বাংলা ইবুক

কনফুসিয়াস এর ছবি
লিখেছেন কনফুসিয়াস (তারিখ: বুধ, ০৭/১১/২০১২ - ৫:৪৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বাংলা ইবুক নিয়ে নানারকম পরীক্ষা নিরিক্ষা চালিয়েই যাচ্ছি। হাতে অবশ্য গিনিপিগ আছে একটাই, আমার সবেধন নীলমণি কাঠের সেনাপতি
ইবুকের বাজারে বাংলা বই একসময় সদর্পে ঘুরে বেড়াবে, এরকমটাই প্রত্যাশা করি। এখনকার ইন্টারনেট আর টেকি যুগে ব্যাপারটা খুবই সহজ। আমি ঠিক করেছি পরবর্তীতে কখনও বই বের করলে প্রিন্টেড এডিশানের সাথে সাথে ইবুক এডিশানেও বই প্রকাশ করবো।

আমি যেটা করেছি, সেটা একটু লিখে রাখি, উৎসাহী কারো কাজে লাগবে আশা করি।

প্রথমেই স্ম্যাশওয়ার্ডস ডট কমে একটা একাউন্ট করে নিয়েছি। এটা ফ্রি। ওদের ওখান থেকে বই বিক্রি করলে কিছু কমিশন কেটে রাখে ওরা, এমনই সহজ শর্তে একাউন্ট খুলে ফেলা যায়। আমার কাছে খুবই ব্যবহার-বান্ধব লেগেছে সাইটটি। আরেকটা কারণ হলো, বইটা যদি ওদের প্রিমিয়াম ক্যাটালগে অন্তর্ভুক্ত হবার জন্যে কোয়ালিফাই করে তাহলে সেটা শুধু ওদের সাইটেই নয়, একই সাথে কিন্ডল, আইবুক বা ন্যুক এর স্টোরেও ওরা বইটা বিক্রির জন্যে পাঠিয়ে দেয়। কোয়ালিফাই করাটা অবশ্য কষ্টসাধ্য কিছু নয়, ওদের বলে দেয়া নিয়মগুলো মেনে বই প্রকাশ করলেই সাধারণত হয়ে যায়।

একাউন্ট খোলার পরে মূল বইটাকে এমএসওয়ার্ডের ডক ফাইলে কিছু ঘষামাজা করে নিতে হয়। বেস্ট আউটপুট যেন আসে, সেটা নিশ্চিত করতে ওদের নির্দেশনা অনুযায়ী কিছু ফর্ম্যাটিং করে নিতে হয়। পুরো প্রক্রিয়াটায় ঘন্টাখানেকের বেশি দরকার হয় না। ফর্ম্যাটিং এর মূল বিষয়গুলোও একেবারেই সোজা।

সুবিধার জন্যে আমি খানিকটা বলে দিই-
১। ফন্ট- পুরো বইয়ের ফন্ট সাইজ একই করে নেয়া ভালো।
২। প্যারাগ্রাফ স্টাইল- এটা যেন পুরো বইয়ে একই থাকে। প্রতি প্যারাগ্রাফের শুরুতে এন্টার কী- চেপে দেয়া স্পেসগুলো না রাখাই ভাল। বরং ওয়ার্ডের অপশানে গিয়ে প্যারাগ্রাফ স্টাইলে এটা ঠিক করে দিতে হয়।
৩। ছবি- কাভার বা আর কোন ছবি যোগ করতে চাইলে খেয়াল রাখতে হবে যেন এটা ফ্লোটিং ইমেজ না হয়। অর্থ্যাৎ, ছবি প্রোপার্টিজে গিয়ে এটাকে ইন লাইন উইথ টেক্সট হিসেবে সেট করে দিতে হবে।
৪। পেইজ ব্রেক- এটা অবশ্য আমার নিজের বুদ্ধিতে করা। এক চ্যাপ্টারের শেষের সাথে পরের চ্যাপ্টারের শুরু গুলিয়ে ফেলতে না চাইলে ওয়ার্ডের পেইজ ব্রেক অপশান ব্যবহার করাই ভালো। এটা কাজে লাগে প্রিন্টার্স লাইন বা লেখক পরিচিতির পাতাটাকে আলাদা করার জন্যেও।

আসলে যারা ইবুক প্রকাশ করতে চাইবেন তাঁদের উচিৎ পুরো ম্যানুয়ালটি একবার পড়ে ফেলা। তাহলে পুরো ব্যাপারটি একেবারে জলবৎ তরলং হয়ে যাবে।

ফর্ম্যাটিং এর পরে ফাইলটি প্রস্তুত হয়ে গেলে স্ম্যাশওয়ার্ডের একাউন্ট থেকে আপলোড করে দিলে ওটা নিজে থেকে বিভিন্ন ফর্ম্যাটে কনভার্ট হয়ে যায়। ইপাব, মোবি, পিডিএফ, আরটিএফ, টেক্সট, পামডক ইত্যাদি নানা ফর্ম্যাট, এমনকি অনলাইনের পড়ার উপযোগি ভার্সানেও। বইয়ের দাম নিজের ইচ্ছেমতো ঠিক করা যায়, এমনকি চাইলে ফ্রি-ও করে দেয়া যায়। সম্ভাব্য পাঠকেরা যেন বইটির কিছু পাতা স্যাম্পল হিসেবে নামিয়ে দেখতে পারেন, সেই সুবিধাও আছে সেখানে।

পাবলিশিং জগতে বাংলা ইউনিকোড ফন্ট নিয়ে সবসময়েই কিছু গোলমাল থেকে যায় অবশ্য। এখানেও তার ব্যাতিক্রম হয়নি। আমার বইটার ইপাব ফর্ম্যাট খুবই চমৎকার এসেছে, কিন্তু স্ম্যাশওয়ার্ডের করা মোবি ফাইলটায় দেখি কিছু ফন্ট ভেঙ্গে গেছে। পরে অবশ্য এই সমস্যারও সমাধান করতে পেরেছি। ক্যালিব্রে সফটওয়্যার দিয়ে স্ম্যাশওয়ার্ডের করা ইপাব থেকে মোবি-তে কনভার্ট করতেই দেখি কী তামশা, সব ফকফকা! একদম চমৎকার ইবুক হয়ে দাঁড়িয়েছে বইটা।

আমার কিন্ডল রিডার নেই অবশ্য, পড়াপড়ির বেশিরভাগ কাজ আইপ্যাড দিয়েই চালিয়ে দিই।
দুটা স্ক্রিণশট দিলাম সেখান থেকে।
পরিশেষে, বাংলাদেশ ও বাংলা ভাষার সকল লেখক ও প্রকাশকদের ইবুকের অপার সম্ভাবনাময় জগতটি ঘুরে ফিরে দেখার অনুরোধ জানাই।
সংযুক্তিঃ
------
১/ সেলফ পাব্লিশিং
ই-বুক নিয়ে লিখতে গিয়ে এ ব্যাপারটা উল্লেখ করতে ভুলে গিয়েছিলাম, নিচে নীড় সন্ধানীর মন্তব্যে মনে পড়লো। স্ম্যাশওয়ার্ড বা এধরণের ইবুক বানানোর সাইটগুলো কিন্তু সেলফ-পাব্লিশড লেখকদের স্বর্গোদ্যান বলা চলে।
যারা অনেক চেষ্টা করেও প্রকাশক পাচ্ছেন না, বা প্রকাশকের অসহযোগিতার কারণে বারবার নিরুতসাহিত হতে হয়েছে, তাদের জন্যে সেলফ-পাব্লিশিং একটি চমতকার অপশান। শুধু মাইক্রোসফট ওয়ার্ডে খানিকটা ফর্ম্যাটিং জানা থাকলেই ইবুক হিসেবে নিজের লেখাগুলো প্রকাশ করে ফেলা যায়। অথবা যারা প্রিন্টেড মাধ্যমে যাওয়ার আগে নিজেকে পাঠকের চোখে যাচাই করে নিতে চান, তাদের জন্যেও এটা একটা ভালো মাধ্যম হতে পারে।

২/ এ কথা সত্য যে প্রবাসীদের জন্যে এ প্রক্রিয়াটা তুলনামূলক সহজ। কিন্তু আমি ভাবছিলাম, দেশে এখন মোবাইল ব্যাংকিং বা মোবাইলে অর্থ লেন দেনের নানারকম উপায় বের হয়েছে, সেগুলো ব্যাবহার করে ইবুকের জন্যে একটা চমতকার বিজনেস মডেল দাঁড় করানো কি অসম্ভব?


মন্তব্য

শিশিরকণা এর ছবি

আমাজনে ই-বুক পাওয়া গেলে চোরাই স্ক্যানড পিডিএফ না নামিয়ে পয়সা দিয়ে কিনেই পড়তাম। আর এখন তো মোবাইলেও ই-বুক পড়া যায়। প্রকাশকরা এইভাবে বই সহজলভ্য করে দিলে পাঠক বাড়বে আশা করি। মানুষ দশ বিশ টাকা খরচ করে ওয়েল্কাম টিউন কিনে, বই পাওয়া গেলে কি কিনবে না?

~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~

নীলকান্ত এর ছবি

সত্য।


অলস সময়

কনফুসিয়াস এর ছবি

থ্যাংকিউ শিশিরকণা। আপনার এই কথাগুলোই লেখক ও প্রকাশকেরা বুঝবেন বলে আশা করি।

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

তারেক অণু এর ছবি
ত্রিমাত্রিক কবি এর ছবি

গুড আইডিয়া বস হাসি

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

চরম উদাস এর ছবি

চলুক

কনফুসিয়াস এর ছবি

ধন্যবাদ চরম উদাস। আপনাকে একটা তথ্য জানাই- আমার সাংসারিক অনেক দায়িত্বগুলোর একটা হচ্ছে, সচলে আপনার লেখা এলেই আরেক অনিয়মিত সচল অর্থ্যাত আমার বউকে সেই খবর পৌছে দেয়া। তারপর বুড়াবুড়ি রাত জেগে সেই লেখা পড়ে ঠা ঠা করে হাসতে হাসতে গড়িয়ে পড়া! আপনাকে বলি, যুগ যুগ জিও।

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

চরম উদাস এর ছবি

অনেক ছোটবেলা একবার জুম্মার নামাজ পড়তে যাবার সময় হাওয়ায় লুঙ্গী উড়ে চলে গিয়েছিল। তখন যেমন লজ্জা পেয়েছিলা, আপনার মতো বাঘা লেখকের প্রশংসায় তার চেয়েও কয়েকগুন বেশী লজ্জা পেয়ে টমেটু হইলাম লইজ্জা লাগে

সত্যপীর এর ছবি

*গলা খাঁকারি*...ইয়ে, লুঙ্গি হাওয়ায় উড়ে চলেই গিয়েছিল একবারে? সে চলে গেল ফিরে এলোনা টাইপ ব্যাপার?

..................................................................
#Banshibir.

চরম উদাস এর ছবি

অনেক ছোট ছিলাম তো, তাই লুঙ্গীর সাথে আমিও উড়ে গেছি। এজন্য ইজ্জতটা রক্ষা। ইয়ে, মানে...

কনফুসিয়াস এর ছবি

কস্কি মমিন!

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

নীড় সন্ধানী এর ছবি

চমৎকার আইডিয়া। নিজের বই নিজেই প্রকাশ করবো এইবার হো হো হো

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

কনফুসিয়াস এর ছবি

এই ব্য়াপারটা বলতে ভুলে গেছিলাম, ধন্য়বাদ নীড় সন্ধানী, উপরে যোগ করে দিলাম।

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

মৃত্যুময় ঈষৎ এর ছবি

চলুক


_____________________
Give Her Freedom!

নিঃসঙ্গ পৃথিবী এর ছবি

চলুক

নাশতারান এর ছবি

বালা বুদ্দি! বালা বুদ্দি! (মিঠু অ্যাক্সেন্টে) দেঁতো হাসি

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

কনফুসিয়াস এর ছবি

খাইছে

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

পরমার্থ এর ছবি

আমি বিমোহিত ।

উদ্ভ্রান্ত পথিক এর ছবি

চমৎকার পোস্ট কনফু ভাই। কিন্ডলে পড়তে ফাটাফাটি লাগে। মোটা মোটা বাংলা বই গুলা যদি পাব্লিশার গুলা ইপাব/মোবি করার উদ্যোগ নিতো তাইলে অনেক ভালো কাজ হইতো হাসি

---------------------
আমার ফ্লিকার

কনফুসিয়াস এর ছবি

নিবে আশা করি, আমাদেরই শুরু করতে হবে।

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

অতিথি লেখক এর ছবি

চলুক আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

আব্দুল্লাহ এ.এম.

রায়হান আবীর এর ছবি

চলুক

অতিথি লেখক এর ছবি

আমরা (আমি/বউ) যখন কোনো মজার খাবার রান্না করি তখন আইবুকঅথরস এ লিখে রাখি। আশা করছি একদিন এটা একটা ই-বই হযে যাবে। বাংলা লিখি গুগুল ট্রান্সলিটারেশন এ তাই খুবই মন্থর গতিতে আগাচ্ছি। এমেচার ব্যবহারকারীর দৃষ্টিতে আইবুকঅথরস এর সাথে আপনার পদ্ধতিটার কোন তুলনামূলক চিত্র কি দিতে পারেন?

পোস্টটা খুবই ভালো লেগেছে।

-ছাইপাশ

কনফুসিয়াস এর ছবি

আমার তো ম্যাকবুক নেই, তাই আইবুক অথর ব্যাবহার করিনি কখনও। তাই তুলনামূলক চিত্র দিতে পারবো না। তবে এটুকু নিশ্চিত বলতে পারি যে আপনারা যেভাবে এগুচ্ছেন, ইবুক প্রকাশ করার সেটাই সবচেয়ে উপযুক্ত পদক্ষেপ। অভিনন্দন আপনাদের। হাসি

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

সাফিনাজ আরজু এর ছবি

চলুক
অনেকেই উপকৃত হবে।
বই সহজলভ্য হলে পাঠকের আগ্রহ বাড়তে থাকবে।
চমৎকার পোস্ট!

পুতুল এর ছবি

খুব মজার ব্যাপরতো। আমি কম্পুকানা মানুষ যদিও। কিন্তু প্রকাশকদের জন্য একটা ভাল উপায়। আশা করি তারা ভেবে দেখবেন।
অট: লেখালেখি একদম ছেড়েই দিলেন বস?

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

কনফুসিয়াস এর ছবি

কম্পুকানা হলেও সমস্যা নেই, এমএসওয়ার্ড কানা না হলেই এটা করা খুবই সম্ভব।
অটঃ নাহ, লেখালেখি ছাড়িনি, ওটা ছাড়লে বাঁচবো নাকি? শুধু সেগুলো প্রকাশযোগ্য হচ্ছে কি না এই নিয়ে সংশয় বেড়েছে।

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

পুতুল এর ছবি

কাঠেরর সেনাপতির মতো লেখকরা যদি লেখা নিয়ে সংশয়ে থাকেন, তা হলে আমাদের তো ছাইপাশ লেখালেখি ছেড়ে দেওয়া উচিৎ। কিন্তু ভাল লাগল শুনে যে লেখালেখি চালু আছে। আমাদের সাথে শেয়ার করুননা কিছু লেখা।

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

স্যাম এর ছবি

চলুক

অতিথি লেখক এর ছবি

আস্ত একটা বই লেখার ইচ্ছা জাগেনি কখনো, উপ্রের লেখা পড়ে মনে হচ্ছে লিখি একখান, দোষ কুনে??

- বিক্ষিপ্ত মাত্রা

কনফুসিয়াস এর ছবি

দোষ নেই। আজই শুরু করে দিন। হাসি

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

সুমিমা ইয়াসমিন এর ছবি

দরকারী পোস্ট।

কাঠের সেনাপতি বইটি ভীষণ ভালো লেগেছে! আবার জানিয়ে গেলাম। হাসি

কনফুসিয়াস এর ছবি

ধন্যবাদ। ঃ)

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

তাসনীম এর ছবি

গুরুত্বপূর্ণ তথ্য।

ভবিষ্যতে আরও ই-বুক বের করলে কাজে লাগবে। স্মৃতির শহর ইবুক পিডিএফে, কিন্ডল ফায়ারে ঝামেলা ছাড়াই পড়া যায় দেখেছি।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

কনফুসিয়াস এর ছবি

ঠিক, পিডিএফ এর সুবিধা এখানেই, ফন্ট এম্বেড করে দিলে যে কোনো ডিভাইসে পড়া যায়। তবে সত্যি কথা হলো পড়ে আরাম হচ্ছে ইপাব, প্রায় অতুলনীয়ের কাছাকাছি। হাসি

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

প্রৌঢ় ভাবনা এর ছবি

চলুক

যুধিষ্ঠির এর ছবি

চলুক

সবজান্তা এর ছবি

জনগুরুত্বপূর্ণ পোস্ট। কিন্তু আপনার নতুন গল্প কই ? নতুন গল্প না লিখলে ইবুক করবেন কীসের ? দেঁতো হাসি

কনফুসিয়াস এর ছবি

বুদ্ধিমানের জন্যে ইশারাই কাফি। আপনি কি বুদ্ধিমান? তাহলে ইশারা দিলাম - দি ট্রুথ ইজ আউট দেয়ার। দেঁতো হাসি

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

নূপুরকান্তি  এর ছবি

ভালো লাগলো এতসব জেনে। কাজে লাগাবার চেষ্টা চালাবো দেখি।
বইখানা কেনা যাবে দেখচি।

আর খবর টবর কি।ওপাড়ায় দেখিনা তো আজকাল।

কনফুসিয়াস এর ছবি

একটু দৌড়ের উপর আছি বস, তবু আপনার কবিতার খবর পেলে পড়ে আসি গিয়ে, সবসময়ই। হাসি

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

দময়ন্তী এর ছবি

এইটা বেশ গুড তো। হাসি
আমার বইটা এইবারে প্রকাশ করে ফেলব। কিন্তু কথা হল, তার মধ্যে দেবার জন্য কিছু লেখাও লিখতে হবে যে মন খারাপ

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

কনফুসিয়াস এর ছবি

আমার হিসেব মতে তোমার কিন্তু অনেকগুলো গল্প জমে গেছে। হাসি

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

যুমার এর ছবি

চলুক

ধুসর গোধূলি এর ছবি

এইবার দেখি আমার 'জীবন পথের হাদুমপাদুম' বইখানা প্রকাশ হৈতে আটকায় ক্যাঠা! একবার না খালি, দুদু বার করে আমি এইবার (ই)বুক বের করেই ফেলবো, যা আছে কুলকপালে!

মুস্তাফিজ এর ছবি

একটা ছবির বই বের করে ফেলি তাহলে। হাসি

...........................
Every Picture Tells a Story

তাসনীম এর ছবি

এইটা কিন্তু সত্যি দারুণ একটা আইডিয়া।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

কনফুসিয়াস এর ছবি

খুবই ভাল বুদ্ধি, কাজ শুরু করে দেন মুস্তাফিজ ভাই। হাসি

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

সুহান রিজওয়ান এর ছবি

ভাইয়া, অনলাইন বই প্রকাশ করলে (মানে নতুন বই যা বেরুচ্ছে) করলে কি প্রকাশক লাভবান হবেন ?? কয়জন অনলাইন পেমেন্ট করে বই কেনেন দেশে ?? আর যদি প্রকাশক লাভবান না হন, তা হলে বাণ্যিজ্যিক ভাবে তো এটা করা হবে না। সেইক্ষেত্রে লেখক নিজ উদোগে করলে সেটা প্রকাশকের একধরণের ক্ষতি না ??/

[আপনার লেখা কই ভাইয়া ?? গল্প না লিখুন, ব্লগরব্লগরগুলো কোথায় গেলো ??]

কনফুসিয়াস এর ছবি

অনলাইনে পে করে বই এখনও খুব বেশি কিনে না দেশে। কিন্তু সে রকম একটা স্ট্রাকচার বানানোর জন্যে উদ্যোগ নেয়া উচিত বলেই মনে করি। প্রকাশক মানে বলতে নিশ্চয়ই কাগুজে কপির প্রকাশককে বুঝিয়েছ, তাই না? সেক্ষেত্রে প্রকাশকদের ক্ষতি কি না এটা আসলে তর্কের বিষয়। আমার ধারণা তেমন ক্ষতি নেই। দেশের পাঠকেরা যাদের প্রিন্টেড বই কেনার সুবিধা আছে, তারা ইবুকের দিকে খুব একটা ঝুঁকবেন না। আর প্রবাসী পাঠক যাদের কাছে প্রিন্টেড বই সংগ্রহ করা খরুচে ব্যাপার, তারা সস্তায় ইবুকের অপশান পেলে খুশি হবেন বোধহয়।
সেই ইবুক অবশ্য অবৈধভাবে ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। কিন্তু প্রিন্টেড বইওতো স্ক্যান্ড হয়ে সাইটে সাইটে তুলে দেয়া আছে! ইবুকের অপশান তৈরি করে সেটা নতুন কোন ক্ষতি বৃদ্ধি করবে না, বরং যারা অন্য উপায় না পেয়ে স্ক্যান্ড কপি পড়েন, তারা পয়সা দিয়ে ইবুক কিনে পড়বেন। আর যদি পাইরেসি হয়ই, সেটাকে আপাতত পাবলিসিটি হিসেবে মেনে নিয়ে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া উপায় নেই।
[ লিখছি তো ইদানিং, আজই একটা ব্লগরব্লগর দিলাম! ]

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

হিমু এর ছবি

স্ম্যাশওয়ার্ডস থেকে পরীক্ষামূলকভাবে একখানা ইবুক বার করলাম।

রণদীপম বসু এর ছবি

বিষয়টা মনে ধরেছে। কিন্তু কম্পুকানা হবার শতেক জ্বালা !

প্রকাশকদের কেউ কেউ একইসাথে ই-বুকও প্রকাশের উদ্যোগ নেবেন এরকম একটা গুঞ্জন শুনেছিলাম গত বইমেলাতেই। সম্ভবত শুদ্ধস্বরের এরকম একটা ইচ্ছা ছিলো মনে হয়। সে ইচ্ছেটা এখন কোন্ পর্যায়ে আছে জানি না !

তবে প্রকাশকদের অনধিগম্য কিছু কিছু লেখাকে ই-বুক করে ফেলাই যায়। একটু একটু করে সাহস সঞ্চয় করতে থাকি।।।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।