আমি যেখানে আছি-
-----------------
আমি কিন্তু এখানে এখন নেই,
বরং রয়েছি সুদূর অতীতে,
এই ঘরের কোণেই চুপটি দাঁড়িয়ে আছি,
কিন্তু কাঁপছি বহু আগের শীতে।
আমার কোনও আগামী কাল নেই-
বর্তমানেও আমার দারুণ ভয়,
শান্তি দেয় শুধুই গতকাল,
অতীতটাকেই আপন মনে হয়।
একলা পথে পিছিয়ে গিয়ে হাঁটি,
তোমরা আমায় খুঁজোনা প্লিজ আর,
দিঘীর জলে গা ডুবিয়ে আছি,
নাক ভাসিয়ে দিচ্ছি ডুব সাঁতার।
তুমি দেখছ যাকে, ভাবছ আমি,
কিন্তু আমি এখন এখানে নেই।
অতীত থেকে আলো এসে ছুঁলে,
একটা গাঢ় ছায়া তো পড়বেই।
-
তারেক নূরুল হাসান
০৯/০৫/২০২০
মন্তব্য
অনুপম রায়ের ধাঁচে সুর বসিয়ে গাইলে বেশ লাগবে কিন্তু।
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
আমি যেহেতু স্বভাবে অসুর ইতিমধ্যেই ঘরের শিল্পীকে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। দেখা যাক।
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
আশা করছি অচিরেই আমরা গানটি শুনতে পাবো।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
---------------------------------------------------
মিথ্যা ধুয়ে যাক মুখে, গান হোক বৃষ্টি হোক খুব।
সুন্দর কবিতা। গান হলে ভালই হবে। গানটি এখানেও লোড করে দিয়েন।
করবী মালাকার।
অসুর না হলে গেয়ে ফেলতাম। অনুপম রায়ের সুরটা সহজে মিলে যাচ্ছে। তা বলে অন্য সুরেও আপত্তি নাই।
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
সুর না দিলেও ভাল্লাগবে
অজ্ঞাতবাস
নতুন মন্তব্য করুন