১/
সোমবারে ছুটি থাকলে খানিকটা বিপদে পড়তে হয়।
বউ থাকে অফিসে, আমি একা সারাদিন বাসায়। একা থাকাটা এম্নিতে মন্দ নয় অবশ্য। কিন্তু গত সাড়ে চার বছর একত্রে থেকে থেকে অভ্যেস বদলে গেছে। আমরা দু’জনেই এখন একসাথে ‘একা একা’ থাকাটাই বেশি পছন্দ করি। তাই, সোমবারের ছুটিটাকে ছুটি বলে মনে হয় না আর। বরং আমার সোমবারগুলোকে যদি কোন নামে ডাকা যায়, নিঃসঙ্গতাই সম্ভবত সবচেয়ে সঠিক হবে।
২/
চশমা চোখে নিয়ে চা খেতে গেলে একটা অদ্ভুত ব্যাপার হয়। গরম চায়ের ধোঁয়া উঠে এসে চশমার কাঁচ ঘোলা করে দেয়। এরকম হলে আমি প্রায়শই কাঁচ পরিষ্কার করি না অনেকক্ষণ। ঘোলা কাঁচে চারপাশ দেখার একটা অদ্ভুত মজা আছে, অনেকটা লুকিয়ে কোন কিছু করে ফেলার মজা। বা নিষিদ্ধ কিছু দেখে ফেলার আনন্দের মতন সেটা।
৩/
ছোটবেলায় রাতঘুমে অনেক উদ্ভট স্বপ্ন দেখতাম বলে মনে পড়ে। একটা স্বপ্নের কথা এখনও মনে আছে, যেন কোন একটা বিশাল মাঠের এক কোণায় আমি দাঁড়ানো। নরম মাটির মাঠ, অনেকটা টিস্যু কাগজের মত অনুভুতি দেয় সেটা পায়ের তলায়। তারপর হুট করে অন্য কোণ থেকে একটা বিরাট পিপড়াঁ ক্রমশ হেঁটে আসতে থাকে আমার কাছে। প্রতি পদক্ষেপে টিস্যু কাগজের মাঠটা দলা পাকিয়ে যেতে থাকে, মাঠের পরিধি কমে যেতে থাকে। অন্য পাশে দাঁড়ানো আমি ক্রমশ কোণঠাসা হয়ে অপেক্ষা করতে থাকি পিঁপড়েটার জন্যে।
প্রায় বছর কুড়ি বাদে এই স্বপ্নটা সেদিন রাতে আমার কাছে আবার ফিরে এলো। ছোটবেলার মতই ঘাম দিয়ে উঠলো সারা গায়ে, ছটফট করতে করতে ঘুম ভেঙে গেল আমার।
৪/
৫/
তিথির অবসরের সময়টুকু আজকাল বিভিন্ন এয়ারলাইন্সের ওয়েবসাইটগুলোয় ঘুরে ঘুরে কাটে। আমার বাৎসরিক ছুটির ক্যালেন্ডার আমার চেয়েও বেশি বেশি মুখস্থ থাকে ওর। আমাদের দুজনের অবসর বিনোদন অথবা মন ভার হয়ে থাকার মূল কারণ এখন অনেক দুর তেপান্তরের ওপারের একটা জনবহুল, ঘিঞ্জি লালসবুজের দেশ।
৬/
প্রতি সোমবারে চায়ের ধোঁয়া ছাড়াই ঝাপসা হয়ে থাকা চশমার কাঁচ মুছতে মুছতে আমি ভাবি, এমনকি দুঃস্বপ্নেরাও ঘরে ফেরে একদিন, আমাদেরই কেবল ফেরা হয় না।
মন্তব্য
চশমার ব্যাপারটা বিরক্তিকর।
যেদিন থেকে চশমা নিলাম, সেদিন থেকে আরাম করে চা খেতে খেতে পেপার পড়া/টিভি দেখা আর হয় না।
সমস্যা ঐ একটাই, ধোঁয়া এসে ঝাপসা করে দেয়।
হুম। ঠিক এরকম দৃশ্যপট কোন একটা গল্পে ঢুকিয়ে দিবো ভাবছি।
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
উড়ালটা তবে কবে দিচ্ছ?
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
আপনে আজকাল লেখা ঠিকঠাক পড়েন না।
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
পড়িনা মানে? মাথা ফাটানোর মতো কমেন্ট দিলা, এইটা বুঝতেছো?
আমি জিগাইলাম উড়াল দিতাছো কবে, মানে দেশে কবে আসবা, এইটার লগে লেখার কি সম্পক্ক? শেষ প্যারাটা পড়িনাই বলছো? নাহ, পোলাপাইন খালি খোঁচা দিতে চায়।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
হাওয়াই মিঠাইয়ের কথা মনে করাইয়া দিলেন। ছোট বেলায় কত ভাঙ্গা সিসি, বোতল টোকাইয়া হাওয়াই মিঠাই খাইতাম।
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
নিয়ে ফেলেন ছুটি, কী আছে দুনিয়ায়...
কথা সত্য! কী আছে এই দু'দিনের দুইন্যায়?
~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~
দুনিয়ায় সবই আছে, ছুটি নাই।
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
কনফুসিয়াস এর লেখায় ভয়ে ভয়ে বলছি- এই লেখাটা আমার খুব ভালো লেগেছে, বিশেষ করে ঐ একসাথে একা একা থাকাটা কি সুন্দর করে বলা !
----------------
স্বপ্ন হোক শক্তি
ভয় কেন?
আমি তো হালুম নই, আপনার মালুম হয়নি?
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
আমি ভেবেছিলাম এখন থেকে প্রতি সোমবারে হাওয়াই মিঠাইয়ের একটা করে এপিসোড পাওয়া যাবে!
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
আমিও।
আমিও!
আমিও
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
(শিরোনাম পড়ার পরে)
আমিও।
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
চশমা পরে চা খাওয়াটা মজাই লাগে, লেখাটা ভালো লেগেছে
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
এসি রুম থেকে বের হলেও চশমার জন্যে খুব মজা লাগে! লেখাটা ভাল্লাগলো! দুইজনে একা থাকার ব্যাপারটাও!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
থ্যাংকু।
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
এক সাথে একা-একা থাকা!
বাহ্! কথাটা বেশ লাগলো। লেখাটাও।
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
চশমার কাঁচের বিষয়টা আমাকেও ভাবায়
ক্লাস ওয়ান থেকে চশমা কিনা আমার
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
শেষ লাইনটায়
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
শেষ শব্দটায় ।
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
বিষন্ন সুন্দর লেখা!......পড়া শেষেও কাঙ্খিত গন্তব্যে না ফেরার কষ্ট বুকের ভেতর গুনগুনিয়েই যায়..........
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
ভিডিওটা দেখে ভেতরটা কেমন জানি করে ওঠে!
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
লেখাটা পড়েছিলাম, ভিডিওটা ধুগোদার কমেন্ট দেখে তারপরে দেখলাম। একা একাই চোখ মুছি।
------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল
হুম। ভিডিওটা আসলেই চমৎকার।
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
আই উইশ।
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
আমি তো একেবারে হাতে তুলসীপাতা নিয়ে বসছিলাম আরেকটু হলে। প্রতি সোমবার হাওয়াই মিঠাই শুনবো বলে।
এইটা কেমন কথা কনফু? কেন শোনাও না?
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
তোমাকে দেয়া উত্তরটা লাফ দিয়ে মাথার উপরে কেম্নে চলে গেলো বুঝছি না!
আবার লিখলাম- আই উইশ।
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
শেষ লাইন্টায় এসে তো একদম ছোটগল্প বানিয়ে ফেললি...[
অসাধারণ দোস্ত...
কি যাতনা বিষে। বুঝিবে সে কিসে
সোমের দিবসে । বউ যদি অফিসে
হা হা হা, অনুকাব্যটা দুর্দান্ত হইছে রে।
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
চলে আসুন না ভাইয়া!!!! ছুটি সোনার হরিণ বুঝি অধরা!?
আর ভিডিওটা খুব ভালো লাগল, ডাউনলোডেড।
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
nawarid nur saba
প্রতি সোমবারে তিথি আপার অফিস আর আপনার ছুটি থাকে না? তাহলেই তো প্রতি সোমবার একটা করে লেখা বেরুতো, মানে সচলের পাতায় দেখতাম...!
কয়েকটা কথা পড়ে খুব অদ্ভুত লাগলো... ভালো লাগা অদ্ভুত আরকি...
দুই দিনের দুইন্যা, কী আছে জীবনে বলেন? ছুটি নিয়ে চলে আসেন।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
ঐ যে বললাম, দুই দিনের দুইন্যা। সবই আছে, ছুটি নাই।
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
আরে! ছুটি না দিলে ঝাঁটা মেরে চলে আসেন!
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
চলে আসেন... আড্ডা আর গান হোক... কী আছে জীবনে...
______________________________________
পথই আমার পথের আড়াল
নতুন মন্তব্য করুন