হাওয়াই মিঠাই ১৮: প্রতি সোমবারে-

কনফুসিয়াস এর ছবি
লিখেছেন কনফুসিয়াস (তারিখ: সোম, ২০/০৬/২০১১ - ১২:০৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

১/
সোমবারে ছুটি থাকলে খানিকটা বিপদে পড়তে হয়।

বউ থাকে অফিসে, আমি একা সারাদিন বাসায়। একা থাকাটা এম্নিতে মন্দ নয় অবশ্য। কিন্তু গত সাড়ে চার বছর একত্রে থেকে থেকে অভ্যেস বদলে গেছে। আমরা দু’জনেই এখন একসাথে ‘একা একা’ থাকাটাই বেশি পছন্দ করি। তাই, সোমবারের ছুটিটাকে ছুটি বলে মনে হয় না আর। বরং আমার সোমবারগুলোকে যদি কোন নামে ডাকা যায়, নিঃসঙ্গতাই সম্ভবত সবচেয়ে সঠিক হবে।

২/
চশমা চোখে নিয়ে চা খেতে গেলে একটা অদ্ভুত ব্যাপার হয়। গরম চায়ের ধোঁয়া উঠে এসে চশমার কাঁচ ঘোলা করে দেয়। এরকম হলে আমি প্রায়শই কাঁচ পরিষ্কার করি না অনেকক্ষণ। ঘোলা কাঁচে চারপাশ দেখার একটা অদ্ভুত মজা আছে, অনেকটা লুকিয়ে কোন কিছু করে ফেলার মজা। বা নিষিদ্ধ কিছু দেখে ফেলার আনন্দের মতন সেটা।

৩/
ছোটবেলায় রাতঘুমে অনেক উদ্ভট স্বপ্ন দেখতাম বলে মনে পড়ে। একটা স্বপ্নের কথা এখনও মনে আছে, যেন কোন একটা বিশাল মাঠের এক কোণায় আমি দাঁড়ানো। নরম মাটির মাঠ, অনেকটা টিস্যু কাগজের মত অনুভুতি দেয় সেটা পায়ের তলায়। তারপর হুট করে অন্য কোণ থেকে একটা বিরাট পিপড়াঁ ক্রমশ হেঁটে আসতে থাকে আমার কাছে। প্রতি পদক্ষেপে টিস্যু কাগজের মাঠটা দলা পাকিয়ে যেতে থাকে, মাঠের পরিধি কমে যেতে থাকে। অন্য পাশে দাঁড়ানো আমি ক্রমশ কোণঠাসা হয়ে অপেক্ষা করতে থাকি পিঁপড়েটার জন্যে।
প্রায় বছর কুড়ি বাদে এই স্বপ্নটা সেদিন রাতে আমার কাছে আবার ফিরে এলো। ছোটবেলার মতই ঘাম দিয়ে উঠলো সারা গায়ে, ছটফট করতে করতে ঘুম ভেঙে গেল আমার।

৪/

৫/
তিথির অবসরের সময়টুকু আজকাল বিভিন্ন এয়ারলাইন্সের ওয়েবসাইটগুলোয় ঘুরে ঘুরে কাটে। আমার বাৎসরিক ছুটির ক্যালেন্ডার আমার চেয়েও বেশি বেশি মুখস্থ থাকে ওর। আমাদের দুজনের অবসর বিনোদন অথবা মন ভার হয়ে থাকার মূল কারণ এখন অনেক দুর তেপান্তরের ওপারের একটা জনবহুল, ঘিঞ্জি লালসবুজের দেশ।

৬/
প্রতি সোমবারে চায়ের ধোঁয়া ছাড়াই ঝাপসা হয়ে থাকা চশমার কাঁচ মুছতে মুছতে আমি ভাবি, এমনকি দুঃস্বপ্নেরাও ঘরে ফেরে একদিন, আমাদেরই কেবল ফেরা হয় না।


মন্তব্য

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

চশমার ব্যাপারটা বিরক্তিকর।
যেদিন থেকে চশমা নিলাম, সেদিন থেকে আরাম করে চা খেতে খেতে পেপার পড়া/টিভি দেখা আর হয় না।
সমস্যা ঐ একটাই, ধোঁয়া এসে ঝাপসা করে দেয়।

কনফুসিয়াস এর ছবি

হুম। ঠিক এরকম দৃশ্যপট কোন একটা গল্পে ঢুকিয়ে দিবো ভাবছি। হাসি

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

নজমুল আলবাব এর ছবি

উড়ালটা তবে কবে দিচ্ছ?

কনফুসিয়াস এর ছবি

হাসি আপনে আজকাল লেখা ঠিকঠাক পড়েন না।

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

নজমুল আলবাব এর ছবি

পড়িনা মানে? মাথা ফাটানোর মতো কমেন্ট দিলা, এইটা বুঝতেছো?
আমি জিগাইলাম উড়াল দিতাছো কবে, মানে দেশে কবে আসবা, এইটার লগে লেখার কি সম্পক্ক? শেষ প্যারাটা পড়িনাই বলছো? নাহ, পোলাপাইন খালি খোঁচা দিতে চায়। মন খারাপ

guest_writer প্রকৌশলী আতিক এর ছবি

হাওয়াই মিঠাইয়ের কথা মনে করাইয়া দিলেন। ছোট বেলায় কত ভাঙ্গা সিসি, বোতল টোকাইয়া হাওয়াই মিঠাই খাইতাম।

কনফুসিয়াস এর ছবি

হাসি

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

কৌস্তুভ এর ছবি

নিয়ে ফেলেন ছুটি, কী আছে দুনিয়ায়...

শিশিরকণা এর ছবি

কথা সত্য! কী আছে এই দু'দিনের দুইন্যায়?

~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~

কনফুসিয়াস এর ছবি

দুনিয়ায় সবই আছে, ছুটি নাই। মন খারাপ

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

আশালতা এর ছবি

কনফুসিয়াস এর লেখায় ভয়ে ভয়ে বলছি- এই লেখাটা আমার খুব ভালো লেগেছে, বিশেষ করে ঐ একসাথে একা একা থাকাটা কি সুন্দর করে বলা !

----------------
স্বপ্ন হোক শক্তি

কনফুসিয়াস এর ছবি

ভয় কেন? অ্যাঁ
আমি তো হালুম নই, আপনার মালুম হয়নি?

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

আমি ভেবেছিলাম এখন থেকে প্রতি সোমবারে হাওয়াই মিঠাইয়ের একটা করে এপিসোড পাওয়া যাবে!


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

সুহান রিজওয়ান এর ছবি

আমিও। মন খারাপ

কৌস্তুভ এর ছবি

আমিও!

অনার্য সঙ্গীত এর ছবি

আমিও মন খারাপ

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

কনফুসিয়াস এর ছবি

(শিরোনাম পড়ার পরে)
আমিও। হাসি

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

guest_writer এর ছবি

চশমা পরে চা খাওয়াটা মজাই লাগে, লেখাটা ভালো লেগেছে

কনফুসিয়াস এর ছবি

হাসি

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

দুষ্ট বালিকা এর ছবি

এসি রুম থেকে বের হলেও চশমার জন্যে খুব মজা লাগে! লেখাটা ভাল্লাগলো! হাসি দুইজনে একা থাকার ব্যাপারটাও! দেঁতো হাসি

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

কনফুসিয়াস এর ছবি

থ্যাংকু। হাসি

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

sumima yasmin এর ছবি

এক সাথে একা-একা থাকা!
বাহ্! কথাটা বেশ লাগলো। লেখাটাও।

কনফুসিয়াস এর ছবি

হাসি

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

lনাবিক এর ছবি

চশমার কাঁচের বিষয়টা আমাকেও ভাবায়
ক্লাস ওয়ান থেকে চশমা কিনা আমার

কনফুসিয়াস এর ছবি

হাসি

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

অনার্য সঙ্গীত এর ছবি

শেষ লাইনটায় উত্তম জাঝা!

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

কনফুসিয়াস এর ছবি

শেষ শব্দটায় উত্তম জাঝা!

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

আয়নামতি1 এর ছবি

বিষন্ন সুন্দর লেখা!......পড়া শেষেও কাঙ্খিত গন্তব্যে না ফেরার কষ্ট বুকের ভেতর গুনগুনিয়েই যায়..........

কনফুসিয়াস এর ছবি

মন খারাপ

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

ধুসর গোধূলি এর ছবি
আব্দুর রহমান এর ছবি

লেখাটা পড়েছিলাম, ভিডিওটা ধুগোদার কমেন্ট দেখে তারপরে দেখলাম। একা একাই চোখ মুছি।

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

কনফুসিয়াস এর ছবি

হুম। ভিডিওটা আসলেই চমৎকার।

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

কনফুসিয়াস এর ছবি

আই উইশ। হাসি

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

তুলিরেখা এর ছবি

আমি তো একেবারে হাতে তুলসীপাতা নিয়ে বসছিলাম আরেকটু হলে। প্রতি সোমবার হাওয়াই মিঠাই শুনবো বলে।
এইটা কেমন কথা কনফু? কেন শোনাও না? চিন্তিত

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

কনফুসিয়াস এর ছবি

তোমাকে দেয়া উত্তরটা লাফ দিয়ে মাথার উপরে কেম্নে চলে গেলো বুঝছি না! মন খারাপ
আবার লিখলাম- আই উইশ। হাসি

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

টিটো রহমান এর ছবি

শেষ লাইন্টায় এসে তো একদম ছোটগল্প বানিয়ে ফেললি...[ গুল্লি
অসাধারণ দোস্ত...

কি যাতনা বিষে। বুঝিবে সে কিসে
সোমের দিবসে । বউ যদি অফিসে খাইছে

কনফুসিয়াস এর ছবি

হা হা হা, অনুকাব্যটা দুর্দান্ত হইছে রে। হাসি

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

কবি-মৃত্যুময় এর ছবি

আমাদের দুজনের অবসর বিনোদন অথবা মন ভার হয়ে থাকার মূল কারণ এখন অনেক দুর তেপান্তরের ওপারের একটা জনবহুল, ঘিঞ্জি লালসবুজের দেশ।

চলে আসুন না ভাইয়া!!!! ছুটি সোনার হরিণ বুঝি অধরা!?

আর ভিডিওটা খুব ভালো লাগল, ডাউনলোডেড।

কনফুসিয়াস এর ছবি

হাসি

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

guest_writer এর ছবি

হাসি
nawarid nur saba

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

প্রতি সোমবারে তিথি আপার অফিস আর আপনার ছুটি থাকে না? তাহলেই তো প্রতি সোমবার একটা করে লেখা বেরুতো, মানে সচলের পাতায় দেখতাম...!

কয়েকটা কথা পড়ে খুব অদ্ভুত লাগলো... ভালো লাগা অদ্ভুত আরকি...

দু'জনেই এখন একসাথে 'একা একা' থাকাটাই বেশি পছন্দ করি...

এমনকি দুঃস্বপ্নেরাও ঘরে ফেরে একদিন, আমাদেরই কেবল ফেরা হয় না...

দুই দিনের দুইন্যা, কী আছে জীবনে বলেন? ছুটি নিয়ে চলে আসেন। হাসি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

কনফুসিয়াস এর ছবি

হাসি ঐ যে বললাম, দুই দিনের দুইন্যা। সবই আছে, ছুটি নাই। হাসি

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

আরে! ছুটি না দিলে ঝাঁটা মেরে চলে আসেন! খাইছে

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

চলে আসেন... আড্ডা আর গান হোক... কী আছে জীবনে...

______________________________________
পথই আমার পথের আড়াল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।