হ্যাপি বার্থ ডে টু ইউ-

কনফুসিয়াস এর ছবি
লিখেছেন কনফুসিয়াস (তারিখ: বিষ্যুদ, ১৪/০৬/২০০৭ - ৯:৫২অপরাহ্ন)
ক্যাটেগরি:
এই গানটা কার লেখা মাঝে মাঝেই ভাবি। ভদ্রলোকের জীবন স্বার্থক! এক গান দিয়েই সারা পৃথিবীর সব মানুষের কাছে চির স্মরণীয় হয়ে আছেন, আর কিছু না লিখলেও চলবে। তিনি, মানে গীতিকার, মনে হচ্ছে বিজ্ঞাপনপ্রিয়ও নন। নইলে ''সর্বাধিক প্রচারিত দৈনিক''-এর আদলে ''সর্বাধিক গাওয়া গান'' বলে নিঃসন্দেহে বিজ্ঞাপন দেয়া যেত। বছরের ৩৬৫ দিনই পৃথিবীর কোথাও না কোথাও গাওয়া হচ্ছে এই গান। যেহেতু সব জায়গায় একসাথে রাত ১২ টা বাজে না, তারমানে প্রায় প্রতিটি বারোটা বাজার মুহুর্তেই এই গান গাচ্ছে কেউ না কেউ! আরেকটা কথাও মনে হয়, সম্ভবত এই গানের কাছ থেকেই লিনাক্স বা অন্য ওপেন সফটওয়্যার উদ্ভাবকরা যে কোন কিছুই 'ওপেন' সোর্স করে দেবার আইডিয়া পেয়েছেন। যেমন দেখুন, হ্যাপি বার্থ ডে টু ইউ দুইবার গেয়ে তারপরে যে গায় হ্যাপি বার্থ ডে টু ডিয়ার ড্যাশ ড্যাশ- এখানে ড্যাশের জায়গায় বাড্ডে বালক-বালিকাদের নাম বসিয়ে কি সুন্দর করেই না সবাই মনের খুশি মতন ব্যবহার করে! ওপেন সোর্সের এর চেয়ে ভাল উদাহরণ আর কে কোথায় পাবে বলেন? তারপরে ধরুন গানের সুরটা...। আচ্ছা, গান নিয়ে বেশি কথা বলে ফেলছি না কি? হুম, তাই তো মনে হচ্ছে। আচ্ছা, প্যাচাল বাদ দিই। নইলে আসল কথাটাই বলতে ভুলে যাবো পরে। কাহিনি হচ্ছে, বসে বসে বারোটা বাজার অপেক্ষা করছিলাম। অপেক্ষার সময়টায় ভাবলাম একটু গলা সেধে নিই, গলা সাধতে গিয়ে মনে হলো গানের গুণগান করি কিছুক্ষণ, করতে করতে দেখি সময় হয়ে গেছে। তো, শেষমেষ হেড়ে গলায় গেয়েই ফেলি- হ্যাপি বার্থ ডে টু ইউ, হ্যাপি বার্থ ডে টু ইউ, হ্যাপি বার্থ ডে টু ডিয়ার তিথি! হ্যাপি বার্থ ডে টু ইউ।

মন্তব্য

সৌরভ এর ছবি
তাই নাকি? আজ ছিল? "পোজজাপতি" তিথি, শুভ জন্মদিবস ! অনেক অনেক শুভেচ্ছা। ------ooo0------ বিবর্ণ আকাশ এবং আমি ..

আবার লিখবো হয়তো কোন দিন

হযবরল এর ছবি
শুভ জন্মদিন কংকাবতী।
কনফুসিয়াস এর ছবি
আজ, মানে ১৫ তারিখ। -যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

অছ্যুৎ বলাই এর ছবি
হেপি বাড ডে! (বাংলাদেশ টাইমে আর 1 ঘন্টা বাকি)

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

আরিফ জেবতিক এর ছবি
যা কমু কাইল কমু।
অমিত এর ছবি
শুভ জন্মদিন
মাশীদ এর ছবি
বাহ্! আজকে আমার একটা স্কুলফ্রেন্ডের আর অপুর এক কলিগেরও জন্মদিন। শুভ জন্মদিন, তিথি! তোর মতই সুন্দর হোক তোর জন্মদিন আর সারা জীবন! --------------------------------------- হারিয়ে যেতে হবে আমায় ফিরিয়ে পাব তবে।

ভাল আছি, ভাল থেকো।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
অনেক অনেক শুভ জন্মদিন তিথি। ==== মানুষ চেনা দায়!
হিমু এর ছবি
শুভ জন্মদিন! পোস্টটাও জটিল হয়েছে।
সুমন চৌধুরী এর ছবি
শুভ জন্মদিন ....................................... ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
নিঘাত তিথি এর ছবি
বাহ বাহ, কত শুভেচ্ছা :) অনেক ধন্যবাদ সবাইকে। হযু ভাই, কঙ্কাবতীকে নিয়ে আপনার লেখা কবিতাটা পড়ে নিব নি আবার শুভেচ্ছা হিসেবে। সৌরভ, ১৫ তারিখে কিন্তু! পোজ্জাপতি বললা? অনেক মায়া রে এখনও ওই নামে। আজকে পোজ্জাপতি একটা পোস্ট দিবে সেখানে। অচ্ছুত বলাই, অমিত, মুর্শেদ ভাই- অনেক ধন্যবাদ। শুভ, পোকামানব তাহলে আমাকে চিনেছে! হিমু, বদ্দা- থ্যাঙ্কু। মাশীদ আপু, জীবন আমার মত সুন্দর হবে? এই রকম কিপটামী মার্কা দোয়া করলা? :( --তিথি

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

নিঘাত তিথি এর ছবি
ওহ জেবতিক ভাই, আমিও কাইল কমু। :) --তিথি

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

মাশীদ এর ছবি
আমারে কিপটা কইলি? আমি তোরে সবচে' ভাল দোয়া করেছি। --------------------------------------- হারিয়ে যেতে হবে আমায় ফিরিয়ে পাব তবে।

ভাল আছি, ভাল থেকো।

নিঘাত তিথি এর ছবি
আপু, জীবন সুন্দরের দোয়া করেছ ভালো কথা, কিন্তু সৌন্দর্যের লিমিটটা আরেকটু বাড়ালে হতো না? এই ধর জেটা জোন্স, নিদেনপক্ষে এঞ্জেলিনা জোলি! তা না কইলা আমার মত =(( --তিথি

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

মাশীদ এর ছবি
সৌন্দর্য আপেক্ষিক, প্লাস ভিতর-বাহির মিলে। তুই যাদের কথা বললি, আনফরচুনেটলি আমি তাদের ব্যক্তিগতভাবে চিনি না রে। তাই সব মিলে আমার বিশ্বাস আমার দেয়া লিমিট ইজ বাই ফার দ্য হাইয়েস্ট। :) ভাল থাকিস। হ্যাভ ফান! --------------------------------------- হারিয়ে যেতে হবে আমায় ফিরিয়ে পাব তবে।

ভাল আছি, ভাল থেকো।

মুহম্মদ জুবায়ের এর ছবি
দেরি হইছে তো কী হইছে? এখন চিল্লাইয়া কই, শুভ জন্মদিন।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

নিঘাত তিথি এর ছবি
মাশীদ আপু, ঠিক। জানি তো। তোমাকে দিয়ে আবার বলালাম আর কি! জন্মদিনের ঢং! হি হি। এবার জোরেশোরে বলি, থ্যাঙ্ক ইউ। জুবায়ের, =)) --তিথি

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

হাসান মোরশেদ এর ছবি
অভিনন্দন হে! রনেবনে জলে জংগলে যেখানে যেমনে থাকো- যেনো নিজের মতো থাকতে পারো । -------------------------- আমি সত্য না হইলে গুরু সত্য কোনকালে?

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

sook sun wan gerd !!!

ধুসর গোধূলি এর ছবি

alles gute zum gebürstag
_________________________________
<স্বাক্ষর দিমুনা, পরে জমিজমা সব লেইখা লইলে!>

সৌরভ এর ছবি

কতো ভাষা জানে রে ...!

------ooo0------
বিবর্ণ আকাশ এবং আমি ..


আবার লিখবো হয়তো কোন দিন

কনফুসিয়াস এর ছবি

হু, কিন্তু অর্থ কি?
সাসপিশাস কিছু না তো?

-যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

ঝরাপাতা এর ছবি

দেরীতে হলেও শুভ জন্মদিন। আনন্দময় হোক জীবনের প্রতিটি ক্ষণ। ভালো থাকুক টোনাটুনি।
_______________________________________
পোড়াতে পোড়াতে ছাই, ওড়াতে ওড়াতে চলে যাই . . .


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।