কারও।

ওদের ঘরে তুমি আর কোন শিশুর জন্ম দিও না, প্লিজ।
তুমি কি দেখতে পাচ্ছো না যে,
ওরা শিশুদের গুলি করে মেরে ফেলে!

---------------------------


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

ওরা শিশুদের গুলি করে মেরে ফেলে

ওরা শত্রুর শিশুদের জানে শত্রু হিসেবে। আর ঈশ্বর ত' ওদেরই ঘরানার। গুনে দেখুনগে ওদের একেকজনের ঘরে ১০-১২টা করে সন্তান দখল ত্রাস আধিপত্য টিকিয়ে রাখার জন্য বেড়ে উঠছে। ইঁদুরের চাইতে বংশবিস্তারের গতি ওদের কোনোঅংশে কম নয়।

আমরা শুধু তাই প্রার্থনাই করতে থাকব ঈশ্বরকে আমাদের দলে ভেড়ানোর জন্য।

প্রফাইল

....................................................................................................................
এভাবেই স্থবির ঘর একদিন উড়ে যাবে
উড়ে উড়ে যাবে

কল্পনা আক্তার এর ছবি

ঈশ্বর কি এই আর্তি শুনতে পাবেন!!!

............................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা


........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

পরিবর্তনশীল এর ছবি

কিচ্ছু বলার নাই।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

কীর্তিনাশা এর ছবি

মন্তব্য করার ভাষা নেই কনফু দা...........

আমার মনেও কেবল প্রশ্ন জাগে - সত্যিই কি ঈশ্বর আছেন? থাকলে সত্যিই কি তার চোখ কান আছে? মন খারাপ

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

ভূঁতের বাচ্চা এর ছবি

পড়লাম। লেখা নিয়ে বলার কিছু নাই। খুবই সত্যি বলেছেন।
তারেক ভাইয়াকে কম কম দেখি মনেহয় আজকাল, ব্যস্ত নাকি ভাইয়া ?

----------------------------------------

--------------------------------------------------------

দৃশা এর ছবি

চারিদিকে মানুষের এতো ক্ষোভ এতো হাহাকার এইটা কি সৃষ্টিকর্তার চোখে পড়ে না?
..............................................................................
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

স্বপ্নাহত এর ছবি

ঈসরায়েল নিপাত যাক।

এত কিছু যদি তিনি এত উপরে থেকে দেখতে না পারেন তবে ঈশ্বরও।

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

দময়ন্তী এর ছবি

এর থেকে তো এটাই প্রমাণ হয় যে "ঈশ্বর' কনসেপ্টটাই ভুল ৷
--------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

অতিথি লেখক এর ছবি

[পান্থ বিহোস] পাঠককে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হয় না যে এটা এই ঐটা ঐ। আপনি "ওরা শিশুদের গুলি করে মেরে ফেলে!" লাইনটি লিখে পুরো লেখাটির স্বাদ নষ্ট করে ফেলেছেন। আপনার লাইনটি হওয়া উচিত ছিলো- "ওরা ফুলদের গুলি করে মেরে ফেলে!"
তাহলে লেখাটি চমত্কার হতো বলে মনে করি। তারপরও ধন্যবাদ। ভালো লেগেছে।

হাসান মোরশেদ এর ছবি

আপনার লাইনটি হওয়া উচিত ছিলো- "ওরা ফুলদের গুলি করে মেরে ফেলে!"

একেবারে ঔচিত্য শিখিয়ে দিলেন? গুলী করে শিশুদের মারা হচ্ছে তবু কাব্য করে বলতে হবে 'ফুল' ? বাহ!
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

অতন্দ্র প্রহরী এর ছবি

কিছুই বলার নেই। শুধুই দীর্ঘশ্বাস!

পলাশ দত্ত এর ছবি

লেখাটা তো কবিতা হইছে কনফু।

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

অমিত আহমেদ এর ছবি
ইশতিয়াক রউফ এর ছবি

আমিও নিরব থাকলাম...

নামহীন [অতিথি] এর ছবি

বলার কিছু নাই। ইশ্বরের মতো আমিও নীরব থাকলাম।

সাইফুল আকবর খান এর ছবি

ঈশ্বর আছেন তার পরেও?!

মন খারাপ

০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

রায়হান আবীর এর ছবি

ঈসরায়েল নিপাত যাক।

এত কিছু যদি তিনি এত উপরে থেকে দেখতে না পারেন তবে ঈশ্বরও।

=============================

রানা মেহের এর ছবি

------
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

কী ভীষণ অনুপস্থিত ঈশ্বর!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সাইফুল আকবর খান এর ছবি

হুম। মন খারাপ

০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

পড়েছিলাম, কমেন্ট করা হয়নি।

মনে পড়লো, কনফু'র কবি পরিচয়টা ভুলেই যাচ্ছিলাম...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।