রাজপ্রাসাদের সৈন্যরা সব শেষ, উজিরের মরল খানিক আগেই, বীরবেশে আমি রাজার ঘরে ঢুকতে যেতেই রাজকন্যা ফোন দিলো, আমার মুঠোফোনের স্ক্রিনে ছবি সমেত নাম ভেসে উঠলো তার, কঙ্কাবতী! আমি তো চমকে উঠলাম। হাতের চকচকে খোলা তলোয়ার সাই করে বগলে চেপে অন্য হাতে কল রিসিভ করেই বললাম, হাআআলোওওও, নেমজ কুমারস, ডালিমস কুমারস!
ফোনের অপর প্রান্ত থেকে কেউ একজন উদগ্রীব গলায় ডেকে উঠলো, কনফু, ঘুমাচ্ছিস?
ঘুম? আমি? ঘুউউম?
আরে তাই তো! বেঘোরে ঘুমুচ্ছিলাম, ঘুমিয়ে ঘুমিয়েই রাজা উজির মারছিলাম বেশ। এবারে একদম ধপাস করে ঘুম ভেঙ্গে গেলো। রাজ্য রাজপাট সিংহাসন সব গায়েব। আমি ধড়মড় করে বিছানায় উঠে বসলাম, কানে তখনও সোনার কাঠি রূপার কাঠি, আই মিন, ফোন।
অফিস-ফেরতা বউ কল দিয়েছে, শহর থেকে ফিরবার ট্রেন মাঝপথে আটকা পড়েছে, নিয়ে আসতে হবে গিয়ে।
খুব দ্রুতই রূপকথার ঘুম কাটিয়ে স্বাভাবিক হবার চেষ্টা করলাম। ঠিকানা জেনে নিলাম ঝটপট, তারপরে গুগল ম্যাপে সার্চ, ম্যাপ জানালো ২৮ মিনিটের পথ। চিরকালীন অভ্যাসে নিচের বাটনে চাপ দিয়ে মোবাইলটা উইন্ডস্ক্রিনের হোল্ডারে চাপিয়ে দিয়ে শিষ বাজাতে বাজাতে গাড়ি স্টার্ট দিয়ে দিলাম, এবার গুগলই পথ দেখিয়ে নিয়ে যাবে।
পৌঁছতে যখন মিনিট পাঁচেক বাকি, তখন খানিক সন্দেহ হতে লাগলো। আমার মন বলছে এখন সোজা যাবার কথা, তাহলে গুগল ম্যাপ কেন ডানে যেতে বলছে? এতটাই নিশ্চিত ছিলাম যে আমি সোজা রাস্তায়ই গেলাম। কিন্তু ম্যাপ সাথে সাথে ট্যাঁ ট্যাঁ করে উঠল, ডানে যাও, ডানে যাও। আমি তবু খানিকদূর গিয়ে দেখি একি ব্যাপার, বাধ্য হয়ে গাড়ি থামিয়ে ম্যাপে আমার গন্তব্য ঠিকঠাক দিয়েছি কি না দেখতে গেলাম। ধুর, ভুল ঠিকানা দিয়ে বসে আছি!
আবারও ঠিকানা লিখলাম ওখানে, তারপরে অভ্যেসমতন সার্চ বাটন ছুঁইয়ে স্ক্রিনে তাকিয়ে দেখি সর্বনাশ, ঠিকানা দেখাচ্ছে আমার গন্তব্যই, তবে যেখানে চাপ দিয়ে ডিরেকশান চালু করার কথা ওখানে দেয়া আছে কাছাকাছি একটা রেস্তোরাঁর নাম! ব্যাপারটা বুঝে উঠতে বেশ কিছুক্ষণ সময় লেগে গেল আমার, তারপরেই হঠাৎই বুঝে গেলাম!
বিজ্ঞাপন!
আমার সঠিক গন্তব্যের অপশান দেয়া আছে নতুন একটা জায়গায়। কিন্তু অভ্যেস বশে যেখানে আঙুল যাবার কথা ওখানেই ঘাপটি মেরে আছে সেই রেস্তোরাঁর বিজ্ঞাপন।
হায় গুগল। ম্যাপেও এরকম জোরজবরদস্তি টাইপ বিজ্ঞাপন দিতে হল? জিমেইল বা ইউটিউবে, এমনকি গুগলের সার্চে টার্চেও বিজ্ঞাপন মানিয়ে যায়, ওদেরও তো পেট চালাতে হবে।
কিন্তু গুগল ম্যাপের মত একটা জরুরি জায়গায় বিজ্ঞাপনের গিয়াঞ্জাম দেখে ভাল লাগলো না। এ যেন পাবলিক টয়লেট থেকে বেরুবার মুহুর্তে আবিষ্কার করা যে টয়লেট রোল নেই, নতুন রোলের জন্যে এখন বসে বসে দেখতে হবে ম্যাগি নুডলসের বিজ্ঞাপন, শেষ হলেই পরে বাক্স ফুঁড়ে বেরিয়ে আসবে ঝকঝকে নতুন টয়লেট রোল!
সত্যিই সেলুকাস, মুখ তো বটেই, আজকাল ম্যাপও... ঢেকে যায় বিজ্ঞাপনে!
মন্তব্য
আর কাঁহাতক "Don't be evil" থাকা যায় বলুন
এটা একেবারেই অপ্রত্যাশিত ছিল আসলে।
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
জলদি সম্পাদনা অপশনে গিয়ে লেখাটা বড় করো। এইরকম ট্রেলার সহ্য করা হবে না।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
ফন্ট বড় করে দেই অপু ভাই? অথবা আনিসুল হকের মত পার প্যারা এক লাইন? হবে না?
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
অপুর মতন আমিও বলি, জলদি সম্পাদনা অপশনে গিয়ে লেখাটা বড় করো। এইরকম ট্রেলার সহ্য করা হবে না।
...........................
Every Picture Tells a Story
বাহ্। ভাগ্যিস গুগল ম্যাপে বিজ্ঞাপন ছিল তাই না এমন একটা লেখা পাওয়া গেল! যা হোক-পরে সব মিটেছিল তো ভালোয় ভালোয়?
দেবদ্যুতি
তা মিটেছিল।
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
আরে, নুরু ভাই!! শইল্ডা ভালা??
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
শইল, মন তিনডাই ভালা
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
এসব তো সবে শুরু, কী যে করবে গুগল শেষমেশ!
ইচ্ছার আগুনে জ্বলছি...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
হে হে হে
------------------------------------------------------------------------------------------------------------
“We sit in the mud, my friend, and reach for the stars.”
অলীক জানালা _________
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
অফলাইন ম্যাপ ব্যবহার করা যায় না?
মানে প্রিন্টেড ম্যাপ? যায় তো, আগে তো সেটাই করতাম, এখন অভ্যেস খারাপ হয়ে গেছে
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
গুগলের সাম্প্রতিক বিজ্ঞাপন ট্রেণ্ড দেখে মনে হচ্ছে ওরা সম্ভবত ইয়াহু-মাইক্রোসফট থেকে কোন লোক ভাগিয়ে এনেছে। অথবা নির্দিষ্ট সময় পার হবার পর কেউ 'নো এভিল' হয়ে থাকতে পারে না।
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
বিজ্ঞাপনে সমস্যা নেই আমার, কিন্তু এরকম বেজায়গায় ...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
হায়রে ম্যাপেও!!
-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে
নতুন মন্তব্য করুন