অপ্রকাশ-

কনফুসিয়াস এর ছবি
লিখেছেন কনফুসিয়াস (তারিখ: বিষ্যুদ, ২২/০৫/২০১৪ - ৫:০১অপরাহ্ন)
ক্যাটেগরি:

অপ্রকাশ

প্রণয় সে গোপন গভীর থাকা ভালো।

শহরের উষ্ণতম সরোবরের অভিমানী জলে-
শীত-দুপুরে কোন ঘুম ভাঙানিয়া স্নান,
তারও চেয়ে ভালো, ডুবে ডুবে ডুবে
পানকৌড়ির অলৌকিক আহবান।

ডাহুক পাখীর প্রেমের মতন জেনো,
আমাদের সংক্ষিপ্ত অবকাশ।
ভালো বাসা না বাসার দোলাচলে,
সংশয়ে আকুল আশ্বাস।

তারচে’ বরং এসো, দূরে সরে যাই।
দেখো ঢের ভাল এই নীরবতা,
এ মাঝির মন ভাঙা গানে,
সহসা ব্যাকুল হয়, বৈঠায় মাপা গভীরতা।

গভীরতা শোনো, গোপনীয় থাক।
এ প্রণয় না হয়, না হোক সবাক।।

যে নদীর না ওঠা সে ঢেউ,
অথবা সে নদীটির সুগভীর জল;
ভালোবেসে চুপ থাকা ভালো,
ছুঁয়ে থেকেও না-ছোঁয়া অতল।।

-----
তারেক নূরুল হাসান
২২/০৫/২০১৪
মেলবোর্ন


মন্তব্য

পালক সিদ্দীকী এর ছবি

চমৎকার, লিখা চলুক অবিরত

কনফুসিয়াস এর ছবি

ধন্যবাদ।:)

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

অতিথি লেখক এর ছবি

খুবই চমৎকার হয়েছে। সাখাওয়াৎ

কনফুসিয়াস এর ছবি

ধন্যবাদ। হাসি

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

মৃত্যুময় ঈষৎ এর ছবি

চলুক খুব ভালো লাগলো। আহা ক্ষণিকের প্রণয়পাশ...


_____________________
Give Her Freedom!

কনফুসিয়াস এর ছবি

স্মৃতিকাতর নাকি? হাসি

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

অতিথি লেখক এর ছবি

অনেক ভাল লাগল।

যে নদীর না ওঠা সে ঢেউ,
অথবা সে নদীটির সুগভীর জল;
ভালোবেসে চুপ থাকা ভালো,
ছুঁয়ে থেকেও না-ছোঁয়া অতল।।

কথা গুল সুন্দর। আরো লিখুন।

সোহেল লেহস

কনফুসিয়াস এর ছবি

ধন্যবাদ। হাসি

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

সবজান্তা এর ছবি

কবিতা তো দুর্ধর্ষ লাগলো কনফু ভাই! আপনি কি এর আগে কখনো কবিতা প্রকাশ করছিলেন নাকি? মনে করতে পারি না... তবে এই কবিতাটা আসলেই খুব ভালো লাগলো। কিছু কিছু অংশ এতো অসাধারণ চিত্রকল্পের মতো-

শহরের উষ্ণতম সরোবরের অভিমানী জলে-
শীত-দুপুরে কোন ঘুম ভাঙানিয়া স্নান,
তারও চেয়ে ভালো, ডুবে ডুবে ডুবে
পানকৌড়ির অলৌকিক আহবান।

পর পর তিনবার ডুবে শব্দটা ব্যবহার করা, কিংবা অলৌকিক আহবান শব্দবন্ধ- সবই খুব ভালো লাগলো। আরো পড়তে চাই আপনার কবিতা। এবং গল্পও।

কনফুসিয়াস এর ছবি

আগেও কয়েকটা দিয়েছিলাম, বুঝতে পারছি মনে রাখার মত ছিলো না সেগুলো। হাসি
গল্প হাফ-ডান হয়ে আছে কয়েকটা, দেখি।।।।

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

তাসনীম এর ছবি

চমৎকার লাগলো। আপনি কবিতা লিখেন সেটাই জানতাম না। আরও কবিতা আসুক।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

কনফুসিয়াস এর ছবি

হাসি

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

অতিথি লেখক এর ছবি

মনের কথা শুধু প্রিয়ের মন জানুক
আর কেউ না জানুক।
তামান্না ঝুমু

কনফুসিয়াস এর ছবি

হুম।

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

ত্রিমাত্রিক কবি এর ছবি

অসাধারণ লাগল

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

কনফুসিয়াস এর ছবি

ধন্যবাদ। হাসি

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

আনন্দময়ী মজুমদার  এর ছবি

চমৎকার লাগলো।

কনফুসিয়াস এর ছবি

ধন্যবাদ। হাসি

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

এক লহমা এর ছবি

হাসি

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

দীনহিন এর ছবি

এ মাঝির মন ভাঙা গানে,
সহসা ব্যাকুল হয়, বৈঠায় মাপা গভীরতা।

ভাল লেগেছে।
চলুক

.............................
তুমি কষে ধর হাল
আমি তুলে বাঁধি পাল

অতিথি লেখক এর ছবি

চলুক দারুন লাগলো। আসুক আরো কবিতা আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

মাসুদ সজীব

গান্ধর্বী এর ছবি

চমৎকার কবিতা। হাততালি

------------------------------------------

'আমি এখন উদয় এবং অস্তের মাঝামাঝি এক দিগন্তে।
হাতে রুপোলী ডট পেন
বুকে লেবুপাতার বাগান।' (পূর্ণেন্দু পত্রী)

অতিথি লেখক এর ছবি

চমৎকার।

গোঁসাইবাবু

তাহসিন রেজা এর ছবি

চমৎকার

------------------------------------------------------------------------------------------------------------
“We sit in the mud, my friend, and reach for the stars.”

অলীক জানালা _________

অতিথি লেখক এর ছবি

ভালো লাগলো

নীড় সন্ধানী এর ছবি

ডাহুক পাখীর প্রেমের মতন জেনো,
আমাদের সংক্ষিপ্ত অবকাশ।
ভালো বাসা না বাসার দোলাচলে,
সংশয়ে আকুল আশ্বাস।

আমার কৈশোরে এরকম এক প্রেমময় অবসর এসেছিল ক্ষণিকের জন্য। সুতরাং কিশোর উপযোগী কবিতাই বটে! দেঁতো হাসি

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

কনফুসিয়াস এর ছবি

দেখেন অবস্থা, আমি আরও প্রাপ্তবয়স্ক প্রেম মাথায় রেখে লিখেছিলাম এটা! মন খারাপ

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

নীড় সন্ধানী এর ছবি

মন খারাপ কইরেন না। কিশোর উপযোগী ট্যাগ তো আপনিই দিলেন। ভাবলাম কৈশোর প্রেম নিয়ে কিছু বলতে চেয়েছেন খাইছে

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

নীল_অপরাজিতা এর ছবি

পড়ে খুব ভালো লাগলো.... অসম্ভব সুন্দর কিছু লাইন। হাততালি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।